Tamim hossain

  • Home
  • Tamim hossain

Tamim hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tamim hossain, AIDS Resource Center, .

04/05/2024

রাজা যখন মারা খায় 🙃

কেউ 1v1খেলবা
12/03/2024

কেউ 1v1খেলবা

02/01/2024

---১০ বছরের একটি বাচ্চা হঠাৎ করে পায়ে ধরে বলতেছে।

"স‍াহেব আমাকে একটি শীতের পোশাক কিনে দিবেন। আমার ভিষন ঠান্ডা লাগতেছে।

---এইই আমার পা ছেরেদে। পোশাক ময়লা হয়ে যাবে।

"দিননা সাহেব একটি ঠান্ডার পোশাক কিনে। অনেক কষ্ট হচ্ছে আমার।

---টাকা নেই অন‍্য সময় দিবো। এখন আমার পা ছেরে দে দয়া করে।

"আমার বাবা - মা কেউ নাই। কে আমাকে পোষাক কিনে দিবে বলুন। আপনাকে ভালো মানুষ মনে হলো তাই বললাম।

---এই তোকে বলছি না পা ছেরে দিতে?
( রাগান্বিত হয়ে )

"ঠিক আছে সাহেব পা ছেরে দিলাম। একটা সত্যি কথা কি জানেন সাহেব আমাদের মতো গরিবের এই পৃথিবীতে জন্ম নেয়েটাই ঠিক হয়নি।

---এই তোর এতো বড় সাহস আবার মুখে মুখে উত্তর দিস। এইবার কিন্তু থাপ্পড় মারবো।

"আচ্ছা সাহেব ভালো থাকেন আল্লাহ্ হাফেজ।

"এই বলে সেই ১০ বছরের বাচ্চাটি সেখানে থেকে চলে যায়।

---এর পরে লোকটি একটি দামি রেষ্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখে ২ হাজার টাকা বিল এসেছে। সঙ্গে সঙ্গে লোকটি ২৫০০ টাকা বের করে দেয় সেই রেষ্টুরেন্টে ওয়েটার কে।

তখন ওয়েটার জিঙ্গেস করে।

ওয়েটার : স‍্যার আপনার বিল ২ হাজার কিন্তু দিলেন ২৫০০ টাকা বুজলাম না।

---আরে পাগল এটা তোমার #টিপস ২ হাজার জমা দিয়ে বাকিটা রেখে দাও তোমার কাছে।

ওয়েটার : অনেক ধন্যবাদ আপনাকে স‍্যার আবর আসবেন

"প্রিয় পাঠক পাঠিকা কি বুজলেন এখানে। আমরা ১০০ টাকা খরচ করে রাস্তার একটি ইতিম ছেলেকে পোশাক কিনে দিতে পারিনা অথচ ঠিকেই রেষ্টুরেন্টে গিয়ে ৫০০ টাকা টিপস দেই। এইটাই হলো আমার সোনার বাংলাদেশ।

"এই ঠান্ডার সময় আমাদের অধিক বা অতিরিক্ত কোন পোশাক যে গুলা আমরা ব‍্যবহার করিনা সেই গুলা অবশ্যই গরিব মানুষদের দান করবো। কারন আমারা বাছি অন‍্যকে বাছানোর চেষ্টা করি।

অনু_গল্প : #রাস্তার_ছেলেটা

লেখা ও কাহিনী : #মি_হাসিব

👉হ‍্যাশ ট‍্যাগ ছারা কপি নিষেধ 👈

02/01/2024

নতুন গল্প আসবে

02/01/2024

নতুন পেজ সবাই একটু ফলো দিন 🥺🥺
@followers

02/01/2024

02/01/2024

😭বো*বা ছেলে যখন ই গান গাইতো, 😭

সেখানে কা*লা মেয়েটি দৌড়ে যেত😊

তার গান শুনতে। 🤩

একদিন মেয়েটির অ*ন্ধ চাচা 😺

তাদেরকে দেখে ফেলল। 😕

সে গিয়ে মেয়েটির বাবাকে

সব কিছু বলে দিল। ☹️

তার বাবা বেচারার

দুই পা ই অবশ, 😔

হাঁটতে ও পারে না।
মেয়ের এরকম কাহিনি শুনে

দৌড়ে ছুটে গেল। 😀

সাইকেল নিল, 🥸

বাইকে কি**ক মেরে স্টার্ট দিল।😳

ঘোড়ায় চড়ে পৌছে গেল। 🐸
সেখানে পৌছে পেছন থেকে

ত**লো**য়ারটা বের করে

গু**লি করলো। 🫠

দুইটা তী*র গিয়ে ছেলের বু*কে লাগলো

আর মেয়েটা ম*রে গেল। 🥺

-আমি কি লেখক হতে পারবো??☹️🙆‍♂️

©️

02/01/2024

তোমাকে যখন বিয়ে করে আমার ঘরে আনলাম......
তখন তোমার মাত্র ১২ বছর বয়স....আর আমি সদ্য কুড়িতে পা দিয়েছি কি দেই নি।
প্রথম রাতেই তুমি আমাকে দেখে খাটের নিচে গিয়ে লুকিয়েছিলে...
মামনিকে ডেকে ডেকে সেকি কান্না.....
আমার খুব হাসি পেয়েছিল সেদিন।
এরপর থেকে তুমি মামনি ঘরেই ঘুমাতে..
মাঝে মাঝে আমি লুকিয়ে লুকিয়ে তোমার জানলায় উঁকি দিতাম...চেয়ে দেখতাম মায়াভরা একটা বালিকাবধূর মুখ।
সেদিন হয়তো বুঝতাম না ভালোবাসা কি...তবে তোমায় দেখে বুকের ভেতরটা যেন কেমন করে উঠতো...।
তোমার মনে আছে, আমাদের বাড়ির বাগানের প্রত্যেকটা আম গাছে তুমি চড়ে বেড়াতে...
আম পেড়ে মামনি কাছে জমা রাখতে।
নেয়ার সময় একটা কম হলে হাত পা ছড়িয়ে কাঁদতে। ফুঁপাতে ফুঁপাতে যখন বাবা কাছে নালিশ করতে তখন চোখ, নাক লাল হয়ে যেতো....
তখন যে তোমাকে কি অপরূপ লাগতো!!!
আমি সে সৌন্দর্য দেখতাম আর মুচকি মুচকি হাসতাম।
সে হাসি যদি তুমি একটু খানি টের পেতে তাহলে আর রক্ষা নেই...
তোমার ছেলেমানুষি আর খুনশুটিতে আমার বাড়ির প্রত্যেকটা মানুষ মেতে থাকতো।
আর আমি দূর থেকে দেখতাম ছোট্ট একটা বধূ। যার চোখে মুখে উপচে পড়ছে আনন্দের ঝিলিক।
তোমার মনে পড়ে, সেদিন আমার ঘরে এসে তুমি মেলায় যাওয়ার বায়না করেছিলে.....কত করে বুঝিয়ে ছিলাম বাড়ির বউরা মেলায় যায় না...
কিন্তু তোমার কাছে আমার হার মানতেই হয়েছিলো.....
মেলায় মানুষের পা লেগে এতো কাদা ছিলো যে তুমি হাঁটতেই পারছিলে না।
তাই পুরো মেলা তোমাকে কোলে নিয়ে হাঁটতে হয়েছিলো...।
সামান্য টিপ,,, চুড়ি,,আর মাটির কয়েকটা পুতুল তোমাকে যে খুশি করেছিলো....
সে খুশির কলরবে আমার পুরো বাড়ি মুখোরিত হয়েছিলো।
আমিও তোমার অজান্তেই এক জোড়া নূপূর কিনেছিলাম,তোমাকে দেবো বলে।
যেদিন নূপূরগুলো তোমার পায়ে পড়িয়ে দিয়েছিলাম তুমি খুশিতে ছুটে ছুটে সবাইকে দেখাচ্ছিলে...
আমি তোমার নূপূরের প্রত্যেকটা ধ্বনি শুনছিলাম আর শিহরনে হারিয়ে যাচ্ছিলাম অন্য কোন এক জগতে.....।
হঠাৎ একটা ঝড়ে যেন সবকিছু বদলে গেলো...
মামনি মারা গেলেন। বাড়িতে শোকের ছায়া নেমে এলো।
এই শোক যেনো বদলে দিয়ে গেলো তোমাকে। তুমি চুপচাপ হয়ে গেলে...
আস্তে আস্তে বুঝতে শিখলে আমি তোমার স্বামী আর এইটা তোমার শ্বশুরবাড়ি।
সবাইকে অবাক করে তুমিই বাড়ির হাল ধরলে...আস্তে আস্তে মামনি শূন্যতাটা কেটে যেতে লাগলো।
সবাই ভুলতে পারলেও তুমি পারোনি আমি জানতাম।
যখন সে শূন্যতা তোমায়

🤣🤣
01/01/2024

🤣🤣

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Tamim hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Address
  • Alerts
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share