Dr. Koli Roy

Dr. Koli Roy For the treatment of homeopathy. And very helpful medicine homeopathy and the cost is very cheap.

28/07/2025

পেশেন্ট দের সাথে গল্পের সমাহার...
নাহ ! কোন গাল গপ্প না
রোগ বিষয়ে সচেতনতা এবং নিয়মাবলি নিয়ে কিছু সময় আলোচানা।
শুধুমাত্র ওষুধ সেবনই সুস্থ করা সম্ভব না একজন ডাক্তার এর পক্ষে ।
somehow, ওষুধ সেবনেই রোগী তার নিজেকে ও সুস্থ করা সম্ভব না...
রোগী তখনই সুস্থ যখন নিয়ম অনুযায়ী ওষুধ সেবন এবং বিধিনিষেধ গুলো মানতে রাজি থাকে ।
Confidently self care নিজেকে সুস্থ রাখতে অনেক ভুমিকা রাখে....
তাই, ডাক্তার এর পরামর্শ গুলো মানা উচিত চিকিৎসা চলাকালীন এবং নিত্যদিনের চলাফেরা, খাদ্যভাস, পরিবর্তন আনা৷

ভালো থাকুন, নিজের প্রতি যত্নবান হয়ে উঠুন।

27/07/2025
26/07/2025

পেশেন্ট- ফিমেল
বয়স - ৩৫+
হোমটাওন- সিলেট
রোগ বিবরণ - সাইনাস, পলিপ, স্কীনে মেচতা, জীর্নশীর্ণ, জিহবা শ্বেত বর্ণ, ডিহাইড্রেশন, নানাবিধ সমস্যা।
যখন একজন পেশেন্ট ডাক্তার দেখাতে দেখাতে চিকিৎসা ব্যবস্থায় সুস্থতা আশ্বাস পায় না তখন চিকিৎসা এবং চিকিৎসক এর উপর এক ধরনের তিক্ততা প্রকাশ করে ।

উনাকে দেখতে পাচ্ছেন,নাক পুরোপুরি ব্লকএবং এডিনয়েড হাইফারট্রফি।

এডিনয়েড হল এক ধরনের লিম্ফয়েড টিস্যু যা নাকের পিছনে এবং গলার উপরে অবস্থিত।
এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
যখন এডিনয়েড আকারে বড় হয়ে যায়, তখন একে অ্যাডিনয়েড হাইপারট্রফি বলা হয়।
এটি নাক ডাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, বা ঘন ঘন কান বা সাইনাসের সংক্রমণের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।

এডিনয়েড হাইফারট্রফি এটি এমন একটি অবস্থা যেখানে এডিনয়েডগুলি আকারে বৃদ্ধি পায়। এটি সাধারণত সংক্রমণ বা প্রদাহের কারণে ঘটে।

সাধারণ লক্ষণ সম্পর্কে কিছু বলি.....

লক্ষণ:
এডিনয়েড হাইপারট্রফির কারণে নাক ডাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, বারবার কান বা সাইনাসের সংক্রমণ, এবং ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হতে পারে।

তাছাড়াও নাকে সাইনাস, পলিপ সংক্ষিপ্ত আলোচনা করি
★নাকে পলিপাস হল নাকের বা সাইনাসের ভেতরে সৃষ্ট মাংসপিণ্ড, যা মাংসল এবং ক্যান্সারবিহীন হয়ে থাকে।
এটি সাধারণত থলের মতো দেখতে এবং নরম হয়ে থাকে, যা নাক বন্ধ করে দিতে পারে বা শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি করতে পারে।
নাকের পলিপাস এক ধরনের মাংসপিণ্ড যা নাকের ভেতরে বা সাইনাসে (নাকের চারপাশের বায়ুথলি) হয়ে থাকে।
এটি সাধারণত নরম, ব্যথাহীন এবং ক্যান্সারের আশংকা মুক্ত হয়ে থাকে।
নাকের পলিপাসের কিছু লক্ষণ ও কারণ নিচে দেওয়া হলো:
লক্ষণ:
নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া
নাক দিয়ে পানি পড়া
গন্ধ এবং স্বাদ কমে যাওয়া
মাঝে মাঝে মুখ বা কপালে ব্যথা হওয়া।
Hopefully উনি তাড়াতাড়ি সুস্থ হবেন৷
যত্ন নিন শরীরের নিশ্চিত করোন সুস্থতার।
ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট।
মল্লিকা হোমিও ফার্মেসি, (তালতলা সিলেট)
রহমানিয়া মার্কেট, বাংলাদেশ ব্যাংকে অপজিটের
বিস্তারিত জানতে -01707180282

23/07/2025
21/07/2025

পেশেন্ট -পিচ্ছি
বয়স- ২৬ মাস
রোগ বিবরণ - পিচ্ছি মনি টা কথা বলতে অসুবিধা হয়। সে সম্পূর্ণ শব্দ উচ্ছারণ করে না।
এমনকি, তার হাটতে ও অসুবিধা হয়। কোমরে শক্তি পায়না।
আসুন বিস্তারিত জানি......
সাধারণ কারণ হিসেবে বুঝতে হলে প্রথমই পেশেন্ট এর জিহবা মোটা বা ভারী টাইপ কিনা চেক করতে হবে ।
জন্মের সময় কোন ভাবে মাথায় চাপ পেয়েছে কিনা তা পর্যবেক্ষণ করতে হবে।
বাচ্চাদের দেরিতে কথা বলার কিছু সাধারণ কারণের মধ্যে রয়েছে: অটিজম, ভাষার বিকাশে দেরি, শ্রবণ সমস্যা, বুদ্ধি বিকাশে সমস্যা, বা পরিবেশগত কারণ।
তাছাড়াও ১) শারীরিক সমস্যা
২)বংশগত কারণে
৩)মানসিক ও সামাজিক কারণে
৪)বিশেষ পর্যবেক্ষনে বললে( Rickets) রিকেটস বা কৃমি সংক্রমণ এর স্বাস্থ্য সমস্যা ও শিশুর দেরিতে করহা বলার কারণ হতে পারে।

তাই করণীয় .......
শিশুর সাথে বেশি বেশি কথা বলা, গান শোনানো, এবং বিভিন্ন খেলার মাধ্যমে তার ভাষার বিকাশ ঘটানো যেতে পারে।
শিশুকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং তার কথা বলার প্রচেষ্টাকে উৎসাহিত করতে হবে।

এবং শিশুর বিকাশে কোন অস্বাভাবিক দেখা দিলে অবশ্যই চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করতে হবে ।

Hopefully পিচ্ছিমনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন।

ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
মল্লিকা হোমিও ফার্মেসি, (তালতলা সিলেট)
রহমানিয়া মার্কেট,বাংলাদেশ ব্যাংকের অপজিটে

বিস্তারিত জানতে -01707180282

20/07/2025

অনেকেই জানেন হোমিওপ্যাথি মেডিসিন চিকিৎসা ব্যবস্থার বিশেষ দিক হলো -বেশ কিছু খাবার নিষেধ দেয়া চিকিৎসা চলাকালীন....
তাই, পেশেন্ট দের সুস্থতা নিশ্চিত করতে কিছু খাবার নিষেধ দেই
তখন পেশেন্ট এর অবস্থা 🥲

সকাল ৯ টা কলেজে  অন ডিউটি  সাথে আছে এক কাপ চা আর স্টার বিস্কুট  😁
20/07/2025

সকাল ৯ টা
কলেজে অন ডিউটি সাথে আছে এক কাপ চা আর স্টার বিস্কুট 😁

শরীরের দ্বিতীয় হৃদপিণ্ড কোথায় অবস্থিত এবং কিভাবে কাজ করে জেনে নিনআমাদের শরীরের দ্বিতীয় হৃদপিণ্ড কাফমাসুলে অবস্থিত। এর স...
19/07/2025

শরীরের দ্বিতীয় হৃদপিণ্ড কোথায় অবস্থিত এবং কিভাবে কাজ করে জেনে নিন

আমাদের শরীরের দ্বিতীয় হৃদপিণ্ড কাফমাসুলে অবস্থিত। এর সঠিক যত্ন না নিলে জটিল জটিল সমস্যার সৃষ্টি হয়। তারমধ্য সবচেয়ে জটিল রোগ তাকওয়া আর্থারাইট্রিস। যদি ও এ বিষয়ে খুব কম চিকিৎসকই এটা ধরতে পারে। প্রায় চিকিৎসক বাত ব্যথা, নিউরো সমস্যা ইত্যাদির চিকিৎসা দিয়ে পরিস্থিতি আরো জটিল করে তোলে। লাইফ স্টাইল খাদ্যভাস পরিবর্তন এর পাশাপাশি প্রাণায়াম যোগ করলে খুব সহজেই এই রোগ থেকে সহজেই মুক্তি পাওয়া যায়। আসুন আজ সেই দ্বিতীয় হৃদপিণ্ড সম্পর্কে সংক্ষিপ্ত ভাবে জানতে চেষ্টা করি - হৃদপিণ্ড দেহের রক্ত সঞ্চালনের মূল চালিকাশক্তি হলেও, পায়ের গভীরে একটি বিশেষ পেশি রয়েছে যা অগোচরেই একইরকম গুরুত্বপূর্ণ কাজ করে চলেছে। এটি হলো সোলিয়াস পেশি, যাকে প্রায়শই “দ্বিতীয় হৃদপিণ্ড” নামে অভিহিত করা হয়। বৈদ্যুতিক স্পন্দনের মাধ্যমে নয়, বরং গতির মাধ্যমেই এই গভীর ও নীরব পেশি রক্ত সঞ্চালনে অবদান রাখে।

প্রতিবার হাঁটার সময়, সিঁড়ি দিয়ে ওঠানামার সময় অথবা পায়ের আঙুলের ওপর ভর করে দাঁড়ানোর সময় সোলিয়াস পেশি সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হওয়ার সাথে সাথেই এটি অসাধারণ ভাবে কাজ সম্পূর্ণ করে – অভিকর্ষের বিরুদ্ধে পায়ের শিরা থেকে রক্তকে পুনরায় হৃদপিণ্ডে পাঠায়।

এই অসাধারণ পেশির অবস্থান পায়ের পিছনের অংশে, গ্যাস্ট্রোকনেমিয়াস (পেণ্ডুলাম বা কাফ মাসল) পেশির গভীরে। এই মাসল বিস্ফোরক বা দ্রুতগতির না হলেও, অত্যন্ত দৃঢ় এবং সহনশীল। দেহের ভারসাম্য ও স্থায়িত্ব রক্ষায় এর ভূমিকা অপরিসীম।

কেন সোলিয়াস এত গুরুত্বপূর্ণ?

১. দেহের নিম্নভাগে রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে এবং সুষ্ঠু রক্ত প্রবাহ নিশ্চিত করে।

২. রক্ত জমাট বাঁধা ও শিরায় রক্ত জমাটবদ্ধতা প্রতিরোধ করে।

৩. পায়ের অপ্রয়োজনীয় পানি জমা (এডেমা) প্রতিরোধ করে ফোলাভাব কমায়।

৪. হৃদপিণ্ডের ওপর চাপ কমিয়ে সামগ্রিক কার্ডিওভাসকুলার স্বাস্থ্য রক্ষায় সহায়তা করে।

সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, এই পেশি স্থির অবস্থায় দাঁড়িয়ে থাকলেও কাজ করে।

দীর্ঘক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করার অভ্যাস থাকলে সোলিয়াস পেশিকে সক্রিয় রাখা অত্যন্ত জরুরি। এর জন্য কয়েকটি সহজ উপায় অবলম্বন করা যেতে পারে:

*কয়েক মিনিট হাঁটা।
* পায়ের গোড়ালি বারবার ওঠানো-নামানো
(হিল রেইজ)।
* গোড়ালি বা অ্যাঙ্কেল ফ্লেক্স করা।
* পায়ের পাতা দিয়ে বৃত্তাকার নড়াচড়া করা।

এগুলো ছোট ছোট দৈনন্দিন অঙ্গভঙ্গি মনে হলেও, সোলিয়াস পেশির কার্যকারিতা বৃদ্ধিতে এবং সামগ্রিক সুস্থতায় এর ফলাফল সুদূরপ্রসারী।

ডাঃকলি রায় টিকলি
প্রভাষকজালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
মল্লিকা হোমিও ফার্মেসি, (তালতলা সিলেট)
রহমানিয়া মার্কেট, বাংলাদেশ ব্যাংকের অপজিটে
বিস্তারিত জানতে -01707180282

চুল লম্বা, মজবুত এবং পাকা চুল রোধ করে  কালো চুল গজাতে সাহায্য করে । এমনকি যাদের মাথার তালু গরম থাকে....  for them, parti...
18/07/2025

চুল লম্বা, মজবুত এবং পাকা চুল রোধ করে কালো চুল গজাতে সাহায্য করে । এমনকি যাদের মাথার তালু গরম থাকে....
for them, particularly saying
About this oil . it works great for hair. Trust me all the time take oil treatment and get best result.
Thank you 💜

চুল লম্বা, মজবুত এবং পাকা চুল কালো রোধ করে । এমনকি যাদের মাথার তালু গরম থেকে for them, particularly  saying About this o...
17/07/2025

চুল লম্বা, মজবুত এবং পাকা চুল কালো রোধ করে । এমনকি যাদের মাথার তালু গরম থেকে
for them, particularly saying
About this oil . it works great for hair. Trust me all the time take oil treatment and get best result.
Thank you 💜

রোগী  - পিচ্ছি বয়স - ৭হোমটাওন -সিলেট  রোগ বিবরণ - নাকে পলিপ, সাইনাস ইদানীং এই রোগ  সমস্যা টি  কোন বয়সবেধে নাই কোন ভেদাভে...
17/07/2025

রোগী - পিচ্ছি
বয়স - ৭
হোমটাওন -সিলেট
রোগ বিবরণ - নাকে পলিপ, সাইনাস
ইদানীং এই রোগ সমস্যা টি কোন বয়সবেধে নাই কোন ভেদাভেদ।
শিশু থেকে বুড়ো সব বয়সী দের এই সমস্যা ভোগাচ্ছে।
সত্যি কষ্টকর।,
নাক বন্ধ থাকা, হাঁচি, সর্দি লেগেই থাকে।
সেই সাথে জ্বর কাশিও থাকছে৷
আবার কারো কারোর মাথা বেদনা সহ নানাবিধ সমস্যা থাকছেই।
রিলাক্সে শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক না থাকলে অস্থিরতা লাগে
ঘুমানো অসম্ভব হয়ে পরছে কারণ মুখে হা করে শ্বাসপ্রশ্বাস৷ নিতে হচ্ছে।
অন্যান্য ডিপার্টমেন্টে চিকিৎসা ব্যবস্থায় ব্যায়বহুল
আর বিশেষ ভাবে বলতে হলে এই সমস্যা জন্য অপারেশন সাজেষ্ট করে থাকেন বিশেষজ্ঞ রা।
এমতাবস্থায় যখন পেশেন্ট পরিবার হোমিওপ্যাথি মেডিসিন চিকিৎসা ব্যবস্থায় আগ্রহী হয়
তখন চিকিৎসার দায়িত্ব অনেকাংশে বেড়ে যায় আমাদের।
এসেছিলেন মল্লিকা হোমিও ফার্মেসিতে.....
চিকিৎসা ব্যবস্থা এবং কিছু সর্তকতা নিয়মাবলি দেয়া হলো।
Hopefully প্রথম প্রেসক্রিপশন এর ওষুধ সেবনে শিশুটি আরাম পাবে
এবং একটু সময় লাগবে পুরোপুরি সুস্থ হতে।
ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
মল্লিকা হোমিও ফার্মেসি ( তালতলা সিলেট)
রহমানিয়া মার্কেট, বাংলাদেশ ব্যাংকের অপজিটে
বিস্তারিত জানতে -01707180282
#পলিপাস #স্বাস্থ্যসেবা #ডাঃকলিরায় #০১৭০৭১৮০২৮২

উচ্চ রক্তচাপ  First of al i want to say   about blood pressure. You may not know that homeopathic medicine is a very goo...
14/07/2025

উচ্চ রক্তচাপ
First of al i want to say about blood pressure.
You may not know that homeopathic medicine is a very good medicine for controlling high blood pressure.
হোমিওপ্যাথি মেডিসিন চিকিৎসা ব্যবস্থায় সারাজীবনের জন্য ওষুধ দেয়া হয় না যা প্রেসক্রাইব থাকবে to be continue medicine .
★আপনি যদি সারাজীবন ওষুধ খেয়ে গেলেন তাহলে কি আপনি সুস্থ!
ওষুধ ছাড়া আপনি নিজেকে যখন নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি ঠিক তখনই সুস্থ৷
তাই আপনি ভরসায় রাখতে পারেন হোমিওপ্যাথি মেডিসিন চিকিৎসা ব্যবস্থা ।
খুব সুন্দর ও সহজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে হোমিওপ্যাথি মেডিসিন চিকিৎসা ব্যবস্থায়৷
বি:দ্র: অনেকেই জিজ্ঞেস করেন থাকেন দুধ খেতে পারবেন কিনা?

উত্তর - হ্যাঁ, খেতে পারবেন। দুধ একধরনের পুষ্টিকর খাবার তাই খেতে পারবেন৷
তবে উচ্চ কোলেস্টেরল নিয়ন্ত্রণে দুধ খেতে কিছু উপায়ে খেতে হবে।
তা হচ্ছে "দুধ গরম করার পরে দুধের ঘন সর দুধ থেকে আলাদা করে নিতে হবে৷ তারপর এই দুধ খেতে পারবেন৷ ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন৷

ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট
মল্লিকা হোমিও ফার্মেসি,( তালতলা সিলেট)
রহমানিয়া মার্কেট,বাংলাদেশ ব্যাংকের অপজিটে
বিস্তারিত জানতে -01707180282

Address

সিলেট

Telephone

+8801707180282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Koli Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category