Momotaz Homeo Hall

Momotaz Homeo Hall আমি মৃত্যুর আগ পর্যন্ত মানুষের সেবায় ?
(1)

10/09/2022
09/08/2022

সহবাসের পর মাথা ব্যথা---

পুরুষ হলে-- এসিড ফস ভালো, মহিলা হলে সিপিয়া ভালো |

তবে, মহিলা এসিড ফসের রোগী হলে এসিড ফসও দিতে পারেন |

# সহবাসের পর বমি, ঔষধ কি??
=Moschus

#সহবাসের পর অজ্ঞান??
= Arnica Mont

#সহবাসের পর কোমরে ব্যাথা??
=Acid Phos, Eupion

#সহবাসের পর দাঁতে ব্যাথা??
=Defne Indica

(Defne Indica এর আরেকটা গুরুত্বপূর্ণ লক্ষন কি???)
=স্বপ্নে কালো বিড়াল দেখে।

# সহবাসের পর জরায়ুতে বা লিঙ্গ চুলকায়??
=Syphilinum

# সহবাসের পর পিঠ ব্যথা??
=Sabal Seru

#সহবাসের সময় ঘুমিয়ে পড়ে কি ঔষধ?
=লাইকো

@লিখেছেনঃ শ্রদ্ধেয় ডাঃ সৈয়দ মামুন স্যার।

30/07/2022

🌿📸🔜👉পোস্টটি পড়ুন ভালো লাগলে শেয়ার করুন।☘️ 🌿

✅ #আঁচিল_অথবা_মেজ_এর_আরো_একটা_পোস্ট( Warts or Mole)✅
*****************************************************
🌺➡️📷1️⃣ থুজা ( Thuja): আঁচিলের লক্ষণ: রোগীর আঁচিল যদি ফুলকপির মতো দানা দানা খাঁজ কাটা হয় তখন থুজা ( Thuja) ব্যবহার করা যায়।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺➡️📸2️⃣ নাইট্রিক এসিড ( Nitricum Acidium): আবার রোগীর আঁচিল যদি ফুলকপির মতো দেখতে হয় কিন্তু নড়াচড়ায় আবার সামান্য লাগলেই রক্তপাত হয় তখন Nitricum Acidium ব্যবহার করতে হবে।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺➡️📸3️⃣ কষ্টিকাম ( Causticum) :
আবার যদি রোগীর কাছে শুনা যায় বহুদিনের পুরাতন আঁচিল তাহা নরম আকারে চোট আবার ক্ষুদ্র ক্ষুদ্র এবং দেখতে থোবরা, চেপ্টা, কিংবা সূচালো হয়, উহা সাধারণত : চোখের পাতায়, নাকের ডগায়, ঘারে, হাতের আংগুলে ও নখের ধারে হয় তখনি Causticum ব্যবহার্য তবে থুজার বিফলতায় কুষ্টিকাম।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺➡️📸4️⃣ ষ্ট্যাফেসাইগ্রিয়া ( Staphy): আবার যদি দেখা যায় কোন রোগীর পারদের অপব্যবহার উৎপঅন্ন সাইকোটিক দোষযুক্ত ফুলকপির মতো বড়ো ধরণের আঁচিল বা উপমাংসের সহিত রোগীর একজিমা ও দাঁতের রোগ বর্তমান থাকে এবং ষ্ট্যাফেসাইগ্রিয়া ( Staphy ) ব্যবহারে ভাল কাজ করে।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺➡️📸5️⃣ সেবাইনা ( Sabaina) : আর যদি কোন শিশু রোগীর শরীরে এবং মুখমন্ডলে গুড়ি গুড়ি আঁচিল হয় তৎসংগে আঁচিলের ভিতর হতে ভাতের মতো পদার্থ বের হয় রোগী বা শিশুর মা-বাবা যদি বলে তবে সেবাইনা ভাল কাজ করে থাকে।আর যদি সেবাইনা ব্যবহারে সম্পূর্ণ ভাবে আঁচিল আরোগ্যলাভ না করে তবে কুষ্টিকামে অব্যর্থ ফল পাবেন।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
🌺➡️📸6️⃣ আবার কোন রোগীর যদি মাথায় ফুলকপির মতো আঁচিল হয় অন্য কোন ঔষধের প্রয়জন পড়েনা থুজা ব্যবহার কলেই যথেষ্ট ফল পাওয়া যায়।
বি:দ্র:- সব ধরণের আঁচিলে থুজা মাদার টিংচার ব্যবহার করা যায় এবং পাকিস্তানী ক্রীম W.L.M ব্যব হার করা যায়।
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
ডা:গনেশ চন্দ্র

30/07/2022

গত ২৮/৬/২০২০ তারিখে ড.রবিন বর্মন স্যার মেন্টাল ডিজিজের নানা ধরনের বিষয় নিয়ে আলোচনা করছিলেন এবং শেষমুহূর্তে টিউবারকুলিনাম মেডিসিনের চিত্র তুলে ধরেন।
সেই বিষয়ে যেভাবে তিনি এই মেডিসিন টা কে একেবারে সহজ উপায়ে দিকনির্দেশনা দিয়েছেন,সেটি নিজের মতো করে বলার চেষ্টা করছি।

এটি মূলত এন্টি সিফিলিটিক ড্রাগ।ফ্যামিলিতে টিবি বা সিফিলিস এর কোন ইতিহাস থাকলে যখন কোন well selected medicine কাজ করে না বা কিছু টা করে আর করতে পারে না... তখন এই মেডিসিন টা ভাবা যেতে পারে।

গঠন হিসেবে tall,slim,plug/narrow chest...মানে লম্বা, পাতলা, খাঁচার মতো বা সরু বুক বিশিষ্ট শরীর (Phosphorus,calc phos)

Mentally active, dynamic, quick to act, artistic, perfectionist, quick to perceive/realise...মানে মানসিকভাবে সক্রিয়,চটপটে, শিল্পী শিল্পী স্বভাব/মানসিকতা, গুছিয়ে সব কাজ ঠিক ঠাক করে পারফেক্ট ভাবে, সহজেই বুঝতে পারে বা বুদ্ধিমান।(lyco, Phosphorus)

CCVE... catches cold very easily...চট করে ঠান্ডা লেগে যায়।

খায়দায় তবু শরীর লাগে না...(like.. abrotanum, NAT Mur, argent nitricum, sarsaparilla, Podophyllum,)

Loquacity.,. বেশী কথা বলে (like... Bufo Rana, agaricus, Stramonium, Lachesis)

PQRS... strawberry tongue... 🍓 স্ট্রবেরি ফলে র মতো বা অনেক টা লিচু র মতো লাল খসখসে জিভ।

Lips... Red... ঠোঁট দুটো লাল বেশি।(like Sulph, belladonna, Lachesis)

Ever-changing symptoms... system to system, as for example... respiratory system to digestive system,/organ to organ etc (like Antim crude).
এক তন্ত্র থেকে আরেক তন্ত্রের মধ্যে বা এক অঙ্গ থেকে আরেক অঙ্গে রোগ সতত পরিবর্তন করে।

Night/nocturnal hunger... রাতে ক্ষুধা(psorinum)

Amenorrhea... absence of me**es

Dysmenorrhoea...ব্যথা,মেন্স এর সময়।

Glandular swelling/infection... বিভিন্ন ধরনের গ্ল্যান্ড ফোলে বা সঙ্ক্রমিত হয়।(টিউবারকুলার মায়াজম, একটা র পর একটা লেগে থাকে।

Often suffering from tonsillitis,coryza,নাক দিয়ে সর্দি কাশি লেগে থাকে সারাবছর।

Hot patient.. গরমকাতর

ফুসফুসের পূজ থেকে টিউবারকুলিনাম,
আর ফুসফুসের ব্যাসিলাস থেকে ব্যাসিলিনাম তৈরি করা হয়েছে। দুটো ই প্রায় এক।
কিন্তু তফাৎ একটু হলো,টিউবারকুলিনাম গরমকালে আর ব্যাসিলিনাম শীতকাতর রোগী হয়।

Burnet সাহেব

28/07/2022

🔴 জন্মনিয়ন্ত্রন পিল/বড়ি খাওয়ার অপকারিতা ⚠️

বেশির ভাগ মেয়েই জন্মনিয়ন্ত্রন পিল খায়। জন্মনিয়ন্ত্রনের জন্য পিল খাওয়া মেয়েদের কাছে একটি সাধারন ব্যাপার, তাছাড়া মাসিক ঠিক করার জন্য ও অনেক সময় মেয়েরা পিল খায়। কিন্তু এই পিল সম্পর্কে মানুষের ধারণা খুব কম। একজন মেয়ের জন্য পিল কখনোই ভাল কিছু না বরং একটা মেয়ের জীবনকে ধিরে ধিরে শেষ করতে এই পিলই যথেষ্ট।
কি কি সমস্যা হতে পারে পিল খেলেঃ

১) হার্ট হ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। ৩৫ বছরের বেশি মহিলাদের কখনোই পিল খাওয়া উচিত না কারণ এতে হার্ট এট্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

২) পিলে লেভেনোগ্যাস্ট্রেল ও ৩০ মিলিগ্রাম ইস্ট্রোজেন থাকে, যেসব মেয়েদের মাইগ্রেন থাকে তারা যদি পিল কন্টিনিউ করে তাহলে তাঁদের স্ট্রোকের সম্ভাবনা বেশি থাকে।

৩) উচ্চ রক্তচাপের একটি উল্লেখযোগ্য কারণ হল পিল সেবন।

৪) যারা বেশি পিল খায় তাদের ভেনাস থ্রোম্বোএম্বলিসম নামক রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে।

৫) বেশি মাথা ব্যথা হয়।

৬) হতাশার একটি কারণ ও হল অতিরিক্ত পিল খাওয়া।

৭) খিটখিটে মেজাজ ও দেখা যায় পিল খাওয়ার কারণে।

৮) বমি বমি ভাব এবং বমি হয়।

৯) ব্রেস্টে অনেক ব্যথা হয়।

১০) সাদা স্রাব হয়।

১১)যারা পিল খায় নিয়মিত তারা সেক্সের সময় তেমন আনন্দ পায় না।

১২) জরায়ু সিস্ট ও জরায়ু টিউমারও হতে পারে।

১৩) স্তন ও জরায়ুর বিভিন্ন সমস্যা হতে পারে।

১৪) পিল খাওয়ার কারণে ওজন বেড়ে যায়।

১৫) ১ বছরের বেশি পিল খেলে তাদের গ্লুকোমা হয়।

১৬) দীর্ঘদিন পিল খেলে ধীরে ধীরে একটি মেয়ে জটিল রোগের দিকে ধাবিত হয়।

-কপি

অর্জন
19/07/2022

অর্জন

Some Friends
16/07/2022

Some Friends

05/07/2022

মলদ্বারে নালী ঘায়ের( A**l Fistula ) হোমিওপ্যাথিক চিকিৎসা

ফিস্টুলা কি ?
মরদ্বার বা সরলান্ত্রের পাশে বিধান তন্তুর অভ্যন্তরে এক প্রকার নালী ঘায়ের সৃষ্টি হয়।এই নালীঘাকে ভগন্দর বা ফিস্টুলা বলে।

কারনঃ
১.কোষ্ঠকাঠিন্যের জন্য মলত্যাগ কালে অতিরিক্ত কুস্থন।
২.অনেক সময় মলদ্বার ফেটে যায়,রক্ত পড়ে।
৩.অর্শ হেতু মলদ্বারে ফোঁড়া এবং সেখান থেকেই ভগন্দর।
৪.মলদ্বারে ক্ষত হতে ধীরে ধীরে নালী ঘা।
৫.কোন কঠিন রোগের উপসর্গ হিসাবে।
৬.জীবাণু সংক্রামণ।

ফিস্টুলা কত প্রকারভেদ ঃ
১)যদি সরলান্ত্রের বাইরে ফোড়া হয়ে মলদ্বারে ইহার মুখ বাহির হয় তাহাকে Blind External Fistula।
২)যদি সরলান্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লিতে প্রদাহ এবং ফোড়া হয়ে ক্ষত হয় এবং ঐ ক্ষতের একটি মুখ সরলান্ত্রের ভিতরের দিকে থাকে এবং অন্য মুখটি মলদ্বারের বাইরে থাকে তবে ইহাকেComplete fistula বলে।
৩)যদি সরলান্ত্রে ফোড়া হয়ে সেই স্হানেই থাকে,বাইরে না আসে ইহাকে Blind Fistula বলে।

ক)সাধারণ ফিস্টুলা : এটি মলদ্বারের মাংশপেশির খুব গভীরে প্রবেশ করে না বিধায় চিকিৎসা সহজসাধ্য।

খ)জটিল ফিস্টুলা : এর বিভিন্ন প্রকার ভেদ রয়েছে এবং এবং তা নির্ভর করে এর নালটি মলদ্বারের মাংসের কতটা গভীরে প্রবেশ করেছে এবং কতটা বন্ধুর পথ পাড়ি দিয়ে এটি বাইরের মুখ পর্যন্ত এসেছে।এগুলোর চিকিৎসা সত্যিকার দুঃসাধ্য।তারপর যদি এ নালি একের অধিক হয় তাহলে তো আর কথাই নেই। এ রোগের অপারেশনের প্রধান প্রতিবন্ধকতা হল সঠিকভাবে অপারেশন সম্পাদন করতে ব্যর্থ হলে রোগী মল আটকে রাখার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।

ফিস্টুলা বা ভগন্দরের লক্ষণ বা উপসর্গঃ
এ রোগের লক্ষণ মূলত তিনটি।যেমন- ১.ফুলে যাওয়া,২.ব্যথা হওয়া এবং ৩.নিঃসরণ বা পুঁজ ও আঠাল পদার্থ বের হওয়া।বেশিরভাগ রোগীই আগে মলদ্বারে ফোড়া হয়েছিল বলে জানান।ভেতরে ফোড়া হাওয়ার জন্য ফুলে যায় এবং ব্যথা হয়।যখন এগুলো ফেটে মুখ দিয়ে কিছুটা পুঁজ বের হয়ে যায় তখন ব্যথা এবং ফোলা কমে যায়।নিঃসরণ বা পুঁজ পড়া সাধারণত মাঝে মাঝে হয়। কখনও কখনও ২-৪ মাস রোগটি সুপ্ত থাকে।
কখনও কখনও মলের সঙ্গে পুঁজ ও আম পড়তে থাকে।সমস্যা একটানা না থাকার কারণে রোগীরা অনেক সময় ভাবেন যে সম্ভবত ভালো হয়ে যাবে।কিন্তু দু’চার মাস পর আবার যখন একই সমস্যা দেখা দেয় তখন চিকিৎসকের কাছে আসে।।

ফিস্টুলার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের বর্ণনাঃ

হিপার সালফঃ-ভগন্দর পীড়ার প্রথম অবস্হায় যখন মলদ্বারে স্পর্শকাতর বেদনা, মলদ্বারের এক পাশে ফুলে অত্যন্ত ব্যথা।মলদ্বার চেপে বসতে পারে না।এই স্পর্শ কাতর বেদনায় হিপার সালফ প্রযোজ্য।রোগী যদি দৈহিক ও মানসিক ভাবে অত্যন্ত অনুভূতিপ্রবণ, সামান্য কারণে বিরক্তি প্রকাশ করেন তাদের জন্য হিপার সাল্ফ উপযোগী।

বেলেডোনাঃ ফিস্টুলার প্রথম অবস্হায় মলদ্বার লাল বর্ণ ,অত্যন্ত দপদপানি বেদনা,রোগী রক্তপ্রধান হলে বেলেডোনা প্রয়োজন হয়।

ফসফরাস ঃফসফরাস রোগীর রক্তাপাতের প্রবনতা দেখা যায়।রোগীর মল লম্বা ও কঠিন হয় সাথে প্রচুর রক্তপাত হয় এবং কোন ভাবেই সেই রক্তপাত বন্ধ না হলে ফসফরাস উপযোগী।

মাইরিষ্টিকাঃমলদ্বারের ফোড়ার ব্যথা যন্ত্রনার প্রথমাবস্থায় প্রয়োগ করলে ফোড়া বসে যায়।দ্বিতীয় অবস্থায় পাঁকার মত অবস্থা হলে এটির প্রয়োগে ফোড়া ফেটে যায়।ফিস্টুলার চিকিৎসায় মাইরিস্টিকা যে কোন অবস্হায় প্রয়োগ করা যায়।

পিওনিয়াঃ-মলদ্বার সবসময় রসে ভিজা থাকে,টাটানি ব্যথা,পুজ পড়ে ইত্যাদি লক্ষনে এটি উপকারী।মলদ্বারে দীর্ঘস্হায়ী বেদনা থাকে,মলদ্বারে তীব্র বেদনা হাটতে পারে না,মলের সাথে রক্ত মিশ্রিত থাকে।পেটে বেদনা সহ উদরাময়ের সাথে ফিস্টুলা থাকলে পিওনিয়া উপযোগী ঔষধ।

রেটানহিয়াঃ-সর্বদাই মলদ্বারে রস ঝরে।জ্বালা করে,সেই জ্বালা ঠান্ডা পানিতে উপশম হলে এটি উপকারী।মল শক্ত,মলত্যাগের সময় অত্যন্ত কোথানি,টাটানি বেদনা থাকে এবং বেদনা মলত্যাগের পরেও থাকে।মলদ্বারে যেন কাচের টুকরা দ্বারা খোচানো হচ্ছে এরুপ মনে হয়।মলদ্বার ফেটে যায়,রেকটামে অত্যন্ত বেদনা ও জ্বালা থাকে।

অরাম মিউরঃ-ভগন্দর পীড়ার উত্তম ঔষধ।এই ঔষধ ব্যবহারে রোগী আরোগ্য হয়।

এসিড ফ্লোরঃ-রোগী অত্যন্ত গরম কাতর, মলদ্বারে যন্ত্রনা ঠান্ডায় আরাম হলে এসিড ফ্লোর অব্যর্থ।মলদ্ববরে জ্বালা ভাব আছে।

মেডোরিনামঃ-মলদ্বার থেকে মাংস ধোয়া পানির মত দূর্গন্ধ রস ঝরিলে মেডোরিনাম অব্যর্থ।

সাইলেসিয়া:মলদ্বার হতে পাতরা দুর্গন্ধযুক্ত রস ঝড়লে সাইলেসিয়া উপযোগী।

নাইট্রিক এসিডঃপ্রস্রাব দুর্গন্ধযুক্ত রোগীর মলদ্বারে অত্রন্ত জ্বালা,মলত্যাগের সময় কাটিয়া ফেলার মত বেদনা করে,মলদ্বার হতে পাতলা সবুজ রস স্রাব হয়।মলদ্বারের জ্বালায় রোগী সর্বদা কাতর থাকে।রোগীর মলত্যাগের কয়েক ঘন্টা পর্যন্ত বেদনা থাকে।

সালফার ঃযেই রোগীদের ক্ষেত্রে মল শুকনা ও শক্ত হয়ে যায় তাদের জন্য সালফার সব থেকে প্রয়োজনীয়।রোগী ব্যথার ভয়ে টয়লেটে যেতে চায় না।সালফার তার ব্যাথা হ্রাস ও মল নরম করতে সাহায্য করে।ফুস্কুড়িড় কারণে মলদ্বার মধ্যে জ্বালা হলে সালফার ব্যবহারের সঙ্গে নিয়ন্ত্রিত হয়।সালফার সকল প্রকার ফিস্টুলার প্রতিকার হিসেবে প্রয়োজন,যে সকল সোরাদোষের রোগীর ফিস্টুলা হয় তাদের চিকিৎসা সালফার দিয়ে শুরু করতে হবে।কখনও কখনও মলদ্বার হতে সবুজ বা হলুদ রস স্রাব হয়।

থুজা অ্যাসিডেন্টালিস - মলদ্বারের চারপাশে জ্বলনের জন্য
থুজা অ্যাসিডেন্টালিস মলদ্বার ফিস্টুলার জন্য একটি উপকারী ঔষধ, যা মলদ্বারের চারপাশে জ্বলন্ত ব্যথা। মলদ্বারের চারদিকে ব্যথাও দেখা দেয়। জ্বলন্ত ও কালশিটে সারা দিন স্থায়ী হয়। পেরিয়ানাল অঞ্চলে সূঁচ ফোটানো ও সেলাইয়ের মত ব্যপ্রথা উপস্থিত হতে পারে। পেরিয়ানাল ব্যথা হাঁটার পরে আরও খারাপ হয়। মলদ্বারের চারপাশে আক্রমণাত্মক ঘাম এছাড়াও উপরের উপসর্গগুলির সাথে থাকতে পারে।

সিডাম আরসিঃএটি একটি কম পরিচিত হোমিওপ্যাথিক ঔষধ হতে পারে,কিন্তু সেডাম আরসি ফিস্টুলার মলদ্বারের সংকোচনশীল বেদনা নিরাময়ে উপযোগী।

এলুমিনাঃহোমিওপ্যাথিক ওষুধ অ্যালুমিনিয়া যখন কোষ্ঠকাঠিন্য সবচেয়ে খারাপ ধরনের হয়।
রোগা পাতলা,নোংড়া,নম্র স্বভাব,মন প্রফুল্ল।তার সময় যেন কাটে না এক ঘন্টাকে অর্ধেক দিন মনে করে।চোখ বন্ধ করলে,পরে যাবে টলমল করে।মল খুব দীর্ঘ।মলটি শক্ত,আম যুক্ত এবং বের হতে কষ্ট হয়,নরম কাদার মত মল মলদ্বারে লেগে থাকে।মলদ্বারে ফাটল এবং রক্তপাতে প্রধান ঐষধ।গর্ভাবস্থায় মায়েদের রেক্টামের ক্রিয়াহীনতায় মলত্যাগে কষ্ট হয়।

নেট্রাম মিউরঃমলদ্বার যেন ছোট হয়ে গেছে-মলত্যাগের পর মলদ্বার ছিঁড়ে যায়,রক্ত পড়ে, টনটন করে,যন্ত্রনা হয়। হোমিওপ্যাথিক ওষুধ নেট্রাম মিউর যখন শক্ত এবং শুষ্ক হয় তখন সহায়তা করে।মলদ্বার সংকোচন কারণে ক্ষণস্থায়ী যখন মলে ঘর্ষণ হয়।রক্তপাত এবং জ্বলন্ত ব্যথায় এটি কার্যকর।

এলো সাইকোট্রিনাঃমলদ্বারে আঙ্গুরের থোকার মত ,বলি নীল বর্ণ ,ঠেলা মারা বেদনা, রক্তস্রাবী ক্ষতভাব ছোয়া লাগানো যায় না মলদ্বারে গরম ভাব,ঠান্ডা পানিতে আরাম।মলদ্বারে চুলকানী ও জ্বালার জন্য ঘুমাতে পারে না।

ল্যাকেসিসঃ-অত্যন্ত দপদপানি ব্যাথা থাকে,কাশি দিলে মলদ্বারে হুল ফোটার মত মনে হয়,আর মনে হয় কী একটা পদার্থ যেন মলদ্বারে আটকে আছে।তার জন্য রোগী কোঁথ দেয় এবং এমন ব্যা্থা হয়,যে ব্যথায় রোগী দাড়াইয়া উঠিয়া পরে।মলদ্বার যেন বন্ধ হয়ে আসে।ল্যাকেসিস রোগীর মলে অত্যান্ত দুর্গন্ধ থাকে।

কষ্টিকাম ঃকাষ্টিকাম ফিস্টুলার একটি প্রয়োজনীয় ঔষধ।রোগীর মলদ্বারে ক্ষত হওয়ার জন্য রোগীকে অনেক কষ্ট লাগে।রোগী দাঁড়িয়ে থাকলেই সহজেই মল ত্যাগ হয়ে যায়। মলদ্বারে এবং রেকটাম অঞ্চলে ব্যথা এবং জ্বলন্ত ব্যথা আছে।মলগুলি খুব কঠিন,পেরিনিয়ামের চারপাশে ব্যথা।

হাইড্রাস্টিস ক্যানঃহাইড্রাস্টিস হঠাৎ কোষ্ঠকাঠিন্য সঙ্গে মলদ্বার fistula জন্য চমৎকার ঔষধ।রোগা কোষ্ঠকাঠিণ্যের রোগীর জন্য উপযোগী ঔষধ।

বার্বারিস ভলগারিসঃ মলদ্বারের ব্যাথাযুক্ত ফিস্টুলার রোগীর জন্য উপযোগী।মলদ্বারের কাছের অঞ্চলেও বেদনা তাকলে উপযোগী।মলত্যাগে কষ্ট ও জ্বালা থাকে।

ক্যালকেরিয়া সালফ ঃক্যালকেরিয়া সালফ ফিস্টুলার রোগীর জন্য প্রয়োজনীয় ঔষধ।ফিস্টুলা হতে হলুদ বর্ণের পুজস্রাব হলে উপযোগী।

ব্যাসিলিনামঃ রোগীর অত্যন্ত কোষ্ঠবদ্ধতা।অত্যন্ত পচা গন্ধযুক্ত মল ও বায়ু হয়,মলত্যাগে অত্যন্ত জ্বালা।ব্যাসিলিনামকে ফিস্টুলার অন্তর্বর্তী প্রতিকার বলে মনে করা হয়,বিশেষ করে টিউবারকুরার রোগীদের,যাদের ঠান্ডা লাগার প্রবনতা বেশী।মলদ্বার হতে মাঝে মাঝে রক্ত ঝড়ে।টিউবারকুলার মায়াজমের রোগীর ক্ষেত্রে ব্যাসিলিনাম গুরুত্বপূর্ণ ঔষধ।

মলদ্বারের নালী ক্ষতের ঔষধ নির্বাচন(কেন্ট রেপার্টরি)ঃ

FISSURE : Æsc., agn., all-c., alum., ant-c., arg-m., ars., arum-t., berb., calc-f., calc-p., calc., carb-an., caust., Cham.,cond., cur., fl-ac., Graph., grat., hydr., ign., kali-c., lach., Lues., med., merc-i-r., merc., mez., mur-ac., nat-m., Nit-ac.,nux-v., pæon., petr., phos., phyt., plat., plb., Rat., rhus-t., Sep., sil., sulph., Thu.
++ FISTULA : Aloe., alum., ant-c., Aur-m., aur., bell., Berb., bry., cact., Calc-p., calc-s., Calc.,
carb-s.,Carb-v.,Caust.,fl-ac.,graph.,hep.,hydr.,ign.,Kalic., kreos., lach., Lues., lyc.,merc.,Nitac., petr., phos., puls., sep., Sil., staph., sulph., thu.

++ pulsating : Caust.

ফিস্টুলার বাইয়োকেমিক চিকিৎসা ঃ

সাইলেসিয়াঃ-মলদ্বার থেকে মাংস ধোয়া পানির মত দূর্গন্ধযুক্ত পুঁজ ঝরিলে এটি উপকারি।

ক্যালকেরিয়া সালফঃ-পুরাতন আমাশয়, হলদে বা সাদা রং এর গাঢ় পুঁজ,পুঁজে বিশেষ গন্ধ না থাকলে এটি উপকারী।

ক্যলকেরিয়া ফ্লোরঃসরলান্ত্র অবরুদ্ধ,কুন্থন দিলে গুহ্যদ্বার ফেটে যায়।মলদ্বারে চুলকানী,কোষ্ঠকাঠিন্য এবং হজম শক্তির অভাব,পেটে বায়ু জমে সেই রোগীর জন্য ক্যালকেরিয়া ফ্লোর উপযোগী।

ক্যালকেরিয়া ফসঃফিস্টুলা হতে সর্বদাই পানির মত স্রাব নির্গত হয়।অবিরাম ও নিষ্ফল মলত্যাগের ইচ্ছা,মলদ্বার ফেটে যায়।ভগন্দর ও বুকের উপসর্গ পর্যায়ক্রমে আসে।বেদনা হীন নালী ক্ষত এই লক্ষণ সমষ্টিতে ক্যালকেরিয়া ফস উপযোগী।

HOMEOPATHY FOR EVERYONE
Dr md Shafiqul islam

12/05/2022
19/04/2022

# সিফিলিটিক পেশেন্ট চেনার সহজ উপায়ঃ - পচনশীল যে কোন রোগ, দুর্গন্ধ পুঁজ ও রস নিঃসরণকারী চর্মপীড়া, দুর্গন্ধযুক্ত ঋতুস্রাব ও প্রদরস্রাব। কর্ণ, নাসিকা ইত্যাদিতে ক্ষত ও দুর্গন্ধযুক্ত স্রাব, প্রস্রাব যন্ত্রের ক্ষত, গলক্ষত। মেরুমজ্জার ক্ষত, মুখে ক্ষত ও দুর্গন্ধ লালাস্রাব। পচন, উদরে ক্ষত, অন্ধত্ব, বধিরতা, উন্মাদ ইত্যাদি।

18/04/2022

#শিশুদের কান্না ও মায়াজমঃ

১. সোরিক শিশুঃ ক্ষণে হাসি, ক্ষণে কান্না,
#মেডিসিন- সোরিনাম,

২.সিফিলিটিক শিশুঃ - সর্বদা ঘ্যান ঘ্যানে কান্না বা নিশ্চুপ পড়ে থাকে,রাতের বেলায় কান্না করে,
# সিফিলিনাম,জ্যালাপা,

৩.সাইকোটিক শিশু- ঘ্যান ঘ্যানে স্বভাব, দিনে বেশী কান্না করে,
# মেডিসিন- লাইকো,

৪. টিউবারকুলার শিশু- শিশু নিদ্রাকালে চিৎকার করে কেঁদে ওঠে, কোলে করে এই বাড়ী- সেই বাড়ী,এই পাড়া- সেই পাড়া বেড়িয়ে নিয়ে বেড়ালে কান্না করেনা, বেড়াতে পারলে খাওয়ার কথাও ভুলে যায়।
# মেডিসিন- ক্যামো,সিনা,
# বিঃদ্রঃ উপররোক্ত মেডিসিন দেওয়ার পরেও যদি কান্না করে তবে মায়াজমেটিক মেডিসিন বয়স অনুপাত ২০০-১ম, ১-২ ডোজ দিয়ে এরপর আবার মেডিসিন দিতে হবে।

17/04/2022

যারা মাদার টিংচার ব্যবহার করেন"

*প্রয়োজনীয় মাদার টিংচার ও সংক্ষিপ্ত লক্ষনঃ-
(১)ক্যালেন্ডুলা মাদার টিংচারঃ কাটা ছেড়ায় ও যে কোন ক্ষতে তুলা দিয়ে বাহ্যিক ব্যবহার।
(২)ক্যান্থারিস মাদার টিংচারঃ মূত্রনালীর প্রদাহ,জ্বালাপোড়া,ফোটা ফোটা প্রসাব।
(২)কার্ডুয়াস মেরী মাদার টিংচারঃ পিত্তথলির পাথর,জন্ডিস ও লিভারের ব্যথায় কার্যকরী।
(৩)ক্যারিকা পেপ্যায়া মাদার টিংচার ঃ অজির্ন,হজমের দুর্বলতা,লিভার ও প্লীহার ব্যথা।
(৪)কেসিয়া সফেরা মাদার টিংচারঃ হাপানী,শ্বাসকষ্টে কার্যকরী।
(৫)কলোফাইলাম মাদার টিংচারঃ বাধক বেদনা,ঋতুস্রাবে গোলযোগ,অকাল গর্ভপাতে কার্যকরী।
(৬)চ্যাপারো এম. মাদার টিংচারঃ পুরানো আমাশয় ও আই. বি.এস রোগে কার্যকরী।
(৭)চেলিডোনিয়াম মেজাস মাদার টিংচারঃ জন্ডিস,পিত্তথলির পাথর,কোষ্ঠকাঠিন্য ও লিভারের বৃদ্ধিতে কার্যকরী।
(৮)চায়না মাদার টিংচারঃ পেটফাপা,বদহজম,রক্তাল্পতা,সহ ভগ্ন স্বাস্থ্য পুনরুদ্ধার করে।
(৯)কলিনসোনিয়া মাদার টিংচারঃ রক্ত স্রাবীয় ও ব্যথাযুক্ত অর্শ ও কোষ্ঠকাঠিন্যে কার্যকরী।
(১০)কন্ডুরাঙ্গো মাদার টিংচারঃ পাকস্থলীর ক্ষত,পচনশীল ক্ষত।
(১১)ক্র্যাটিগাস মাদার টিংচারঃ উচ্চ রক্তচাপ,ও হৃৎপিন্ডের দুর্বলতায় কার্যকরী।
(১২)ডামিয়ানা মাদার টিংচারঃ ধ্বজভংগ,স্বামী সহবাসে অনিচ্ছা।
(১৩)ইচিনেশিয়া মাদার টিংচারঃ রক্তদোষ,পচনশীল ঘা।
(১৪)ফিউকাস ভেস. মাদার টিংচারঃ মেদ ভুড়ি কমায়,থাইরয়েড গ্লান্ডের বৃদ্ধিতে কার্যকরী।
(১৫)ফ্রাক্সিনাস এ্যামেরিকানা মাদার টিংচারঃ জরায়ুর টিউমার,জরায়ুর বৃদ্ধি,জরায়ু ঝুলে পড়লে কার্যকরী।
(১৬)হ্যামামেলিস মাদার টিংচার ঃশরীরের যে কোন দ্বার দিয়ে, কাল বর্নের রক্তস্রাবে কার্যকরী।
(১৭)হাইড্রাসটিস ক্যান মাদার টিংচারঃ কোষ্ঠকাঠিন্য, জন্ডিস,পিত্তপাথরী,এ্যালার্জি রোগে কার্যকরী।

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর সু- ব্যবস্থা রয়েছে। মোবাইলঃ 01866551702
13/04/2022

কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঔষধ পাঠানোর সু- ব্যবস্থা রয়েছে।
মোবাইলঃ 01866551702

মান সম্মত সেবা পেতে যোগাযোগ করুন।মোঃ শফিকুল ইসলাম মোবাইলঃ 01866551702
12/04/2022

মান সম্মত সেবা পেতে যোগাযোগ করুন।
মোঃ শফিকুল ইসলাম
মোবাইলঃ 01866551702

Address

Village + Post: Chargarobdi, Dumki, Patuakhali
Barisal

Telephone

+8801866551702

Website

Alerts

Be the first to know and let us send you an email when Momotaz Homeo Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Momotaz Homeo Hall:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram