28/12/2024
গতকাল পিরোজপুরের মঠবাড়িয়ায় অনুষ্ঠিত ইসলামী কনফারেন্সে উপস্থাপিত আলোচনার খন্ডাংশ।
গতকাল যা দেখলাম, মঠবাড়িয়ার মানুষরা খুবই মনোযোগী। আমার ৫০মিনিটের আলোচনায় অগনিত লোকের কারোর মধ্যেই অনিচ্ছার লেশমাত্র দেখিনি। এক্ষেত্রে তারা একান্তভাবে প্রশংসা পাওয়ার যোগ্য।