Dr. M J Rana

Dr. M J Rana চিকিৎসক, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি, জিয়া স্মৃতি পাঠাগার

30/05/2025
29/05/2025

আল্লাহ তুমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের সকল ভালো কর্মের অছিলায় তোমার আরশের শীতল ছায়ায় আশ্রয় দাও। আজ এই মহান নেতার ৪৪ তম শাহাদাত বার্ষিকী।

 #ডাঃ  #জোবাইদা  #রহমানবাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবার এর একজন ডাঃ জোবাইদা রহমানের পরিচয় জানলে অবাক হয়ে যাবেন।বিএনপি...
01/05/2025

#ডাঃ #জোবাইদা #রহমান

বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পরিবার এর একজন ডাঃ জোবাইদা রহমানের পরিচয় জানলে অবাক হয়ে যাবেন।

বিএনপি এর রাজনীতির সাথে জড়িয়ে থাকলে আপনাকে জানতে হবে কে এই ডাঃ জোবাইদা রহমান।
তবেই না গর্ব করে বলতে পারবেন আমি বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী, আমি বাংলাদেশী।

তৎকালীন পাকিস্তান ও বর্তমান বাংলাদেশের ঐতিহাসিক ও ঐতিহ্যবাহী পরিবারের কন্যা এই জোবাইদা রহমান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিট-৩ এ ২০০০ সালে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করেন।
বেশীদিন ডিএমসিএইচ এ থাকতে পারেননি স্বৈরাচার BAL (বাংলাদেশ আওয়ামী লীগ) সরকারের প্রতিহিংসার কারনে।

ডাঃ জোবাইদা ও তাঁর পরিবারের কিছু তথ্য আপনাদের জানা ও মনে রাখার জন্য এখানে উল্লেখ করছি।

*******************************
¤¤ নামঃ ডাঃ জোবাইদা রহমান
¤¤ স্বামীঃ জনাব তারেক রহমান
¤¤ শ্বশুরঃ লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান (বাংলাদেশের সাবেক রাষ্টপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা)
¤¤ শাশুড়ীঃ বেগম খালেদা জিয়া (বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী)
¤¤ পিতাঃ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান (সাবেক নৌবাহিনী প্রধান ও সাবেক মন্ত্রী)
¤¤ দাদাঃ ব্যারিস্টার আহমেদ আলী খান (ভারতবর্ষের প্রথম মুসলিম ব্যারিস্টার, আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট, নিখিল ভারত আইন পরিষদ সদস্য, হায়দ্রাবাদ নিজামের প্রধান আইন উপদেষ্টা)
¤¤ দাদীঃ জুবাইদা খাতুন (অবিভক্ত আসাম, বিহার ও উড়িষ্যার জমিদার খান বাহাদুর ওয়াসি উদ্দিন আহমেদ এর কন্যা)
¤¤ প্রপিতামহঃ ডাঃ খান বাহাদুর আজদার আলী খান (বিহার ও আসাম মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা, পাটনা মেডিকেল কলেজের অধ্যাপক)
¤¤ চাচা-১ঃ জেনারেল এম. এ. জি. ওসমানী (মুক্তিবাহিনী প্রধান)
¤¤ চাচা-২ঃ অবিভক্ত পাকিস্তানের মন্ত্রী আজমল আলী
¤¤ চাচা-৩ঃ ডাঃ সেকেন্দার আলী খান
¤¤ চাচাতো বোনঃ আইরিন খান (অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাবেক সেক্রেটারী জেনারেল)॥

কেন ১৯৭৪ সালে এ দুর্ভিক্ষ ঘটেছিল? কেন এটি ১৯৭২ বা ১৯৭৩ সালে, যুদ্ধের পরপরই ঘটেনি? এর কারণ কী? এটি কি মতাদর্শগত সংঘাত, আদ...
28/04/2025

কেন ১৯৭৪ সালে এ দুর্ভিক্ষ ঘটেছিল? কেন এটি ১৯৭২ বা ১৯৭৩ সালে, যুদ্ধের পরপরই ঘটেনি? এর কারণ কী? এটি কি মতাদর্শগত সংঘাত, আদর্শগত পার্থক্য, নাকি কেবল দুর্নীতি ও অব্যবস্থাপনার ফল?

নাওমি হোসাইন: আমরা যা বুঝতে পারি, তা হলো দুর্ভিক্ষ সবসময়ই একটি জটিল ঘটনা, যা বহু কারণের সমন্বয়ে গঠিত হয়। তবে যারা দুর্ভিক্ষ নিয়ে গবেষণা করেন, তারা একমত যে শেষ পর্যন্ত দুর্ভিক্ষ ঘটে তখনই যখন তা প্রতিরোধ করা হয় না—সরকার বা যে-ই ক্ষমতায় থাকুক না কেন, তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ব্যর্থ হয়। অনেক সময় দুর্ভিক্ষ এমন স্থানেও ঘটে, যেখানে কার্যকর কোনো সরকারই নেই। তবে যে ক্ষেত্রেই হোক না কেন, দায়িত্বশীলদের ব্যর্থতাই দুর্ভিক্ষের মূল কারণ।

কেন ১৯৭২ বা ১৯৭৩ সালে দুর্ভিক্ষ হয়নি? এটি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। গবেষণায় দেখা গেছে, ১৯৭১-৭২ সালেও এক ধরনের দুর্ভিক্ষ ছিল, কিন্তু এটি ভারতের দিকে স্থানান্তরিত হয়েছিল, যেখানে যুদ্ধের ফলে এক কোটি শরণার্থী আশ্রয় নিয়েছিল। অর্থাৎ পরিস্থিতি দুর্ভিক্ষের মতোই ছিল। ১৯৭৪ সালের আগেও বাংলাদেশ বহু বছর ধরে দুর্ভিক্ষের কাছাকাছি অবস্থার সম্মুখীন হচ্ছিল। যুদ্ধের পর ১৯৭২ ও ১৯৭৩ সালে বিপুল পরিমাণে বিদেশী সাহায্য প্রবাহিত হয়েছিল, কিন্তু ১৯৭৪ সালের দিকে এটি হ্রাস পেতে শুরু করে এবং তা ত্রাণমূলক সহায়তা থেকে দীর্ঘমেয়াদি উন্নয়নের দিকে স্থানান্তরিত হয়।

১৯৭৪ সালে দুর্ভিক্ষের পেছনে বেশ কয়েকটি কার্যকারণ রয়েছে। প্রথমত, প্রাকৃতিক দুর্যোগ ও বন্যা: ১৯৭৪ সালে ভয়াবহ বন্যা হয়, যেখানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত যমুনা নদী ছয়বার ভেঙে পড়ে। প্রচুর ফসল নষ্ট হয় এবং বহু মানুষ বাস্তুচ্যুত হয়, ফলে কৃষিকাজে নিয়োজিত দিনমজুররা কাজ হারান।

দ্বিতীয়ত, দুর্ভিক্ষ অর্থনীতি (Famine Economics): ১৯৭৩ থেকে ১৯৭৪ সালের মধ্যে চালের দাম দ্বিগুণ হয়ে যায়, যা নিম্নবিত্তের জন্য খাদ্য দুষ্প্রাপ্য করে তোলে। চালের দাম বৃদ্ধির মূল কারণ পুরোপুরি নিশ্চিত নয়, তবে চোরাচালান ও মজুদদারির ভূমিকা ছিল বলে ধারণা করা হয়। অমর্ত্য সেনের ‘অধিকার তত্ত্ব’ (Entitlement Theory) অনুযায়ী, দুর্ভিক্ষ খাদ্যের অভাবে নয়, বরং মানুষের তা কেনার সামর্থ্যের অভাবে ঘটে।

তৃতীয়ত, বৈশ্বিক অর্থনৈতিক সংকট ও আন্তর্জাতিক সাহায্যের অভাব: ১৯৭৩ সালের তেল সংকটের কারণে
খাদ্য ও জ্বালানির দাম দ্রুত বেড়ে যায়। বাংলাদেশ সরকার তখন আর্থিক সংকটে ছিল এবং পর্যাপ্ত খাদ্য আমদানি করতে পারেনি। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্যসহায়তা দিতে অস্বীকৃতি জানায়, কারণ বাংলাদেশ কিউবার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রেখেছিল। যুক্তরাষ্ট্রের Public Law 480 (পিএল ৪৮০) অনুসারে, এটি তাদের নীতির পরিপন্থী ছিল। খাদ্যসহায়তা এক বছর দেরিতে আসে, যখন দুর্ভিক্ষ এরই মধ্যে তার ভয়াবহ রূপ নিয়েছে।

১৯৭৪ সালের দুর্ভিক্ষ একাধিক কারণের সম্মিলিত ফল, যার মধ্যে রাজনৈতিক অব্যবস্থাপনা, বাজার নিয়ন্ত্রণের ব্যর্থতা এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ ছিল। যদিও মতাদর্শগত সংঘাত (যেমন, যুক্তরাষ্ট্র ও কিউবার সম্পর্কজনিত সমস্যা) কিছুটা ভূমিকা রেখেছিল, মূলত দুর্নীতি, বাজারে খাদ্যের প্রাপ্যতা নিশ্চিত করতে না পারা এবং কার্যকর নীতি গ্রহণের ব্যর্থতার কারণেই এ দুর্ভিক্ষ সংঘটিত হয়। অর্থাৎ এ দুর্ভিক্ষ প্রতিরোধ করা সম্ভব ছিল, কিন্তু নীতিনির্ধারকদের ব্যর্থতার কারণেই এটি ঘটে। https://bonikbarta.com/editorial/IHckyDCJ6p5KFHZo

🎁❤️💕ঈদ মুবারক 💕❤️🎁🎁ঈদের হেলথ টিপস🎁 এক মাস রোযা রেখে ঈদের দিন হঠাৎ অনেক বেশি খাবার খেয়ে শরীরকে কষ্ট দিবেন না। পেট খারাপ ...
31/03/2025

🎁❤️💕ঈদ মুবারক 💕❤️🎁

🎁ঈদের হেলথ টিপস🎁
এক মাস রোযা রেখে ঈদের দিন হঠাৎ অনেক বেশি খাবার খেয়ে শরীরকে কষ্ট দিবেন না। পেট খারাপ হলেই ফিলমেট, এমোডিস, মেট্রো নামের ওষুধ খাবেন না। স্যালাইন খাবেন, অপেক্ষা করবেন, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিবেন। একদিন পরেই সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ।
❤️কৃতজ্ঞতা ❤️

ডা: মো: জুয়েল রানা
সিপিইএম (পেনসিলভানিয়া ইউনিভার্সিটি,যুক্তরাষ্ট্র)
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ)
ইমার্জেন্সি মেডিকেল অফিসার
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল

29/03/2025

বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা আলোচনা । সাইয়েদ আবদুল্লাহ । পর্ব ০১।

26/03/2025

করো দাদাগিরি চলবেনা। সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে পররাষ্ট্র সম্পর্ক নির্ধারণ হবে।

Address

Amjhupi
7100

Alerts

Be the first to know and let us send you an email when Dr. M J Rana posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category