BPS Physiotherapy & Paralysis Center

BPS Physiotherapy & Paralysis Center ধরে রাখতে জীবনের গতি,প্রয়োজন অতি ফিজিওথেরাপি।

Sensitive points or "trigger points" in fibromyalgia are known as "sensitive points".Below are some of the most common p...
25/08/2025

Sensitive points or "trigger points" in fibromyalgia are known as "sensitive points".Below are some of the most common points:

1. *Occipital*: Base of the skull
2. *Cervical*: Lower part of the neck
3. *Trapezio*: Upper shoulder
4. *Upperspine*: Upper back, close to scapula
5. *Second rib*: Bottom of second rib
6. *Side epicondyl*: Exterior part of elbow
7. *Gluteus*: Upper buttock
8. *Bigger Trocantile*: Exterior Hip
9. *Knee*: Inner part of the knee

29/07/2025

মচকানো কি?( 𝗔𝗻𝗸𝗹𝗲 𝗦𝗽𝗿𝗮𝗶𝗻 ) :

মচকানো হলো এমন একটি অবস্থা যেখানে দৈনন্দিন কাজের সময় আমাদের শরীরের হাঁড়গুলির সঙ্গে যুক্ত লিগামেন্ট অতিপ্রসারিত হয় অথবা ছিঁড়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রে, এটা গোড়ালিতে হয়(Ankle Sprain), কিন্তু এটা হাতের লিগামেন্টেও হতে পারে।খেলাধুলা করার সময় এই ইনজুরি বেশি হয়ে থাকে। এর প্রধান লক্ষন ও উপসর্গগুলি কি কি? প্রধান উপসর্গগুলি হলোঃ
১. ফুলে যাওয়া
২. তীব্র ব্যথা/মৃদুব্যথা ভাব
৩. নড়াচড়া করতে অসুবিধা হওয়া
৪. কালশিটে ভাব।
৫. সংবেদনশীলতা অনুভব। গ্রেড অনুযায়ী মচকানো শ্রেণীবিভাগ করা যায়
গ্রেড 1 মৃদু: ভার সহ্য করতে পারে।
গ্রেড 2 মাঝারি: খোঁড়ানো (গোড়ালি মচকে গেলে)। গ্রেড 3 প্রচণ্ড: হাঁটায় অক্ষমতা।
এর প্রধান কারণগুলো কি কি?
১. লিগামেন্টের উপর অত্যধিক চাপ পড়লে জয়েন্ট নিজের অবস্থান থেকে সরে যেতে পারে। এর ফলে জয়েন্ট প্রসারিত বা ক্ষতিগ্রস্ত হতে পারে।
২.কিছু ক্রিয়াকলাপ যেমন হাঁটার সময় বেকায়দায় পা ফেলা, হাঁটার বা দৌড়ানোর সময় অথবা পড়ে যাওয়ার পর গোড়ালি মোচড় খেলে মচকানোর ঘটনা ঘটতে পারে।
৩. মচকানোর ঘটনা বাররবার ঘটলে লিগামেন্ট এবং জয়েন্ট স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ হতে পারে।
এটি কিভাবে নির্ণয় করা হয়ঃ
১. রোগের প্রধান নির্ণয় রোগীকে মচকানোর কারণ জিজ্ঞাসা করে করা হয়।
২.অন্যান্য অবস্থার সঙ্গে এই অবস্থা আলাদা করতে চিকিৎসক প্রভাবিত অংশের শারীরিক পরীক্ষা করেন।
৩.আক্রান্ত অংশের চারপাশে হালকা চাপ দেওয়া মচকানো নির্ণয় করতে সাহায্য করে। প্রভাবিত অংশের পরিসীমাও পর্যবেক্ষণ করা হতে পারে।
৪.অবস্থার পরীক্ষা করতে এক্স-রে, স্ট্রেস এক্স-রে, এমআরআই স্ক্যান, ও আল্ট্রাসাউন্ডের মতো ইমেজিং কৌশলও ব্যবহার করা হতে পারে।
চিকিৎসাঃ
১. মচকানোর(Sprain) চিকিৎসায় প্রধানত আক্রান্ত স্থান নড়াচড়া বন্ধের ওপর জোর দেওয়া হয়। ২.আক্রান্ত অঙ্গকে বিশ্রাম দিলে সবচাইতে ভালো হয়।
৩. বরফ সেঁক ব্যথা কমাতে সাহায্য করে। ফোলাও কমাতে সাহায্য করে।
৪. এক্ষেত্রে ফিজিওথেরাপি চিকিৎসা পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকরী।

24/01/2025
18/01/2025

Yeah,we are physiotherapist..

মানব দেহের মেরুদণ্ডের গঠন...
15/01/2025

মানব দেহের মেরুদণ্ডের গঠন...

ফিজিওথেরাপি কি ? কাদেরকে ফিজিওথেরাপি দেয়া হয়?- ফিজিও (শারিরীক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারিরী...
14/01/2025

ফিজিওথেরাপি কি ? কাদেরকে ফিজিওথেরাপি দেয়া হয়?

- ফিজিও (শারিরীক) এবং থেরাপি (চিকিৎসা) শব্দ দুটি মিলে ফিজিওথেরাপি বা শারিরীক চিকিৎসার সৃষ্টি । শুধুমাত্র ঔষধ সব রোগের পরিপুর্ণ সুস্থতা দিতে পারে না। বিশেষ করে বিভিন্ন মেকানিক্যাল সমস্যা থেকে যে সব রোগের সৃষ্টি হয়, তার পরিপুর্ণ সুস্থতা লাভের উপায় ফিজিওথেরাপি। প্রাচীন গ্রীসে হিপোক্রেটাস ম্যাসেজ ও ম্যানুয়াল থেরাপি দ্বারা ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা করেছিলেন। যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য ১৯৭২ সালে বিদেশী ফিজিওথেরাপিষ্ট দ্বারা স্বাধীন বাংলাদেশে ফিজিওথেরাপি চিকিৎসার সূচনা হয়। একজন ফিজিওথেরাপিস্ট রোগীর স্বাস্থ্য সমস্যা (প্রধানত বাত-ব্যথা, আঘাত জনিত ব্যথা, প্যারালাইসিস ইত্যাদি) নির্ণয় করে চিকিৎসা দেন।

ফিজিওথেরাপি পদ্ধতি– -ম্যানুয়াল থেরাপি -ম্যানিপুলেটিভ থেরাপি -মোবিলাইজেশন -মুভমেন্ট উইথ মোবিলাইজেশন -থেরাপিউটিক এক্সারসাইজ-ইনফিলট্রেশন বা জয়েন্ট ইনজেকশন -পশ্চারাল এডুকেশন -আরগোনমিক্যাল কনসালটেন্সী -হাইড্রোথেরাপি -ইলেকট্রোথেরাপি বা অত্যাধুনিক মেশিনের সাহায্যে চিকিৎসা। কিছু কিছু ক্ষেত্রে ড্রাগস বা ঔষধ।

কাদেরকে ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়— যারা নিম্নোক্ত স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন, তাদের ফিজিওথেরাপি চিকিৎসা দেওয়া হয়।

১।বাত-ব্যথা ২। কোমড় ব্যথা ৩। ঘাড় ব্যথা ৪। হাঁটু অথবা গোড়ালীর ব্যথা ৫। আঘাত জনিত ব্যথা ৬। হাড় ক্ষয় জনিত রোগ। ৭। জয়েন্ট শক্ত হয়ে যাওয়া ৮। স্ট্রোক ৯।প্যারালাইসিস জনিত সমস্যায় ১০।মুখ বেঁকে যাওয়া বা ফেসিয়াল পালসি ১১। বিভিন্ন ধরনের অপারেশন পরবর্তী সমস্যায় ১২। আইসিইউ (ICU) তে অবস্থানকারী রোগীর জন্য ১৩। পা বাঁকা (ক্লাবফিট) ১৪। গাইনোকলজিক্যাল সমস্যায় ১৫। সেরিব্রাল পলসি
(প্রতিবন্ধী শিশু) ১৬। বার্ধক্যজনিত সমস্যা।

উপরোক্ত সমস্যা গুলোতে ভুগছেন যারা তারা আমাদের ফিজিওথেরাপি সেবা পেতে যোগাযোগ করুন BPS ফিজিওথেরাপি এন্ড প্যারালাইসিস সেন্টারে। এটি একটি অত্যাধুনিক ও মানসম্মত থেরাপি সেন্টার।

ঠিকানা:মিঠাপুকুর আইডিয়াল স্কুলে স্কুলের পশ্চিম দিকে পুরাতন বুরো বাংলা ভবন।
প্রয়োজনে যোগাযোগ করুন নিচে দেওয়া নম্বরটিতে,, ০১৬১৯৮৬৫৪৭২

Address

কৃষ্ণপুর, মিঠাপুকুর
রংপুর।

Website

Alerts

Be the first to know and let us send you an email when BPS Physiotherapy & Paralysis Center posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram