P&G Homeo Research Center.

P&G Homeo Research Center. সকল ক্ষমতার মালিক আল্লাহ,

আমরা নিমিত্ত মাত্র৷

🌙 আসসালামু আলাইকুম✨ "সকল ক্ষমতার মালিক আল্লাহ্, ডাক্তার ও ঔষধ নিমিত্ব মাত্র।"🏥 পি এন্ড জি হোমিও রিসার্স সেন্টার — আপনার ...
18/08/2025

🌙 আসসালামু আলাইকুম
✨ "সকল ক্ষমতার মালিক আল্লাহ্, ডাক্তার ও ঔষধ নিমিত্ব মাত্র।"

🏥 পি এন্ড জি হোমিও রিসার্স সেন্টার — আপনার সু-স্বাস্থ্যের সঠিক ঠিকানা।
🇩🇪 সঠিক হোমিওপ্যাথিক ওষুধ নির্বাচনের মাধ্যমে চিকিৎসা প্রদানকারী একটি বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।

🩺 আমাদের সেবা সমূহ:
✅ পরিপাক ক্রিয়ার ব্যাধি
✅ মূত্রযন্ত্রের রোগ
✅ পুরুষ ও স্ত্রী জননেন্দ্রিয় রোগ
✅ স্ত্রীরোগ
✅ 🤰 গর্ভবতী মহিলাদের সমস্যা
✅ 👶 শিশু রোগ
✅ 🧴 চর্মরোগ
✅ 🤒 জ্বর
✅ 🦵 বাত রোগ
✅ 🤕 মাথার রোগ
✅ 👂 কানের রোগ
✅ 👁 চোখের রোগ
✅ 👃 নাকের রোগ
✅ 👄 মুখগহ্বরের রোগ
✅ 🫁 ফুসফুসের রোগ
✅ ❤️ হৃদরোগ

🔍 আরো কিছু রোগসমূহ:
🩸 উচ্চ ও নিম্ন রক্তচাপ, রক্তশূন্যতা
🎗 ক্যান্সার
🌙 অনিদ্রা
🔥 অগ্নিদগ্ধ
🐝 পোকামাকড়ে দংশন
⚡ খিচুনি, উন্মাদ
😓 ঘামের দুর্গন্ধ
💉 ধনুষ্টঙ্কার
👅 তোতলামি
🧬 থ্যালাসেমিয়া
💤 দুর্বলতা, প্যারালাইসিস
🤕 মচকানো
🧪 লিউকেমিয়া
🧠 স্মরণশক্তি লোপ, স্নায়ুশূল ইত্যাদি।

🩹 উপরোক্ত সব রোগের যত্নসহকারে চিকিৎসা করা হয়,
হোমিওপ্যাথির আধুনিক পদ্ধতিতে।

📞 যোগাযোগ করুন: ০১৭১২-৭৯৮৫৪৯
💬 WhatsApp এ মেসেজ করুন অথবা সরাসরি কল করুন।

📍 ঠিকানা:
চেম্বার-১ :- বাসা নং ২০, রোড নং ১০, আকবর মসজিদের মেইন গেট সংলগ্ন, মিরপুর-১, ঢাকা।

চেম্বার :-২ খোরদো বাজার, মজিসানার বিল্ডিং,
বাজার মসজিদের রাস্তা, কলারোয়া সাতক্ষীরা।

🌿 যে কোন সমস্যা নিন হোমিও চিকিৎসা।

04/07/2025
19/04/2025

Four miraculous homeopathic medicines for vaginal birth
(নরমাল ডেলিভারীর জন্য অলৌকিক ক্ষমতাসম্পন্ন চারটি হোমিওপ্যাথিক ঔষধ) :

দীর্ঘ দশমাস গর্ভধারণের পর সন্তান প্রসব বা জন্মদান হলো মাতৃত্বের চূড়ান্ত বা শেষ ধাপ। প্রতিটি মায়ের কাছেই সন্তান ডেলিভারির বিষয়টি একটি পরম কাঙ্খিত আবার একই সাথে একটি ভীতিকর ঘটনা। সন্তান প্রসবের ক্ষেত্রে দুই ধরনের ঘটনা ঘটে থাকে ‍ঃ কোন কোন মায়েরা সিজারিয়ান অপারেশানের ভয়ে হাসপাতাল বা ক্লিনিকেই যান না আবার কোন কোন মায়েরা প্রসব ব্যথার হাত থেকে বাচাঁর জন্য সিজার করতে নিজেরাই ডাক্তারদেরকে বার বার অনুরোধ করতে থাকেন। আসলে প্রসব ব্যথাটি খুবই ভয়ঙ্কর এতে সন্দেহ নেই কিন্তু এটি এমন কোন ব্যথা নয় যে আপনি একেবারে প্রাণে মারা যাবেন। সে যাক, নরমাল ডেলিভারি হোক আর সিজারিয়ান অপারেশানই হোক, মোটকথা প্রসব কাজটি কোন হাসপাতাল বা ক্লিনিকে হওয়া ভাল। কেননা অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে, সন্তান ভূমিষ্ট হওয়ার সময় (শিশুর ওজন বেশী হলে) মায়েদের প্রসবদ্বার (birth canal) একটু-আধটু ছিড়ে যায়। ফলে হাসপাতালে হলে ডাক্তার বা নার্সরা ছেড়া অংশটুকু সেলাই (stitch) করে দেন এবং এতে সংশ্লিষ্ট অঙ্গটির গঠন এবং সৌন্দর্য ঠিক থাকে। পক্ষান্তরে বাড়িতে সন্তান প্রসব করলে যেহেতু ছেড়া-ফাঁটা অংশটুকু আর সেলাই করা হয় না ; তাই সেই অঙ্গটির সৌন্দর্য বিকৃত হয়ে যায় এবং পরবর্তীতে সেটি স্বামী-স্ত্রীর শারীরিক মিলনে আনন্দের ব্যাঘাত ঘটাতে পারে।

ইদানীং অবশ্য উন্নত বিশ্বের মহিলারাও দেখা যাচ্ছে হাসপাতালের চাইতে বরং বাড়িতেই সন্তানের জন্ম দিতে বেশী স্বচ্ছন্দ বোধ করেন। এতে অবশ্য তেমন কোন সমস্যা নেই। এজন্য ডেলিভারির ওপর লেখা কিছু বই পড়ে নিন এবং (ইন্টারনেট থেকে) এই সংক্রান্ত কিছু ভিডিও দেখে নিতে পারেন। পাশাপাশি একজন প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রী (midwife) অথবা নার্সের সাহায্য নিতে ভুলবেন না। বিশেষত যারা গর্ভকালীন সময়ে হোমিও ঔষধ সেবন করেছেন এবং সন্তানের প্রসবের সময়ও হোমিও ঔষধের সাহায্য নিয়ে থাকেন, তাদের বেলায় সন্তান প্রসবের ক্ষেত্রে কোন জটিলতা/ঝামেলার সম্ভাবনা নাই। এবং তাদের সন্তানদের জন্মের ঘটনাটি অনেকটা “জলবৎ তরলঙ্গ” অর্থাৎ পানির মতো সহজ ব্যাপারে পরিণত হয়। এমনকি যাদের কোমরের বা তলপেটের (pelvic cavity) গঠন ভালো নয় বলে ডাক্তাররা সিজার করতে বলেন, তাদেরও দেখেছি শিশু এবং মায়ের কোন ক্ষতি ছাড়াই নরমাল ডেলিভারি হয়ে যায়। তাছাড়া অতীতে যাদের সিজার হয়েছে, তারাও হোমিও চিকিৎসকের পরামর্শ মতো চললে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান জন্ম দিতে পারেন, নিজের এবং শিশুর কোন ক্ষতি ছাড়াই।

Pulsatilla pratensis ঃ সহজ এবং ঝামেলামুক্ত ডেলিভারির জন্য খাওয়াবেন পালসেটিলা (Pulsatilla pratensis) নামক ঔষধটি। যদি ডেলিভারি ডেট অতিক্রান্ত হওয়ার পরও ব্যথা না ওঠে অথবা প্রসবব্যথা কম ওঠে অথবা ব্যথা একবার আসে আবার চলে যায়, তবে পালসেটিলা (Pulsatilla pratensis) নামক হোমিও ঔষধটি আধা ঘণ্টা পরপর খাওয়াতে থাকুন। এটি প্রসব ব্যথাকে বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি প্রসব কাজ সমাধা করার ব্যাপারে একটি শ্রেষ্ঠ ঔষধ। এমনকি ডাক্তাররা যদি সিজারিয়ান অপারেশান করার জন্য ছুড়িতে ধার দিতে থাকে, তখনও আপনি পালসেটিলা খাওয়াতে থাকুন। দেখবেন ছুড়ি ধার হওয়ার পূবেই বাচ্চা নরমাল ডেলিভারি হয়ে গেছে। শুধু তাই নয়, এমনকি গর্ভস্থ শিশুর পজিশন যদি ঠিক না থাকে, তবে পালসেটিলা তাও ঠিক করতে পারে। শিশুর মাথা যদি উপরের দিকে অথবা ডান্তেবামে ঘুরে থাকে, তবে দুয়েক মাত্রা পালসেটিলা খাওয়ালেই দেখবেন শিশুর মাথা ঘুরিয়ে অটোমেটিকভাবে নীচের দিকে নিয়ে এসেছে। সাধারণত কথায় কথায় কেঁদে ফেলে, মন খুবই নরম - স্নেহপরায়ন, শীতের চাইতে গরম লাগে বেশী, খুব সহজেই মোটা হয়ে যায়, ব্যথা ঘনঘন স্থান পরিবর্তন করে ইত্যাদি লক্ষণ থাকলে পালসেটিলা যাদুর মতো কাজ করে। বাচ্চার মাথা যদি নীচের দিকে না থেকে উপরে-নীচে-ডানে-বামে থাকে তবে তাকেও পালসেটিলা অল্প সময়ের মধ্যে ঠিক করে দিতে পারে ।
Belladonna : প্রসবের ক্ষেত্রে বেলেডোনা ঔষধটি প্রয়োগ করার প্রধান লক্ষণ হলো প্রসব ব্যথা হঠাৎ আসে হঠাৎ চলে যায় । বেলেডোনার আরেকটি লক্ষণও মনে রাখতে পারেন আর তাহলো বেলেডোনার রোগীরা সাধারণত শারীরিকভাবে অনেক শক্তিশালী হয়ে থাকে মানুষ যাদেরকে পালোয়ান বা কুস্তিগীর বলে ।

Gelsemium sempervirens : জেলসিমিয়ামের প্রধান লক্ষণ হলো সাহসহীনতা বা কাপুরুষতা, শরীরের জোর বা মনের জোর কম হওয়া, রোগীর মধ্যে ঘুমঘুম ভাব থাকে বেশী, শরীর ভারভার লাগে, মাত্রাতিরিক্ত দুর্বলতার কারণে রোগী নড়াচড়া করতে পারে না এবং একটু নড়াচড়া করতে গেলে শরীর কাঁপতে থাকে, ওপর থেকে পড়ে যাওয়ার ভয় এবং হৃৎপিন্ড বন্ধ হয়ে যাওয়ার ভয় ইত্যাদি লক্ষণ আছে। এসব লক্ষণ থাকলে জেলসিমিয়াম যাদুর

Chamomilla ঃ ক্যামোমিলার প্রধান লক্ষণ হলো ইহার রোগীরা ব্যথার প্রতি অত্যন্ত সেনসিটিভ হয় অর্থাৎ ব্যথা একদম সহ্যই করতে পারে না। ব্যথার তীব্রতায় রোগী দিগ্‌বিদিক জ্ঞানশূণ্য হয়ে পড়ে, তার ভদ্রতাজ্ঞানও লোপ পেয়ে যায়, সে ডাক্তার , নার্স বা হাজব্যাণ্ডকে গালাগালি দিতে থাকে । এই ধরনের রোগীকে ক্যামোমিলা খাওয়াতে হবে। ক্যামোমিলা হলো অভদ্র রোগীদের ঔষধ। কোন রোগী যদি ব্যথার হাত থেকে বাঁচার জন্য ডাক্তারকে সিজার করতে বার বার কাকুতি-মিনতি করতে থাকে, তবে বুঝতে হবে যে সে ক্যামোমিলার রোগী অর্থাৎ তাকে ক্যামোমিলা খাওয়ানো একেবারে ফরজ।

* প্রসবের পরে অতিরিক্ত রক্তস্রাবের প্রবনতা থাকলে প্রসবের পূর্বে দু’তিন মাত্রা Millefolium (শক্তি ৩০, ২০০) খেয়ে নিন।
* যারা প্রতিবারই মৃত সন্তান প্রসব করে তাদের গর্ভের শেষ দুমাস প্রত্যহ সিমিসিফিউগা (Cimicifuga শক্তি Q,৩,৬) খাওয়ান এবং স্বামীর যৌনরোগের ইতিহাস থাকলে Aurum metallicum (শক্তি ২০০) সপ্তাহে একমাত্রা করে দুই মাস খান।
* যাদের ঠোককাটা, জন্মান্ধ, পঙ্গু, বোবা, বোকা, প্রতিবন্ধি সন্তান হয়েছে, তাদের পরবর্তী সন্তান গর্ভে আসার সাথে সাথে Sulphur, Thuja occidentalis এবং Calcarea phos (শক্তি ২০০) প্রতিটি ঔষধ সপ্তায় একমাত্রা করে একমাস হিসাবে খাওয়ান (অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন)।
* যারা প্রতিবারই মৃৃত সন্তান প্রসব করে তাদের গর্ভের শেষ দুমাস প্রত্যহ Cimicifuga (শক্তি ৩,৬) খাওয়ান এবং স্বামীর যৌনরোগের ইতিহাস থাকলে Syphilinum (শক্তি ২০০) মাসে একমাত্রা করে দুই মাস খান।
* যাদের ঠোককাটা, জন্মান্ধ, পঙ্গু, বোবা, বোকা, প্রতিবন্ধি সন্তান হয়েছে, তাদের পরবর্তী সন্তান গর্ভে আসার সাথে সাথে Sulphur, Thuja Ges Calcarea phos (শক্তি ২০০) প্রতিটি ঔষধ সপ্তায় একমাত্রা করে একমাস হিসাবে খাওয়ান (অভিজ্ঞ হোমিও চিকিৎসকের পরামর্শ নিন)।
* প্রসবের পর প্রস্রাব বন্ধ হয়ে গেলে Arnica ev Staphisagria (শক্তি ৩০, ২০০) কিছুক্ষন পরপর খাওয়াতে থাকুন।
* প্রসবের দুই ঘণ্টা পরেও ফুল (placenta) না পড়লে Gossypium, Sabina, Cantharis A_ev Pulsatila (শক্তি ৩০,২০০) ঘণ্টায় ঘণ্টায় খাওয়াতে থাকুন।
* প্রসবের পর সুতিকা জ্বর (puerperal fever) দেখা দিলে Pyrogenum A_ev Echinacea angustifolia (শক্তি ৩০,২০০) তিন ঘণ্টা পরপর খেতে থাকুন।
* প্রসবের পরবর্তী দুর্বলতার জন্য Kali phos, Ferrum phos, China (শক্তি 3x, 6x, 12x) ইত্যাদি ঔষধগুলি তিনবেলা করে দুয়েক সপ্তাহ খাওয়ান।

27/03/2025

🍂~~--এপিস মেল-🔸-Apis Mel~~🎋
🌵----🫒---কবিতা-১৬------✍️

🍂জটিল এবং কঠিন লক্ষনগুলো সহজে মনে রাখার অন্যতম একটি কৌশল হচ্ছে ছন্দে ছন্দে বা কবিতাগুচ্ছের মাধ্যমে। সে রকমই একটি প্রচেষ্টা এই লেখাটি📍

গলায় গলগন্ড গ্রন্হি বা গ্ল্যান্ড ফোলা
অসহ্য বিরক্তবোধ রোগী হয় উতলা
মন,মস্তিস্ক, উদর,জরায়ূ, মূত্রযন্ত্র
গলনালী হৃদপিন্ড রক্তে কাজ করে সতন্ত্র।

মৌমাছির হুঁল ফোটানোর অবিকল ব্যথা
অসহনীয় ভয়ানক জ্বালাপোড়া সেথা
ছুড়ি দিয়ে কেটে ফেলার অনুভূতি হয়
অত্যাধিক ফুলে উঠে সময় সময়।

স্পর্শকাতর,উত্তপ্ততা,অনুভূতি শক্ত
গরম আবহাওয়াতে সদা রোগী হয় বিরক্ত
অন্যমনষ্ক,উদাসিনতা, অনীহার স্বভাব
উচ্চ চিৎকার করে কান্ড জ্ঞানের অভাব।

কখনও বা খিটখিটে, হিংসুটে হয়
মূত্রকষ্টতে ভোগে কিছুটা সময়
ঝিম ঝিম অনুভূতি,ঘুমঘুম ভাব
কোষ্ঠকাঠিন্যের মলত্যাগে দিতে হয় চাপ।

গায়ের চামড়া স্বচ্ছ রোগীর,মোমের মত সাদা
মূত্রকষ্ট হইতে থাকে সময় সময় বাধা
চোখের পাতা ফোলা থাকে খুলে রাখা কস্ট
চামড়া চুলকানিযুক্ত,এলার্জীও যথেষ্ঠ।

তলপেটের অনুভূতি,আঁটসাঁট বটে
স্পর্শে চাপে নড়াচড়ায় রোগের বৃদ্ধি ঘটে
ডান থেকে বাম দিকে রোগের গতি বয়
ঠান্ডা খাবারে বেশ উপশম হয়।

রক্তিমতা,ফোঁলা,ব্যথা, জ্বালাপোড়া রয়
চোঁখে,কানে,মুখমন্ডলে রোগ আক্রমন হয়
ঠোঁটে,জিভে,গলায় রোগ হলে মলদ্বারে
সিম্পটম মিললে সব সারে একেবারে।

(সংগ্রহীত)
যে কোন সমস্যাার জন্য যোগাযোগ করুন।
ডা. জাফর ইকবাল খান ( সাগর)
যোগাযোগ
০১৭১২৭৯৮৫৪৯ ইমু হটস আপ।

11/03/2025

নাকের পলিপাস কি?

নাকের পলিপাস (Nasal Polyps) হল নাকের ভেতরের মিউকাস মেমব্রেন বা শ্লেষ্মা ঝিল্লির অস্বাভাবিক বৃদ্ধির ফলে তৈরি নরম, অস্বচ্ছ ও মাংসপিণ্ডের মতো গঠন। এটি সাধারণত ব্যথাহীন এবং অ্যালার্জি, সংক্রমণ বা প্রদাহজনিত কারণে হয়ে থাকে।

নাকের পলিপাস কেন হয়?

নাকের পলিপাস হওয়ার প্রধান কারণ হলো দীর্ঘমেয়াদি প্রদাহ বা ইনফ্লামেশন। এর কারণ হতে পারে—

1. অ্যালার্জি – যেমন ধুলাবালি, ফুলের রেণু বা কোনো নির্দিষ্ট গন্ধের প্রতি সংবেদনশীলতা

2. সাইনাসাইটিস – নাক ও সাইনাসের দীর্ঘস্থায়ী সংক্রমণ

3. অ্যাজমা – শ্বাসনালীর প্রদাহজনিত সমস্যা

4. ফাঙ্গাল ইনফেকশন – ছত্রাকজনিত সংক্রমণ

5. সিস্টিক ফাইব্রোসিস – শ্লেষ্মা ঘন হয়ে জমে যাওয়ার একটি জিনগত রোগ

6. অ্যাসপিরিন সংবেদনশীলতা – কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায়

7. ইমিউন সিস্টেম দুর্বলতা – শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে

লক্ষণসমূহ:

নাকের পলিপাসের কারণে—

নাক বন্ধ হয়ে যায়

দীর্ঘস্থায়ী সর্দি ও নাক দিয়ে পানি পড়া

ঘ্রাণশক্তি কমে যাওয়া বা সম্পূর্ণ হারানো

মাথাব্যথা ও মুখে চাপ অনুভূত হওয়া

রাতে নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়া

নাক ডাকা ও ঘুমের ব্যাঘাত

ওষুধে কাজ না করলে এন্ডোস্কোপিক সার্জারির মাধ্যমে পলিপাস অপসারণ করা হয়। কিন্তু এতে আবারো হবার সম্ভাবনা থাকে। তাই
হোমিও চিকিৎসাই একমাত্র সার্জারি ছাড়াই পলিপাস সম্পূর্ণ রূপে নির্মূল করা সম্ভব।

যদি দীর্ঘদিন ধরে নাক বন্ধ থাকে বা শ্বাসকষ্ট বাড়তে থাকে, তাহলে আজই যোগাযোগ করুন।

পি এন্ড জি হোমিও রিসার্স সেন্টার।

চেম্বার-১ ঃ- ব্লক-এফ, রোড-১০. বাসা-২০, মিরপুর-১, ঢাকা।
ফোন: ০১৭৭০২৭৩০৭০।

চেম্বার-২ঃ- খোরদো বাজার, মজিসানার ব্লিল্ডিং,
মাদুর পট্টির পশ্চিমে, পুরাতন আগুন-পানির চেম্বার। কলারোয়া, সাতক্ষীরা।
ফোন:- ০১৭১২৭৯৮৫৪৯.

ডা. রবিন বর্মন লিখিত।
18/01/2025

ডা. রবিন বর্মন লিখিত।

18/01/2025

ফসফরাস
ডা. রবিন বর্মন।

ফসফরাসের লক্ষন সব
বলা তবে যাক,
লম্বা, হ্যান্ডসাম চেহারা
সুন্দর চোখ, ভ্রু, আর নাক।

এক কথায় দেখতে সে
অতীব সুন্দর,
সব সৌন্দর্য বর্ষিত যেন
তাহার উপর।

অস্থির, চঞ্চল সদা
বেশ বুদ্ধিমান,
সবকিছুতে বড় ভীতু
দয়ামায়ার প্রাণ ।

ঠান্ডা তার দ্রুত লাগে
অতি সহজে,
রক্ত স্রাবের প্রবণতা
ভয় ভীষণ বাজে।

অন্ধকারে বড় ভয়
যখন যায় না কিছু দেখা,
ঘরের কোনে কি যেন বেরোয়
ভয়ে মরে একা।

বাম দিকে রোগবৃদ্ধি
পারে না বামে শুতে,
ঠান্ডা জল আর আইসক্রিম
বড় কষ্ট লোভ সামলাতে।

অঙ্গ-প্রত্যঙ্গে হাত বুলালে
লাগে বড় ভালো,
সেক্স ভাবটা বড্ড বেশি,
জীবন করে কালো।

রাক্ষস ক্ষুধা তার
পেট বড় জ্বালায়,
শব্দ,চেঁচামেচি খারাপ লাগে
সেখান থেকে পালায়।

পেটের মধ্যে শুন্যবোধ,
তৃষ্ণা বড় বেশি,
কাঁচা লবন পেলে পাতে
হয় বেজায় খুশি।

বমি তার প্রবল বটে
গর্ভাবস্থায় ভীষণ,
অনেক রোগ বাড়ে কিন্তু
সন্ধ্যা নামে যখন।

শীতকাতুরে, বড় শীত,
শীতে বড় কষ্ট,
মিষ্টি কিন্তু খেতে চায় না,
জানে শরীর নষ্ট।

কোষ্ঠকাঠিন্যে ভোগে সদা
ডায়রিয়াও আছে,
ঘর থেকে বাইরে গেলে
বেদম কিন্তু কাশে।

নিউমোনিয়ার বড় ঔষধ
ভুললে চলবে না,
কানের রোগ বধিরতায়
মানুষের কথা শোনা যায় না ।

সর্বত্র জ্বালা তার
বেশী পিঠে আর পেটে,
রক্তস্রাবের প্রবণতা
রক্ত বন্ধ হয় না মোটে।

মাসিক স্রাব চলতেই থাকে
হয় না যেন বন্ধ!
হাড় বৃদ্ধিতে কাজ করে
ঘামে ভীষণ গন্ধ।

অনেকদিন লবণ খেলে
অ্যান্টিডোট তার হয়,
কষ্টিকামের পরে দিতে
নেই কোন ভয়।

28/06/2024

যে কোন সমস্যা নিন হোমিও চিকিৎসা।
যে কোন হোমিও পরামর্শের জন্য যোগাযোগ করুন।
০১৭১২৭৯৮৫৪৯। মোবাইল, হটসআপ, ইমো।

Address

1/c, 10/20, Mirpur-1. Dhaka. , শাকদাহ, কলারোয়া
সাতক্ষীরা।

Opening Hours

Monday 07:00 - 14:00
17:00 - 23:00
Tuesday 07:00 - 14:00
17:00 - 23:00
Wednesday 07:00 - 14:00
17:00 - 23:00
Thursday 07:00 - 14:00
17:00 - 23:00
Friday 07:00 - 11:00
17:00 - 23:00
Saturday 07:00 - 14:00
17:00 - 23:00
Sunday 07:00 - 14:00
17:00 - 23:00

Telephone

+8801712798549

Website

Alerts

Be the first to know and let us send you an email when P&G Homeo Research Center. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram