Sukoon Health Care

Sukoon Health Care Explore top health products here – your shortcut to a healthier lifestyle.

08/05/2024

সারাদেশে ফ্রি ডেলিভারি পেতে আজই অর্ডার করুন। দেশের যেকোন প্রান্তে ২ দিনের মধ্যে হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা।

29/04/2024

✍️ জমাট বাঁধা কফ দূর করে তাৎক্ষণিক আরাম পেতে নেবুলাইজার মেশিনের জুড়ি নেই। আর সেই ভাবনা থেকেই আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি Portable Mesh Nebulizer Machine.

✅ ব্যাটারিচালিত এই মেশিনটিতে আপনি পাচ্ছেন বড় সাইজের নেবুলাইজার মেশিনের সব সুবিধা। সেই সাথে সহজে বহন করার অপশন তো থাকছেই।

✅বড় সাইজের নেবুলাইজার মেশিনগুলো সাধারণত মানুষ বাসায় রাখে কিংবা ফার্মেসিতে গিয়ে ব্যবহার করে। সেক্ষেত্রে তার দিয়ে সেটাপ করে এক জায়গাতে পুরোটা সময় আপনাকে বসে থাকতে হয়। আর নয় এত ঝামেলা! আমাদের Portable Mesh Nebulizer Machine টি আপনি বসে থেকে কিংবা হাঁটতে হাঁটতে ব্যবহার করতে পারবেন।

✅অফিস হোক কিংবা বাসা, গাড়ি, বাস কিংবা রিক্সা; সব জায়গাতেই ব্যবহার করা যাবে এটি। রাতে গলা খুশখুশ করছে? শুয়ে শুয়েই ব্যবহার করুন আমাদের এই ম্যাশ নেবুলাইজারটি।

তাই আর দেরী কেন? মেশিনটি পেতে ঝটপট আজই অর্ডার করে ফেলুন আমাদের ওয়েবসাইটে - https://sukoonhealthcare.com.bd/

☎️পণ্যটি পেতে কল করুন - 01722996912

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে ...
28/04/2024

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।

সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।

বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।
R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।

এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

DR. NARAYAN RAY

28/04/2024
স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।  আজকে ফেনীর সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডি...
27/04/2024

স্যালাইনকে শরবত বা জুস ভাবা বন্ধ করুন এবং অবশ্যই ঔষধ মনে করুন।

আজকে ফেনীর সোনাগাজীতে ২১ বছর বয়সের একজন ছেলের রক্তে সোডিয়াম লবণ পেয়েছি ১৬০ (স্বাভাবিক হল ১৩৫ -১৪৫ )। তার ইতিহাস থেকে জানলাম পড়শু দিন গরম বেশি লাগায় সে ৩ টি স্যালাইন একসাথে মিশিয়ে এক গ্লাসে খেয়েছে। এরপর থেকে তার অস্থিরতা, মাংস ব্যথা, মাথা ঘুরানো এবং তীব্র বমি ভাব হচ্ছে।

জটিলতায় চরম পর্যায়ে ব্রেইন কোমায় যেতে পারে, অতঃপর মৃত্যু । মৃত্যুর কারণ কেউ জানবে না, বলবে কিভাবে কিভাবে যেন মরে গেল!!!!
কি করতে হবে ?

স্যালাইন খেতে হলে অবশ্যই ৫০০ মিলি পানিতে একটি স্যালাইন মিশিয়ে খেতে হবে।

© -ডাঃ তানভীর মাহমুদ তৌহিদ

23/04/2024
23/04/2024

খুব সহজেই ব্যবহার করতে পারবেন আমাদের এই পোর্টেবল মেশ নেবুলাইজার মেশিনটি।

 #ভালো_নেবুলাইজার_চেনার_উপায়বাজারেতো কতরকম নেবুলাইজার পাওয়া যায়। কোনটা ভালো হবে এটা নিয়ে আমাদের অনেকেরই কনফ্যুশন থাকে। ন...
18/04/2024

#ভালো_নেবুলাইজার_চেনার_উপায়

বাজারেতো কতরকম নেবুলাইজার পাওয়া যায়। কোনটা ভালো হবে এটা নিয়ে আমাদের অনেকেরই কনফ্যুশন থাকে। নেবুলাইজার কেনার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখা উচিত, চলুন জেনে নেই।

১) রিচার্জেবল এবং আকারে ছোট নেবুলাইজার সুবিধাজনক। তাহলে এটি যেকোনো সময়ে, যেকোনো জায়গায় অতি সহজেই বহন ও ব্যবহার করা যায়।

২) নেবুলাইজারের মেকানিজম, মেডিসিন নেবুলাইজেশনের রেট, পার্টিকেল সাইজ এগুলো চেক করে নেওয়াটা ভীষণ জরুরি। মেডিসিন ফুসফুসের শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাবে কিনা, নেবুলাইজার কতটুকু কাজ করবে এগুলো এই প্রোপার্টিজগুলোর উপর অনেকটাই নির্ভর করে।

৩) শব্দ কম হয় এবং ওষুধের অপচয় হয় না এমন নেবুলাইজার ব্যবহার করা ভালো।

নেবুলাইজার কী?নেবুলাইজার কোনো ওষুধ নয়, এটি ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। খাওয়ার বদলে শুধু সরাসরি ওষুধের মিশ্রণকে বাষ্পা...
18/04/2024

নেবুলাইজার কী?

নেবুলাইজার কোনো ওষুধ নয়, এটি ওষুধ প্রয়োগ করার একটি মেশিন। খাওয়ার বদলে শুধু সরাসরি ওষুধের মিশ্রণকে বাষ্পাকারে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে ব্যবহার করতে হয়। এই যন্ত্রটি দিয়ে লিকুইড মেডিসিনকে সংকুচিত করে বায়ু বা অক্সিজেন দিয়ে স্প্রে বা অ্যারোসলে রূপান্তরিত করা হয়। তাই এই বাষ্পটি খুব সহজে নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসের শ্বাসনালিতে ঢুকে শ্বাসকষ্ট দূর করে। আর নেবুলাইজার দিয়ে শ্বাসকষ্ট দূর করার চিকিৎসাটি নেবুলাইজ নামে পরিচিত। বিভিন্ন ধরনের নেবুলাইজার আছে। কিন্তু আজকাল আল্ট্রাসনিক মেশিন মেকানিজম বেশি ব্যবহৃত হয়। কারণ এটা ব্যবহার করা সহজ ও সুবিধাজনক।

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।
10/04/2024

তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।

এই রমাদান হোক সুস্থতার সাথে ইনশাআল্লাহ। পাশাপাশি ছোট্ট এক স্লোগান আমরা সবাই ন্যায্য মূল্যে পন্য বিক্রয় করবো ইনশাআল্লাহ.....
11/03/2024

এই রমাদান হোক সুস্থতার সাথে ইনশাআল্লাহ।
পাশাপাশি ছোট্ট এক স্লোগান আমরা সবাই ন্যায্য মূল্যে পন্য বিক্রয় করবো ইনশাআল্লাহ...

হাই প্রেশার কমাতে কলা অনেক কার্যকরী।
29/02/2024

হাই প্রেশার কমাতে কলা অনেক কার্যকরী।

10/02/2024

খেয়াল করেছেন শীত শেষের দিকে। গরম চলে আসতেছে। অনেকেরই এলার্জির সমস্যা দেখা দিচ্ছে...

06/02/2024

আজ একজন পেশেন্টের সাক্ষাতকার দেখলাম একজন ডাক্তারের সাথে।

রোগীর ২টি কিডনিই নষ্ট। সপ্তাহে ২বার ডায়ালাইসিস করতে হয়। এর কারন দেখা যায় রোগী নির্বিকারে পেইন কিলার মেডিসিন নিতো।

অভিজ্ঞ ডাক্তারগন কিন্তু ব্যথা নিরাময়ে প্রাথমিক পর্যায়ে পেইন রিলিফ তেল, স্প্রে, শারিরীক ব্যায়াম, হেলথি লাইফস্টাইলের পরামর্শ দিয়ে থাকেন...

ব্যথা ঔষধ না খেয়েও নিরাময় করা সম্ভব।

Address

Banani Model Town

Alerts

Be the first to know and let us send you an email when Sukoon Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Sukoon Health Care:

Share