মূলঘর অক্সিজেন ব্যাংক Mulghar Oxygen Bank

মূলঘর অক্সিজেন ব্যাংক Mulghar Oxygen Bank সবার জন্য অক্সিজেন। জীবন বাঁচাতে বিন? সবার জন্য বিনামূল্যে অক্সিজেন।

বাইরে ঝুম বৃষ্টি।  অক্টোবর রেইন।রোগীর লোক বসে আছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বৃষ্টি থামার অপেক্ষায়।ওদিকে মুমূর্ষু কিডনি রোগ...
10/10/2021

বাইরে ঝুম বৃষ্টি। অক্টোবর রেইন।
রোগীর লোক বসে আছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে বৃষ্টি থামার অপেক্ষায়।
ওদিকে মুমূর্ষু কিডনি রোগীর শ্বাসকষ্ট নিয়ে অপেক্ষা করছে, কখন অক্সিজেন আসবে।

তারিখ পরিবর্তিত হয়ে ১৪ থেকে উনিশে আগস্ট করা হয়েছে।
04/08/2021

তারিখ পরিবর্তিত হয়ে ১৪ থেকে উনিশে আগস্ট করা হয়েছে।

16/07/2021

🇨🇦 কানাডা থেকে এক ছোটভাই, আরেক ছোট বোন,
🇮🇹 ইটালি থেকে সিলেটি এক বড় আপা।
🇰🇷কোরিয়া থেকে আমার জুনিয়র ফকিরহাটের তরুনর ছেলেরা।
🇺🇸 আমেরিকা থেকে এলাকার এক ছোট ভাই, আর অন্য এলাকার এক বড়ভাই।
🇧🇩 ঢাকা থেকে আমার বাল্যবন্ধু / সিনিয়র ভাইয়েরা, পুলিশের এক অফিসার ছোটভাই।
🇧🇩 আমাদের গ্রামের গর্ব এয়ারফোর্স এর এক পাইলট/উচ্চপদস্থ কর্মকর্তা ছোটভাই।
🇧🇩 দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা আমার সিনিয়র জুনিয়র ভাই, বোন, বন্ধু, বান্ধবী তাদের কলিগবৃন্দ।
🇧🇩 ফকিরহাটের স্থানীয় মানুষ।

সবাই এই অতিমারির সংকটকালে আমার সামান্য উদ্যোগের সারথি হয়েছেন। আমি না চাইতেই যেচে আমাকে টাকা পাঠিয়েছেন, পাঠাচ্ছেন এবং আশ্বস্ত করে চলেছেন প্রতিদিন।
যে কোনো ভালো উদ্যোগ নিতে গেলে আসলে আর্থিক সংগতি বাঁধা হয়ে দাঁড়ায় না। শুধু উদ্যোগ নেবার এবং বিশ্বস্ত মানুষের অভাব।
আমার প্রতি, আমাদের প্রতি এতটা আস্থা রাখার জন্য সবার প্রতি অসীম কৃতজ্ঞতা। আপনাদের সহযোগিতা আমাদের আশা কে উদ্ভাসিত করে। আমারা অবাক হয়ে অনুধাবন করি, বাঙ্গালি স্বার্থপর নয়। বাঙ্গালি বিপদে শুধু নিজেকে নিয়েই ভাবেনা। ভালকাজে কেউ পা বাড়ালে সহস্র মানুষ তার পথকে সুগম করে এগিয়ে যেতে সহায়তা করে। উন্মুখ হয়ে খোঁজখবর নেয়।

সমাজে খারাপ/ দানবের সংখ্যা আসলে বেশি নয়, কিন্তু তাদের কর্মকাণ্ডের জন্য তারা বেশি দৃশ্যমান।
ভাল মানুষের দল সংখ্যায় অনেক বেশি। শুধু তাঁরা দৃষ্টির আড়ালে, নিভৃতে থাকে। আপনি শুধু একটা ফুলগাছ লাগান, দেখবেন তাঁরা গোপনে এসে সার জল দিয়ে গাছটিকে সুগন্ধি ফুলে ফুলে ভরে দিয়ে গেছে।

29/06/2021
29/06/2021

‘সবার জন্য অক্সিজেন’এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়েছ.....

আজ থেকে মূলঘর অক্সিজেন ব্যাংক বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়ে আপনাদের সেবায় সম্পুর্ন  প্রস্তুত।যে কোনো সংকটাপন্ন ব্যাক্তির...
29/06/2021

আজ থেকে মূলঘর অক্সিজেন ব্যাংক বিনামূল্যে অক্সিজেন সেবা নিয়ে আপনাদের সেবায় সম্পুর্ন প্রস্তুত।
যে কোনো সংকটাপন্ন ব্যাক্তির অক্সিজেনের প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা পৌঁছে যাব আপনার দরজায়।

28/06/2021

‘‘সবার জন্য অক্সিজেন’’ এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অক্সিজেন ব্যাংকের কার্যক্রম শুরু হয়....

28/06/2021

নিজস্ব প্রতিবেদক: ‘‘সবার জন্য অক্সিজেন’’এই শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় অক্সিজেন ব্যাংকের ....

যদিও আজকের মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবার কথা ছিলো, কিন্তু বিকেল পর্যন্ত ঢাকা থেকে শুধুমাত্র পাঁচটি সিলিন্ডার ছ...
27/06/2021

যদিও আজকের মধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হবার কথা ছিলো, কিন্তু বিকেল পর্যন্ত ঢাকা থেকে শুধুমাত্র পাঁচটি সিলিন্ডার ছাড়া আনুসাংগিক যন্ত্রপাতির কিছুই আসেনি। কোনোভাবে একটি ব্লো মিটার সংগ্রহ করে আনা হয়েছে। আগামীকাল সব কিছু পাওয়া যাবে বলে জোরদার আশা করছি।
একটা বিষয় পরিষ্কার করা সবাইকে জানানো দরকার। আমাদের শ্লোগানই হচ্ছে, "সবার জন্য অক্সিজেন। এ ক্ষেত্রে যে কোনো সংকটাপন্ন ব্যাক্তির কাছে সংবাদ পাওয়া মাত্র আমরা অক্সিজেন সেবা নিয়ে হাজির হতে নীতিগত ভাবে দায়বদ্ধ।
তবে কিছু ব্যপার অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে, আমাদের অগ্রাধিকার হল জীবন সংকটাপন্ন ব্যাক্তি। যার অক্সিজেন লেভেল নেমে গেছে এবং হাসপাতালে ভর্তি করতে হবে। এধরণের রোগীদের জন্য হাসপাতালে ভর্তির আগে পর্যন্ত আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যথা সম্ভব অক্সিজেন সাপোর্ট দেবার।

কিন্তু; আপনার হাপানি আছে, মাঝেমাঝেই শ্বাসকষ্ট হয়, আপনার মনে হচ্ছে, ঘরে একটা অক্সিজেন সিলিন্ডার এনে রাখলে মন্দ হয়না, শ্বাসকষ্ট হলে তখন ব্যবহার করা যাবে।
অথবা আপনি করোনা বা অন্য কোনো কারনে মারাত্মক শ্বাসকষ্ট নিয়ে ঘরেই দিন যাপন করছেন। প্রতিদিনই আপনার নিয়মিতভাবে অক্সিজেন সাপোর্ট দরকার হচ্ছে, কিন্তু আপনি হাসপাতালে যাবেন না বলে ঠিক করেছেন। এসব ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগে আমরা নিরুৎসাহিত করবো। এসব ক্ষেত্রে আপনার আগে হাস্পাতালের দ্বারস্থ হওয়ার পরামর্শই দেবো।
সবার জন্য অক্সিজেন। তবে অবশ্যই সুযোগের অসদ্ব্যবহার নয়।

Address

Mulghar School Mor
Bagerhat
9370

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Friday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801718246757

Website

Alerts

Be the first to know and let us send you an email when মূলঘর অক্সিজেন ব্যাংক Mulghar Oxygen Bank posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মূলঘর অক্সিজেন ব্যাংক Mulghar Oxygen Bank:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram