06/10/2022
প্রশ্ন হতে পারে, হিজামা কাপিং কী?
তো চলুন জেনে নিই-------
হিজামা কাপিং হচ্ছে একটি প্রাচীনকালীয় চিকিৎসা এবং সুন্নাহ। এটি (cupping therapy) নামে পরিচিত এবং আরবি শব্দ আল-হাজম থেকে এসেছে।যার অর্থ চোষা বা টেনে নেওয়া। আধুনিক পরিভাষায় (Cupping) কাপিং।হিজামা কাপিং এর মাধ্যমে শরীরের দূষিত রক্ত( Toxin) বের করা হয়, এতে শরীরের মাংস পেশী সমূহের রক্ত সঞ্চালন দ্রুততর হয়। যার ফলে পেশী,চামড়া, ত্বক ও শরীরের ভিতরের অর্গান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়। ফলে শরীর সতেজ ও শক্তিশালী হয়, শরীর হালকা হয়,কাজে মন বসে, ক্লান্তি দূর হয়,মনে প্রসান্তি আসে।তাছাড়া এটা আমাদের রাসুল সা. করেছেন,সাহাবীগণ করেছেন এবং আমাদেরকে করতে তাগিদ দিয়েছেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে ------------
হাদিস ১.
ইবনে মাসউদ রা. হতে বর্ণিত, তিনি বলেন, মিরাজের রাত সম্পর্কে রাসুলুল্লাহ সা. বলেছেন এই রাতে ফেরেস্তাদের যে দলের সম্মুখ দিয়ে তিনি যাচ্ছিলেন তারা বলেছেন আপনার উম্মতকে, হিজামার নির্দেশ দিন। (তিরমিযি শরীফ)
হাদিস ২.
হযরত আবু হুরায়রা রা. হতে বর্ণিত,রাসুলুল্লাহ সা. বলেছেন, জিবরিল আমাকে জানিয়েছেন যে, মানুষ চিকিৎসার জন্য যতোসব পদ্ধতি অবলম্বন করে তম্মধ্যে হিজামাই হলো সর্বোওম।
( আল হাকিম, ৭৪৭০ নং হাদিস)
এখন আমরা জানবো,
হিজামা কাপিং এর উপকারিতা কি কি?
১)হিজামা Cupping therapy এর মাধ্যমে শরীর থেকে নিস্তেজ প্রবাহহীন দূষিত রক্ত বের করে নেওয়া হয়।
২)শরীরের মাংস পেশী সমূহের রক্ত সঞ্চালন দ্রুত তর হয়।
৩)পেশী, চামড়া, ত্বক ও শরীরের ভেতরের অরগ্যান সমূহের কার্যকারিতা বৃদ্ধি পায়, ফলে শরীর সতেজ ও কর্মক্ষম হয়।
৪)উচ্চ রক্তচাপ (হাই পেশার) নিয়ন্ত্রণে সহায়তা করে।
৫)মাইগ্রেন জনিত দীর্ঘ মেয়াদি মাথা ব্যাথা,সাধারণ মাথা ব্যাথা,দুশ্চিন্তা জনিত মাথা ব্যাথা দূর করে এবং চুল পড়া বন্ধ করতে সহায়তা করে।
৬)অস্থি সন্ধির ব্যাথা / গেটে বাত, ব্যাক পেইন,হাটু ব্যাথা,ঘাড়ে ব্যাথা, কোমরে ব্যাথা,মাংস পেশীর ব্যাথা এবং জয়েন্টের ব্যাথা দূর করতে সহায়তা করে।
৭)হিজামা রক্তের কোলেস্টরেল এবং সুগার কে নিয়ন্ত্রণ করে।
৮)শরীর থেকে বিভিন্ন রাসায়নিক জিনিসের বিষক্রিয়া দূর করে। এতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, শরীর হালকা ও সুস্থ বোধ হয়,মনে প্রসান্তি আসে, স্মরণ শক্তি বৃদ্ধি পায় এবং চোখের সমস্যা দূর হয়।
Hijama cupping therapy home service.
☎️01886-063592
☎️01723-063592