Dr. Koli Roy

Dr. Koli Roy For the treatment of homeopathy. And very helpful medicine homeopathy and the cost is very cheap.
(2)

HelloI want to make a surprise announcement. I do it every year.The person who has the most comments and is most active ...
05/12/2025

Hello
I want to make a surprise announcement. I do it every year.
The person who has the most comments and is most active will have a nice gift from the page Dr.koli Roy.
We will choose 3 winner. 5.12.2025--25.12.2025 until.
হ্যালো
আমি একটি চমকপ্রদ ঘোষণা করতে চাই। আমি প্রতি বছর এটি করি।
যার কমেন্ট সবচেয়ে বেশি এবং যিনি সবচেয়ে বেশি একটিভ, তিনি আমাদের Dr. Koli Roy পেজ থেকে একটি সুন্দর উপহার পাবেন।
আমরা ৩ জন বিজয়ী নির্বাচন করব।
So let's start today.💜 5.12. 2025 - 25.12.2025 until.

05/12/2025

Hlw Good morning
This healthy food is for pregnant women.
Dr. Koli Roy

03/12/2025

ভিডিও শেষে গুরুত্বপূর্ণ পরামর্শ
রোগী -ফিমেল
বয়স -৪২
রোগ বিবরণ - ত্বকে ফর্সাকারী ক্রীমের পার্শ্বপ্রতিক্রিয়া।
ত্বক ড্যামেজ, পুরো মুখ জলসে কালো হয়ে গেছে ।
দীর্ঘদিন যারা ফর্সাকারী ক্রিম ইউস করেন তাদের স্কীনের ত্বকের চামড়া পাতলা হয়ে যায় ।
তারপর স্কীন আস্তে আস্তে ভিতর থেকে ফুস্কুড়ি উঠতে থাকে৷ যার ফলে স্কীনের লাল র‍্যাশ বা একদম কালো হয়ে যায়৷ অর্থাৎ স্কীন পুড়ে যায়৷

যেনে রাখুন কখনো অতিরিক্ত কিছুই ভালো না৷
মানুষ একেকজন জন্মলগ্ন থেকেই স্কীনে মেলানিন নামক পর্দাথ কম বেশ নিয়ে জন্ম হয়। যার ফলে স্কীন কারোর ফর্সা কারোর কালো বা শ্যামলা।
অর্থাৎ যাদের শরীরে মেলানিন বেশি তাদের শরীর শ্যমলা
বা কালো হয়।

যাদের মেলানিন কম তারা ফর্সা হয়। এমনকি অতিরিক্ত সাদা ধবধবে হয়৷
তাই কৃত্রিম ভাবে নিজেকে সুন্দর করতে বিপদ ডেকে আনবেন৷
whatever, শুনছিলাম পেশেন্ট এর ফিডব্যাক ।
আমাদের থেকে চিকিৎসা নিয়ে খুব সুন্দর ভাবে স্কীন রিকোভার হলো।
পেশেন্ট এর খুশির গল্প শেয়ার করলো এবং পরবর্তী
ওষুধ নিয়ে গেলেন।
নিজের যত্ন নিন৷ আত্মবিশ্বাস বাড়াব। স্মার্টনেস করে তুলোন নিজেকে৷
আপনার সৌন্দর্য্য বৃদ্ধি পাবে। ধন্যবাদ৷

পোস্ট এর ভিডিও শেষ পর্যন্ত দেখুন৷

ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট
মল্লিকা হোমিও ফার্মেসি, তালতলা সিলেট
বাংলাদেশ ব্যাংকের অপজিটে
যোগ নাম্বার -01707180282

ক্যান্সার ভালো হয় ❓ হ্যাঁ হয় সময় মতো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলেই ক্যান্সার রোগী সুস্থ হয়ে উঠে৷ সব কিছু সময় সীমা থাকে৷ য...
02/12/2025

ক্যান্সার ভালো হয় ❓
হ্যাঁ হয় সময় মতো চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করলেই ক্যান্সার রোগী সুস্থ হয়ে উঠে৷
সব কিছু সময় সীমা থাকে৷ যদি আপনি সময় হারিয়ে তারপর আসেন চিকিৎসা নিতে তখন কোন ডিপার্টমেন্টে এর পক্ষে সম্ভব নয় আপনাকে /রোগী সুস্থ করা৷

With Future Doctor On Practice Mollika Homio Pharmacy 2
30/11/2025

With Future Doctor On Practice Mollika Homio Pharmacy 2

30/11/2025

অবহেলা নয় জানা প্রয়োজন .....

নিচের ঠোঁটে লাল, ফুলে থাকা ছোট গুটি—যার মধ্যে পুঁজ বা খোসা থাকতে পারে—এ ধরনের সাধারণ মুখের ক্ষতগুলোর একটি হতে পারে:

কোল্ড সোর (HSV-1): ভাইরাসজনিত ফোস্কা, স্পর্শের মাধ্যমে ছড়ায়। ব্যথা ও চুলকানি হয়।

ক্যাঙ্কার সোর বা আলসার: স্ট্রেস, টক খাবার, বা ভুল করে ঠোঁট কামড়ে গেলে হতে পারে; খুব ব্যথা করে।

মিউকোসিল: লালার গ্রন্থি বন্ধ হয়ে তৈরি হওয়া ছোট সিস্ট; ক্ষতিকর নয়, তবে বিরক্তিকর।

অন্যান্য: অ্যালার্জি, সংক্রমণ (যেমন থ্রাশ), বা কোনো ধরনের জ্বালা–পোড়া।

কি করবেন?
নুন পানিতে কুলকুচি করুন, লিপ বাম বা অ্যান্টিভাইরাল ক্রিম (যেমন অ্যাসাইক্লোভির—ফার্মেসিতে পাওয়া যায়) ব্যবহার করুন। যদি অনেক ব্যথা থাকে, ১–২ সপ্তাহেও না সারে, রক্ত পড়ে, বা জ্বর আসে—তাহলে দ্রুত ডাক্তার দেখান। প্রয়োজন হলে তারা বায়োপসি করবে (কিছু ক্ষেত্রে বিরলভাবে প্রয়োজন হতে পারে, তবে নিশ্চিত হওয়া ভালো)।
ডাঃকলি রায় টিকলি
প্রভাষক: জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট
মল্লিকা হোমিও ফার্মেসি, তালতলা সিলেট
রহমানিয়া মার্কেট, বাংলাদেশ ব্যাংকের অপজিটে
বিস্তারিত জানতে -01707180282

27/11/2025

Program arrange by New life company limited.
খুব ভালো কোয়ালিটি সম্পন্ন ওষুধ তৈরি এবং গুনগত মান চমৎকার ।
I would recommend that beginners use New Life Company medicines in their treatment regimen.
Thank you .

26/11/2025

২০২৫ ফাইনাল পরীক্ষা রুটিন প্রকাশ৷

মেরুদন্ডের ডিস্ক পেইনমেরুদণ্ড ডিস্ক হলো মেরুদণ্ডের কশেরুকার মাঝখানের নরম, জেলির মতো কুশন যা শক শোষণ করে এবং মেরুদণ্ডকে ন...
23/11/2025

মেরুদন্ডের ডিস্ক পেইন
মেরুদণ্ড ডিস্ক হলো মেরুদণ্ডের কশেরুকার মাঝখানের নরম, জেলির মতো কুশন যা শক শোষণ করে এবং মেরুদণ্ডকে নড়াচড়া করতে সাহায্য করে।
যখন এই ডিস্কের বাইরের শক্ত আবরণ ছিঁড়ে
যায় বা দুর্বল হয়ে যায়, তখন ভেতরের অংশ বেরিয়ে আসে। একে ডিস্ক হার্নিয়েশন বা স্লিপ ডিস্ক বলে থাকি।
এটি মেরুদণ্ডের স্নায়ুতে চাপ সৃষ্টি করতে পারে, যার ফলে ব্যথা, অসাড়তা বা দুর্বলতা দেখা দিতে পারে।

আসুন জানি মেরুদণ্ড ডিস্কের মূল কাজ....
শক শোষণ: - কশেরুকার মধ্যে থাকা ডিস্কগুলো শারীরিক কার্যকলাপের সময় তৈরি হওয়া চাপ শোষণ করে।
নড়াচড়ায় সহায়তা: -এগুলি মেরুদণ্ডকে নড়াচড়া করার অনুমতি দেয়।

ডিস্ক পেইন এর লক্ষণ
লক্ষণ
★পিঠ বা ঘাড়ে অবিরাম ব্যথা।
★ব্যথা, অসাড়তা বা দুর্বলতা যা হাত বা পায়ে ছড়িয়ে পড়ে।
★কখনও কখনও পিঠে ব্যথা নাও থাকতে পারে, তবে ডিস্কের সমস্যা হতে পারে।
👉ডিস্কের সমস্যা গুলো
#স্লিপ ডিস্ক (হার্নিয়েটেড ডিস্ক): যখন ডিস্কের ভেতরের জেলির মতো অংশ বাইরের স্তরের বাইরের দিকে ঠেলে বেরিয়ে আসে।
#বুলগিং ডিস্ক: এটি একটি ফুলে ওঠা ডিস্ক, যা হার্নিয়েটেড ডিস্কের মতোই একটি অবস্থা।
প্রল্যাপসড ডিস্ক: এটি হার্নিয়েটেড ডিস্কের আরেকটি নাম।

তাহলে কারণ টা জেনে নেই

কারণ
বয়স বৃদ্ধি।
আঘাত।
অতিরিক্ত চাপ।
এই ধরনের সমস্যা জন্য সমাধান খুব সাধারণ ভবেই
কিছু নিদির্ষ্ট ব্যায়াম
এবং ওষুধ সেবনই খুব তাড়াতাড়ি সুস্থ হওয়া সম্ভব৷
তাই চাইলে আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসক ব্যবস্থায়
মাধ্যমে ও সুস্থতা নিশ্চিত করতে পারেন৷
ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ও হাসপাতাল সিলেট।
মল্লিকা হোমিও ফার্মেসি, তালতলা সিলেট
রহমানির মার্কেট, বাংলাদেশ ব্যাংকের অপজিটে
যোগ নাম্বার 01707180282

22/11/2025
22/11/2025
22/11/2025

Address

১৫ নং রহমানিয়া সুপার মার্কেট, ২য় তলা। সিলেট
সিলেট

Telephone

+8801707180282

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Koli Roy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category