19/06/2025
শশুরবাড়ীতে জয়েন ফ্যামিলিতে থাকা বেশীরভাগ মেয়েই কমফরটেবল পরিবেশের অভাব বোধ করেন । সবকিছু শাশুড়ীর পছন্দমত করতে গিয়ে নিজের পছন্দ বিসর্জন দেওয়া, তারপরও প্রিয় হতে না পারা এমন নানান অভিযোগ থাকে । বড় যে সমস্যা ফেস করে মেয়েরা, হাজবেন্ড ওয়াইফ কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না । কিন্তু জয়েন ফ্যামিলিতে থেকেও ভালো থাকা সম্ভব । বাড়ীর মানুষগুলো মোটামুটি মানবিক হলে, ওই পরিবেশের মাঝেও কমফোর্ট খুঁজে নেওয়া যায় । ভালো থাকা যায় । কিছু টিপস -
- নিজের আবেগ কমিয়ে রাখতে হবে । যেখানে প্রতিদিন শিখতে হয় নতুন কিছু, প্রতিদিন নতুন কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়, সেখানে আবেগ না কমাতে পারলে আপনি কষ্টে ভুগবেন ।
- সবকিছুকে নিজের দোষ মনে করবেন না । সবকিছুতে কেউ পারফেক্ট না । কোনো ভুল হয়ে যাওয়া দোষের না । ভুল করতে করতেই সবাই শেখে । অনেক কষ্ট করলেও কিছু মানুষের কাছে আপনার ভুল ধরা পরবেই। তাহলে খুব বেশী পারফেক্ট হওয়ার চেষ্টা করতে গিয়ে কষ্ট করে লাভ আছে?
- সব কথা গায়ে মাখবেন না । মুরব্বিরা শেখাতে ভালোবাসেন। শেখাতে গিয়ে দিই একটা অপছন্দের কথা না হয় বলেই ফেললেন। একটু বকা দিলেন না হয় । ভুলে যান, নিজের দায়িত্ব পালন করে যান । সব কথা মনে রাখলে সময়গুলো খারাপ যাবে ।
- শাশুড়ী মায়ের সাথে কৌশলী হন । জানা কাজটিও তার কাছে একবার জিজ্ঞেস লরে নিন৷ শুনে নিন যে, মা, এটা কীভাবে রান্না করবো? মা, এই কাজটা কীভাবে করবো?
এই প্রশ্নগুলো বোঝায় শাশুড়ী অনেক জানেন, বোঝেন । নিজের অনেক বছরের সংসারের অভিজ্ঞতার এই স্বীকৃতিটুকু পেতে উনারা পছন্দ করেন। দেখবেন শাশুড়ী মা খুব খুশিমনে আপনাকে শিখিয়ে দিচ্ছেন।
- শাশুড়ী কর্মক্ষম হলে কিছু কাজ তার জন্য রাখুন । একা সব করে, বাচ্চা বড় করতে গেলে আপনি পাগল হয়ে যাবেন । তার বয়স অনুযায়ী সহজ কাজ তার জন্য রাখুন।
-----------
জয়েন ফ্যামিলিতে নিজেকে মানিয়ে নিতে হাঁপিয়ে উঠছেন ?
কথা বলুন আমাদের সাথে। জানান আপনার সমস্যার কথা । কাউন্সেলিং নিন ।