29/12/2023
""ব্লক করে দিলেই যদি সব ভুলে যাওয়া যেতো,,,
আর ডিলেট করে দিলেই যদি সব মুছে ফেলা যেতো,,,
তাহলে হয়ত যন্ত্রণা গুলি এত ভারি হত না,,,
সবার মাঝে বসে থেকেও হটাৎ এত একা লাগতো না,,,
মধ্য রাতে বুকের বাম পাশে ব্যথা হতো না,,,
একপাশে শুয়ে থেকে হয়তো বালিশ ভিজতো না,,,
বাথরুমে ডুকে শাওয়ার ছেড়ে দিয়ে জোরে জোরে চিৎকার করে কান্না করা লাগতো না😭💔
**g