10/11/2024
ডাঃ ইমন স্মরণে
(ডাঃ আফিকুর রহমান)
মৃত্যু পরোয়ানা নিয়েই ঘুরে বেড়ায়
পৃথিবীর যাবতিয় প্রাণীকুল,
চির সত্য জেনেও সবাই আমরা
জাগতিক কাজে থাকি ব্যাকুল।
কারও খবর কেউ পারি না নিতে
ঠিক যতটা নেওয়া দরকার,
ইমনকে হারিয়ে সে কথাটি
পড়ছে মনে বার বার।
ঝরা পাতার মত হঠাৎ করেই
ঝরে যায় মানুষের জীবন,
হারিয়ে যায় চিরতরে
খুঁজে নেয় শেষ গন্তব্য মরণ।
ইমনও ঠিক সে ভাবেই চলে গেল
ওর নির্ধারিত ঠিকানায়,
সম্ভব হয়নি বের করা
ওকে ধরে রাখার কোন উপায়।
যতগুলো মানুষকে খুব কাছের মনে হতো
ইমন ছিল তাদের মধ্যে একজন,
নিজ গুনেই কেড়ে নিয়েছিল আমাকে
দখল করেছিল সারাটা মন।
ওর অকস্মাত মৃত্যু দেখিয়ে দিয়েছে
জীবনের অন্য আর এক চিত্র,
রক্তের সম্পর্ক ছাড়াও হতে পারে
মানুষ মানুষের মিত্র।
সন্তানসম আদরের জায়গাটা
দখল করে ছিল ও আমার,
দেখা হলেই হাসি মুখে বলতো
ভাল আছেন স্যার ?
জীবনে ওর সেই হাসিমাখা মুখ
হবে না আর দেখা,
দেওয়া হবে না উপদেশ আর
জীবন নিয়ে ছবি আঁকা।
অতি অল্প সময়েই জয় করেছিল
অসংখ্য মানুষের হৃদয়,
কাজকেও ভালবাসতো
নিতো না মেনে সহজে পরাজয়।
সুযোগ পেলেই চলে আসতো
দেখতে আমার করা অপারেশন,
জানার এক অদম্য ইচ্ছা ছিল ওর
গড়তে চেয়ে ছিল উন্নত জীবন।
আজও মনে পড়ে সেদিনের
সেই ইমনের মুখের ছবি,
যশোর যাওয়ার পথে বিমানে
পাশে বলেছিল নিয়ে সন্তানের দাবি।
অনেক কথাই বলেছিল সেদিন
যা ছিল ওর শেষ বলা কথা,
আজ ইমন নেই আমার পাশে
আছে শুধু স্মৃতি মাখা ব্যাথা।
ইচ্ছা থাকলেও খুব বেশি কিছু
করার ক্ষমতা নেই আমার,
হাত জোড় করে দোয়া করি
বেহেস্তে যেন জায়গা হয় তোমার।