Dr. Shahadat Homeo Hall

Dr. Shahadat Homeo Hall Alhaj Maw Dr. Mohammad Shahadat Hossain. D. H. M. S. (Dhaka)
B. A. (Hons) M. (Double) R.B Dhaka.

ডক্টর স্যারের এপয়েন্টমেন্টের নিয়মঃ - প্রথমে ১০০ টাকা দিয়ে কনফার্মেশন করতে হবে। (বিকাশ/রকেট/নগত)- ডক্টর স্যারের সাথে কথ...
31/10/2023

ডক্টর স্যারের এপয়েন্টমেন্টের নিয়মঃ
- প্রথমে ১০০ টাকা দিয়ে কনফার্মেশন করতে হবে। (বিকাশ/রকেট/নগত)
- ডক্টর স্যারের সাথে কথা বলবেন, উনি প্রিস্ক্রিপশন করবেন। এবং দাম জানাবেন।
- মোট দাম যা আসবে তার উপর থেকে কনফার্মেশনের ১০০ টাকা বাদ দেয়া হবে।
- কুরিয়ার খরচ ১৫০টাকা দেশের মধ্য।

চিকিৎসক চিকিৎসা করিতেছেন।
17/08/2023

চিকিৎসক চিকিৎসা করিতেছেন।

12/04/2023

দুশ্চিন্তা মুক্ত জীবন হায়াত বৃদ্ধির অন্যতম কারন।

চিকিৎসা চলাকালীন সময়।Dr. Shahadat Homeo Hall
12/04/2023

চিকিৎসা চলাকালীন সময়।
Dr. Shahadat Homeo Hall

06/04/2023

সুস্থ থাকার জন্য কিছু টিপস দেবেন কি?

জার্মানির সব ডাক্তাররা বলেন প্রতিদিন ১০,০০০ স্টেপ হাঁটবে। তাহলে আর কোনো রোগ হবে না। দশ হাজার স্টেপ মানে ৬.৫ কিলোমিটার।

উনাদের সব কথাকেই কি বিশ্বাস করতে হবে !!! সত্যিই কি তাই !!!!

ছোটবেলায় আম্মা জোর করে পালং শাক খাওয়াতেন। বলতেন খা বাবা , শরীরে আইরন বাড়বে।

বড় হয়ে জানলাম, কোনো এক পুষ্টি বিজ্ঞানী তার রিসার্চে দশমিক পজিশনটি ঠিক জায়গায় বসান নি,তাই পালং শাকে আইরণের পরিমাণ বেশি দেখাচ্ছিল।

সমস্ত পৃথিবী তাকে বিশ্বাস করেছিল। আর তার ভুলে আমার বাল্যকাল এমন কষ্টে কেটেছিল।

এরপরে যখন জিমে যাওয়া শুরু করলাম, ট্রেইনার বলতো প্রতিদিন নুডলস খাবে।

এক বছরের মধ্যেই থিওরিটি পাল্টে গেলো। নুডলস খাবে না, ওটা জঘন্য , প্রচুর স্টার্চ ।

আমাদের মতো স্বল্পজ্ঞানী, গুগল বিশ্বাসী লোকেরা কোথায় যাবে, বলুন তো ?

যাহোক, পুষ্টিবিজ্ঞানীদের দুটো গালি দিয়ে গ্যারাজ থেকে গাড়ি বের করলাম। শপিং এ যেতে হবে। দোকানটি বেশি দূরে নয়। হেঁটে গেলেও পারতাম, তবুও যাবো না।

হঠাৎ দেখা হলো আমার প্রতিবেশী ফেলিক্স আর মারিয়ার সাথে। দুজনের বয়স আশির বেশি।

তবে সুঠাম দেহ, শরীরে এক বিন্দুও মেদ নেই, ফেলিক্স যেন রণবীর সিং আর মারিয়া দিপীকা পারুকোন।

জিজ্ঞেস করলাম তাদের, সাথে নেবো কিনা।

মারিয়া বললেন, না,না, আমরা প্রতিদিন ৬.৫ কিলোমিটার হাঁটি।

আমি বললাম, ওহ, এটাই হলো আপনাদের ইয়াং থাকার রহস্য ।

-তো, কতদিন ধরে এই অভ্যাস ?

ফেলিক্স উত্তর দিলেন, ৫০ বছর।আমার চোখ ছানাবড়া।

-আচ্ছা, এতো মোটিভেশন পান কোথা থেকে ?

ফেলিক্স আমতা আমতা করে উত্তর দিলেন, মোটিভেশন তো নয়, বাধ্য হয়ে।

-তার মানে ?

-জানেন, মারিয়াকে বিয়ে করার পর থেকে আমাদের প্রায়ই ঝগড়া হতো। প্রায় বিচ্ছেদ হয় হয় আর কি।

গেলাম আমরা সাইকোলোজিস্টের কাছে।উনি সব শুনে উপদেশ দিলেন, আপনারা সিলি বিষয় নিয়ে ঝগড়া করেন। এখন থেকে নিয়ম, যে ঝগড়া শুরু করবে তার শাস্তি ৬.৫ কিলোমিটার হাঁটা।

-তো ?

ফেলিক্স বলতে থাকলেন , আমি প্রায়ই ঝগড়া করতাম ফলে আমাকে প্রায়ই দশ হাজার স্টেপ হাঁটতে হতো। আমি স্লিম হয়ে গেলাম।

-তাতো বুঝলাম, তো মারিয়া এতো স্লিম কেন ?

মারিয়া উত্তর দিলেন : -আর আমি ওকে ফলো করতাম। ও ঠিক মতো হাঁটছে কিনা।

আমি উনাদের এই সক্রেটিসের মতো বাণী শুনে গাড়ি আবার গ্যারাজে ঢুকালাম। হেঁটে রওয়ানা হলাম শপিং করতে।

পুস্টিবিদদের গালি তুলে এনে নিজেকে গালি দিলাম।

কিভাবে পুরুষের স্পার্ম বৃদ্ধি করা যায়?খেতে পারেন অর্গানিক পন্য আপনার সুস্থতার জন্য।
06/04/2023

কিভাবে পুরুষের স্পার্ম বৃদ্ধি করা যায়?
খেতে পারেন অর্গানিক পন্য আপনার সুস্থতার জন্য।

উচ্চারণ : আল্লাহুম্মা ছাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা।অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে স্থির রাখুন এবং আমাকে হিদায়াতপ্...
29/03/2023

উচ্চারণ : আল্লাহুম্মা ছাব্বিতনি, ওয়াজআলনি হাদিয়াম মাহদিয়্যা।

অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে স্থির রাখুন এবং আমাকে হিদায়াতপ্রাপ্ত ও হিদায়াতকারী বানিয়ে দিন।

যৌন জীবনকে সুখকর করতে সকলেই চান। শারীরিক মিলনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার নানা উপায় রয়েছে। এতে একে অপরের সঙ্গে সম্পর্ক...
21/03/2023

যৌন জীবনকে সুখকর করতে সকলেই চান। শারীরিক মিলনকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার নানা উপায় রয়েছে। এতে একে অপরের সঙ্গে সম্পর্ক যেমন দৃঢ় হয়, তেমনই যৌনতায় একঘেঁয়েমি আসে না। তবে একটা সময়ের পর যৌনতায়ও কোনও ভিন্নতা থাকে না আর। তখন তা আরও একটু চটকদার করে তুলতে হয়। যৌনতার পরে মহিলাদের সাধারণত রেশ কাটতেই চায় না। ফলে তখন পাশের পুরুষের থেকে রোম্যান্টিক কিছু কথা মহিলার মন আনন্দিত করতে পারে।

১) "আমি তোমাকে চুমু খেতে ভালবাসি"কে না শুনতে চায় যে তাঁরা একজন দুর্দান্ত চুম্বনকারী? মহিলারা তখনই এটি পছন্দ করবে যখন তিনি জানবেন সঙ্গী তাঁদের চুম্বন করতে কতটা পছন্দ করে সেই সম্পর্কে সোচ্চার হন। এটি মহিলাদের যৌনতার সময় আরও বেশি আত্মবিশ্বাসী করে তুলবে।

২) "তুমি অন্তর্বাসে অসম্ভব সুন্দরী দেখাচ্ছ"
পুরুষরা অন্তর্বাসের প্রশংসা করলে মহিলারা এটি পছন্দ করেন। অন্তর্বাস একজন মহিলাকে খুব লাস্যময়ী বোধ করায় এবং এঁর জন্য প্রশংসা পাওয়া তাঁকে সত্যিই খুশি করে।

৩) "তোমার শরীরের গন্ধ খুব সুন্দর"আপনারর শরীরের গন্ধ ভীষণভাবেই সুন্দর জানলে সত্যিই খুব আনন্দ পাবেন আপনি। আপনার লোকের কাছ থেকে প্রশংসা পাওয়া আরও ভাললাগার জায়গা। আনন্দের সময় গন্ধ একটি কামোদ্দীপক হিসাবে কাজ করে।

৪) "তোমার ত্বক কত মোলায়েম"একজন মহিলা বিছানায় তাঁকে আশ্চর্যজনক সুন্দর লাগছে শুনতে পছন্দ করেন! ঠিক তখনই যদি পুরুষটি তাঁকে এ নিয়ে প্রশংসা করেন তবে তিনি আশ্চর্যজনক, আত্মবিশ্বাসী এবং খুশি বোধ করবেন।

প্রশ্নঃ- যৌন শক্তি বাড়ানোর উপায় কি?
20/03/2023

প্রশ্নঃ- যৌন শক্তি বাড়ানোর উপায় কি?

20/03/2023

যৌন শক্তি বৃদ্ধির ১০ উপায়
০১। মধু : যৌন শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখার শ্রেষ্ঠ উপাদান হল মধু। সকালে খালি পেটে জিহ্বা দ্বারা মধু চেটে খেলে কফ দূর হয়, পাকস্থলী পরিস্কার হয়, দেহের অতিরিক্ত দূষিত পদার্থ বের হয়, গ্রন্থ খুলে দেয়, পাকস্থলী স্বাভাবিক হয়ে যায়, মস্তিস্ক শক্তি লাভ করে, স্বাভাবিক তাপে শক্তি আসে, রতি শক্তি বৃদ্ধি হয়, মূত্রথলির পাথর দূর করে, প্রস্রাব স্বাভাবিক হয়, গ্যাস নির্গত হয় ও ক্ষুধা বাড়ায়। প্যারালাইসিসের জন্যও মধু উপকারী। মধু হাজারো রকম ফুল ও দানার নির্যাস।
০২। খেজুর : যৌন শক্তির সঙ্গে খোরমা ও খেজুরের বিশেষ সম্পর্ক রয়েছে। এ কারনেই বিবাহ-শাদীতে খোরমা-খেজুর বিলি করার আদিম রীতি চলে আসছে। খোরমা খেজুর চুষলে পিপাসা দমন হয়। অধিকাংশ হালুয়া তৈরীতে এ কারণেই খোরমা ও খেজুর ব্যাবহার করা হয়। চিকিতসা বিজ্ঞানের বিভিন্ন গ্রন্থেও খোরমা ব্যবহার যৌন শক্তির জন্য উপকারী বলা হয়েছে।
০৩। ডিম ও দুধ : সকালের নাস্তায় প্রতিদিন একটি করে সেদ্ধ ডিম খান। এটি যৌনশক্তি বৃদ্ধি করে এবং সারাদিন শরীরে শক্তি পাওয়া যায় ও শরীর চাঙ্গা থাকে। সকাল বেলা একটি সেদ্ধ ডিম খেলে সারাদিন শরীরে শক্তি পাওয়া যায়। কারণ সেদ্ধ ডিমে আছে ভিটামিন, প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান। তাড়াহুড়ার সময় যদি নাস্তা খাওয়ার সময় না থাকে তাহলেও একটি সেদ্ধ ডিম খেয়েই সেরে নিন সকালের নাস্তা। সেদ্ধ ডিমে আছে ভিটামিন, প্রোটিন ও শরীরের জন্য উপকারী চর্বি উপাদান।
যৌন শক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে দুধের কোন তুলনা হয়না। বিশেষ করে ছাগলের দুধ পুরুষের যৌন শক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা পালন করে।
০৪। পালং শাক :
পালং শাকে আছে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম শরীরে রক্ত চলাচল বৃদ্ধি করে। জাপানের গবেষকদের মতে শরীরে রক্ত চলাচল বাড়লে যৌন উদ্দীপনাও বাড়ে। পালং শাক ও অন্যান্য বিভিন্ন রকম শাক,ব্রকলি, লেটুস, ফুলকপি, বাঁধাকপি এগুলোতে রয়েছে ফলেট, ভিটামিন বি সহ অন্যান্য অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কিছু উপাদান।
০৫। রসুন : রসুনে অনেক উপকারিতা রয়েছে। রসুন ফোড়া ভালো করে, ঋতুস্রাব চালু করে, প্রস্রাব স্বাভাবিক করে, পাকস্থলী থেকে গ্যাস নির্গত করে, নিস্তেজ লোকদের মধ্যে যৌন ক্ষমতা সৃষ্টি করে, বীর্য বৃদ্ধি করে, গরম স্বভাব লোকদের বীর্য গাঢ় করে, পাকস্থলী ও গ্রন্থর ব্যাথার উপকার সাধন এ্যাজমা এবং কাঁপুনি রোগেও উপকার সাধন করে।
০৬। স্ট্রবেরি : স্ট্রবেরি দেহের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে বিধায় শারীরিক সক্ষমতা বৃদ্ধি পায়। এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন ‘সি’ ও অ্যান্টিঅক্সিডেনট যা পুরুষের স্পারমের সংখ্যা বৃদ্ধি করে।
০৭। কলা : কলায় রয়েছে ব্রমেলাইন নামক এনজাইম যা পুরুষের যৌন সক্ষমতা বৃদ্ধি করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম ও রিবফ্লাবিন যা শারীরিক শক্তি বৃদ্ধি করে দেহকে সুস্থ রাখে এবং বীর্যের মান উন্নত করে।
০৮। তরমুজ : তরমুজ কে মূলত প্রাকৃতিক ভায়াগ্রা বলা হয়ে থাকে। এক গবেষণায় জানা গিয়েছে যে তরমুজে রয়েছে এমন কিছু বিশেষ উপাদান যা দেহের যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করে।
০৯। বাদাম : সকল ধরনের বাদামেই আছে প্রচুর পরিমাণে ফ্যাট ও কোলেস্টেরল যা দেহের যৌন শক্তি বৃদ্ধি করে এবং বীর্য তৈরি ও ঘন হতে সাহায্য করে। এর মধ্যে এ্যলমন্ড (কাঠ বাদাম) চিনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম খাওয়া বেশি ভাল।
১০। তৈলাক্ত মাছ : তৈলাক্ত মাছে রয়েছে ওমেগা ৩ ফ্যাটি এসিড যা সুস্থ যৌন জীবনের জন্য অত্যন্ত উপকারী। সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ওমেগা ৩ ফ্যাটি এসিড থাকে। ওমেগা ৩ ফ্যাটি এসিড DHA O EPA শরীরে ডোপামিন বাড়িয়ে দেয় এবং মস্তিষ্কে উদ্দীপনা জাগিয়ে তোলে। তৈলাক্ত ও সামুদ্রিক মাছ খেলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং গ্রোথ হরমোনের নিঃসরন হয়। ফলে যৌন স্বাস্থ্য ভালো থাকে এবং যৌন ক্ষমতা বৃদ্ধি পায়।
Dr.Sonali Mukharji

বাংলাদেশ এবং বিদেশ যেখোন জায়গায় আমরা আমাদের মেডিসিন কুরিয়ার করে থাকি। আমাদের সেবা নিন আপনি সুস্থ থাকুন।
20/03/2023

বাংলাদেশ এবং বিদেশ যেখোন জায়গায় আমরা আমাদের মেডিসিন কুরিয়ার করে থাকি।
আমাদের সেবা নিন আপনি সুস্থ থাকুন।

20/03/2023

আপনি জানেন কি?
১.পর্ণ সিনেমা কখনও যৌন শিক্ষার মাধ্যম নয়!
এর বেশির ভাগ ই মিথ্যা
২.ব্লোজব বা ওরাল সেক্সের চর্চা পর্ণ সিনেমা থেকে মানুষ অনুপ্রেরণা পায়!!
৩.নারীর কাছে লিঙ্গের দৈর্ঘ্যের সাইজের থেকে পুরুত্বের গুরুত্ব বেশি!
৪.নারী পুরুষের শক্ত হাত অনেক বেশি পছন্দ করে!
৫.যৌনতার আসল রহস্য কিন্ত সততা, বিশ্বাস, পারষ্পরিক যোগাযোগ। এগুলো নষ্ট হলে যৌন জীবন ে সুখ থাকে না!

Address

চেম্বারঃ রসুল ছাত্রাবাসের নিচতলা, আর ডি এ মার্কেটের পিছনে, বোয়ালিয়া
রাজশাহী
৬০৬১

Opening Hours

Monday 15:00 - 21:30
Tuesday 15:00 - 21:30
Wednesday 15:00 - 21:30
Thursday 15:00 - 21:30
Friday 09:00 - 21:30
Saturday 15:00 - 21:30
Sunday 15:00 - 21:30

Telephone

+8801705663306

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Shahadat Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Shahadat Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram