Online HomeoPathic And Organic Treatment

Online HomeoPathic And Organic Treatment এই পেইজের মাধ্যমে দেশের যে কোনো প্রান?

বাতজ্বরের লক্ষনভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা :Aconite nap : তরুণ বাতজ্বর রোগের সূচনায় ইহা উপকারী।প্রবল জ্বর সহ সন্ধিস্থলে ...
28/04/2023

বাতজ্বরের লক্ষনভিত্তিক হোমিওপ্যাথি চিকিৎসা :

Aconite nap :
তরুণ বাতজ্বর রোগের সূচনায় ইহা উপকারী।
প্রবল জ্বর সহ সন্ধিস্থলে এবং পেশীতে চিড়িকমারা বেদনা।
আক্রান্ত স্থান রক্তিম এবং স্ফীত ও বেদনাযুক্ত।
ঘাড় আড়ষ্ট ও ঠান্ডা লেগে রোগের সূত্রপাত।

Bryonia alb :
কেটে ফেলার ন্যায়,সূচবিদ্ধের ন্যায়, চেপে ধরার ন্যায় বেদনা।
সামান্য নড়াচড়াতে বেদনার বৃদ্ধি।
কোষ্ঠকাঠিন্য- মল শুকনো এবং কঠিন।
প্রচুর পানির পিপাসা- ঠোট মুখ শুকিয়ে যায়।
জিহ্বা ও গায়ের চামড়া শুকনো।

Rhus tox :
রাত্রে, বিশ্রামকালে, প্রাতঃকালে জেগে উঠার সময় এবং শয্যার উত্তাপে বেদনার বৃদ্ধি।
নড়াচড়ায় বা আক্রান্ত স্থানে উত্তাপ প্রয়োগে বেদনা উপশম।
অত্যন্ত অস্থিরতা ও ঠান্ডা বাতাস সহ্য হয় না।

Arnica mont :
আঘাত পেয়ে বা পড়ে গিয়ে বাতজ্বর হলে।
কেউ যেন তাকে মেরেছে এমন অনুভূতি।
স্পর্শকাতর বেদনা। কাউকে কাছে আসতে দেয় না।
পেশী সমূহে বেদনা পরে শক্ত ও আড়ষ্ট হয়ে যায়।

Pulsatila :
সন্ধিস্থান অল্পস্ফীত ও সামান্য লালচে।
পরিবর্তনশীল বেদনা-বেদনা এক স্থান হতে অন্য স্থানে চলে যায়।হাত পায়ের ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিতে বেদনা।
রোগী খুব গরম কাতর কিন্তু পিপাসা শুন্য।
ঔষধটি কোমল ও নরম স্বভাবের মানুষদের জন্য নির্দেশিত হয়।

Cholophylum :
ক্ষুদ্র ক্ষুদ্র সন্ধিতে বাত বেদনা।
হাত পায়ে এবং আঙুলের সন্ধিতে অত্যন্ত বেদনা।
বেদনা এক স্থানে বেশীক্ষন থাকে না।
গরম প্রয়োগে বেদনার উপশম হয়।

Calcarea carb :
দৈহিক অবয়ব স্থুলোকার ও মোটাসোটা।
ঠান্ডা লাগার প্রবণতা।
শরীরের সমস্ত জয়েন্ট ও মাংসপেশী ব্যাথা হয়।
সমস্ত শরীর ঘামে বিশেষত মাথা বেশী ঘামে।
রোগীর ডিমের প্রতি অতিরিক্ত চাহিদা থাকে।

Medorroeanium :
বংশগত সাইকোসিস প্রবণতা যুক্ত রোগী ক্ষেত্রে নির্দেশক।
বাতজ্বরের বেদনা সমস্ত শরীর আক্রমণ করে।
পায়ের গোড়ালিতে এত ব্যাথা হয় যে রোগী হাটতে পারে না। ব্যাথা দিনের বেলা বৃদ্ধি পায়।
গরম প্রয়োগে ব্যাথা বেদনা হ্রাস পায়।
ব্যাথায় শরীরের প্রত্যেকটি জয়েন্ট ফুলে উঠে।

Tuberculinum :
ঘন ঘন ঠান্ডা লাগার প্রবণতা।
গরম সেক ও ম্যাসাজে বাত ব্যাথার উপশম।
পরিবর্তনশীল বেদনা।মাংস খেলে বাত ব্যাথা বাড়ে।

ডা: মোহাম্মদ আলাউদ্দিন
ডি এইচ এম এস ( বি এইচ বি ঢাকা)
রেজিষ্ট্রেশন নং : ৩৩০৮৭
মাষ্টার হোমিও হল।
আজিজনগর, লামা, বান্দরবান।

15/02/2023
আসসালামু আলাইকুম ❤️❤️নখ আমাদের আংগুল এবং হাতের সৌন্দর্য কিন্তু এই নখ মেডিকেল এ অনেক রোগ ডায়াগনোসিস এ সহায়ক ভুমিকা পালন ক...
11/12/2022

আসসালামু আলাইকুম ❤️❤️
নখ আমাদের আংগুল এবং হাতের সৌন্দর্য কিন্তু এই নখ মেডিকেল এ অনেক রোগ ডায়াগনোসিস এ সহায়ক ভুমিকা পালন করে তা জানেন কি?

জিহবা যেমন পরিপাকতন্ত্রের আয়না বলা হয় (কারন জিহবা দেখে রোগির পরিপাকতন্ত্র সম্পর্কে অনেক কিছু ডায়াগনোসিস করা যায়) ঠিক তেমনী নখকে দেহের আয়না বলা হয়।
নখের মাধ্যমে দেহের অনেক ডিজিজ সম্পর্কে ধারনা লাভ করা যায়।
আজ আমরা সেই সকল বিষয় সম্পর্কে জানার চেষ্টা করব

👉 Clubbed Finger nails ( ক্লাবেড নখ) চিত্র ১
১) হার্ট এবং লাংসের সমস্যায় মূলত নখে এই লক্ষনটি ফুটে উঠে। মূলতঃ লাং ক্যান্সার, ফুফফুসে এবসেস, হার্টে প্রদাহ জনিত কারনে নখে এই চিত্র পাওয়া যায়।
২) হাইপারথাইরয়েডিজম( ১% ক্ষেত্রে ক্লাবেড নখ দেখা যায়)
৩) COPD ( Chronic Obstruction Pulmonary Diseases)
হোমিওপ্যাথি ইন্ডিকেশন রিমেডি ঃ গ্রাফাইটিস তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️

👉 Koilonychia (কোয়েলনোকিয়া) চিত্র ২
কারন সমূহঃ
১) আয়রন এর ঘারতি।
২) ডায়াবেটিক মেলাইটাস।
৩) প্রোটিন এর ঘারতি।
হোমিওপ্যাথি ক্লিনিক্যাল রিমেডিঃ এলোমিনা ও নাইট্রিক এসিড তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️।

👉 Beau`s Lines. (বো'স লাইন)। চিত্র ৩
কারন সমূহঃ
১) সিস্টেমিল ইলনেস।

👉 Thin Brittle Nails ( থিন ব্রিটেল নেইল) চিত্র ৪
কারন সমূহঃ
১) মেটাবলিক হাড়ের সমস্যা ঃ ওস্টিওপেনিয়া।
২) পুষ্টি হীনতা।
হোমিওপ্যাথি ক্লিনিক্যাল রিমেডি হল ঃ এলোনিনা, এন্টিমক্রুড, আর্সেনিকাম, সাইলেসিয়া, সিপিয়া ইত্যাদি তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️

👉 Central nail Ridge ( সেন্ট্রাল নেইল রাইডজ) চিত্র ৫
কারন সমূহঃ
১) আয়রন ডেফিসেন্সি।
২) ফলিক এসিড ডেফিসেন্সি।
৩) প্রোটিন ডেফিসেন্সি।
হোমিওপ্যাথি ক্লিনিক্যাল রিমেডী হলঃ টিউক্রিয়াম, ট্রট্রাডিমাইট ইত্যাদি তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️

👉 Central Nail canal ( সেন্ট্রাল নেল ক্যানেল) চিত্র ৬.
কারন সমূহঃ
১) পুষ্টি হীনতা।
২) আঘাত
৩) ধমনীর রোগ।

👉 Nail Pitting (নেইল পিটিং) চিত্র ৭.
কারন সমূহঃ
১) সোরিয়াসিস।
২) এলোপেসিয়া এরিয়েটা।
৩) একজিমা।
৪) লাইকেন প্লানাস।
ক্লিনিক্যাল হোমিও প্যাথি রিমেডি ঃ সাইলেশিয়া
তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️

👉 Nail Thickening ( নেইল থিকেনিং) চিত্র ৮
কারন সমূহঃ
১) অনিকোমাইকোসিস
২) ক্রনিক একজিমা।
৩) সোরিয়াসিস।

ক্লিনিক্যাল হোমিও রিমেডিঃ গ্রাফাইটিস তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️

👉 Sever nail Curvature ( সিভিয়ার নেইল কার্ভেচার) চিত্র ৯
কারব সমূহ ঃ
১) হাইপার থাইরয়েডিজম
২) রেনাল ফেলিউর।
৩) সোরিয়াসিস
ক্লিনিক্যাল হোমিওপ্যাথি রিমেডিঃ Upas Tiente.

👉 Splinter Hemorrhage ( স্পিলটার হেমোরেজ)
চিত্র ১০.
কারন সমূহঃ
১) SLE.
২) রেনাল ফেলিউর
৩) হার্ট ডিজিজ

ক্লিনিক্যাল হোমিওপ্যাথি মেডিসিন ঃ এসিড ফ্লোর, সাইলেসিয়া, ল্যাকেসিস ইত্যাদি।
তবে টোটালিটি লক্ষন যদি মিল থাকে। ❤️❤️।

রেফারেন্সঃ

১. Lilienthal S. Homoeopathic Therapeutics The Classical Therpeutic Hints.

2 Boericke W, Boericke OE. Pocket Manual of Homoeopathic Materia Medica & Repertory.

3. Macleod's Clinical Examination 14 edition.
4. Hutchisons's Clinical methods.

31/12/2021

মাষ্টার হোমিও হল এর পক্ষ থেকে আপনাকে এবং আপনার পরিবারকে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছর আপনার এবং আপনার পরিবারের জন্য সুখ, শান্তি এবং সমৃদ্ধি বয়ে আনুক এই প্রত্যাশায়-
হ্যাপি নিউ ইয়ার ২০২২

23/07/2021

ঘোষণাঃ

>>>যারা স্বাস্থ্য বিষয়ক পরামর্শ চান অনুগ্রহ করে পরিষ্কার ভাবে নাম, বয়স লিখে শুরু করুন।

>>> সমস্যা লিখুন, কতদিন ধরে ভুগছেন সেটা লিখুন। প্রতিটি সমস্যা আলাদা আলাদা করে উল্লেখ করুন।

>>> যেহেতু কোভিড পরিস্থিতি বেশি ভয়াবহ আকার ধরন করেছে, তাই এই সম্পর্কিত সমস্যাই এখন বেশি,
সময় থাকলে, সুযোগ থাকলে আমরা সাথে সাথেই উত্তর দেয়ার চেষ্টা করবো। দেরি হতে পারে, সেক্ষেত্রে দেরি করার মত না হলে সরাসরি ডাক্তারের কাছে যান।

আল্লাহ সহায় হোক আমাদের। সবাই ভাল থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা সুস্থ্য থেকে আপনাদের পাশে থাকতে পারি।
ধন্যবাদ সবাইকে।

চোখের সমস্যার শীর্ষ দশটি হোমিওপ্যাথি ঔষধ -(১) Euphrasia -- তীব্র(Acute) শ্লেষ্মা(catarrhal) নেত্রপ্রদাহ ।- চোখে ঘন ঘন পা...
20/04/2021

চোখের সমস্যার শীর্ষ দশটি হোমিওপ্যাথি ঔষধ -
(১) Euphrasia -
- তীব্র(Acute) শ্লেষ্মা(catarrhal) নেত্রপ্রদাহ ।
- চোখে ঘন ঘন পানি আসে এবং চোখ মিটমিট করার প্রবণতা থাকে ।
- চোখ থেকে জ্বালাকর স্রাব বের হয় ফলে চোখের পাতার প্রান্তে ক্ষত হয়ে যায়।
- কর্নিয়ার অস্বচ্ছতার সাথে জ্বালাকর ঘন স্রাব নিঃস্বরণ হয়।
- কর্নিয়ায় ফুস্কুড়ি বা স্ফটক হয়।
- বাতজনিত কারণে চোখের আইরিস প্রদাহসহ আংশিকভাবে চোখের পাতায় প্যারালাইসিস (ptosis) এর ক্ষেত্রে এটি সবচেয়ে ভাল একটি ঔষধ।
- প্রায় সবসময়ই চোখ থেকে অনবরত পানি ঝরতেই থাকে।
- চোখের পাতা ফোলাসহ জ্বালা থাকে, যা খোলা বাতাসে ভাল অনুভব করে।
- নেত্রপ্রদাহের সঙ্গে যুক্ত এলার্জিক রাইনাইটিস এর ক্ষেত্রে চোখ ও নাক দিয়ে অনবরত পানি ঝড়াকে এলিয়াম সেপার (Allium cepa) সঙ্গে তুলনা করা যায়।
(২) Ambrosia -
- এলার্জি জনিত চোখের সমস্যা।
- চোখের পাতায় অসহনীয় চুলকানি।
- চোখে হালকা ব্যাথা এবং জ্বালাসহ পানি ঝরতে পারে এবং নাক থেকে রক্ত আসতে পারে।
- প্রায় সবসময় চোখের সমস্যার সঙ্গে বুকে সাঁইসাঁই শব্দসহ কাশি থাকে।
- স্যাবাডিলা (Sabadilla), আরন্ডো (Arundo) সঙ্গে তুলনা করা যায়।
(৩) Ruta -
- চোখ টনটনানি সহ মাথাব্যথা।
- চোখে ব্যাথাসহ লালচে গরম পানি আসে।
- বিশেষ করে সূক্ষ্ম মুদ্রণ সেলাই বা পড়ার সাথে সম্পৃক্ত।
- দৃষ্টিশক্তির সামঞ্জস্যের সমস্যা।
- চোখের যন্ত্রণার সঙ্গে যুক্ত অত্যধিক দূর্বলতা (lassitude)।
- চোখের উপর থেতলানোর মত চাপ অনুভূতি।
- নেট্রাম মিউর (Natrum mur), আর্জেন্টাম নাইট্রিকাম (Argentum nitricum) এর সঙ্গে তুলনীয়।
(৪) Pulsatilla -
- পালসেটিলা চোখের যন্ত্রণার জন্য হোমিওপ্যাথিতে সবচেয়ে অমূল্য একটি ঔষধ।
- চোখ থেকে ঘন, হলদে এবং সবুজাভ স্রাব নিঃস্বরণে এটিকে মনে রাখা উচিত।
- চুলকানি এবং জ্বালা অনুভূতি এর সঙ্গে যুক্ত।
- পৌনঃপুনিক অঞ্জনীতে ঔষধ সেবনকালে অবশ্যই Pulsatilla এর একটি ডোজ প্রয়োজন।
- চোখের উপর পাতায় প্রদাহিত শক্ত গুটি থাকতে পারে।
- তীব্র নেত্রপ্রদাহের সাথে হজমজনিত সমস্যা থাকে।
- লক্ষণ সর্বদাই পরিবর্তনশীল, সেটা রোগ হোক আর মানসিক হোক।
- সব সমস্যা উষ্ণ রুমে খারাপ এবং খোলা বাতাসে ভাল।
(৫) Spigelia -
- চোখে স্নায়বিক যন্ত্রনা।
- চেপে ধরার মত ব্যাথা।
- চরম আলোকাতঙ্ক থাকে।
- গাঁটের ফোলা ও ব্যাথাসহ চোখের প্রদাহ।
- চোখের মধ্যে গভীরে এবং চোখের চারপাশে ব্যাথা অনুভব অর্থাৎ চোখের বলে চাপ দেওয়ার মত অসহ্য যন্ত্রনা।
- চোখের কোটরের অনুপাতে চোখ খুব বড় মনে হয়।
- স্পর্শে অত্যন্ত সংবেদনশীল, মাথার চারপাশে শক্ত বন্ধনী দেওয়া আছে মনে হয়।
- স্পর্শ, উত্তেজনা, গোলমাল বা কোলাহলপূর্ণ পরিবেশে এবং সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বৃদ্ধি।
- মাথা উচু করে শুয়ে থাকলে ভাল অনুভব করে।
(৬) Apis mellifica -
- জ্বালাযুক্ত ও চুলকানিসহ ফোলা এবং চোখের নিচের পাতায় শোথ ( উপরের পাতায়- কেলি কার্ব)।
- চোখ উজ্জ্বল লাল ফোলা থাকে।
- অঞ্জনীর পুনরাবৃত্তি প্রতিরোধ করে।
- অক্ষিগোলকে ব্যাথাসহ পাতলা তরল নিঃস্বরণ হয়।
- শোথ থাকে কিন্তু পিপাসাহীন (শোথ কিন্তু পিপাসা থাকে-এপোসাইনাম, এসেটিক এসিড)।
- প্রস্রাবে সমস্যার সাথে চোখের সমস্যা থাকে।
- তাপ , স্পর্শ , চাপ, ডান দিকে বৃদ্ধি।
- ঠান্ডা পানিতে ধোওয়া , মুক্ত বাতাসে হ্রাস।
(৭) Merc Sol -
- উপদংশ (Syphilis) রোগীর চোখের সমস্যা।
- চোখের পাতা মোটা , লাল, ফোলা।
- আইরিস প্রদাহসহ ঘন হাজাকর স্রাব নিঃস্বরণ হয়।
- অত্যান্ত গন্ধযুক্ত চোখের স্রাব নিঃস্বরণ।
- চোখে এবং এর চারপাশে ফোড়া হয় যা থেকে হলুদ পূঁজ বের হয়।
- রাতে, ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, উষ্ণতায় বৃদ্ধি।
(৮) Silicea -
- দিনের আলো চোখে ধারালো( Sharp) ব্যাথা উৎপন্ন করে।
- চোখ বন্ধ বা চাপ প্রয়োগ করলে স্পর্শানুভূতি আরোও বেড়ে যায়।
- চোখের অগ্র অংশে পূঁজ তৈরী হয়, আইরিশ প্রদাহ।
- পড়ার সময় দৃষ্টি বিভ্রান্তের জন্য- সাজানো অক্ষরগুলো দৌড়াচ্ছে মনে হয়।
- চোখের পানিবাহিত (Lachrymal) নালী আক্রান্ত হয়।
- হোমিওপ্যাথিকভাবে নির্দেশিত হলেও এটি কর্নিয়ার অস্বচ্ছতার পরিষ্কার করে।
- অফিসে কর্মীদের মধ্যে চোখের ছানি।
- অমাবস্যা , ঠান্ডায় বৃদ্ধি।
- উষ্ণতায় হ্রাস পায়।
(৯) Hepar sulph -
- কর্নিয়ার ক্ষত।
- পূঁজযুক্ত চোখের সমস্যা , আইরিস প্রদাহসহ অগ্র স্তরে বা কক্ষে পূঁজ।
- নেত্রপ্রদাহ(Conjunctivitis) সঙ্গে পূঁজপুর্ণ নিঃস্বরণ।
- চোখের পাতা এবং কঞ্জাংটিভাতে লাল এবং প্রদাহ হয়।
- অক্ষিগোলকে ব্যাথা।
- চোখের অক্ষিকোটর (eyeballs) ক্ষতের মত বেদনা (Soreness)।
- বস্তুসমূহ লাল এবং বৃদ্ধিপ্রাপ্ত প্রদর্শিত হয়।
- দৃষ্টিক্ষেত্র অর্ধ-হ্রাস পায়।
- ব্যাথা এবং পূঁজসহ অঞ্জনী।
- ঠান্ডা স্পর্শ, ঠান্ডা আবহাওয়ায় বৃদ্ধি।
- উষ্ণতা , মাথা আবৃত রাখলে হ্রাস পায়।
(১০) Agaricus -
- চোখের সামনে ফুল্কি উড়ার সঙ্গে দ্বিত্ব দৃষ্টি।
- চোখের পাতা এবং অক্ষিগোলক এর ঝাঁকুনি ( Twitching)।
- স্নায়ুতন্ত্রের বেদনাসহ (Neuralgic) চোখের যন্ত্রনা।
- পড়ার সময় অক্ষরগুলো নড়াচড়া করে, সাঁতার কাটছে বলে মনে হয়।
- চোখের পাতার ভিতর প্রান্ত লালচে, প্রদাহ, জ্বালাকর ব্যাথা,ও প্রান্ত শক্ত গুটির মত।
- চোখের যন্ত্রণায় মাথাঘূর্নণ এবং বরফতুল্য ঠান্ডা মাথার সঙ্গে যুক্ত।
- খোলা ঠান্ডা বাতাসে বৃদ্ধি।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন।
ডি এইচ এম এস, বি এইচ বি (ঢাকা)
রেজিঃ নংঃ ৩৩০৮৭
আজিজনগর,লামা, বান্দরবান।

বিঃদ্রঃ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের যে কোন প্রান্তে ঔষধ পাঠানোর ব্যবস্থা রয়েছে।

12/01/2021

নাকের অ্যালার্জির স্হায়ী চিকিৎসাঃ
*****************************************
কোন কোন রোগী আছেন বছরের বার মাসেই অনবরত হাঁচি, নাক চুলকানো, নাক দিয়ে পানি পড়া এবং চোখ লাল হয়ে যায়। ঘরের পুরনো ধুলাবালি যাতে মাইট থাকে, ছত্রাক বা পোষা প্রানীর লোমের সংস্পর্শে এলেই এই উপসর্গগুলো দেখা যায়। গ্রীষ্মের শেষে এবং বর্ষা ও শরতের শুরুতে এ রোগের প্রকোপ বেশি দেখা দেয়।
♠বংশানুক্রমে অ্যালার্জিঃ এ রোগীরা কোন অ্যালারজেনের সংস্পর্শে এলেই রক্তে এ রোগের প্রকোপ বেশি দেখা দেয়।
♠রোগ নির্ণয়ঃ সাইনাসের এক্স-রে করা হয়। এছাড়া ত্বকের ওপর বিভিন্ন অ্যালারজেন দিয়ে পরীক্ষা করা হয়। একে স্কিন প্রিক টেষ্ট বলে।
★নাকের ড্রপ ও স্প্রে ব্যবহারঃ দেখা যায় এ রোগীরা যতদিন নাকের ড্রপ ও স্প্রে ব্যবহার করেন ততদিন কিছুটা ভালো থাকেন।

হোমিও চিকিৎসা : লক্ষণানুসারে, সদৃশ বিধানমতে নাকের এলার্জি, সর্দি, সাইনাস, পলিপস এবং অ্যালার্জি জনিত যে কোন সমস্যা সম্পূর্ন আরোগ্য হয়।
Allium cepa: এলিয়াম সেপা নামক ঔষধটি (ক্লার্কের মতে) হোমিওপ্যাথিতে সর্দির সবচেয়ে ভালো ঔষধ। সর্দির সাথে যদি হাঁচি ও জ্বরও এসে যায়, তথাপি অন্য কোন ঔষধ খাওয়ার প্রয়োজন হবে না।
Natrum muriaticum: নাক দিয়ে পানি ঝড়াসহ হঠাৎ সর্দির আক্রমণ হলে নেট্রাম মিউর দুয়েক ঘন্টা পরপর খেতে পারেন। এটিও সর্দির একটি ভালো ঔষধ।
Bromium: অত্যন্ত বিরক্তিকর কাচাঁ সর্দিতে ব্রোমিয়াম একটি মনে রাখার মতো ঔষধ। বিশেষত যাদের সর্দি, গলা ব্যথা, টনসিলের সমস্যা ইত্যাদি সারা বছর লেগেই থাকে তাদের জন্য এটি উপযুক্ত।
Sticta pulmonaria: স্টিকটা সর্দির একটি ভালো ঔষধ। ইহার সর্দিতে পানি ঝড়ে কম কিন্তু নাক বন্ধ হয়ে থাকে। সর্দির সাথে মাথা ব্যথা এবং চোখের সমস্যা থাকে। নাকের গোড়াকে মনে হয় বোধশক্তিহীন এবং ভারি।
এছাড়া * Pulsatilla, Kali sulph, Calcarea carb,Bacillinum, S.nite. ইত্যাদি ঔষধ লক্ষন অনুযায়ী ব্যবহৃত হয়।

♥ডাক্তারের পরার্মশ ছাড়া ঔষধ খাবেন না।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ডি এইচ এম এস, বি এইচ বি (ঢাকা)
রেজিঃ নংঃ ৩৩০৮৭
মাস্টার হোমিও হল, আজিজনগর,
লামা,বান্দরবান।

উচ্চ রক্তচাপের পাশাপাশি নিম্ন রক্তচাপও একটি স্বাস্থ্যগত সমস্যা। শরীরে রক্ত ও পানিশূন্যতা নিম্ন রক্তচাপের অন্যতম কারণ।
26/12/2020

উচ্চ রক্তচাপের পাশাপাশি নিম্ন রক্তচাপও একটি স্বাস্থ্যগত সমস্যা। শরীরে রক্ত ও পানিশূন্যতা নিম্ন রক্তচাপের অন্যতম কারণ।

10/12/2020

🎗️পক্ষাঘাত বা প্যারালাইসিসের হোমিও লক্ষনভিওিক চিকিৎসাঃ

সঠিক হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে পক্ষাঘাত বা প্যারালাইসিস সম্পূর্ণরুপে আরোগ্য সম্ভব।

💊একোনাইট নেপিলাস:
শুষ্ক শীতল বায়ু প্রবাহে কিংবা মরুঝড়ে রক্তাধিক্যতার কারনে পক্ষাঘাত এবং আক্রান্ত স্হান ঠান্ডা অনুভূত হলে এবং আক্রান্ত স্হানে অসারতা ও ঝিণঝিণ অনুভূত হলে সেই রোগীর জন্য দ্রুত একোনাইট নেপিলাস প্রয়োগ জরুরী। একোনাই বিফল হলে কষ্টিকাম প্রযোজ্য হবে।
💊এ্যাসকুলাস গ্লেবরাঃ
পায়ের পক্ষাঘাত এবং সংকোচন ভাব বিদ্যমান থাকে সেই রোগীর ক্ষেত্রে এ্যাসকুলাস গ্লেবরা প্রয়োগ দরকার।
💊এ্যাসকুলাস হিপঃ
হাতের পক্ষাঘাত হাত উঠাইতে পারে না, কোমরে দূর্বলতা ও অবশতার কারণে চলিতে না পারিলে এ্যাসকুলাস হিপ এই রোগীর জন্য খুবই উপকারী ঔষধ।
💊এগারিকাসঃ
নিম্ন-অঙ্গের পক্ষাঘাতসহ বাহুদ্বয়ের ক‌ম্পন; মেরুমজ্জার কোমলতার জন্য হাত পায়ে পক্ষাঘাত।লাম্বার প্রদেশে মেরুমজ্জার রক্তাধিক্যের কারনে প্যারালাইসিস এবং তৎসহ প্যারালাইসিস অংগে তীব্রবেদনা। লাম্বার সেক্রামপ্রদেশে
বেদনা। বসিয়া থাকিলে বেদনা বৃদ্ধি। হাত ও পায়ে ঝিনঝিন বেদনা।একপাশের হাত অপর পাশের পা পক্ষাঘাত হইলে এগারিকাস উপযোগী।
💊এলুমিনাঃ
মেরু মজ্জার বিকার বশতঃ পক্ষাঘাত। পায়ের তলায় অবসতা; রাতে যে রোগী অন্ধকারে হাটতে পারে না; চোখ বন্ধ করিয়া হাটিতে পারে না সেই রোগীর জন্য এলুমিনা উপযোগী।
💊এপিস মেলঃ
ডিপথেরিয়া, টাইফয়েড, মেনিঞ্জাইটিস প্রভৃতি রোগ ভোগের পর পক্ষাঘাত; দেহের একপাশে পক্ষাঘাত; অপর পাশে ক‌ম্পন; দেহের নিচের অংশ নীল ও শীতল। এই লক্ষণ সমষ্টিসহ এপিস মেলের ধাতুগত মিল যে রোগীর মাঝে পাওয়া যাবে সেই রোগীর জন্য এটি গুরুত্বপুর্ণ ঔষধ।
💊আর্জেন্ট নাইট্রিকামঃ
অত্যধিক ক্লান্তি, মদ্যপান অথবা হিষ্টিরিয়া ও ডিপথেরিয়ার কারনে পক্ষাঘাত ও যে সকল রোগীর মাঝে আর্জেন্ট নাইট্রিকামের লক্ষণসমষ্টি বিদ্যমান সেই রেগীর জন্য এটি পরম বন্ধু।
💊আর্নিকা মন্টেনা:
মস্তিষ্ক বা মেরুদন্ডের উপর আঘাত বশতঃ রক্ত বা রসস্রাব জনিত পক্ষাঘাত।ডান পাশের পক্ষঘাত; শীতল ও সিক্ত আবহাওয়ায় বৃদ্ধি। আর্নিকা ব্যবহারে রক্তের ক্লট শোষিত হয়ে রোগ আরোগ্য হয়।
💊আর্সেনিক এলবম:
রোগীর পেশীসমূহ ক্রমাগত শীর্নতা অঙ্গাদির ক্রমাগত কম্পন। রোগী যদি মদ্যপায়ী হয় তার জন্য আরো উপযোগী। হাত পায়ের বেদনা, আক্রান্ত পাশে শুইতে পারে না।আক্রান্ত অঙ্গ চালনায় আরাম। অত্যধিক দূর্বলতা ও অবসতা। ইহা সিসক বিষের প্রতিষেধক। এই রোগ লক্ষণের সাথে আর্সেনিকের ধাতুগত মিল থাকলে আর্সেনিক এলবম অত্যন্ত কার্যকরী ঔষধ।
💊ব্যারাইটা কা্র্বঃ
বৃদ্ধদিগের পক্ষাঘাত; বালকের ন্যায় ব্যবহার করে, কিছু মনে রাখতে পারে না। শিশুর শারীরিক ও মানসিক বর্ধন হয় না, মাথার খুলি আংশিক ভাবে উন্মুক্ত থাকে এবং লালা নির্গত হয়। মস্তিষ্ক ও মেরু মজ্জা দুর্বল। হাত পায়ের কম্পন। মুখের পক্ষাঘাত রোগীর জন্য ব্যারাইটা কার্ব উপযোগী।
💊বেলেডোনাঃ
এপোপ্লেক্সি, মস্তিষ্কের রক্তাধিক্য। দেহের এক পাশে কম্পন। মুখের পক্ষাঘাত। লোকোমোটর এট্রাক্সিয়া রোগীর জন্য বেলেডোনা উপযোগী।
💊ক্যালকেরিয়া কার্বঃ
বার বার পানিতে ভেজা; অতিরিক্ত স্ত্রী সহবাস ইত্যাদি কারনে পক্ষাঘাতের ন্যায় দূর্বলতা। শিশুদের পক্ষাঘাতসহ ক্যালকেরিয়া ধাতুর রোগীর পক্ষাঘাতে জন্য উপযোগী।
💊ক্যানাবিস ইন্ডিকাঃ
পক্ষাঘাতে আক্রান্ত অঙ্গ ঝিনঝিন ভাব; দুই পা ও ডান হাতের কম্পন। মানসিক বিভ্রম; খাওয়ার পরেই বলে সে অনেক সময় হলো আহার করে নাই। স্থান ও সময় নিয়ে ভুল ধারনা। পিঠে বেদনা, বসিয়া থাকিলে বাড়ে এই লক্ষণ সমষ্টিতে ক্যানাবিস ইন্ডিকা উপযোগী।
💊কষ্টিকামঃ
শুষ্ক ও শীতল বায়ুতে একক স্নায়ুর পক্ষাঘাত।চোখের পাতা, জিহ্বা, ঠোটের পক্ষাঘাত; খাইতে ও কথা বলিতে অক্ষম।আক্রান্ত অঙ্গে বেদনা। স্পর্শ অনুভুতি ক্ষমতা ঠিক থাকে। রোগীর পক্ষাঘাত আস্তে আস্তে বাড়ে; স্মৃতি শক্তি কমিয়া যায়। একোনাইট নেপিলাস প্রয়োগের পরে কষ্টিকামের প্রয়োজন হয়।
💊চায়নাঃ
যে রোগীর অত্যধিক রক্ত ও শুক্রক্ষয়ের কারণে পক্ষাঘাত হয় তার জন্য চায়না উপযোগী।
💊কোকুলাস ইন্ডিকাঃ
মুখ কন্ঠ জিহ্বায় পক্ষাঘাত; প্যারাপ্লেক্সিজিয়া, উরুদন্ডে অবসাদ ও বেদনা বোধ এ জন্য চলিতে পারে না। দুই পায়ের অবসতা, দুই হাতের অবসতা, মাথার পিছনে পেশীসমূহের পক্ষাঘাতের মত দুর্বল ও বেদনা। অতিরিক্ত স্রী সহবাসের কারনে পক্ষাঘাত।মাথাঘোরা, দূর্বলতা, মূর্ছার ভাব থাকিলে কোকুলাস ইন্ডিকা উপযোগী।
💊কোনিয়াম মেকুলেটামঃ
পক্ষাঘাত নিচ থেকে শুরু হয়ে উপরের দিকে পরিচালিত হলে সুষুমা শীর্ষ বা মেডেলা আক্রান্ত হলে কোনিয়াম উপযোগী। বৃদ্ধ ও বৃদ্ধাগনের পক্ষাঘাতে উপযোগী। মেরুদন্ডে পক্ষাঘাত অথবা ডিপথেরিয়ার পরে পক্ষাঘাত হলে মাথায় অসারতা অনুভব ও মাথা ঘুরানোর ইতিহাস যে রোগীর মাঝে পাওয়া যাবে সেই রোগীর জন্য কেনিয়াম মেকুলেটাম উপযোগী।
💊কুপ্রম মেটঃ
নিম্ন অঙ্গে পক্ষাঘাত শুরু হয়ে উপরের দিকে ধাবিত হয়। খিচুনির পরে পক্ষাঘাত বুকে রক্তাধিক্যতা, প্রবল হৃৎস্পন্দন, নাড়ী ধীর, ক্ষুদ্র ও ক্ষীণ, চক্ষু মুদ্রিত থাকে।তাকাইলে চক্ষু গোল ঘুরিতে থাকে। রোগীর অনুভূতি ঠিক থাকে। সেই রোগীর জন্য কুপ্রম মেট উপযোগী।
💊ডালকামারাঃ
ঠান্ডা ও স্যাতস্যাতে আবহাওয়া পরিবর্তনের পরিবেশে বসবাসের কারণে মেরুমজ্জা বা স্পাইনাল কর্ড এ রক্তাধিক্যের কারণে জিহ্বার আড়ষ্টতা বোধ ও পক্ষাঘাত কথা বলিতে পারে না। মুত্রস্থলীর পক্ষাঘাত, দূর্গন্ধ ও অত্যধিক শ্লেষ্মাময় মূত্র। হাতে ও পক্ষাঘাত অঙ্গে শীতল অনুভব হলে সেই রোগীর জন্য ডালকামরা উপযোগী। ডালকামরা পরে রাসটক্স প্রয়োজনীয় ঔষধ।
💊জেলসিমিয়াঃ
যে পক্ষাঘাত রোগীর অনুভূতি থাকে ও অনুভূতির প্রবলতা বৃদ্ধি পায় সেই রোগীর জন্য জেলসিমিয়াম উপযোগী।শিশুদিগের পক্ষাঘাত, সমগ্র পেশী গুলির পক্ষাঘাত; হাত ও পায়ের অবশতা ও ভারী বোধ।ইচ্ছা অনুযায়ী ব্যবহার করা যায় না।। চোখের পাতা উঠানো যায় না। কথা বলায় জড়তা আসে। কোন খাদ্য গিলিতে কষ্ট হয়।পায়ের পক্ষাঘাতের কারনে হাটতে টালমাতাল
অবস্থা হয়। হাত নড়াচড়া করতে নড়তে থাকে।লোকোমোটর এট্রাক্সির তীব্রতার সাথে বেদনা থাকে। ডিপথেরিয়ার পরে পক্ষাঘাত হলে জেলসিমিয়াম উপযোগী ঔষধ।
💊হিপার সাল্ফঃ
পারদ বিষ জনিত কারনে পক্ষাঘাত হলে সেই রোগীর জন্য হিপার সাল্ফ উপযোগী ঔষধ।
💊হায়োসিয়ামাসঃ
প্লাজম হবার পর প্যারালাইসিস এজিট্যান্স।বাহু ও হাতের কম্পন। হাত ও পা শীতল। হাতের আঙ্গুল গুলি ছোট মনে হয়। অসারে মলমূত্র ত্যাগ করে। এই লক্ষণ সমষ্টি যে রোগীতে বিদ্যমান তার জন্য হায়োসিয়ামাস উপযোগী।
💊ইগ্নেসিয়াঃ
মানসিক উত্তেজনা বশতঃ পক্ষাঘাত, অতিরিক্ত রাত্রী জাগরনের কারনে নিম্নাঙ্গের পক্ষাঘাত; হিষ্টিরিয়া জনিত পক্ষাঘাত হলে ইগ্নেসিয়া উপযোগী ঔষধ।
💊ল্যাথাইরাসঃ
নিম্নাঙ্গের গতি শক্তির পক্ষাঘাত; স্পর্শ অনুভূতি ঠিক থাকে অথবা বৃদ্ধি পায়। হাটা চলায় টল টলায়মান গতি। এই পক্ষাঘাত রোগীর জন্য ল্যাথাইরাস উপযোগী।
💊লিডাম পালঃ
পা হইতে উপরের দিকে ধাবমান পক্ষাঘাতে লিডাম পাল উপযোগী।
💊ম্যাগনেসিয়া ফসঃ
প্যারালাইসিস এজিট্যান্স, হাত পা এমনকি মাথাও কম্পন হতে থাকলে ম্যাগনেসিয়া ফস উপযোগী।
💊ম্যাঙ্গানামঃ
নিম্ন অঙ্গ হতে পক্ষাঘাত শুরু হয়; দেহ টলমল করে হাটিতে চেষ্টা করিলে দৌড়াইয়া অগ্রসর হয়।হাড়ে বেদনা বোধ করে এই লক্ষণ সমষ্টি যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য ম্যাঙ্গানাম উপযোগী।
💊মার্ক সলঃ
যে রোগীর পক্ষাঘাত হাত হতে শুরু হয়ে নিচের দিকে প্রবাহিত হয় সেই রোগীর জন্য মার্ক সল প্রয়োজন।রোগীর পাদ্বয়ে আড়ষ্টতা দেখা দেয় রোগী নিজে পা নড়াতে না পারলেও অন্যে নড়াইতে পারে। স্পাইনাল মেনিনজাইটিসের পরে পক্ষাঘাত হলে মার্ক সল উপযোগী ঔষধ। যে রোগীর উপরোক্ত লক্ষণ সহ মানসিক ও শারিরীক অবসন্নতা বিদ্যমান তার জন্য মার্কসল উপযোগী ঔষধ।
💊নেট্রাম মিউরঃ
ম্যালেরিয়া জ্বর, ডিপথেরিয়া, অতিরিক্ত স্ত্রী সম্ভোগের কারনে পক্ষাঘাত; অত্যধিক মানসিক অবসাদ, আবেগ, উত্তেজনা বশতঃ পক্ষাঘাত,নিম্নাঙ্গের পক্ষাঘাত। রোগীর মেরুদন্ডে স্পর্শ সহ্যহীন বেদনা । রোগী যদি শক্ত বিছানায় আরাম বোধ করে তবে ন্যাট্রাম মিউর উপযোগী ঔষধ।
💊নাক্স ভম:
এপোপ্লেক্সিজিয়া, ডিপথেরিয়া, অতিরিক্ত মদ্যপান, স্ত্রী সঙ্গম অথবা আর্সেনিক বিষজনিত নিম্নাঙ্গের পক্ষাঘাত। যে রোগী অলস তার জন্য নাক্স ভম উপযোগী।পক্ষাঘাত গ্রস্থ অঙ্গ শীতল অসাড় ও শীর্ণ। অসম্পূর্ণ পক্ষাঘাত গতি শক্তি সম্পূর্ণ শেষ হয় না। কিন্তু আক্রান্ত অঙ্গ নড়াইতে গেলে কম্পন শুরু হয়। হাটার সময় পা টানিয়া নিতে হয়। পা উঠাইতে পারে না।মদ্যপায়ীদের হাতের কম্পসহ পক্ষাঘাত রোগীর জন্য নাক্স ভম উপযোগী ঔষধ।
💊ওপিয়ামঃ
এপোপ্লেক্সির পর পক্ষাঘাতসহ স্পর্শ অনুভুতি লোপ। বৃদ্ধ ও
মদ্যপায়ী দের পক্ষাঘাত; যে রোগী নাক ডাকে ও চক্ষু অর্ধেক খোলা রাখে সেই রোগীর জন্য ওপিয়াম উপযোগী।
💊এসিড অক্জালিকঃ
মেরুমজ্জার ও মেরুদন্ডের নিচের দিকে তীব্র বেদনা, নিচের দিকে ধাবিত হয়।রোগীর শ্বাসকষ্টসহ আড়ষ্টতা বিদ্যমান থাকলে উপযোগী।
💊ফসফরাসঃ
মস্তিষ্ক ক্ষয়, স্পাইনাল হাইপার ট্রফিক প্যারালাইসিস। অতিরিক্ত স্ত্রী সঙ্গম, টাইফয়েড জ্বরবশতঃ সন্তান প্রসবের পরে পক্ষাঘাত। প্রায়ই মেরুদন্ডে অসহ্য বেদনা।আক্রান্ত পেশীসমূহের সংকোচন। আক্রান্ত অঙ্গের অত্যধিক উত্তাপ বোধ কিন্তু স্পর্শ অনুভূতি লোপ পায়।
💊ফাইজোষ্টিগমাঃ
প্যারালাইসিস এজিট্যান্স।বুদ্ধিবৃত্তি অটুট থাকে।খাল ধরার ন্যায় বেদনা থাকে।ঘুমের মাঝে হাত পা কাপিয়া উঠে। যে পক্ষাঘাত রোগীর মাথার পিছন দিক হতে মেরুদন্ড বাহিয়া পা পর্যন্ত ছড়াইয়া যায়, রোগী অবসতা ও দুর্বলতা বোধ করলে ফাইজোষ্টিগমা উপযোগী ঔষধ।
💊প্লামবাম মেটঃ
প্রগ্রেসিভ মাসকিউলার এট্রফি। আক্রান্ত স্থানে বেদনা এবং তৎসহ পাকাশয়ের বেদনা পর্যায়ক্রমে আসে। আক্রান্ত হওয়ার আগে অঙ্গ প্রত্যঙ্গের কম্পন শুরু হয়।ডান অঙ্গের হেমিপ্রেক্সিজিয়া। জিহ্বা, স্বরযন্ত্র, ও হাতের কব্জির পক্ষাঘাত। আক্রান্ত অঙ্গ শীর্ণ হয়। হাত ও পা শীতল বোধ হয়। ঘর্ম কখনও হয়না ও দুর্দমনীয় কোষ্টবদ্ধতা যে রোগীর মাঝে পাওয়া যাবে তার জন্য প্লাম্বাম মেট উপযোগী।

পক্ষাঘাত একটি জটিল রোগ। তাই একজন দক্ষ হোমিও চিকিৎসকের শরণাপন্ন হয়ে আপনার সমস্যার চিকিৎসা নিন।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ডি এইচ এম এস, বি এইচ বি (ঢাকা)
রেজিঃ নংঃ ৩৩০৮৭
মোবাইলঃ ০১৭১৬০৮৬৩৫৯
মাস্টার হোমিও হল, আজিজনগর,
লামা, বান্দরবান।

বিঃদ্রঃ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর ব্যবস্থা রয়েছে।

28/11/2020

স্তনদুগ্ধ বৃদ্ধি করার হোমিওপ্যাথি লক্ষণভিওিক চিকিৎসাঃ

যে-সব নারী শিশুকে বুকের দুধ খাওয়ান, তাদের বুকে যথেষ্ট দুধ উৎপন্ন না হলে অনেক সময় শিশুদের জীবন নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। এজন্য ঔষধের পাশাপাশি দুধ, কলা, মিষ্টি, গুড়া মাছ প্রভৃতি খাবারও যথেষ্ট পরিমাণে খাওয়া উচিত।

Urtica urens : আর্টিকা ইউরেন্স ঔষধটি বুকের দুধ বৃদ্ধির জন্য একটি অসাধারণ ঔষধ।

Ricinus communis : স্তনে দুধের উৎপাদন বৃদ্ধিতে রিসিনাস ঔষধটি শ্রেষ্টত্বের দাবীদার। এটি এমনকি কুমারী এবং বিধবাদের স্তনেও দুধ আনতে পারে।

Pulsatilla pratensis : পালসেটিলা ঔষধটিও অধিকাংশ ক্ষেত্রে বুকের দুধ বৃদ্ধি করতে পারে। ঠান্ডা মেজাজী এবং কথায় কথায় চোখ দিয়ে পানি ঝরে এমন মেয়েদের ওপর এটি বেশী কাজ করে।

পক্ষান্তরে স্তনদুগ্ধ হ্রাস করতে বা শুকিয়ে ফেলতে Chionanthus virginica, Fragaria vesca, Lac Caninum ঔষধগুলোর যে-কোন একটি (২০০ শক্তিতে)রোজ তিনবেলা করে কিছুদিন খান।

সতর্কতাঃ ঔষধ সবচেয়ে নিম্নশক্তিতে অর্থাৎ মাদার টিংচার (Q) শক্তিতে খাবেন। অন্যকোন উচ্চতর শক্তিতে খাবেন না। অন্যথায় দুধের উৎপাদন বৃদ্ধি না পেয়ে বরং আরো কমে যাবে।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ডি এইচ এম এস, বি এইচ বি (ঢাকা)
রেজিঃ নংঃ ৩৩০৮৭
মাস্টার হোমিও হল, আজিজনগর,
লামা, বান্দরবান।

মনোরোগ বা মানসিক রোগের লক্ষনভিওিক হোমিওপ্যাথি চিকিৎসাঃ মানসিক রোগ বলতে আমরা সাধারনত মস্তিষ্কের বিকার ঘটে অদ্ভুত আচরণ করা...
27/11/2020

মনোরোগ বা মানসিক রোগের লক্ষনভিওিক হোমিওপ্যাথি চিকিৎসাঃ

মানসিক রোগ বলতে আমরা সাধারনত মস্তিষ্কের বিকার ঘটে অদ্ভুত আচরণ করাকে ধরে নেই, যদিও এটি আসলে মানসিক রোগের ছোট একটি অংশ।

# একোনাইট নেপিলাসঃ
তরুন উন্মাদনায়, অত্যধিক অস্হিরতা, মৃত্যুভয়, উৎকন্ঠা, উগ্র মেজাজের সহিত পাগলামিতে ইহা উৎকৃষ্ঠ ঔষধ।

# লাইসিন বা হাইড্রোফোবিনামঃ
উন্মাদ রোগের এটি একটি শ্রেষ্ঠ ঔষধ। অনিদ্রা, জলাতঙ্ক, কামউন্মত্ততা, কামরাইবার ইচ্ছা, রোগী যদি লবনপ্রিয় ও লাইসিনের লক্ষণ বিশিষ্ট উন্মাদ রোগীর জন্য উপযোগী।

# হায়োসিয়ামাসঃ
ভয়, হিংসা বা প্রেমে নিরাশ হয়ে উন্মাদ হলে উপযোগী। অশ্লীল ভাষায় গান করে উলঙ্গ হয়ে লিঙ্গ দেখায়, পরনের কাপড় ফেলে দেয়, অত্যন্ত সন্দেহ, সকলকে অবিশ্বাস করে, মনে করে তাহাকে কেহ বিষ খাওয়াইয়া মারিতে চায়। মাঝে মাঝে ভাল মানুষের মত চলে। তন্দ্রাচ্ছন্ন ভাবে প্রলাপ বকে, বিছানার উপর বসিয়া দোল খাইতে থাকে। বাড়িতে থাকিয়াই বলতে থাকে বাড়ি যাব। প্রলাপকালে দৈনিক কর্মের আলোচনা করে, কাজকর্ম বা ব্যবসা বানিজ্যের বিপর্যয়বশত উন্মাদে হায়োসিয়ামাস কার্যকর।

# বেলেডোনাঃ
রক্ত প্রধান ধাতুর রোগী, চোখমুখ রক্ত বর্ণ, আলোক ভীতি, রক্ত চক্ষু, ভীষণ ক্রুদ্ধ, নানা প্রকার মজার মজার বিষয়ে কল্পনা করে, রোগী কামড়াতে চায়, লাঠি দিয়ে আঘাত করতে চায়, ভুতপ্রেত, পোকামাকর দেখে সেই রোগীর জন্য বেলেডোনা উপযোগী।

# রাউলফিয়াঃ
সর্ব প্রকার উন্মাদ রোগের শ্রেষ্ঠ ঔষধ।অনিদ্রা, মস্তিস্কে রক্ত সঞ্চয়, উচ্চ রক্তচাপ ইত্যাদি লক্ষণে রাউলফিয়া উপযোগী।

# নাক্স ভূমিকাঃ
মদ, গাজা, আফিম, ভাং কোন প্রকার নেশা জাতীয় পান করিয়া উন্মাদ।অসংলগ্ন কথা বলে, হাসে কাদে, নাচে, মাঝে মাঝে উলঙ্গ হয়ে যায়। নেশাখোর উন্মাদ রোগীর জন্য নাক্স ভূমিকা অব্যার্থ।

# স্ট্র্যামোনিয়ামঃ
চর্মরোগ চাপা পড়ে,প্রসবের পরে উন্মাদ হলে। রোগী মারতে যায়, গালাগালি করে, এদিক ওদিক দৌড়াতে থাকে, যাহাকে সামনে পায় তাকেই মারতে চায়, ফুর্তি করিয়া নাচতে থাতে, অসংলগ্ন কথা বলতে থাকে, একেলা থাকিতে ভয়পায়, লোক সঙ্গ পেতে চায়।

# এনাকার্ডিয়াম অরিঃ
শারীরিক বা মানসিক ব্যাধির সাথে যদি সবাইকে সন্দেহ করার প্রবনতা, স্মরণশক্তি হ্রাস পায়, হিংসুটে ভাব, অযথা অভিসমপাত এবং মিথ্যা কসম খাওয়া, হাঁটার সময় মনে হয় কেউ তাকে অনুসরণ করছে, এখনই ভয়ঙ্কর কিছু একটা ঘটবে এমন ভয়, নিজের বা অন্যের উপর আস্থার অভাব ইত্যাদি লক্ষণে এনাকার্ডিয়াম যাদুর ন্যায় কাজ করে।

# ল্যাকেসিসঃ
কোন মানসিক রোগী যদি ধর্মীয় কথাবার্তা বেশী বলে। হিংসুটে হয়, অর্থাৎ রোগীর কথা-বার্তায় যদি অন্যদের প্রতি হিংসা প্রকাশ পায়।ঈর্ষার কারণে উন্মাদ হলেও ল্যাকেসিস উপযোগী।

# প্লাটিনাম মেটঃ
অহংকারী সুন্দরী নারী,নিজেকে খুব বড় মনে করে,নিজেকে ব্যতীত সবকিছু তুচ্ছ মনে করে, সাংঘাতিক রকমের যৌনউন্মাদ, ঘনঘন পুরুষ সঙ্গী পাল্টায়, কেউ কেউ দৈনিক বিশ-পঞ্চাশবার যৌনকর্ম করে ইত্যাদি লক্ষণের উন্মাদ রোগীর জন্য প্লাটিনাম মেট উপযোগী।

# ট্যারেন্টুলা হিসঃ
চরম মাত্রায় অস্থিরতা, সর্বদা একটা না একটা কিছু করতেই হয়, নড়াচড়া ছাড়া থাকতে পারে না, এমনকি রোগীকে যদি দড়ি দিয়ে টাইট করে বেধেও রাখে তথাপি সে একটি আঙ্গুল হলেও নাড়াতে থাকলে, অপ্রয়োজনে চুরি করার স্বভাব ইত্যাদি লক্ষণে ট্যারেন্টুলা হিস উপযোগী।

# সালফারঃ
নোংরা বা অপরিচ্ছন্ন স্বভাবের জন্য সালফার উপযোগী। রাস্তাঘাটে অনেক পাগল দেখা যায়, যারা এতো নোংরা ভাবে থাকে যে, মনে হবে একটি চলমান ডাস্টবিন। এদেরকে যদি একমাত্রা সালফার খাওয়ানো যায়, দেখা যাবে এদের পাগলামীও ভালো হয়ে গেছে এবং পরিস্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবে। চর্মরোগ চাপা পরে উন্মাদ হলে সালফার উপযোগী।

# এগারিকাসঃ
সারাক্ষন মাথাঘুরানি, শরীরের বিভিন্ন পেশীতে কম্পন এবং ঝাকুঁনি, ছড়া কবিতা বানিয়ে বলতে থাকে, শিশুদের মতো ছেলেমানুষি আচরণ, সামনে যাকে পায় চুম্পন করে, রাক্ষুসে ক্ষুধা, ভালো মতো না চিবিয়েই খেয়ে ফেলে, মাথা ঘোরাতে থাকে, পিছনের দিকে পরে যাওয়ার প্রবনতা, বজ্রপাতের সময় রোগের মাত্রা বেড়ে যায়, পায়ের বুড়ো আঙ্গুলে ফুলা, ঠান্ডা বাতাসে হাঁটলে রোগের মাত্রা বেড়ে যায় ইত্যাদি লক্ষন থাকলে এগারিকাস উপযোগী।

উপসংহারঃ
উন্মাদ একটি মানসিক রোগ তাই মানসিক লক্ষন বিবেচনায় ঔষধ নির্বাচন বিধেয়। মানসিক উত্তেজক কারণ, পরিপোষক কারণ বিবেচনা করে ঔষধ নির্বাচন করতে হয়। তাই একজন দক্ষ হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিবেন।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ডি এইচ এম এস, বি এইচ বি (ঢাকা)
রেজিঃ নংঃ ৩৩০৮৭
আজিজনগর, লামা,বান্দরবান।
মোবাঃ ০১৭১৬০৮৬৩৫৯.

24/11/2020

⭕ #দাদের হোমিওপ্যাথি লক্ষনভিওিক চিকিৎসাঃ

✅ #ব্যারাইটা_কার্ব

গন্ডমালা ধাতুগ্রস্হ শিশুর মাথায় দাদ হলে এবং মাথার চুল ঝড়ে পরলে ব্যাবাইটা কার্ব উপযোগী ।

✅ #ক্যালকেরিয়া_কার্ব

স্ক্রুফুলা ধাতুগ্রস্হ মোটা থলথলে যে কোন রোগীর মাথায় দাদ হলে, মোটা মামড়ী পড়লে, হলুদাভ পুজ জন্মিলে তবে এই ঔষধটি উপযোগী।

✅ #নেট্রাম_কার্ব

হাতে, পিঠে, নাক-মুখে, ঠোটে দাদ হলে ভীষণ চুলকানী, ঘর্ষনে ও ঠান্ডায় আরাম বোধ হলে উপযোগী ।

✅ #নেট্রাম_মিউর

কনুই, জানু, অন্ডকোষ ও উরুতে দাদ ভয়ানক চুলকানী, রসঝড়ে, লবন প্রিয় রোগীর জন্য অত্যন্ত কার্যকরী।

✅ #সিপিয়া

কনুই, জানু, হাত-পা, গ্রীবা, কানের পাশে, কোমড়ে দাদ, অত্যন্ত চুলকানী, জ্বালা, আইশ উঠে, গর্ভাবস্হায়, ঋতুকালে, শিশু লালন কালে বৃদ্ধি হলে সিপিয়া উপযোগী।

✅ #টেলুরিয়াম

সর্ব-শরীরে দাদ হলে, একটি বৃত্তকে ছেদ করে আরেকটি বৃত্ত তৈরী হলে এভাবে সমস্ত শরীর ছড়িয়ে পড়লে এটি অত্যন্ত কার্য্করী।

✅ #গ্রাফাইটিস

মোটা দেহ মোটা মল রস ঝড়ে এরুপ রোগীর দাদে গ্রাফাইটিস উপযোগী। দাদ কানের পশ্চাতে শুরু হইয়া গলা পর্যন্ত ছড়াইয়া পরে। দাদ হতে প্রচুর চটচটে রস ঝড়ে। মধুর মত রস ঝড়ে। অত্যধিক চুলকায়, জ্বলে। দাদ কান মাথা, হাত পায়ে ছড়াইয়া পরে, চামড়া ফেটে যায়। ক্ষত স্হানে কোন বেদনা থাকে না। এইরুপ দাদে গ্রাফাইটিস উপযোগী।

✅ #পেট্রোলিয়াম

মুখে, মাথায়, অন্ডকোষে হলুদাভ সবুজ মামড়ী যুক্ত দাদ ও গভীর ফাটলযুক্ত একজিমা প্রতি বছর শীতকালে আবির্ভাব হয় এরুপ দাদে পেট্রোলিয়াম উপযোগী।

✅ #মেজেরিয়াম

মাথা হতে সকল স্হানেই দাদ প্রকাশ পাইতে পারে এবং ক্ষতের উপর শুষ্ক চামড়ার ন্যায় মোটা মামড়ী পড়ে। এর নিচে পুজ জন্মে। মাথায় ভয়ানক চুলকানী চুল জড়িয়া যায়। চুলকাইলে চুলকানি আরো বাড়ে। শিশু চুলকাইয়া মাথার চামড়া রক্তাক্ত করে। তাপে চুলকানী বাড়ে। এই রোগীর জন্য মেজেরিয়াম প্রয়োজন।

✅ #আর্সেনিক_এলবম

মস্তক, মুখমন্ডল, পায়ে, শুস্ক আইশযুক্ত উদ্ভেদ, হাজাকারক ও দুর্গন্ধ যুক্ত রসসহ অসহ্য চুলকানি ও জ্বালা। রাতে ঠান্ডায় বৃদ্ধি গরম তাপে আরাম। যে রোগীর ধাতুগত আর্সেনিকের মিল পাবেন তার দাদে অত্যন্ত কার্যকর।

✅✅ #দাদ বা রিংওয়ার্ম প্রতিরোধে করণীয়:

* ক্ষতস্থান শুকনো রাখার চেষ্টা করুন।

* দাদ সংক্রমণ হলে সেই স্থানে যতটা সম্ভব তেল-সাবান না লাগানো ভালো।

* সংক্রমণের জায়গাটা যতটা সম্ভব খোলা রাখতে হবে এবং গেঞ্জি, মোজা, আণ্ডারওয়্যার প্রতিদিন পরিষ্কার করতে হবে।

✅এটি ছোঁয়াচে রোগ, তাই পরিবারে একজনের হলে তার কাপড় চোপড় আলাদা করে ফেলুন এবং ব্যবহার্য জিনিসপত্র নিয়মিত পরিষ্কার করুন।

বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
ডি এইচ এম এস, বি এইচ বি ( ঢাকা)
রেজিঃ নংঃ ৩৩০৮৭
মাস্টার হোমিও হল, আজিজনগর,
লামা, বান্দরবান।
মোবাঃ ০১৭১৬০৮৬৩৫৯

একক লক্ষনের ভিওিতে হোমিওপ্যাথি চিকিৎসাঃ
24/11/2020

একক লক্ষনের ভিওিতে হোমিওপ্যাথি চিকিৎসাঃ

অনুসরণ করুন,                           সুস্থ থাকুন।
10/11/2020

অনুসরণ করুন,
সুস্থ থাকুন।

নাসিকার রক্ত স্রাব বা নাক দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসাঃনাসিকার রক্তস্রাব যদিও বড় কোনো অসুখ নয় তবু দীর্ঘ দিন রক্তস্রাবে...
09/11/2020

নাসিকার রক্ত স্রাব বা নাক দিয়ে রক্ত পড়ার হোমিও চিকিৎসাঃ

নাসিকার রক্তস্রাব যদিও বড় কোনো অসুখ নয় তবু দীর্ঘ দিন রক্তস্রাবে জটিল আকার ধারণ করতে পারে।

রক্তস্রাবের পূর্বে মূখ মন্ডল রক্তিম, নাড়ির গতি দ্রুত, দৃষ্টি শক্তি ক্ষীণ, নাক চুলকানি ইত্যাদি লক্ষণ প্রকাশ পায়।

নাসিকার রক্তস্রাবের কারণ :
* আঘাত লাগা,
* মস্তিষ্কের রক্ত সঞ্চয়,
* ঋতুস্রাব বন্ধ থাকা,
* অর্শের স্রাব বন্ধ থাকা,
* অতিরিক্ত পরিশ্রম ইত্যাদি কারনে নাসিকার রক্তস্রাব দেখা দিতে পারে।

* Arnica Mont : নাক মুখ মাথাসহ শরীরের যে কোন স্থানের আঘাত জনিত কারণে রক্তক্ষরণে Arnica Mont মন্ত্রের মতো কাজ করে।

* Sulpher : নাক দিয়ে রক্ত পড়ে, নাক ফোলে, নাসিকার মধ্যে শক্ত পিচুটি পড়ে, নাকের ডগা লাল হয়ে যায় ইত্যাদি লক্ষণে sulpher উওম কাজ করে।

* Millifolium : নাসিকার ব্যাথা বেদনাহীন লাল টকটকে রক্ত স্রাবে millifolium অব্যার্থ ফল প্রদান করে।

* Calcarea carb : মোটা থলথলে রোগীদের নাসিকার রক্ত স্রাবে calcarea carb খুব ভালো কাজ করে।

* Amon carb : সকল বেলা মুখ ধৌত করার সময় নাক দিয়ে রক্ত বের হলে Amon carb উওম ঔষধ।

* পরামর্শ :
* নিয়মিত ব্যায়াম করা,
" পুষ্টিকর খাবার গ্রহণ করা,
* নিয়মিত ঘুমের অভ্যাস,
* বেশি বেশি পানি পান করা,
* স্বাস্থ্য বিধি পালন করলে এই রোগ হতে নিরাপদ থাকা যায়।

** নাসিকা মানব দেহের গুরুত্বপূর্ণ অংশ, তাই এর যে কোন রোগের ক্ষেত্রে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করা প্রয়োজন।

***বিঃদ্রঃ চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া কোন ওষুধ গ্রহণ করবেন না।

****যে কোন সমস্যার জন্য যোগাযোগ করুন****

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন
হোমিওপ্যাথিক মেডিসিন এ্যান্ড সার্জারি
ডি.এইস.এম.এস,( বি. এইচ. বি) ঢাকা।
মাস্টার হোমিও হল,আজিজনগর,
লামা, বান্দরবান।
মোবাঃ ০১৭১৬০৮৬৩৫৯
একটি আধুনিক হোমিওপ্যাথিক চিকিৎসা কেন্দ্র,,,
হোমিও চিকিৎসা নিন,,সুস্থ্য থাকুন।

কৃমির নিরাপদ ও কার্যকরী হোমিওপ্যাথি ঔষধঃTeucrium Marum verum : গুড়া ক্রিমি বা সুতা ক্রিমির সবচেয়ে ভালো এবং নিরাপদ ঔষধ হল...
08/11/2020

কৃমির নিরাপদ ও কার্যকরী হোমিওপ্যাথি ঔষধঃ

Teucrium Marum verum : গুড়া ক্রিমি বা সুতা ক্রিমির সবচেয়ে ভালো এবং নিরাপদ ঔষধ হলো টিউক্রিয়াম। পায়খানার রাস্তায় ভীষণ চুলকানি থাকে।

Spigelia anthelmia :এটি সব ধরনের কৃমি, এমনকি ফিতাকৃমি পযর্ন্ত নিমূর্ল করতে পারে। অবশ্য কৃমির সমস্যা ছাড়াও হোমিওপ্যাথিতে এটি আরও অনেক রোগ নিরাময়ে ব্যবহৃত হয়। তার মধ্যে একটি বড় রোগ হলো মাইগ্রেন বা অর্ধেক মাথা ব্যথা।

Sabadilla officinarum : স্যাবাডিলাকে বলা যায় ক্রিমির সবচেয়ে উৎকৃষ্ট একটি ঔষধ। স্যাবাডিলা ঔষধটি ছোট মেয়ে শিশুদের খাওয়ানো উচিত নয়।

Natrum Phosphoricum : নেট্রাম ফস শিশুদের কৃমির জন্য সেরা ঔষধগুলোর অন্যতম। পাশাপাশি এটি শিশুদের অজীর্ণ, বদহজম, এলার্জি, চুলকানি, পেটে ব্যথা, সর্দি, চোখ ওঠা ইত্যাদি সমস্যার জন্যও একটি সেরা ঔষধ। এটি শিশুদের জন্য একটি ভিটামিন হিসেবেও কাজ করে থাকে। (এই ঔষধটিও ছোট মেয়ে শিশুদের খাওয়ানো উচিত নয়।)

Cina : বদমেজাজী শিশুদের ক্রিমির সমস্যায় সিনা একটি শ্রেষ্ট ঔষধ। শিশুরা আঙুল দিয়ে নাক খোচাতে থাকে এবং ঘুমের মধ্যে দাঁত কটমট করে।

Santoninum : সেন্টোনিনাম গুড়া ক্রিমি এবং সুতা ক্রিমির সবচেয়ে বেশী ব্যবহৃত ঔষধ।

Caladium seguinum : গুড়া ক্রিমি ছোট মেয়েদের যৌনাঙ্গে ঢুকে উৎপাত সৃষ্টি করলে ক্যালাডিয়াম খাওয়াতে ভুলবেন না।

Indigo : ইন্ডিগো কৃমির উৎপাতের ক্ষেত্রে একটি ভালো ঔষধ। কৃমির কারণে মৃগীর আক্রমণ, খিচুঁনি অথবা জ্বর হলে ইন্ডিগো ব্যবহার করতে পারেন।

Carcinosinum : যাদের ঘনঘন কৃমি হয় অর্থাৎ যাদের কৃমির সমস্যা খুব বেশী, তাদের কৃমি প্রবনতা দূর করার জন্য কার্সিনোসিন পনের দিনে একমাত্রা করে চার বার খান। ক্যান্সারের ঔষধ কার্সিনোসিনে যেহেতু কৃমি নিরাময় হয়, সেহেতু বলা যায় মাত্রাতিরিক্ত কৃমির উৎপাত ক্যান্সারের একটি পূর্ব লক্ষণ।

Calcarea Carbonica : মোটা থলথলে শারীরিক গঠন, পা সব সময় ঠান্ডা থাকে, শিশুকালে দাঁত উঠতে বা হাঁটা শিখতে দেরী হয় থাকে, শরীরের চাইতে পেট বেশী মোটা, মাথার ঘামে বালিশ ভিজে যায়, এসব লক্ষন থাকলে ক্যালকেরিয়া কার্ব উপযোগী।

Sulphur : সালফার একটি বহুমুখী ক্ষমতা সম্পন্ন ঔষধ। গোসল করা অপছন্দ করে, গরম লাগে বেশী, শরীরে চুলকানী বেশী,পায়ের তালু-মাথার তালুতে জ্বালাপোড়া, মাথা গরম কিন্তু পা ঠান্ডা, পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে কোন খেয়াল নাই ইত্যাদি লক্ষণ থাকলে রোগীকে সালফার খাওয়াতে পারেন।

Terebinthina : টেরিবিনথিনা ক্রিমির একটি সেরা ঔষধ। পাশাপাশি এটি সর্দি, গ্যাসট্রিক আলসার এবং লো প্রেসারেরও চিকিৎসায় সফলতার সাথে ব্যবহৃত হয়।

বিঃদ্রঃ ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন করবেন না।

ডাঃ মোহাম্মদ আলাউদ্দিন।
রেজিঃনংঃ ৩৩০৮৭
মোবাঃ ০১৭১৬০৮৬৩৫৯
মাস্টার হোমিও হল, আজিজনগর,
লামা, বান্দরবান।

Address

ভাইয়া সুপার মার্কেট, গজালিয়া সড়ক, আজিজনগর
Bandarban
4641

Telephone

+8801878757899

Website

Alerts

Be the first to know and let us send you an email when Online HomeoPathic And Organic Treatment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Online HomeoPathic And Organic Treatment:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram