JHP Tv 22

JHP Tv 22 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JHP Tv 22, Pharmacy / Drugstore, বগাবাড়ি বাইপাইল আশুলিয়া সাভার Dhaka, Baipail.

✅সুস্থতাই সকল সুখের মূল✅ব্যবসা নয়✅স্বাস্থ্য সেবা✅এবং স্বাস্থ্য সচেতনতা সৃষ্টি করাই আমাদের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য!

➡️সেবা সমূহ?👇
✅লিভার✅জন্ডিস✅অনিয়মিত মাসিক✅ লিউকোরিয়া✅ডায়াবেটিস✅স্বপ্নদোষ✅যৌন দুর্বলতা সহ নারী-পুরুষের চিকিৎসা দেওয়া হয়
📳01866-502509

✅ কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না, এ ক্ষেত্রে ৫ লক্ষণ খেয়াল করা প্রয়োজনকিডনির সমস্যা ধীরে ধীরে বাড়ে। তাই সময়...
06/11/2025

✅ কিডনির সমস্যা প্রাথমিক পর্যায়ে বোঝা যায় না, এ ক্ষেত্রে ৫ লক্ষণ খেয়াল করা প্রয়োজন
কিডনির সমস্যা ধীরে ধীরে বাড়ে। তাই সময়ে সতর্ক হওয়া উচিত। কয়েকটি লক্ষণ দেখলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করা উচিত।

✅ কিডনি দেহকে সুস্থ রাখতে একাধিক কাজ করে। কারণ দেহ থেকে বর্জ্য পদার্থ বার করতে, ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায় রাখতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে কিডনি। কিডনির সমস্যা অনেক সময় গুরুতর না হলে বোঝা যায় না। কিডনিকে তাই ‘নীরব ঘাতক’ বলা হয়। কিডনির সমস্যা বোঝার জন্য কয়েকটি উপসর্গ খেয়াল করা উচিত।

১) 👉 দৈনিক মূত্রের পরিমাণ যদি কমে যায় তা হলে বুঝতে হবে কিডনির কোনও সমস্যা হয়েছে। মূত্রের সঙ্গে সাদা ফেনা নির্গত হলে বুঝতে হবে প্রোটিন মিশে রয়েছে।

২) 👉 পায়ের পাতা, গোড়ালি বা মুখ ফুলে যাওয়া কিডনির সমস্যার ইঙ্গিতবাহী। বুঝতে হবে কিডনির গোলমালে দেহে বর্জ্যের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।

৩) 👉 যদি কেউ নিয়মিত ক্লান্তিতে ভুগতে থাকেন, তা হলে সতর্ক হওয়া উচিত। কারণ কিডনির কার্যকারিতা হ্রাস পেলে দেহে বর্জ্যের পরিমাণ বাড়তে থাকে যা ক্লান্তিবোধের অন্যতম কারণ।

৪) 👉 রক্তচাপ হঠাৎ করে বৃদ্ধি পেলে সতর্ক হওয়া উচিত। কারণ কিডনি সঠিক ভাবে কাজ না করলে রক্তচাপ বৃদ্ধি পেতে পারে।

৫) 👉 অনেক সময়ে সকালে ঘুম থেকে ওঠার পর চোখের তলায় ফোলা ভাব দেখা যায়। এই ধরনের ঘটনা বার বার ঘটলে সতর্ক হতে হবে। কারণ এগুলি কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

চেম্বার :- জনস্বাস্থ্য হোমিও ফার্মেসী
লোকেশন :- বগাবাড়ি বাসস্ট্যান্ড, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা।
01958-410420

✅ ৩০% কম খরচে👉 নারী ও পুরুষের বন্ধ্যাত রোগের চিকিৎসা---🔹 সন্তান না হওয়া কি আপনার দাম্পত্য জীবনে চিন্তার কারণ❓হোমিওপ্যাথি...
03/11/2025

✅ ৩০% কম খরচে

👉 নারী ও পুরুষের বন্ধ্যাত রোগের চিকিৎসা

---

🔹 সন্তান না হওয়া কি আপনার দাম্পত্য জীবনে চিন্তার কারণ❓

হোমিওপ্যাথিক পদ্ধতিতে
— পারিবারিক লক্ষণ
— মানসিক লক্ষণ
— শারীরিক প্রতিটি উপসর্গ দেখে
বিশেষ কেস স্টাডি করে চিকিৎসা করা হয়।

---

১ম দিনেই কেস নেওয়া হয়

👉 রিপোর্ট দেখে
👉 পূর্বের চিকিৎসার ইতিহাস দেখে
👉 রোগের মূল কারণ বের করে

---

আমাদের সুবিধাসমূহ

• সাশ্রয়ী খরচ
• কোন Side Effect নেই
• সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা
• অভিজ্ঞ হোমিও চিকিৎসক

---

যোগাযোগ:
📞 01958-410420
📍 ঠিকানা: বগাবাড়ি বাস স্ট্যান্ড, বাইপাইল, আশুলিয়া, সাভার, ঢাকা।

02/11/2025
12/09/2025
বন্ধ্যাত্ব মানেই স্বামী-স্ত্রীকে বা স্ত্রী-স্বামীকে দোষারোপ করবেন, বন্ধ্যাত্ব মানেই আপনার সন্তান হবে না, বন্ধ্যাত্ব মানে...
01/07/2025

বন্ধ্যাত্ব মানেই স্বামী-স্ত্রীকে বা স্ত্রী-স্বামীকে দোষারোপ করবেন, বন্ধ্যাত্ব মানেই আপনার সন্তান হবে না, বন্ধ্যাত্ব মানেই আপনার জীবন শেষ, সংসার জীবনের ইতি টানার চিন্তা করবেন...!!!
দয়া করে এসব ভ্রান্ত ও ভুল ধারণা থেকে বেরিয়ে এসে সঠিক চিকিৎসার মাধ্যমে নিজেকে সংশোধন করুন।

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
বিশেষ করে- বিয়ের পর মহান আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেছেন কিন্তু আপনি সেই সন্তান নষ্ট করেছেন বা নিজেরা ইচ্ছে করে Abortion করিয়েছেন, দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে ওনারাই পরবর্তীতে নিঃসন্তান দম্পতি হিসেবে চিহ্নিত হন।
আবার অনেক ক্ষেত্রে দেখা যায়, নারী পুরুষ উভয়ের হরমোন জনিত সমস্যার কারণে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে, অনেক ক্ষেত্রে গনোরিয়া ও সিফিলিস রোগে আক্রান্ত হলেও আপনি নিঃসন্তান দম্পতির তালিকা থাকেন।
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
ঘটনা প্রবাহ 01: এক দম্পতির বিয়ের পরপরই গর্ভে সন্তান ধারণ করেছে কিন্তু ওনারা প্রকৃতির বিরুদ্ধে গিয়ে সেই সন্তান এবরশন করে ফেলে দিয়েছেন। জীবনকে উপভোগ করেছেন দুই থেকে তিন বছর..! তারপর থেকে সন্তান নেয়ার জন্য উভয়ই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু আল্লাহ পাক তাদের দিকে আর মুখ ফিরে তাকায়নি। অনেক বড় বড় গাইনোকলজিস্ট ডাক্তার দেখিয়েছেন তার পরও কোনো কাজ হয়নি। খুলনা ও ঢাকার বিভিন্ন স্থানে সরকারি-বেসরকারিভাবে অনেক ডাক্তার দেখিয়েছেন তাতেও কোন ফলাফল হয়নি। এভাবে চেষ্টা চালিয়ে গেছেন সুদীর্ঘ 12 বছর। এরপর আমার এক উপকৃত রোগীর মাধ্যমে আসে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা, উনাদের সকল হিস্ট্রি জেনে উনাদের কিছু কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলি এবং পাশাপাশি হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পরামর্শ দেই। দীর্ঘ ১৬_১৭ মাস ঔষধ সেবনের পর মহান আল্লাহ্ ওনাদের সন্তানের অংশীদারিত্ব দেন। আল্লাহর রহমতে এখন উনারা একজন কন্যা সন্তানের মা বাবা। আর সেই রাজকন্যার নাম আয়েশা আক্তার, বয়স: ১৬ মাস। (Documented)

ঘটনা প্রবাহ 02: এক দম্পতির বিয়ের পর একটি ছেলে সন্তান হয়। ছেলে সন্তান হওয়ার পর ওনারা দুজনেই সিদ্ধান্ত নেন পরবর্তী সন্তান দেরি করে নিবেন। এজন্য ওনারা ইনজেকশন মেথড ব্যবহার করেন যার মেয়াদ ছিল 6 মাস। ঐ ইনজেকশন দেয়ার কারণ হলো 6 মাস মিনিমাম বাচ্চা কনসিভ করবেনা। ছয় থেকে সাত মাস পর যখন দেখল ওই মহিলার মাসিক ধীরে ধীরে রেগুলার হচ্ছে ঠিক তখনই উনি আবার আরো একটি 6 মাস মেয়াদী ইনজেকশন নিয়ে নিলেন। এরপর উনারা উনাদের মত উনাদের জীবন উপভোগ করছেন। এভাবেই ছেলের বয়স যখন চার বছরে পৌঁছালো তারপর সিদ্ধান্ত নিলেন আবারো আরেকটি সন্তান নেয়ার। কিন্তু দুঃখের বিষয় এখন ওই মহিলার আর ঠিকমতো মাসিক হচ্ছে না। অর্থাৎ প্রতিমাসে যে নিয়মে মাসিক হওয়ার কথা সেটি আর হচ্ছে না। এখন দেখা যায়- কখনো দুই মাস পর মাসিক হয়, কখনো বা তিন মাস পর মাসিক হয়, কখনো বা 15 দিন পর মাসিক হয়। অর্থাৎ এখন আর ওনার মাসিকটা রেগুলার হচ্ছে না। ঠিক একজন নারীর যখন মাসিক রেগুলার না থাকবে তখন তার বাচ্চা কনসিভ করার কোন অবস্থা থাকে না। এরপর দীর্ঘ ৮ (আট) বছর অনেক গাইনোকলোজিস্ট ডাক্তার দেখিয়েছেন, অনেক চেষ্টা করছেন কিন্তু মহান আল্লাহ তায়ালা তাদেরকে কোন সন্তান দান করেন নি। এরপর আসে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায়, উনাদের সকল হিস্ট্রি জেনে উনাদের কিছু কিছু সুনির্দিষ্ট নিয়ম মেনে চলতে বলি এবং পাশাপাশি হোমিওপ্যাথিক ঔষধ সেবনের পরামর্শ দেই। দীর্ঘ ৬-৮ মাস ঔষধ সেবনের পর ওই ভদ্রমহিলার মাসিক রেগুলার হয় এবং মহান আল্লাহ্ ওনাদের সন্তানের অংশীদারিত্ব দেন। আল্লাহর রহমতে এখন উনারা দুই সন্তানের মা-বাবা। (Documented)
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

বন্ধ্যাত্ব মানে সন্তান না হওয়া। অর্থাৎ বন্ধ্যাত্ব রোগ সাইকোসিস থেকে উদ্ভূত। তাই অ্যান্টিসাইকোটিক ঔষধ দ্বারা চিকিৎসা করলে সুফল লাভের সম্ভাবনা অনেক বেশি।

বন্ধ্যাত্ব রোগের চিকিৎসা:
বন্ধ্যাত্ব রমণীর স্বামীর হরমোনজনিত কোন সমস্যা থাকলে এবং গনোরিয়া রোগের ভোগার ইতিহাস থাকলে প্রথমে সেটির চিকিৎসা করতে হবে।

বন্ধ্যাত্ব রমণীর হরমোন জনিত কোন সমস্যা থাকলে এবং ঋতুস্রাবের অনিয়মের জন্য বন্ধ্যাত্বের দোষ জন্মিলে প্রথমে ঋতুস্রাব স্বাভাবিক করার জন্য চিকিৎসা করতে হবে।

হোমিওপ্যাথিক চিকিৎসায় উন্নত মানের বেশ কিছু ঔষধ রয়েছে যার মাধ্যমে একজন বন্ধ্যাত্ব রমণী বন্ধ্যাত্বের কুফল থেকে মুক্তি পাবেন, ইনশাআল্লাহ।

🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥

Address

বগাবাড়ি বাইপাইল আশুলিয়া সাভার Dhaka
Baipail

Alerts

Be the first to know and let us send you an email when JHP Tv 22 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram