বীর নারী

বীর নারী আমি অবহেলার কেহ না আমাকে নারী না ভেবে মানুষ ভাবুন ভাল সব সময় ভাল

একাকি কখনো বাস করা যায় না,
13/07/2024

একাকি কখনো বাস করা যায় না,

সব পোকা খারাপ হয় না,  কিছু পোকা উপোকারী হয়, তমনি সব মানুষ খারাপ হয় না কিছু ইশ্বর এর পতিনিধি হয়♥️😍
13/07/2024

সব পোকা খারাপ হয় না, কিছু পোকা উপোকারী হয়, তমনি সব মানুষ খারাপ হয় না কিছু ইশ্বর এর পতিনিধি হয়♥️😍

08/07/2024

কোটা
বাপের কোটায় ছেলে খাবে,
ছেলের কোটায় নাতি।
নাতির কোটায় পুতি খাবে,
উপোস থাকুক জাতি!! 🥲🥲🤔🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥲

08/07/2024

তুমি চলে যাওয়ার পর এই
ছোট্ট জীবনটাও কত দীর্ঘ লাগে!
আমাকে দীর্ঘায়ু করে যাওয়ার বিনিময়ে
বিধাতা তোমাকে অমরত্ব দিক।
আশীর্বাদ নাও, কুসুম,
তোমার বিরহের চামড়ায় কখনো ভাঁজ না পড়ুক। 🤩🤩🤣🤣

jokon boipori
24/06/2024

jokon boipori

১৯৭২ সালের ফ্রেবুয়ারি মাসে যশোর পৌরপার্কে।
23/06/2024

১৯৭২ সালের ফ্রেবুয়ারি মাসে যশোর পৌরপার্কে।

    -স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছিস্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার করবো না।" স...
23/06/2024


-স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসেছি
স্বামীর সঙ্গে ঝগড়া করে বাপের বাড়িতে এসে বলেছিলাম, "তোমার সংসার করবো না।" স্বামী তখন নির্বাক হয়ে শুধু চেয়ে ছিল।
বাড়িতে পৌঁছাতেই ভাইয়া প্রশ্ন করল, "কী ব্যাপার আয়েশা, তুই হঠাৎ বাড়িতে?"
"কেন, আমি কি আসতে পারি না? নাকি আসা নিষেধ?"
"না, তা বলিনি। তুই তো সাধারণত আসার আগে জানিয়ে আসিস। আজ বলিসনি তাই জিজ্ঞেস করলাম।"
"ওহ, আচ্ছা, আমি একটু বিশ্রাম নিচ্ছি।"
ভাইয়া তখন বলল, "ঠিক আছে, তুই বিশ্রাম কর, আমি বাজার থেকে কিছু নিয়ে আসি।"
এমন মুহূর্তে ভাবি বলে উঠল, "বাহ, দরদ দেখি উতলে পড়ছে বোনের জন্য! আমার বাবা-মা এলে বাজারে যাওয়ার নাম গন্ধ থাকে না। আর বোন বাড়িতে আসতেই বাজারে চলে যাচ্ছে। বলছি, পকেটে টাকা আছে তো? নাকি বাচ্চার স্কুলের টাকা নিয়ে যাচ্ছ?"
ভাবির এমন কথায় ভাইয়া বলল, "আরে, এমন করে বলছ কেন বুঝলাম না।"
"তোমাকে বাজারে যেতে হবে না। বাসায় যা আছে আয়েশাও সেটাই খাবে। ওই টাকাটা নষ্ট করো না।"
ভাবির মুখে এসব কথা শুনে আমি কিছু বলব কি ভেবে পাচ্ছিলাম না। পৃথিবীতে এই ভাইটি ছাড়া আর কেউ নেই আমার। বাবা-মা অনেক আগেই মারা গেছেন।
"ভাইয়া, থাক, বাজারে যেও না। আমি থাকার জন্য আসিনি। এই দিকে যাচ্ছিলাম তাই ভাবলাম তোমাদের দেখে যাই। এখন তো দেখা হলো, আমি চলে যাচ্ছি।"
"মানে এখনই যাবি?"
"হ্যাঁ ভাইয়া, এখনই যেতে হবে। আচ্ছা ভাবি, ভালো থাকবেন। সময় পেলে আমার বাড়িতে আসবেন ঘুরতে।"
"আচ্ছা।"
এরপর আর একটি কথাও না বলে সোজা স্বামীর বাড়িতে চলে এলাম। স্বামী আমাকে দেখে মিটমিট করে হাসছে।
"হাসার কিছু নেই। ভালোবাসি বলেই ফিরে এসেছি।"
"হ্যাঁ জানি, শোন, তুমি রান্না বসাও, আমি বাজার থেকে কেনাকাটা করে আসছি।"
আসলেই, বিয়ের পরে যদি সুখের কোনো স্থান থাকে, সেটা স্বামীর বাড়ি। স্বামীর বাড়ি থেকে ঝগড়া করে একবার নিজের বাবার বাড়িতে যান, বাস্তবতা বুঝবেন। কে আপন আর কে পর, তা স্পষ্ট হয়ে যায়

07/06/2024

জীবন্ত লাশ!
আচ্ছা খুনিরা কি জীবন্ত লাশদের আত্মচিৎকার শুনতে পায় না।

যদি ফিরে না আশি দোষ দিওনাখারাপ পাখি বলোনা ️চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি স্বপ্ন ছিল বাড়ি ফেরা.🥲
07/06/2024

যদি ফিরে না আশি দোষ দিওনা
খারাপ পাখি বলোনা ️
চেষ্টা করেছি ব্যর্থ হয়েছি স্বপ্ন ছিল বাড়ি ফেরা.🥲

আমার দাদা মারা গেছে প্রায় তিন বছর,মাঝে মধ্যে মনে পড়ে। বাবা ও হয়তো মনে করে বাট কতটা ঠিক জানি না।আমার ছেলে তাকে মনেই করবে ...
07/06/2024

আমার দাদা মারা গেছে প্রায় তিন বছর,মাঝে মধ্যে মনে পড়ে। বাবা ও হয়তো মনে করে বাট কতটা ঠিক জানি না।আমার ছেলে তাকে মনেই করবে না কারণ ও তখন ওর মায়ের কোলে ছিল। আমি মারা গেলেও হয়তো আমার ছেলে কিছুটা মনে করবে। তার কিছু দিন পর সবাই ভুলে যাবে।বাট আমার দাদাকে দেখছি তিনি সারা বছর কাজ করতেন,অনেক কস্ট করে জমিজমা করেছেন কারণ তিনি পেশায় ছিলেন কৃষক। তার রেখে যাওয়া জমিজমা সবাই ভোগ করবে বাট এমন মানুষেরা যারা তাকে চিনেও না।এটাই দুনিয়া, এটাই বাস্তবতা।🥲

07/06/2024

অহংকার নিয়া চলাফিরা করি যার অস্থিত্ব এক নিমিষে চুরমার হয়ে যাবে,
কত শত চলে গেছে আর আমরাও এই পথের যাত্রী।

07/06/2024

Address

Bangla Daspara

Telephone

+8801922586758

Website

Alerts

Be the first to know and let us send you an email when বীর নারী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to বীর নারী:

Share