17/12/2024
হবিগঞ্জ জেলায় একমাত্র আমরাই হিজামা ট্রেনিং দিচ্ছি।
৫ম ব্যাচে পুরুষ/মহিলা ভর্তি চলছে,,,,,,,
--------------------------------------------------------------------
✅ হিজামা /কাপিং থেরাপি শিখতে পারেন এখন আপনার কাছের শহরে, হাতের নাগালের প্রতিষ্ঠানেই।
👉 আসন সংখ্যা খুবই সীমিত।
♦️ হিজামা স্পেশালিষ্টের তত্বাবধানে ৫ দিন ব্যাপী বেসিক লেভেল হিজামা ট্রেনিং কোর্স।
♦️ ট্রেনিং ফি : ৫,০০০/-
♦️ ট্রেনিংয়ের তারিখ: ২১,২২,২৩,২৪,২৫ ডিসেম্বর ২০২৪ ইং
♦️ সময়: সকাল ৯ টা - বিকাল ৪ টা
♦️ স্থান: হিজামা সেন্টার বানিয়াচং।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ভর্তি রেজিস্ট্রেশন এর নিয়ম:
✅ প্রথম ধাপ:
ভর্তি কনফার্ম করতে ২০ /১২ / ২০২৪ ইং রাত
৮ টার মধ্যে ০১৭১৮৪৩৬৯৭৮ (বিকাশ পার্সনাল) এই নম্বরে ১,০০০/- বিকাশ করতে হবে। (এই টাকা পরবর্তীতে মোট ট্রেনিং ফি থেকে কর্তন যাবে। ট্রেনিং চলাকালীন বাকি ৪,০০০/- পেইড করতে হবে)
✅ ২য় ধাপ:
বিকাশ করার পর যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৪ ডিজিট, নিজের নাম, বাবার নাম, ঠিকানা টেক্সট অথবা ফোন করে জানাতে হবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ট্রেনিংয়ে অংশ গ্রহণের যোগ্যতা:
🟢 মেডিকেল শিক্ষার্থী, নার্স, প্যারামেডিক অথবা অন্যান্য মেডিকেল ডিগ্রিধারী ভর্তিতে অগ্রাধিকার পাবেন।
🟢 সম্মানিত আলেম/ উলামা/ হাফেজে কোরআন।
🟢 এসএসসি/দাখিল/মিশকাত/দাওরায়ে হাদিস।
,,,,,,,,,,,,উপরের যে কোনো একটি যোগ্যতা থাকলেই পুরুষ/মহিলা যে কেউ ভর্তি হতে পারবেন।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ প্রথমদিন রেজিস্ট্রেশনের জন্য সাথে যা আনতে হবে:
🟢 শিক্ষা সনদের ফটোকপি।
🟢 ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
🟢 আইডি কার্ডের কপি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ট্রেনিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য:
🟢 মেডিকেল নলেজ সমৃদ্ধ দক্ষ ও প্রফেশনাল হিজামা থেরাপিস্ট তৈরি করা।
🟢 হিজামা সম্পর্কে আপডেট তথ্যাবলী প্রদান করে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া।
🟢 এনাটমি, ফিজিওলজি, প্যাথলজি ও সঠিক রোগ নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে কার্যকরী হিজামা চিকিৎসা প্রদানের যোগ্য করে গড়ে তোলা।
🟢 রাসূল (স) এর দেখানো এই সুন্নাহ্ চিকিৎসা যাতে দক্ষ মানুষ দ্বারা পরিচালিত হয় সেই ব্যবস্থা করা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ট্রেনিংয়ের বৈশিষ্ট্য :
🟢 মনোরম ও আরামদায়ক পরিবেশে হিজামা ট্রেনিং অনুষ্ঠিত হবে।
🟢 হাতে কলমে ট্রেনিং হবে।
🟢 আধুনিক মেডিকেল নলেজ এর উপর ফোকাস করে ট্রেনিং দেয়া হবে। যেমন- এনাটমি,ফিজিওলজি, প্যাথলজি,রোগ নির্ণয়ের টেকনিক শেখানো হবে।
🟢 ট্রেনিং শেষে আমাদের সেন্টারে ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে।
🟢 ট্রেনিং পরবর্তীতে সকল ধরণের সাপোর্ট দেয়া হবে।
🟢 ট্রেনিং চলাকালীন সাধ্যমতো দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে সেন্টারের পক্ষ থেকে ফ্রি (দূরবর্তীদের জন্য )
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ট্রেনিং শেষে প্রদান করা হবে:
🟢 ট্রেনিংয়ে অংশ গ্রহণের সার্টিফিকেট
🟢 হিজামা/কাপিং গাইড
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ট্রেনিংয়ে যা যা শেখানো হবে:
🟢 হিজামা বা ওয়েট কাপিং
🟢 ফায়ার কাপিং
🟢 ম্যাসাজ কাপিং
🟢 ড্রাই কাপিং / চাইনিজ কাপিং ম্যাসাজ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
✅✅ সর্বোপরি,হিজামা একটি কার্যকরি সুন্নাহ্ ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসা যাতে দক্ষ ও প্রফেশনাল লোক দ্বারা পরিচালিত হয় সেই লক্ষে "হিজামা সেন্টার বানিয়াচং" ৫ দিন ব্যাপী বেসিক লেভেল হিজামা ট্রেনিং কোর্স চালু করেছে। এই ট্রেনিং সম্পন্ন করলে একজন প্রশিক্ষনার্থী খুব সহজেই হিজামা এবং আধুনিক মেডিকেল বিষয়ে বেসিক নলেজ অর্জন করতে পারবে এবং নিজ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং পরিচিতজনদের হিজামার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে পারবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ ট্রেনিং পরিচালনায়:
মুজাক্কির আহমদ
কমিউনিটি প্যারামেডিক (মেডিসিন)
গভ: বিএনএমসি রেজি: নং- ১৩৩৬ (অনলাইন)
এমসিএইচ- ঢাকা শিশু হাসপাতাল।
ইন্টার্নড- আধুনিক সদর হাসপাতাল হবিগঞ্জ।
(এমবিবিএস ডাক্তারের নিকট থেকে এডভান্সড লেভেল হিজামা কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
♦️♦️ সার্বিক যোগাযোগ :
হিজামা সেন্টার বানিয়াচং
মাদারিটুলা জামে মসজিদ সংলগ্ন
বানিয়াচং, হবিগঞ্জ।
📞☎️ ০১৭১৮৪৩৬৯৭৮ (WA/IMO)
( দূরবর্তী প্রশিক্ষনার্থীদের জন্য যাতায়াত নির্দেশনা)
✅✅ হবিগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট, আজমিরীগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে যারা এসে ট্রেনিং করতে চান, তারা নিজ নিজ এলাকা থেকে সি,এন,জি গাড়ি বা অন্য গাড়ি দিয়ে বানিয়াচং বড়বাজার অথবা নতুনবাজার এসে নামতে হবে। এরপর মিশুক/অটো গাড়ি দিয়ে মাদারিটুলা জামে মসজিদ (সরকারি গার্লস স্কুলের একটু উত্তর পার্শ্বে) মেইন রোডের পাশেই সেন্টার অবস্থিত। ব্যক্তিগত গাড়ি নিয়েও আসা যাবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
========================================