26/07/2025
পেশেন্ট- ফিমেল
বয়স - ৩৫+
হোমটাওন- সিলেট
রোগ বিবরণ - সাইনাস, পলিপ, স্কীনে মেচতা, জীর্নশীর্ণ, জিহবা শ্বেত বর্ণ, ডিহাইড্রেশন, নানাবিধ সমস্যা।
যখন একজন পেশেন্ট ডাক্তার দেখাতে দেখাতে চিকিৎসা ব্যবস্থায় সুস্থতা আশ্বাস পায় না তখন চিকিৎসা এবং চিকিৎসক এর উপর এক ধরনের তিক্ততা প্রকাশ করে ।
উনাকে দেখতে পাচ্ছেন,নাক পুরোপুরি ব্লকএবং এডিনয়েড হাইফারট্রফি।
এডিনয়েড হল এক ধরনের লিম্ফয়েড টিস্যু যা নাকের পিছনে এবং গলার উপরে অবস্থিত।
এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটি অংশ এবং সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
যখন এডিনয়েড আকারে বড় হয়ে যায়, তখন একে অ্যাডিনয়েড হাইপারট্রফি বলা হয়।
এটি নাক ডাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, বা ঘন ঘন কান বা সাইনাসের সংক্রমণের মতো সমস্যা সৃষ্টি করতে পারে।
এডিনয়েড হাইফারট্রফি এটি এমন একটি অবস্থা যেখানে এডিনয়েডগুলি আকারে বৃদ্ধি পায়। এটি সাধারণত সংক্রমণ বা প্রদাহের কারণে ঘটে।
সাধারণ লক্ষণ সম্পর্কে কিছু বলি.....
লক্ষণ:
এডিনয়েড হাইপারট্রফির কারণে নাক ডাকা, মুখ দিয়ে শ্বাস নেওয়া, বারবার কান বা সাইনাসের সংক্রমণ, এবং ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হতে পারে।
তাছাড়াও নাকে সাইনাস, পলিপ সংক্ষিপ্ত আলোচনা করি
★নাকে পলিপাস হল নাকের বা সাইনাসের ভেতরে সৃষ্ট মাংসপিণ্ড, যা মাংসল এবং ক্যান্সারবিহীন হয়ে থাকে।
এটি সাধারণত থলের মতো দেখতে এবং নরম হয়ে থাকে, যা নাক বন্ধ করে দিতে পারে বা শ্বাস-প্রশ্বাসে সমস্যা তৈরি করতে পারে।
নাকের পলিপাস এক ধরনের মাংসপিণ্ড যা নাকের ভেতরে বা সাইনাসে (নাকের চারপাশের বায়ুথলি) হয়ে থাকে।
এটি সাধারণত নরম, ব্যথাহীন এবং ক্যান্সারের আশংকা মুক্ত হয়ে থাকে।
নাকের পলিপাসের কিছু লক্ষণ ও কারণ নিচে দেওয়া হলো:
লক্ষণ:
নাক বন্ধ হয়ে যাওয়া বা শ্বাস নিতে কষ্ট হওয়া
নাক দিয়ে পানি পড়া
গন্ধ এবং স্বাদ কমে যাওয়া
মাঝে মাঝে মুখ বা কপালে ব্যথা হওয়া।
Hopefully উনি তাড়াতাড়ি সুস্থ হবেন৷
যত্ন নিন শরীরের নিশ্চিত করোন সুস্থতার।
ডাঃকলি রায় টিকলি
প্রভাষক :জালালাবাদ হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতাল সিলেট।
মল্লিকা হোমিও ফার্মেসি, (তালতলা সিলেট)
রহমানিয়া মার্কেট, বাংলাদেশ ব্যাংকে অপজিটের
বিস্তারিত জানতে -01707180282