
19/06/2025
আগামী ২০শে জুন রোজ শুক্রবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধ জয়ন্তী-২৫৬৯ বুদ্ধাব্দ উদযাপিত হতে যাচ্ছে। উক্ত অনুষ্ঠানে "মনুষ্যত্ব বিকাশে বুদ্ধবাণী" শীর্ষক আলোচনা সভা ও সম্প্রতি সম্মেলন ও রাউজান ব্লাড ব্যাংক কতৃক ক্যাম্পিং(ব্লাড গ্রুপ নির্ণয়) অনুষ্ঠিত হবে।
স্থান: ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।