Akkelpur Physiotherapy Centre

Akkelpur Physiotherapy Centre Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Akkelpur Physiotherapy Centre, Physical therapist, Akkelpur.
(1)

বাত, ব্যাথা, সেরেব্রাল পালসি বা প্রতিবন্ধী
শিশু ও প্যারালাইসিস রোগের ফিজিওথেরাপি চিকিৎসায় বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন।
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তলা), আক্কেলপুর, জয়পুরহাট। যোগাযোগঃ ০১৩১৪-৯২৪২৮৬

📢 নিয়োগ বিজ্ঞপ্তিপদবী: সহকারীবেতন: আলোচনা সাপেক্ষেডিউটি টাইমঃ ফুল টাইমআমরা আমাদের প্রতিষ্ঠানে দায়িত্বশীল ও পরিশ্রমী সহকা...
12/08/2025

📢 নিয়োগ বিজ্ঞপ্তি

পদবী: সহকারী
বেতন: আলোচনা সাপেক্ষে
ডিউটি টাইমঃ ফুল টাইম

আমরা আমাদের প্রতিষ্ঠানে দায়িত্বশীল ও পরিশ্রমী সহকারী নিয়োগ করতে যাচ্ছি।

যোগ্যতা: ন্যূনতম এসএসসি/সমমান পাশ

প্রতিবন্ধী বাচ্চাদের সাথে সৌহার্দপূর্ণ আচরন করার মন মানসিকতা থাকতে হবে।

আন্তরিক, সময়নিষ্ঠ ও দলবদ্ধভাবে কাজ করার মানসিকতা

📍 কর্মস্থল: আক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
📞 যোগাযোগঃ ০১৩১৪-৯২৪২৮৬

আগ্রহীরা দ্রুত যোগাযোগ করুন

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।★ পদের নামঃ  ডিপ্লোমা ফিজিওথেরাপিষ্ট (পুরুষ/ মহি...
06/08/2025

জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি। প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপি চিকিৎসা কেন্দ্র।

★ পদের নামঃ ডিপ্লোমা ফিজিওথেরাপিষ্ট (পুরুষ/ মহিলা)
পদ সংখ্যাঃ ২ টি
★ শিক্ষাগত যোগ্যতাঃ ডিপ্লোমা পাশ। প্রতিবন্ধী বাচ্চাদের ফিজিওথেরাপি দেওয়ার অভিজ্ঞতা থাকতে হবে।

ডিউটি টাইমঃ সকাল ৮ টা থেকে রাত ৮ টা। ২ ঘন্টা নামাজ ও খাবারের বিরতি।
★ বাচ্চাদের সাথে হাসিমুখে কাউন্সেলিং করায় পারদর্শী হতে হবে।

★ বেতন ১৫ থেকে ১৮ হাজার
(থাকা ও খাওয়া নিজ)

লোকেশন: আক্কেলপুর, জয়পুরহাট

আগ্রহীরা অতি দ্রুত সিভি জমা দিন Whatsapp- 01314-924286

সম্পূর্ণ ফ্রিতে আজকে সারাদিন ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে।বছর পূর্তি উপলক্ষ্যে আজ ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইনের কিছু ...
01/08/2025

সম্পূর্ণ ফ্রিতে আজকে সারাদিন ফিজিওথেরাপি সেবা প্রদান করা হবে।

বছর পূর্তি উপলক্ষ্যে আজ ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইনের কিছু দৃশ্য।

🦽 বাত ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধীদের জন্য সু-খবর!🎉 বছর পূর্তি উপলক্ষে আসছে আগামী ১লা আগস্ট📍 একদিনব্যাপী ফ্রি ফিজিওথ...
26/07/2025

🦽 বাত ব্যথা, প্যারালাইসিস ও প্রতিবন্ধীদের জন্য সু-খবর!

🎉 বছর পূর্তি উপলক্ষে আসছে আগামী ১লা আগস্ট
📍 একদিনব্যাপী ফ্রি ফিজিওথেরাপি ক্যাম্পেইন!

🧒 শিশু থেকে বৃদ্ধ – যেকোন বয়সের রোগী ফিজিওথেরাপি সেবা নিতে পারবেন!

💪 ঘাড়ে ব্যথা, কাঁধে ব্যথা বা ফ্রোজেন সোলডার, কোমরে ব্যথা বা পিএলআইডি, হাঁটুর ব্যথা বা অস্টিওআর্থ্রাইটিস, স্ট্রোক বা প্যারালাইসিস, জন্মগতভাবে প্রতিবন্ধী বাচ্চা, হাড়-জোড়ের সমস্যা – সব ধরনের পরামর্শ ও ফিজিওথেরাপি দেওয়া হবে।

📞 সিরিয়ালের জন্য এখনই কল করুন:
📱 ০১৩১৪-৯২৮২৮৬

👨‍⚕️ মোঃ সৈকত বাবু (ফিজিওথেরাপিস্ট)
👉 রেজি: ৮৬৩৬৩৪
🎓 বিএসসি ইন পিটি (ইন-কোর্স), ডিপিটি (পিপিইএমএস)
🎓 রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়
📜 সার্টিফাইড: ম্যানুয়াল থেরাপি, ডিজএবিলিটি ম্যানেজমেন্ট, বোবাথ এপ্রোচ

📍 চেম্বার:
আক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন (২য় তলা), আক্কেলপুর, জয়পুরহাট

🔖 সঠিক ফিজিওথেরাপি সেবা নিন — ভালো থাকুন, সুস্থ থাকুন!

20/07/2025
একবার কল্পনা করুন তো, ২১টা বছর আপনার মাথা আপনার পিঠের সাথে প্রায় লেগে আছে। আপনি চাইলেও সোজা হয়ে দাঁড়াতে পারেন না, সাম...
06/07/2025

একবার কল্পনা করুন তো, ২১টা বছর আপনার মাথা আপনার পিঠের সাথে প্রায় লেগে আছে। আপনি চাইলেও সোজা হয়ে দাঁড়াতে পারেন না, সামনের পৃথিবীটা কেমন তা দেখতে পারেন না, এমনকি শান্তিতে একবার বিছানায় পিঠ লাগিয়ে ঘুমাতেও পারেন না। জীবনটা কি বিভীষিকাময় মনে হচ্ছে না?

এই দুঃসহনীয় জীবনটাই কাটিয়েছেন চীনের শানডং প্রদেশের ২১ বছর বয়সী জিয়াং ইয়ানচেন। 🥺

ছোটবেলা থেকেই জিয়াং ‘অ্যাঙ্কাইলোজিং স্পন্ডিলাইটিস’ (Ankylosing Spondylitis) নামক এক বিরল এবং ভয়ঙ্কর বাত রোগে আক্রান্ত ছিলেন। এটি এমন একটি রোগ যেখানে মেরুদণ্ডের হাড়গুলো ধীরে ধীরে একে অপরের সাথে জুড়ে যেতে শুরু করে এবং মেরুদণ্ড শক্ত ও বাঁকা হয়ে যায়। বছরের পর বছর ধরে এই রোগে ভুগতে ভুগতে জিয়াং-এর শরীরটা আক্ষরিক অর্থেই ‘ভাঁজ’ হয়ে গিয়েছিল। তার মাথা এতটাই পেছনে বেঁকে গিয়েছিল যে তার মাথার খুলি এবং পিঠের মধ্যে প্রায় কোনো জায়গাই অবশিষ্ট ছিল না। তার উচ্চতা কমে দাঁড়ায় মাত্র ১ মিটারে।

শারীরিক কষ্ট জিয়াং-কে দমাতে পারেনি। এই ভয়াবহ শারীরিক বিকৃতি নিয়েও তিনি পড়াশোনা ছাড়েননি। কলেজের ভর্তি পরীক্ষার সময় হলে গিয়ে পরীক্ষা দেওয়া তার পক্ষে সম্ভব ছিল না। তাই তিনি একটি তোশকের উপর শুয়ে শুয়েই পরীক্ষা দেন এবং মেধার জোরেই দেঝাউ বিশ্ববিদ্যালয়ে শক্তি ও বিদ্যুৎ প্রকৌশল (Energy and Power Engineering) বিভাগে ভর্তির সুযোগ পান। তার স্বপ্ন ছিল, একদিন তিনি নিজের পায়ে হেঁটে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করবেন।

গত বছর জিয়াং-এর জীবনে আসে সেই মাহেন্দ্রক্ষণ। চেংডুর একদল বিশেষজ্ঞ চিকিৎসক তাঁর চিকিৎসার দায়িত্ব নেন। তারা চারটি অত্যন্ত জটিল এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এই অপারেশনগুলো ছিল বিজ্ঞানের জন্য এক বিরাট চ্যালেঞ্জ।

❥ ডাক্তাররা জিয়াং-এর মেরুদণ্ডের হাড় ভেঙে, সেগুলো নতুন করে সাজিয়ে অবিশ্বাস্যভাবে ১৭০-ডিগ্রি বাঁকানো কোণকে সোজা করেন!

❥ শেষ অস্ত্রোপচারটি চলেছিল ১২ ঘণ্টারও বেশি সময় ধরে। অপারেশনের এক পর্যায়ে প্রধান সার্জন এতটাই ক্লান্ত এবং পরিস্থিতি এতটাই জটিল ছিল যে, তিনি মাটিতে হাঁটু গেড়ে বসে অপারেশন চালিয়ে যেতে বাধ্য হন। 😷

❥ এই চারটি অপারেশনের পর, জিয়াং তার জীবনের ২১ বছরের মধ্যে প্রথমবারের মতো সোজা হয়ে শুতে পারেন। তিনি এখন পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন এবং ধীরে ধীরে সোজা হয়ে হাঁটার স্বপ্ন পূরণের দিকে এগোচ্ছেন।

জিয়াং-এর মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ডাক্তাররা আমাদের শেষ ভরসা ছিলেন। আমার সন্তানের স্বপ্ন আজ সত্যি হয়েছে।” ❤️

জিয়াং-এর এই গল্প শিখিয়ে দেয়, মানুষের ইচ্ছাশক্তি আর ধৈর্য থাকলে কোনো বাঁধাই তাকে আটকে রাখতে পারে না।

অনুবাদ: AH Abubakkar Siddique

তথ্যসূত্র:

১. South China Morning Post (SCMP): China ‘folded boy’ stands up straight for first time after surgeries to break, reset bones.

২.. Beijing Times: The Inspiring Journey of Jiang Yanchen, China's “Folded Boy”.

🖐️ কব্জির ব্যথা (Wrist Pain)? সাবধান হোন আজই!দীর্ঘক্ষণ মোটর-বাইক চালানো বা ল্যাপটপ ব্যবহার করেন?হাতের কব্জিতে ব্যথা, ঝিন...
05/07/2025

🖐️ কব্জির ব্যথা (Wrist Pain)? সাবধান হোন আজই!

দীর্ঘক্ষণ মোটর-বাইক চালানো বা ল্যাপটপ ব্যবহার করেন?
হাতের কব্জিতে ব্যথা, ঝিনঝিনে ভাব বা অবশ লাগছে?

👉 হতে পারে এটা Carpal Tunnel Syndrome বা Repetitive Strain Injury!
👉 চিকিৎসা না নিলে সমস্যা বাড়তেই থাকবে।

✅ নিয়মিত ফিজিওথেরাপি
✅ সঠিক ব্যায়াম
✅ ওয়ার্কপ্লেসে সঠিক অঙ্গবিন্যাস
ইত্যাদির মাধ্যমে কব্জির ব্যথা নিয়ন্ত্রণে আনা সম্ভব।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন আক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
📍 মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আক্কেলপুর
📞 ফোন: 01314-924286
⏰ সময়: প্রতিদিন সকাল ৮ টা – রাত ৮ টা

অস্টিওআর্থ্রাইটিস নিয়ে সমস্যা? দুই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন?অক্কেলপুর ফিজিওথেরাপি সেন্টারে আমরা আপনাকে সাহায্য করতে প্...
05/07/2025

অস্টিওআর্থ্রাইটিস নিয়ে সমস্যা? দুই হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন?

অক্কেলপুর ফিজিওথেরাপি সেন্টারে আমরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত!
অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis) হলো হাঁটুর কার্টিলেজের ক্ষয়জনিত একটি সমস্যা, যা হাঁটুর ব্যথা, ফুলে যাওয়া এবং নড়াচড়ায় অসুবিধা সৃষ্টি করে। বিশেষ করে দুই হাঁটুতে হলে জীবনযাত্রায় বড় সমস্যা হতে পারে।

আমরা হাঁটু শক্তিশালী করার ব্যায়াম, ব্যথা কমানোর পদ্ধতি এবং জীবনযাত্রায় করণীয় নিয়ে আপনাকে ফিজিওথেরাপি সেবা প্রদান করব।

✔️ হাঁটুর ব্যথা কমাতে সাহায্য
✔️ হাঁটুর পেশি মজবুত করতে ব্যায়াম
✔️ দৈনন্দিন কাজকর্মে স্বাচ্ছন্দ্য ফিরে পেতে

আজই যোগাযোগ করুন:
📞 ০১৩১৪-৯২৪২৮৬
📍 অক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার

আপনার হাঁটুদের যত্ন নিন, সুস্থ জীবনযাপন করুন!

#অস্টিওআর্থ্রাইটিস #হাঁটুব্যথা #ফিজিওথেরাপি #অক্কেলপুর #স্বাস্থ্য

অনেকেই দীর্ঘমেয়াদী ব্যথা বা জয়েন্ট স্টিফনেসে ভুগছেন, যেখানে ওষুধে খুব একটা উপকার পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে ম্যানুয়াল...
04/07/2025

অনেকেই দীর্ঘমেয়াদী ব্যথা বা জয়েন্ট স্টিফনেসে ভুগছেন, যেখানে ওষুধে খুব একটা উপকার পাওয়া যাচ্ছে না। এই ক্ষেত্রে ম্যানুয়াল থেরাপি হতে পারে প্রাকৃতিক ও কার্যকর সমাধান।
বিস্তারিত : https://akkelpurphysiotherapycentre.blogspot.com/2025/07/blog-post_4.html
আক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
📍 মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আক্কেলপুর
📞 ফোন: 01314-924286
⏰ সময়: প্রতিদিন সকাল ৮ টা – রাত ৮ টা

🌟 ব্যথা নয়, সুস্থতাই হোক আপনার সঙ্গী! 🌟আপনি কি পিঠে ব্যথা, গাঁটে ব্যথা বা ইনজুরির পর দুর্বলতা অনুভব করছেন? তাহলে ফিজিওথে...
03/07/2025

🌟 ব্যথা নয়, সুস্থতাই হোক আপনার সঙ্গী! 🌟
আপনি কি পিঠে ব্যথা, গাঁটে ব্যথা বা ইনজুরির পর দুর্বলতা অনুভব করছেন? তাহলে ফিজিওথেরাপি হতে পারে আপনার জন্য সবচেয়ে ভালো সমাধান!

💆‍♀️ ফিজিওথেরাপি হলো ওষুধ ছাড়াই ব্যথা কমানো ও শরীরকে সুস্থ করে তোলার একটি নিরাপদ উপায়।

🎯 কীভাবে সাহায্য করে ফিজিওথেরাপি?
✅ ব্যথা কমায়
✅ চলাফেরা সহজ করে
✅ ইনজুরি বা অপারেশনের পর দ্রুত সুস্থ হতে সাহায্য করে
✅ শরীরের ভঙ্গি (পোশচার) ঠিক করে
✅ নতুন করে ইনজুরি হওয়ার ঝুঁকি কমায়

📅 দেরি না করে আজই আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের সাথে যোগাযোগ করুন।
আপনার সুস্থ ও স্বাভাবিক জীবনের যাত্রা এখান থেকেই শুরু হোক!

📞 কল করুন: +880 1314-924286
📍 আমাদের ঠিকানা: মুক্তিযোদ্ধা কমপ্লেক্স আক্কেলপুর
🌐 বুকিং: https://wa.me/8801314924286?text=Hello

#ফিজিওথেরাপি #ব্যথামুক্তজীবন #সুস্থথাকুন #শরীরচর্চা

📢 রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত তথ্য 🔹 নাম: আলমগীর🔹 সমস্যা: ঘাড়ে ডিস্ক প্রলাপ্স (Cervical Disc Prolapse)🩺 আক্কেলপু...
03/07/2025

📢 রোগীর ফিজিওথেরাপি চিকিৎসা সংক্রান্ত তথ্য
🔹 নাম: আলমগীর
🔹 সমস্যা: ঘাড়ে ডিস্ক প্রলাপ্স (Cervical Disc Prolapse)

🩺 আক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার - এ তিনি এখন আমাদের রোগী হিসেবে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন।
ডিস্ক প্রলাপ্সজনিত ঘাড়ের ব্যথা একজন মানুষের স্বাভাবিক জীবনযাপনকে কঠিন করে তোলে। আলমগীর ভাই নিয়মিত ফিজিওথেরাপির মাধ্যমে এখন উন্নতির দিকে। আমাদের দক্ষ থেরাপিস্টরা তাঁর সুস্থতার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

✅ আমরা আশাবাদী, সঠিক চিকিৎসা ও থেরাপির মাধ্যমে তিনি খুব দ্রুতই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ।

🤲 আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি এবং আমাদের প্রতি বিশ্বাস রাখার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

📍 ঠিকানা: আক্কেলপুর ফিজিওথেরাপি এন্ড রিহ্যাবিলিটেশন সেন্টার
📞 যোগাযোগ: 01314924286
🌐 https://www.facebook.com/Akkelpurphysiotherapyandrehabilitationcentre
লোকেশন : https://maps.app.goo.gl/5yMnC6NQ41LDU1rm6

🟢 বিশেষ দ্রষ্টব্য: ঘাড়, কোমর, হাড়-জোড়ার ব্যথা, স্ট্রোক পরবর্তী সমস্যায় ফিজিওথেরাপি অত্যন্ত কার্যকর। প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন।

Address

Akkelpur

Alerts

Be the first to know and let us send you an email when Akkelpur Physiotherapy Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram