পাইলস কেয়ার বিডি - Piles Care BD

পাইলস কেয়ার বিডি - Piles Care BD অপারেশন ছাড়া (৭-১০) দিনের মধ্যে গ্যারান্টিসহ পাইলস এবং পলিপাসের চিকিৎসা করা হয়।

• বিফলে মূল্য ফেরত

পাইলসের সমস্যার সমাধান হবে যে খাবারেপাইলস বা অর্শ্বরোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। বর্তমানে কমবয়সীদের মধ্যেও এ সমস...
07/12/2023

পাইলসের সমস্যার সমাধান হবে যে খাবারে

পাইলস বা অর্শ্বরোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। বর্তমানে কমবয়সীদের মধ্যেও এ সমস্যা বাড়ছে। এর কারণ হলো অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস। চিকিৎসার ভাসায় পাইলসকে হেমোরয়েড বলা হয়।

বিশেষজ্ঞদের মতে, পাইলস হলে মলদ্বারের চারপাশে বা নীচের মলদ্বার ফুলে যায়। এটি এমন একটি রোগ যাতে মলদ্বারের ভেতরে ও বাইরের শিরাগুলো ফুলে যায়। এ কারণে মলদ্বারের ভেতরের বা বাইরের অংশে কিছু মাংস জমা হয়।

এসব মাংসপিণ্ড থেকে রক্তপাতের পাশাপাশি প্রচণ্ড ব্যথা হয়। বিশেষত খুব গরম ও মসলাদার খাবার খেলে এই সমস্যা হয়। একই সঙ্গে পরিবারের কারও যদি এ সমস্যা থাকে, তাহলে পরবর্তী প্রজন্মেও রোগটি স্থানান্তরিত হয়।

প্রাথমিক সমাধান:

ওলের খোসা এড়িয়ে কেটে টুকরো ভালো করে রোদে শুকিয়ে নিন। শুকেনো ওল ভালো করে গুঁড়া করুন। দৈনিক ৫ গ্রাম ওলের গুঁড়ার সঙ্গে তেঁতুলের মিশিয়ে পান করলেই নাকি মিলবে উপকার।

ওলের পাশাপাশি হলুদও পাইলসের সমস্যা সারাতে বিশেষ কার্যকরী। হলুদ আয়ুর্বেদিক ওষুধ হিসেবে সর্বাধিক ব্যবহৃত হয়। হলুদে থাকে অ্যান্টি-মাইক্রোবিয়াল ও অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য। যা সেকেন্ডারি মাইক্রোবিয়াল সংক্রমণের আক্রমণকে প্রতিরোধ করে ও হেমোরয়েডসে রক্তপাত বন্ধ করে।

হলুদে থাকা গুণাগুণ মলদ্বারের চুলকানি কমাতেও সাহায্য করে। আয়ুর্বেদ শাস্ত্র অনুসারে, হলুদে একটি ক্ষারীয় ও অ্যাস্ট্রিঞ্জেন্ট প্রভাব আছে, যা পাইলসের সমস্যাকে সঙ্কুচিত করতে সহায়তা করে।

আরও এক উপাদান হলো আমলা বা আমলকি। এতে অ্যান্টিঅক্সিডেন্ট, ইমিউনোমোডুলেটর, অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যাস্ট্রিঞ্জেন্ট থাকে। এসব উপাদান পাইলসের সমস্যার সমাধানে বিশেষভাবে কাজ করে। তাই খাদ্যতালিকায় রাখুন আমলকিও।।

পাইল্স হয়েছে; বুঝবো কীভাবেপাইল্স মূলত আমাদের পায়ুপথের ভেতরে ফুলে যাওয়া রক্তবাহী শিরা। আমাদের মলদ্বারের ভেতর ও বাহিরে রক্...
04/10/2023

পাইল্স হয়েছে; বুঝবো কীভাবে

পাইল্স মূলত আমাদের পায়ুপথের ভেতরে ফুলে যাওয়া রক্তবাহী শিরা। আমাদের মলদ্বারের ভেতর ও বাহিরে রক্ত পরিবহনকারী শিরা (veins) থাকে, এই শিরাগুলো যদি কারণে ফুলে ওঠে, কিংবা বর্ধিত হয়ে মলদ্বারের বাইরে চলে আসে বা শিরা থেকে রক্তপাত হয় তখন তাকে পাইল্স বলে চিহ্নিত করা হয়। পাইল্স রোগটি ইংরেজিতে Hemorrhoids নামে পরিচিত। শুধু লোকলজ্জার কারণে আমরা এ রোগ হলেও তা দীর্ঘদিন নিজের মাঝেই পুষে রাখি। বেশ জটিল হলে প্রথমে পরিবারে কাছের মানুষের কাছে প্রকাশ করি, তারপর চিকিৎসকের শরণাপন্ন হই। বেশির ভাগ ক্ষেত্রে দেখা যায় শুধু দেরিতে চিকিৎসা করার জন্য এবং রোগটি ৩য় ও ৪র্থ গ্রেডে চলে যাওয়ার কারণে তখন অপারেশন ছাড়া ভিন্ন কোনো পথ থাকে না। তাই পায়ুপথে সমস্যা হলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিলে আমরা অপারেশন ছাড়াই পাইল্স রোগ থেকে মুক্তি পেতে পারি। পাইল্স হলে বুঝবো কীভাবে এটি জানা খুবই জরুরি। এ রোগের লক্ষণ বা উপসর্গগুলো জানা থাকলে আমরা এ রোগ সহজেই প্রতিরোধ করতে পারি।

যারা পাইলস,ফিস্টুলা এবং এনাল ফিসার রোগে ভুগছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু পুরোপুরি কমছে না।কিছুদিন ভালো থেকে আবার জ্বালাপোড়া হচ্ছে। স্থায়ী সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

অপারেশন ছাড়া গ্যারান্টি সহকারে এইসব রোগের চিকিৎসা করা হয়।
বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুনঃ(What's app ) 01921 293087.

পাইলসের লক্ষণপাইলস রোগের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা-বেদনা, ...
25/09/2023

পাইলসের লক্ষণ

পাইলস রোগের যেসব লক্ষণ দেখা যায় তা হচ্ছে পায়ুপথের অন্ত্র বা ভেতরের অর্শরোগে সাধারণত তেমন কোনো ব্যথা-বেদনা, অস্বস্তি থাকে না অন্যদিকে পায়ুপথের বহিঃঅর্শরোগে পায়ুপথ চুলকায়, বসলে ব্যথা করে, পায়খানার সঙ্গে টকটকে লাল রক্ত দেখা যায় বা শৌচ করা টিস্যুতে তাজা রক্ত লেগে থাকে, মলত্যাগে ব্যথা লাগা, পায়ুর চারপাশে এক বা একের অধিক থোকা থোকা ফোলা থাকে। পায়ুদ্বারসংক্রান্ত যেকোনো সমস্যা হলে প্রথমেই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। এ ধরনের অসুখের ক্ষেত্রে অনেকেই চেপে যান প্রথমে, যা অসুখের মাত্রা আরও বাড়িয়ে দেয়।

যারা পাইলস,ফিস্টুলা এবং এনাল ফিসার রোগে ভুগছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু পুরোপুরি কমছে না।কিছুদিন ভালো থেকে আবার জ্বালাপোড়া হচ্ছে। স্থায়ী সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অপারেশন ছাড়া গ্যারান্টি সহকারে এইসব রোগের চিকিৎসা করা হয়।
বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুনঃ(What's app ) 01921 293087.

এটি মলদ্বারের এক ধরনের জটিল রোগ। পাইলস এর ফলে রক্তনালিগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরি হয়। শিশু থেকে বৃদ্ধ যেকোন ...
23/09/2023

এটি মলদ্বারের এক ধরনের জটিল রোগ। পাইলস এর ফলে রক্তনালিগুলো বড় হয়ে গিয়ে ভাসকুলার কুশন তৈরি হয়। শিশু থেকে বৃদ্ধ যেকোন বয়সের মানুষ এ জটিল রোগে আক্রান্ত হতে পারে। পাইলস হলে সাধারণত চুলকানি বা রক্তক্ষরণ হয়। মলদ্বারের নিচের অংশে গোল আকারে ফুলে উঠে, ফলে যে কোন সময় সেই জায়গা থেকে রক্তপাত হতে থাকে। এটি খুবই অস্বস্তিকর এবং যন্ত্রনাদায়ক।

যারা পাইলস,ফিস্টুলা এবং এনাল ফিসার রোগে ভুগছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু পুরোপুরি কমছে না।কিছুদিন ভালো থেকে আবার জ্বালাপোড়া হচ্ছে। স্থায়ী সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অপারেশন ছাড়া গ্যারান্টি সহকারে এইসব রোগের চিকিৎসা করা হয়।
বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুনঃ(What's app ) 01921 293087.

পাইলসের কারণঃমূলত দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য চললে,আইবিএস থাকার কারণে,দীর্ঘদিন ডায়রিয়া চললে,দীর্ঘক্ষণ মল চেপে রাখলে,প্রতিদি...
22/09/2023

পাইলসের কারণঃ
মূলত দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য চললে,আইবিএস থাকার কারণে,দীর্ঘদিন ডায়রিয়া চললে,দীর্ঘক্ষণ মল চেপে রাখলে,প্রতিদিনের খাবারে খাদ্য আঁশ কম থাকলে,অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করলে, কায়িক শ্রম কম করার ফলে, বেশি ওজন থাকার কারণে কিংবা অনেক মায়েদের প্রেগন্যান্সি সময়ও পাইলসের সমস্যা দেখা দেয়।

যারা পাইলস,ফিস্টুলা এবং এনাল ফিসার রোগে ভুগছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু পুরোপুরি কমছে না।কিছুদিন ভালো থেকে আবার জ্বালাপোড়া হচ্ছে। স্থায়ী সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।
অপারেশন ছাড়া গ্যারান্টি সহকারে এইসব রোগের চিকিৎসা করা হয়।
বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুনঃ(What's app ) 01921 293087.

পাইলসের কারণ ও চিকিৎসাঃমূলত দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য চললে,আইবিএস থাকার কারণে,দীর্ঘদিন ডায়রিয়া  চললে,দীর্ঘক্ষণ মল চেপে রাখল...
11/09/2023

পাইলসের কারণ ও চিকিৎসাঃ

মূলত দীর্ঘ দিন কোষ্ঠকাঠিন্য চললে,আইবিএস থাকার কারণে,দীর্ঘদিন ডায়রিয়া চললে,দীর্ঘক্ষণ মল চেপে রাখলে,প্রতিদিনের খাবারে খাদ্য আঁশ কম থাকলে,অতিরিক্ত প্রোটিন ও ফ্যাট জাতীয় খাবার গ্রহণ করলে, কায়িক শ্রম কম করার ফলে, বেশি ওজন থাকার কারণে কিংবা অনেক মায়েদের প্রেগন্যান্সি সময়ও পাইলসের সমস্যা দেখা দেয়।

চিকিৎসা

যারা পাইলস,ফিস্টুলা এবং এনাল ফিসার রোগে ভুগছেন। অনেক ডাক্তার দেখিয়েছেন কিন্তু পুরোপুরি কমছে না।কিছুদিন ভালো থেকে আবার জ্বালাপোড়া হচ্ছে। স্থায়ী সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

অপারেশন ছাড়া গ্যারান্টি সহকারে এইসব রোগের চিকিৎসা করা হয়।

বিস্তারিত জানতে এই নাম্বারে যোগাযোগ করুনঃ(What's app ) 01921 293087.

পাইলস কী, পাইলসের লক্ষণ ও চিকিৎসা-পাইলস, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনে...
09/09/2023

পাইলস কী, পাইলসের লক্ষণ ও চিকিৎসা-

পাইলস, যাকে অর্শ্বরোগও বলা হয়। বৃহদান্ত্রের শেষাংশে রেকটামের ভেতরে ও বাইরে থাকা কুশনের মতো একটি রক্তশিরার জালিকা থাকে, যা প্রয়োজন সাপেক্ষে সংকুচিত ও প্রসারিত হয় যা আমরা পাইলস নামে জেনে থাকি। যখন পায়ুপথে এসব শিরার সংক্রমণ বা প্রদাহ হয় এবং চাপ পড়ে তখন পাইলস বা হেমোরয়েড প্রদাহ হয়। যাকে সাধারণ ভাষায় অর্শরোগ বলা হয়।

অপারেশন ছাড়া গ্যারান্টি সহ পাইলস,ফিস্টুলা এবং এনাল ফিসার এর চিকিৎসা করা হয়।

বিস্তারিত জানতে সরাসরি কল করুন (what's up) -০১৯২১-২৯৩০৮৭।

পাইলস সমাধান। পাইলস বা অর্শ্বরোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। বর্তমানে কমবয়সীদের মধ্যেও এ সমস্যা বাড়ছে। এর কারণ হলো...
07/09/2023

পাইলস সমাধান।

পাইলস বা অর্শ্বরোগে ভুগছেন এমন মানুষের সংখ্যা কম নয়। বর্তমানে কমবয়সীদের মধ্যেও এ সমস্যা বাড়ছে। এর কারণ হলো অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাবারের অভ্যাস।

যদি কেউ পাইলস,ফিস্টুলা বা এনাল ফিসার নিয়ে দীর্ঘদিন কষ্ট পেয়ে থাকেন , অনেক ট্রিটমেন্ট করিয়েছেন কিন্তু কাজ হচ্ছে না তাহলে পাইলস কেয়ার বিডি দিচ্ছে আপনাকে শতভাগ সুস্থ হওয়ার নিশ্চয়তা। বিনা অপারেশনে উক্ত রোগসমূহ সহ পলিপাসের চিকিৎসা করা হয়।

বিস্তারিত জানতে সরাসরি কল করুন (what's up) -০১৯২১-২৯৩০৮৭।

পাইলস কেন হয়?মলত্যাগে সবসময় চাপ দেয়াঅনেকক্ষণ ধরে মলত্যাগ করাকোষ্ঠকাঠিন্যডায়রিয়াগর্ভাবস্থাঅনিয়মিত মলত্যাগবার্ধক্যউত্তর...
06/09/2023

পাইলস কেন হয়?

মলত্যাগে সবসময় চাপ দেয়া
অনেকক্ষণ ধরে মলত্যাগ করা
কোষ্ঠকাঠিন্য
ডায়রিয়া
গর্ভাবস্থা
অনিয়মিত মলত্যাগ
বার্ধক্য
উত্তরাধিকারসূত্রে প্রাপ্তি

কারণ যাই হোক না কেন, এতে মলদ্বারের শিরার সহন ক্ষমতা হ্রাস পায়। এর ফলে শিরা প্রসারিত হয় ও শিরার প্রাচীর পাতলা হয়ে যায় এবং মলদ্বারে রক্তপাত হয়।

অপারেশন ছাড়া পাইলস,ফিস্টুলা,এনাল ফিসার এবং মলদ্বার বিষয়ক সকল রোগসহ পলিপাসের চিকিৎসা করা হয় গ্যারান্টি সহ।

বিস্তারিত জানতে সরাসরি কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন নিচের নাম্বারে।ধন্যবাদ -০১৯২১-২৯৩০৮৭।

06/09/2023

অপারেশন ছাড়া (৭-১০) দিনের মধ্যে গ্যারান্টিসহ পাইলস এবং পলিপাসের চিকিৎসা করা হয়।

• বিফলে মূল্য ফেরত

পাইলস বা ‘হেমোরয়েড’ (বাংলায় অর্শ রোগ, ইংরেজীতে hemorrhoids) নামে পরিচিত আমাদের সমাজে বর্তমানে খুবই প্রচলিত সমস্যা হয়ে দাঁড়িয়েছে। পরিবর্তিত জীবনাচরণ, খাদ্যাভ্যাস এর পরিবর্তনসহ নানা কারণে এই রোগ সমাজে বেড়েই চলেছে।

পাইলস শরীরের মলদ্বারের একটি অংশ, যা সুস্থ প্রত্যেক মানুষের থাকে। পাইলস মলদ্বারের নিচের দিকের থাকে ,যা রক্তনালী দিয়ে পূর্ণ থাকে। পাইলস মল ও বাতাস ধরে রাখতে সহায়তা করে। যখন এই পাইলস মলদ্বার দিয়ে বের হয়ে আসে, মলদ্বার দিয়ে রক্ত যায় বা ব্যাথা করে- তখন পাইলস রোগ হয়েছে মনে করা হয়।

পাইলস প্রধানত ২ ধরনের। বহি:স্থ পাইলস ও অভ্যন্তরীণ পাইলস।

আমাদের সেবা সমূহ -

• পাইলস
• পলিপাস
• ফিস্টুলা
• এনাল ফিসার

(শর্ত প্রযোজ্য)

Address

Bagerhat, Dhaka
Bagerhat
9300

Telephone

+8801921293087

Website

Alerts

Be the first to know and let us send you an email when পাইলস কেয়ার বিডি - Piles Care BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share