Hijama Center Baniyachong

Hijama Center Baniyachong রোগ নিরাময় ও সুখী জীবন যাপন করতে প্রাকৃতিক চিকিৎসা খুবই জরুরি।।

এলার্জি কী ❓এলার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের অস্বাভাবিক রিএ্যাকশন বা প্রতিক্রিয়া।  এর সঠিক কারণ অজানা। কোনো চিকিৎসায় এ...
13/09/2025

এলার্জি কী ❓
এলার্জি হলো শরীরের ইমিউন সিস্টেমের অস্বাভাবিক রিএ্যাকশন বা প্রতিক্রিয়া। এর সঠিক কারণ অজানা। কোনো চিকিৎসায় এই রোগ একেবারে ভালো হয়না।
✅ হিজামা এমন একটি চিকিৎসা, যা সরাসরি ইমিউন সিস্টেমের উপর প্রভাব ফেলে। যার কারণে ইমিউন সিস্টেম স্বাভাবিক গতিতে চলে এবং এলার্জি লেভেল সহনীয় মাত্রায় চলে আসে।
👉 এলার্জির জন্য মাত্র একটি সেশন হিজামা গ্রহণ করলেই এর কার্যকরিতা প্রকাশ পায় আলহামদুলিল্লাহ।
👉 আমাদের কয়েকজন এলার্জি রোগির উপরে হিজামা প্রয়োগ করে খুবই আশানুরূপ ফলাফল পেয়েছি।
👉 একজন পেশেন্ট সারা জীবন ধরে এলার্জির ঔষধ সেবন করে আসছিলেন, তার igE লেভেল ছিলো ৪০০+
তিনি আমাদের সেন্টারে হিজামা গ্রহণ করার পর ১ মাস পরও এলার্জির মেডিসিন খান নাই, তার উপসর্গও নাই। (আল্লাহ শাফী) আফটার ফলোআপে জানতে পারলাম।

👉👉 এলার্জির জন্য ঔষধের উপর নির্ভর না করে সুন্নাহ্ চিকিৎসা হিজামা গ্রহণ করুন। ইনশাআল্লাহ, এলার্জি থেকে মুক্তি পাবেন।।

যোগাযোগ করুনঃ
☎️ ০১৭১৮৪৩৬৯৬৮
#এলার্জি
#চুলকানি

11/09/2025

এই মাসে হিজামা গ্রহণের সুন্নাহ্ তারিখঃ
১১, ১৩, ১৫ সেপ্টেম্বর
বৃহস্পতিবার, শনিবার, সোমবার
📞 ০১৭১৮৪৩৬৯৭৮

07/09/2025
✅ প্রাকৃতিক জিনিসেই উপকার বেশি। আসুন প্রকৃতিতে ফিরে যাই।চুলের যাবতীয় পুষ্টির জন্য এবং চুলপড়া রোধ করতে অর্গানিক এই তেল শ্...
22/08/2025

✅ প্রাকৃতিক জিনিসেই উপকার বেশি। আসুন প্রকৃতিতে ফিরে যাই।
চুলের যাবতীয় পুষ্টির জন্য এবং চুলপড়া রোধ করতে অর্গানিক এই তেল শ্যাম্পু খুবই উপকারি।
👉প্রোডাক্টটি পেতে যোগাযোগ করুনঃ
📞 ০১৭১৮৪৩৬৯৭৮ (কুরিয়ারে পাঠানো হয়)
সরাসরি সেন্টারে এসেও নিতে পারবেন।।
#চুলপড়া

✅ চুলের স্বস্থ্য ঠিক রাখতে অর্গানিক তেল শ্যাম্পু ইউজ করুন। (চমৎকার রেজাল্ট পাবেন)কল করুনঃ ০১৭১৮৪৩৬৯৭৮ (কুরিয়ারে পাটানো হ...
14/08/2025

✅ চুলের স্বস্থ্য ঠিক রাখতে অর্গানিক তেল শ্যাম্পু ইউজ করুন। (চমৎকার রেজাল্ট পাবেন)
কল করুনঃ ০১৭১৮৪৩৬৯৭৮ (কুরিয়ারে পাটানো হয)

30/06/2025

আলহামদুলিল্লাহ।

05/05/2025

CPPTC- চট্রগ্রামের যুগান্তকারী আবিষ্কার অত্যন্ত কার্যকরী ন্যাচারাল মেডিসিনের মাধ্যমে নাকের পলিপাসের স্থায়ী চিকিৎসা নিতে আমাদের সেন্টারে যোগাযোগ করুন। মাত্র ৩/৫ দিনেই ভালো হবে ইনশাআল্লাহ।
যোগাযোগঃ 📞 ০১৭১৮৪৩৬৯৭৮

14/03/2025

Ramadan Kareem.

21/12/2024

✅হিজামা/কাপিং থেরাপি গ্রহণ করুন, সুস্থ্য থাকুন।।
✅ হিজামা একটি কার্যকরি সুন্নাহ্ ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা।
✅ নিশ্চয়ই হিজামায় রোগমুক্তি রয়েছে -- আল হাদিস।

👉 হিজামা কি?
হিজামা একটি প্রাচীন চিকিৎসা পদ্ধতি। এতে কোনো ধরণের মেডিসিনের দরকার হযনা। প্রায় ৫ হাজার বছর আগে মিশরে এই চিকিৎসার প্রচলন শুরু হয়। শরীরের নির্দিষ্ট কিছু জায়গায় নেগেটিভ সাকশন দিয়ে ওয়ান টাইম ইউজ কাপ বসিয়ে স্ক্রেচ করে এই চিকিৎসা করা হয়। আধুনিক পরিভাষায় এটাকে কাপিং থেরাপি বলে। প্রায় সকল ধর্মেই এই চিকিৎসার গুরুত্ব বর্ণনা করা হয়েছে। ইসলাম ধর্মে এটি সুন্নাহ চিকিৎসা হিসেবে পরিচিত। কেননা নবী (সঃ) নিজে এই চিকিৎসা গ্রহণ করেছেন এবং উম্মতদেরও গ্রহণ করতে বলেছেন।।

👉 হিজামার উপকারিতাঃ

✅ হিজামা গ্রহণ করলে শরীরের ব্যথা বেদনা দূর হয়।
✅ শরীর থেকে দূষিত উপাদান বের হয়ে আসে, ফলে শরীর রোগমুক্ত হয়।
✅ শরীরে নাইট্রিক অক্সাইড এর উৎপাদন বেড়ে যায়, ফলে যৌন জীবন ভালো কাটে।
✅ শারীরিক ও মানসিক প্রশান্তি পাওয়া যায়।
✅ ভালো ঘুম হয়।
✅ শরীর রিফ্রেশ হয়।
✅ শরীর চনমনে ও এক্টিভ হয়।
✅ অলসতা দূর হয়।
✅ শরীরের গুরুত্বপূর্ণ অংগগুলো শক্তিশালী হয়।
✅ আরো বহুবিদ উপকার পাওয়া যায়।

👉👉 যে সকল রোগে হিজামা চমৎকার কাজ করেঃ

🟢 মাথা ব্যথা।
🟢 ঘাড় ব্যথা।
🟢 পিঠ ব্যথা।
🟢 কোমর ব্যথা।
🟢 হাটু ব্যথা।
🟢 গোড়ালি ব্যথা।
🟢 চুলপড়া।
🟢 এলার্জি।
🟢 অনিদ্রা।
🟢 যৌন সমস্যা ইত্যাদি।

👉👉 আমাদের সেন্টারের বৈশিষ্ট্যঃ

✅ এখানে মেডিকেল নলেজ সমৃদ্ধ অভিজ্ঞ থেরাপিস্টের মাধ্যমে হিজামা দেয়া হয়।
✅ মেডিকেল সাইন্স এর এনাটমিক্যাল পজিশন অনুযায়ী কাপ বসিয়ে হিজামা দেয়া হয়।
✅ সম্পূর্ণ হাইজিন মেনটেইন করে হিজামা দেয়া হয়।
✅ সম্পূর্ণ নিরিবিলি ও আরামদায়ক পরিবেশে হিজামা দেয়া হয়।
✅ ওয়ান টাইম ইউজ কাপ দিয়ে হিজামা দেয়া হয়।
✅ হিজামা গ্রহণের পূর্বে অত্যাধুনিক মেশিনের সাহায্যে বডি রিল্যাক্সেশন ম্যাসাজ দেয়া হয়।

👉👉 আমাদের সেন্টারের ঠিকানাঃ

হিজামা সেন্টার বানিয়াচং
মাদারিটুলা জামে মসজিদ সংলগ্ন,
(সরকারি গার্লস স্কুলের উত্তর পাশে)
বানিয়াচং, হবিগঞ্জ।।
📞 ০১৭১৮৪৩৬৯৭৮ (WA/IMO)
(আসার আগে অবশ্যই ফোনে যোগাযোগ করে আসবেন)

হবিগঞ্জ জেলায় একমাত্র আমরাই হিজামা ট্রেনিং দিচ্ছি। ৫ম ব্যাচে পুরুষ/মহিলা ভর্তি চলছে,,,,,,,------------------------------...
17/12/2024

হবিগঞ্জ জেলায় একমাত্র আমরাই হিজামা ট্রেনিং দিচ্ছি।
৫ম ব্যাচে পুরুষ/মহিলা ভর্তি চলছে,,,,,,,
--------------------------------------------------------------------
✅ হিজামা /কাপিং থেরাপি শিখতে পারেন এখন আপনার কাছের শহরে, হাতের নাগালের প্রতিষ্ঠানেই।
👉 আসন সংখ্যা খুবই সীমিত।

♦️ হিজামা স্পেশালিষ্টের তত্বাবধানে ৫ দিন ব্যাপী বেসিক লেভেল হিজামা ট্রেনিং কোর্স।

♦️ ট্রেনিং ফি : ৫,০০০/-
♦️ ট্রেনিংয়ের তারিখ: ২১,২২,২৩,২৪,২৫ ডিসেম্বর ২০২৪ ইং
♦️ সময়: সকাল ৯ টা - বিকাল ৪ টা
♦️ স্থান: হিজামা সেন্টার বানিয়াচং।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ভর্তি রেজিস্ট্রেশন এর নিয়ম:

✅ প্রথম ধাপ:

ভর্তি কনফার্ম করতে ২০ /১২ / ২০২৪ ইং রাত
৮ টার মধ্যে ০১৭১৮৪৩৬৯৭৮ (বিকাশ পার্সনাল) এই নম্বরে ১,০০০/- বিকাশ করতে হবে। (এই টাকা পরবর্তীতে মোট ট্রেনিং ফি থেকে কর্তন যাবে। ট্রেনিং চলাকালীন বাকি ৪,০০০/- পেইড করতে হবে)

✅ ২য় ধাপ:
বিকাশ করার পর যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৪ ডিজিট, নিজের নাম, বাবার নাম, ঠিকানা টেক্সট অথবা ফোন করে জানাতে হবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ে অংশ গ্রহণের যোগ্যতা:

🟢 মেডিকেল শিক্ষার্থী, নার্স, প্যারামেডিক অথবা অন্যান্য মেডিকেল ডিগ্রিধারী ভর্তিতে অগ্রাধিকার পাবেন।
🟢 সম্মানিত আলেম/ উলামা/ হাফেজে কোরআন।
🟢 এসএসসি/দাখিল/মিশকাত/দাওরায়ে হাদিস।

,,,,,,,,,,,,উপরের যে কোনো একটি যোগ্যতা থাকলেই পুরুষ/মহিলা যে কেউ ভর্তি হতে পারবেন।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ প্রথমদিন রেজিস্ট্রেশনের জন্য সাথে যা আনতে হবে:

🟢 শিক্ষা সনদের ফটোকপি।
🟢 ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
🟢 আইডি কার্ডের কপি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য:

🟢 মেডিকেল নলেজ সমৃদ্ধ দক্ষ ও প্রফেশনাল হিজামা থেরাপিস্ট তৈরি করা।
🟢 হিজামা সম্পর্কে আপডেট তথ্যাবলী প্রদান করে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া।
🟢 এনাটমি, ফিজিওলজি, প্যাথলজি ও সঠিক রোগ নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে কার্যকরী হিজামা চিকিৎসা প্রদানের যোগ্য করে গড়ে তোলা।
🟢 রাসূল (স) এর দেখানো এই সুন্নাহ্ চিকিৎসা যাতে দক্ষ মানুষ দ্বারা পরিচালিত হয় সেই ব্যবস্থা করা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ের বৈশিষ্ট্য :

🟢 মনোরম ও আরামদায়ক পরিবেশে হিজামা ট্রেনিং অনুষ্ঠিত হবে।
🟢 হাতে কলমে ট্রেনিং হবে।
🟢 আধুনিক মেডিকেল নলেজ এর উপর ফোকাস করে ট্রেনিং দেয়া হবে। যেমন- এনাটমি,ফিজিওলজি, প্যাথলজি,রোগ নির্ণয়ের টেকনিক শেখানো হবে।
🟢 ট্রেনিং শেষে আমাদের সেন্টারে ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে।
🟢 ট্রেনিং পরবর্তীতে সকল ধরণের সাপোর্ট দেয়া হবে।
🟢 ট্রেনিং চলাকালীন সাধ্যমতো দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে সেন্টারের পক্ষ থেকে ফ্রি (দূরবর্তীদের জন্য )
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিং শেষে প্রদান করা হবে:

🟢 ট্রেনিংয়ে অংশ গ্রহণের সার্টিফিকেট
🟢 হিজামা/কাপিং গাইড
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ে যা যা শেখানো হবে:

🟢 হিজামা বা ওয়েট কাপিং
🟢 ফায়ার কাপিং
🟢 ম্যাসাজ কাপিং
🟢 ড্রাই কাপিং / চাইনিজ কাপিং ম্যাসাজ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

✅✅ সর্বোপরি,হিজামা একটি কার্যকরি সুন্নাহ্ ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসা যাতে দক্ষ ও প্রফেশনাল লোক দ্বারা পরিচালিত হয় সেই লক্ষে "হিজামা সেন্টার বানিয়াচং" ৫ দিন ব্যাপী বেসিক লেভেল হিজামা ট্রেনিং কোর্স চালু করেছে। এই ট্রেনিং সম্পন্ন করলে একজন প্রশিক্ষনার্থী খুব সহজেই হিজামা এবং আধুনিক মেডিকেল বিষয়ে বেসিক নলেজ অর্জন করতে পারবে এবং নিজ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং পরিচিতজনদের হিজামার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে পারবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিং পরিচালনায়:

মুজাক্কির আহমদ
কমিউনিটি প্যারামেডিক (মেডিসিন)
গভ: বিএনএমসি রেজি: নং- ১৩৩৬ (অনলাইন)
এমসিএইচ- ঢাকা শিশু হাসপাতাল।
ইন্টার্নড- আধুনিক সদর হাসপাতাল হবিগঞ্জ।
(এমবিবিএস ডাক্তারের নিকট থেকে এডভান্সড লেভেল হিজামা কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ সার্বিক যোগাযোগ :

হিজামা সেন্টার বানিয়াচং
মাদারিটুলা জামে মসজিদ সংলগ্ন
বানিয়াচং, হবিগঞ্জ।
📞☎️ ০১৭১৮৪৩৬৯৭৮ (WA/IMO)

( দূরবর্তী প্রশিক্ষনার্থীদের জন্য যাতায়াত নির্দেশনা)

✅✅ হবিগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট, আজমিরীগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে যারা এসে ট্রেনিং করতে চান, তারা নিজ নিজ এলাকা থেকে সি,এন,জি গাড়ি বা অন্য গাড়ি দিয়ে বানিয়াচং বড়বাজার অথবা নতুনবাজার এসে নামতে হবে। এরপর মিশুক/অটো গাড়ি দিয়ে মাদারিটুলা জামে মসজিদ (সরকারি গার্লস স্কুলের একটু উত্তর পার্শ্বে) মেইন রোডের পাশেই সেন্টার অবস্থিত। ব্যক্তিগত গাড়ি নিয়েও আসা যাবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
========================================

হবিগঞ্জ জেলায় একমাত্র আমরাই হিজামা ট্রেনিং দিচ্ছি। ৫ম ব্যাচে পুরুষ/মহিলা ভর্তি চলছে,,,,,,,------------------------------...
14/12/2024

হবিগঞ্জ জেলায় একমাত্র আমরাই হিজামা ট্রেনিং দিচ্ছি।
৫ম ব্যাচে পুরুষ/মহিলা ভর্তি চলছে,,,,,,,
--------------------------------------------------------------------
✅ হিজামা /কাপিং থেরাপি শিখতে পারেন এখন আপনার কাছের শহরে, হাতের নাগালের প্রতিষ্ঠানেই।
👉 আসন সংখ্যা খুবই সীমিত।

♦️ হিজামা স্পেশালিষ্টের তত্বাবধানে ৫ দিন ব্যাপী বেসিক লেভেল হিজামা ট্রেনিং কোর্স।

♦️ ট্রেনিং ফি : ৫,০০০/-
♦️ ট্রেনিংয়ের তারিখ: ২১,২২,২৩,২৪,২৫ ডিসেম্বর ২০২৪ ইং
♦️ সময়: সকাল ৯ টা - বিকাল ৪ টা
♦️ স্থান: হিজামা সেন্টার বানিয়াচং।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ভর্তি রেজিস্ট্রেশন এর নিয়ম:

✅ প্রথম ধাপ:

ভর্তি কনফার্ম করতে ২০ /১২ / ২০২৪ ইং রাত
৮ টার মধ্যে ০১৭১৮৪৩৬৯৭৮ (বিকাশ পার্সনাল) এই নম্বরে ১,০০০/- বিকাশ করতে হবে। (এই টাকা পরবর্তীতে মোট ট্রেনিং ফি থেকে কর্তন যাবে। ট্রেনিং চলাকালীন বাকি ৪,০০০/- পেইড করতে হবে)

✅ ২য় ধাপ:
বিকাশ করার পর যে নম্বর থেকে টাকা পাঠানো হয়েছে তার শেষ ৪ ডিজিট, নিজের নাম, বাবার নাম, ঠিকানা টেক্সট অথবা ফোন করে জানাতে হবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ে অংশ গ্রহণের যোগ্যতা:

🟢 মেডিকেল শিক্ষার্থী, নার্স, প্যারামেডিক অথবা অন্যান্য মেডিকেল ডিগ্রিধারী ভর্তিতে অগ্রাধিকার পাবেন।
🟢 সম্মানিত আলেম/ উলামা/ হাফেজে কোরআন।
🟢 এসএসসি/দাখিল/মিশকাত/দাওরায়ে হাদিস।

,,,,,,,,,,,,উপরের যে কোনো একটি যোগ্যতা থাকলেই পুরুষ/মহিলা যে কেউ ভর্তি হতে পারবেন।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ প্রথমদিন রেজিস্ট্রেশনের জন্য সাথে যা আনতে হবে:

🟢 শিক্ষা সনদের ফটোকপি।
🟢 ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
🟢 আইডি কার্ডের কপি।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ের লক্ষ্য ও উদ্দেশ্য:

🟢 মেডিকেল নলেজ সমৃদ্ধ দক্ষ ও প্রফেশনাল হিজামা থেরাপিস্ট তৈরি করা।
🟢 হিজামা সম্পর্কে আপডেট তথ্যাবলী প্রদান করে হাতে কলমে প্রশিক্ষণ দেয়া।
🟢 এনাটমি, ফিজিওলজি, প্যাথলজি ও সঠিক রোগ নির্ণয়ের পদ্ধতির মাধ্যমে কার্যকরী হিজামা চিকিৎসা প্রদানের যোগ্য করে গড়ে তোলা।
🟢 রাসূল (স) এর দেখানো এই সুন্নাহ্ চিকিৎসা যাতে দক্ষ মানুষ দ্বারা পরিচালিত হয় সেই ব্যবস্থা করা।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ের বৈশিষ্ট্য :

🟢 মনোরম ও আরামদায়ক পরিবেশে হিজামা ট্রেনিং অনুষ্ঠিত হবে।
🟢 হাতে কলমে ট্রেনিং হবে।
🟢 আধুনিক মেডিকেল নলেজ এর উপর ফোকাস করে ট্রেনিং দেয়া হবে। যেমন- এনাটমি,ফিজিওলজি, প্যাথলজি,রোগ নির্ণয়ের টেকনিক শেখানো হবে।
🟢 ট্রেনিং শেষে আমাদের সেন্টারে ইন্টার্নশিপ করার সুযোগ থাকবে।
🟢 ট্রেনিং পরবর্তীতে সকল ধরণের সাপোর্ট দেয়া হবে।
🟢 ট্রেনিং চলাকালীন সাধ্যমতো দুপুরের খাবারের ব্যবস্থা থাকবে সেন্টারের পক্ষ থেকে ফ্রি (দূরবর্তীদের জন্য )
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিং শেষে প্রদান করা হবে:

🟢 ট্রেনিংয়ে অংশ গ্রহণের সার্টিফিকেট
🟢 হিজামা/কাপিং গাইড
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিংয়ে যা যা শেখানো হবে:

🟢 হিজামা বা ওয়েট কাপিং
🟢 ফায়ার কাপিং
🟢 ম্যাসাজ কাপিং
🟢 ড্রাই কাপিং / চাইনিজ কাপিং ম্যাসাজ।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

✅✅ সর্বোপরি,হিজামা একটি কার্যকরি সুন্নাহ্ ও বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। এই চিকিৎসা যাতে দক্ষ ও প্রফেশনাল লোক দ্বারা পরিচালিত হয় সেই লক্ষে "হিজামা সেন্টার বানিয়াচং" ৫ দিন ব্যাপী বেসিক লেভেল হিজামা ট্রেনিং কোর্স চালু করেছে। এই ট্রেনিং সম্পন্ন করলে একজন প্রশিক্ষনার্থী খুব সহজেই হিজামা এবং আধুনিক মেডিকেল বিষয়ে বেসিক নলেজ অর্জন করতে পারবে এবং নিজ পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং পরিচিতজনদের হিজামার মাধ্যমে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করতে পারবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ ট্রেনিং পরিচালনায়:

মুজাক্কির আহমদ
কমিউনিটি প্যারামেডিক (মেডিসিন)
গভ: বিএনএমসি রেজি: নং- ১৩৩৬ (অনলাইন)
এমসিএইচ- ঢাকা শিশু হাসপাতাল।
ইন্টার্নড- আধুনিক সদর হাসপাতাল হবিগঞ্জ।
(এমবিবিএস ডাক্তারের নিকট থেকে এডভান্সড লেভেল হিজামা কোর্স প্রশিক্ষণপ্রাপ্ত)
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>

♦️♦️ সার্বিক যোগাযোগ :

হিজামা সেন্টার বানিয়াচং
মাদারিটুলা জামে মসজিদ সংলগ্ন
বানিয়াচং, হবিগঞ্জ।
📞☎️ ০১৭১৮৪৩৬৯৭৮

( দূরবর্তী প্রশিক্ষনার্থীদের জন্য যাতায়াত নির্দেশনা)

✅✅ হবিগঞ্জ, নবীগঞ্জ, চুনারুঘাট, আজমিরীগঞ্জ বা অন্যান্য জায়গা থেকে যারা এসে ট্রেনিং করতে চান, তারা নিজ নিজ এলাকা থেকে সি,এন,জি গাড়ি বা অন্য গাড়ি দিয়ে বানিয়াচং বড়বাজার অথবা নতুনবাজার এসে নামতে হবে। এরপর মিশুক/অটো গাড়ি দিয়ে মাদারিটুলা জামে মসজিদ (সরকারি গার্লস স্কুলের একটু উত্তর পার্শ্বে) মেইন রোডের পাশেই সেন্টার অবস্থিত। ব্যক্তিগত গাড়ি নিয়েও আসা যাবে।
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
========================================

Address

(Hijama Center Baniyachong) Near Madaritula Jame-e/Masjid
Baniyachong
3350

Telephone

+8801718436978

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hijama Center Baniyachong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Hijama Center Baniyachong:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram