05/07/2022
মলদ্বারে নালী ঘায়ের( A**l Fistula ) হোমিওপ্যাথিক চিকিৎসা
ফিস্টুলা কি ?
মরদ্বার বা সরলান্ত্রের পাশে বিধান তন্তুর অভ্যন্তরে এক প্রকার নালী ঘায়ের সৃষ্টি হয়।এই নালীঘাকে ভগন্দর বা ফিস্টুলা বলে।
কারনঃ
১.কোষ্ঠকাঠিন্যের জন্য মলত্যাগ কালে অতিরিক্ত কুস্থন।
২.অনেক সময় মলদ্বার ফেটে যায়,রক্ত পড়ে।
৩.অর্শ হেতু মলদ্বারে ফোঁড়া এবং সেখান থেকেই ভগন্দর।
৪.মলদ্বারে ক্ষত হতে ধীরে ধীরে নালী ঘা।
৫.কোন কঠিন রোগের উপসর্গ হিসাবে।
৬.জীবাণু সংক্রামণ।
ফিস্টুলা কত প্রকারভেদ ঃ
১)যদি সরলান্ত্রের বাইরে ফোড়া হয়ে মলদ্বারে ইহার মুখ বাহির হয় তাহাকে Blind External Fistula।
২)যদি সরলান্ত্রের শ্লৈষ্মিক ঝিল্লিতে প্রদাহ এবং ফোড়া হয়ে ক্ষত হয় এবং ঐ ক্ষতের একটি মুখ সরলান্ত্রের ভিতরের দিকে থাকে এবং অন্য মুখটি মলদ্বারের বাইরে থাকে তবে ইহাকেComplete fistula বলে।
৩)যদি সরলান্ত্রে ফোড়া হয়ে সেই স্হানেই থাকে,বাইরে না আসে ইহাকে Blind Fistula বলে।
ক)সাধারণ ফিস্টুলা : এটি মলদ্বারের মাংশপেশির খুব গভীরে প্রবেশ করে না বিধায় চিকিৎসা সহজসাধ্য।
খ)জটিল ফিস্টুলা : এর বিভিন্ন প্রকার ভেদ রয়েছে এবং এবং তা নির্ভর করে এর নালটি মলদ্বারের মাংসের কতটা গভীরে প্রবেশ করেছে এবং কতটা বন্ধুর পথ পাড়ি দিয়ে এটি বাইরের মুখ পর্যন্ত এসেছে।এগুলোর চিকিৎসা সত্যিকার দুঃসাধ্য।তারপর যদি এ নালি একের অধিক হয় তাহলে তো আর কথাই নেই। এ রোগের অপারেশনের প্রধান প্রতিবন্ধকতা হল সঠিকভাবে অপারেশন সম্পাদন করতে ব্যর্থ হলে রোগী মল আটকে রাখার ক্ষমতা হারিয়ে ফেলতে পারে।
ফিস্টুলা বা ভগন্দরের লক্ষণ বা উপসর্গঃ
এ রোগের লক্ষণ মূলত তিনটি।যেমন- ১.ফুলে যাওয়া,২.ব্যথা হওয়া এবং ৩.নিঃসরণ বা পুঁজ ও আঠাল পদার্থ বের হওয়া।বেশিরভাগ রোগীই আগে মলদ্বারে ফোড়া হয়েছিল বলে জানান।ভেতরে ফোড়া হাওয়ার জন্য ফুলে যায় এবং ব্যথা হয়।যখন এগুলো ফেটে মুখ দিয়ে কিছুটা পুঁজ বের হয়ে যায় তখন ব্যথা এবং ফোলা কমে যায়।নিঃসরণ বা পুঁজ পড়া সাধারণত মাঝে মাঝে হয়। কখনও কখনও ২-৪ মাস রোগটি সুপ্ত থাকে।
কখনও কখনও মলের সঙ্গে পুঁজ ও আম পড়তে থাকে।সমস্যা একটানা না থাকার কারণে রোগীরা অনেক সময় ভাবেন যে সম্ভবত ভালো হয়ে যাবে।কিন্তু দু’চার মাস পর আবার যখন একই সমস্যা দেখা দেয় তখন চিকিৎসকের কাছে আসে।।
ফিস্টুলার হোমিওপ্যাথিক চিকিৎসায় ব্যবহৃত ঔষধের বর্ণনাঃ
হিপার সালফঃ-ভগন্দর পীড়ার প্রথম অবস্হায় যখন মলদ্বারে স্পর্শকাতর বেদনা, মলদ্বারের এক পাশে ফুলে অত্যন্ত ব্যথা।মলদ্বার চেপে বসতে পারে না।এই স্পর্শ কাতর বেদনায় হিপার সালফ প্রযোজ্য।রোগী যদি দৈহিক ও মানসিক ভাবে অত্যন্ত অনুভূতিপ্রবণ, সামান্য কারণে বিরক্তি প্রকাশ করেন তাদের জন্য হিপার সাল্ফ উপযোগী।
বেলেডোনাঃ ফিস্টুলার প্রথম অবস্হায় মলদ্বার লাল বর্ণ ,অত্যন্ত দপদপানি বেদনা,রোগী রক্তপ্রধান হলে বেলেডোনা প্রয়োজন হয়।
ফসফরাস ঃফসফরাস রোগীর রক্তাপাতের প্রবনতা দেখা যায়।রোগীর মল লম্বা ও কঠিন হয় সাথে প্রচুর রক্তপাত হয় এবং কোন ভাবেই সেই রক্তপাত বন্ধ না হলে ফসফরাস উপযোগী।
মাইরিষ্টিকাঃমলদ্বারের ফোড়ার ব্যথা যন্ত্রনার প্রথমাবস্থায় প্রয়োগ করলে ফোড়া বসে যায়।দ্বিতীয় অবস্থায় পাঁকার মত অবস্থা হলে এটির প্রয়োগে ফোড়া ফেটে যায়।ফিস্টুলার চিকিৎসায় মাইরিস্টিকা যে কোন অবস্হায় প্রয়োগ করা যায়।
পিওনিয়াঃ-মলদ্বার সবসময় রসে ভিজা থাকে,টাটানি ব্যথা,পুজ পড়ে ইত্যাদি লক্ষনে এটি উপকারী।মলদ্বারে দীর্ঘস্হায়ী বেদনা থাকে,মলদ্বারে তীব্র বেদনা হাটতে পারে না,মলের সাথে রক্ত মিশ্রিত থাকে।পেটে বেদনা সহ উদরাময়ের সাথে ফিস্টুলা থাকলে পিওনিয়া উপযোগী ঔষধ।
রেটানহিয়াঃ-সর্বদাই মলদ্বারে রস ঝরে।জ্বালা করে,সেই জ্বালা ঠান্ডা পানিতে উপশম হলে এটি উপকারী।মল শক্ত,মলত্যাগের সময় অত্যন্ত কোথানি,টাটানি বেদনা থাকে এবং বেদনা মলত্যাগের পরেও থাকে।মলদ্বারে যেন কাচের টুকরা দ্বারা খোচানো হচ্ছে এরুপ মনে হয়।মলদ্বার ফেটে যায়,রেকটামে অত্যন্ত বেদনা ও জ্বালা থাকে।
অরাম মিউরঃ-ভগন্দর পীড়ার উত্তম ঔষধ।এই ঔষধ ব্যবহারে রোগী আরোগ্য হয়।
এসিড ফ্লোরঃ-রোগী অত্যন্ত গরম কাতর, মলদ্বারে যন্ত্রনা ঠান্ডায় আরাম হলে এসিড ফ্লোর অব্যর্থ।মলদ্ববরে জ্বালা ভাব আছে।
মেডোরিনামঃ-মলদ্বার থেকে মাংস ধোয়া পানির মত দূর্গন্ধ রস ঝরিলে মেডোরিনাম অব্যর্থ।
সাইলেসিয়া:মলদ্বার হতে পাতরা দুর্গন্ধযুক্ত রস ঝড়লে সাইলেসিয়া উপযোগী।
নাইট্রিক এসিডঃপ্রস্রাব দুর্গন্ধযুক্ত রোগীর মলদ্বারে অত্রন্ত জ্বালা,মলত্যাগের সময় কাটিয়া ফেলার মত বেদনা করে,মলদ্বার হতে পাতলা সবুজ রস স্রাব হয়।মলদ্বারের জ্বালায় রোগী সর্বদা কাতর থাকে।রোগীর মলত্যাগের কয়েক ঘন্টা পর্যন্ত বেদনা থাকে।
সালফার ঃযেই রোগীদের ক্ষেত্রে মল শুকনা ও শক্ত হয়ে যায় তাদের জন্য সালফার সব থেকে প্রয়োজনীয়।রোগী ব্যথার ভয়ে টয়লেটে যেতে চায় না।সালফার তার ব্যাথা হ্রাস ও মল নরম করতে সাহায্য করে।ফুস্কুড়িড় কারণে মলদ্বার মধ্যে জ্বালা হলে সালফার ব্যবহারের সঙ্গে নিয়ন্ত্রিত হয়।সালফার সকল প্রকার ফিস্টুলার প্রতিকার হিসেবে প্রয়োজন,যে সকল সোরাদোষের রোগীর ফিস্টুলা হয় তাদের চিকিৎসা সালফার দিয়ে শুরু করতে হবে।কখনও কখনও মলদ্বার হতে সবুজ বা হলুদ রস স্রাব হয়।
থুজা অ্যাসিডেন্টালিস - মলদ্বারের চারপাশে জ্বলনের জন্য
থুজা অ্যাসিডেন্টালিস মলদ্বার ফিস্টুলার জন্য একটি উপকারী ঔষধ, যা মলদ্বারের চারপাশে জ্বলন্ত ব্যথা। মলদ্বারের চারদিকে ব্যথাও দেখা দেয়। জ্বলন্ত ও কালশিটে সারা দিন স্থায়ী হয়। পেরিয়ানাল অঞ্চলে সূঁচ ফোটানো ও সেলাইয়ের মত ব্যপ্রথা উপস্থিত হতে পারে। পেরিয়ানাল ব্যথা হাঁটার পরে আরও খারাপ হয়। মলদ্বারের চারপাশে আক্রমণাত্মক ঘাম এছাড়াও উপরের উপসর্গগুলির সাথে থাকতে পারে।
সিডাম আরসিঃএটি একটি কম পরিচিত হোমিওপ্যাথিক ঔষধ হতে পারে,কিন্তু সেডাম আরসি ফিস্টুলার মলদ্বারের সংকোচনশীল বেদনা নিরাময়ে উপযোগী।
এলুমিনাঃহোমিওপ্যাথিক ওষুধ অ্যালুমিনিয়া যখন কোষ্ঠকাঠিন্য সবচেয়ে খারাপ ধরনের হয়।
রোগা পাতলা,নোংড়া,নম্র স্বভাব,মন প্রফুল্ল।তার সময় যেন কাটে না এক ঘন্টাকে অর্ধেক দিন মনে করে।চোখ বন্ধ করলে,পরে যাবে টলমল করে।মল খুব দীর্ঘ।মলটি শক্ত,আম যুক্ত এবং বের হতে কষ্ট হয়,নরম কাদার মত মল মলদ্বারে লেগে থাকে।মলদ্বারে ফাটল এবং রক্তপাতে প্রধান ঐষধ।গর্ভাবস্থায় মায়েদের রেক্টামের ক্রিয়াহীনতায় মলত্যাগে কষ্ট হয়।
নেট্রাম মিউরঃমলদ্বার যেন ছোট হয়ে গেছে-মলত্যাগের পর মলদ্বার ছিঁড়ে যায়,রক্ত পড়ে, টনটন করে,যন্ত্রনা হয়। হোমিওপ্যাথিক ওষুধ নেট্রাম মিউর যখন শক্ত এবং শুষ্ক হয় তখন সহায়তা করে।মলদ্বার সংকোচন কারণে ক্ষণস্থায়ী যখন মলে ঘর্ষণ হয়।রক্তপাত এবং জ্বলন্ত ব্যথায় এটি কার্যকর।
এলো সাইকোট্রিনাঃমলদ্বারে আঙ্গুরের থোকার মত ,বলি নীল বর্ণ ,ঠেলা মারা বেদনা, রক্তস্রাবী ক্ষতভাব ছোয়া লাগানো যায় না মলদ্বারে গরম ভাব,ঠান্ডা পানিতে আরাম।মলদ্বারে চুলকানী ও জ্বালার জন্য ঘুমাতে পারে না।
ল্যাকেসিসঃ-অত্যন্ত দপদপানি ব্যাথা থাকে,কাশি দিলে মলদ্বারে হুল ফোটার মত মনে হয়,আর মনে হয় কী একটা পদার্থ যেন মলদ্বারে আটকে আছে।তার জন্য রোগী কোঁথ দেয় এবং এমন ব্যা্থা হয়,যে ব্যথায় রোগী দাড়াইয়া উঠিয়া পরে।মলদ্বার যেন বন্ধ হয়ে আসে।ল্যাকেসিস রোগীর মলে অত্যান্ত দুর্গন্ধ থাকে।
কষ্টিকাম ঃকাষ্টিকাম ফিস্টুলার একটি প্রয়োজনীয় ঔষধ।রোগীর মলদ্বারে ক্ষত হওয়ার জন্য রোগীকে অনেক কষ্ট লাগে।রোগী দাঁড়িয়ে থাকলেই সহজেই মল ত্যাগ হয়ে যায়। মলদ্বারে এবং রেকটাম অঞ্চলে ব্যথা এবং জ্বলন্ত ব্যথা আছে।মলগুলি খুব কঠিন,পেরিনিয়ামের চারপাশে ব্যথা।
হাইড্রাস্টিস ক্যানঃহাইড্রাস্টিস হঠাৎ কোষ্ঠকাঠিন্য সঙ্গে মলদ্বার fistula জন্য চমৎকার ঔষধ।রোগা কোষ্ঠকাঠিণ্যের রোগীর জন্য উপযোগী ঔষধ।
বার্বারিস ভলগারিসঃ মলদ্বারের ব্যাথাযুক্ত ফিস্টুলার রোগীর জন্য উপযোগী।মলদ্বারের কাছের অঞ্চলেও বেদনা তাকলে উপযোগী।মলত্যাগে কষ্ট ও জ্বালা থাকে।
ক্যালকেরিয়া সালফ ঃক্যালকেরিয়া সালফ ফিস্টুলার রোগীর জন্য প্রয়োজনীয় ঔষধ।ফিস্টুলা হতে হলুদ বর্ণের পুজস্রাব হলে উপযোগী।
ব্যাসিলিনামঃ রোগীর অত্যন্ত কোষ্ঠবদ্ধতা।অত্যন্ত পচা গন্ধযুক্ত মল ও বায়ু হয়,মলত্যাগে অত্যন্ত জ্বালা।ব্যাসিলিনামকে ফিস্টুলার অন্তর্বর্তী প্রতিকার বলে মনে করা হয়,বিশেষ করে টিউবারকুরার রোগীদের,যাদের ঠান্ডা লাগার প্রবনতা বেশী।মলদ্বার হতে মাঝে মাঝে রক্ত ঝড়ে।টিউবারকুলার মায়াজমের রোগীর ক্ষেত্রে ব্যাসিলিনাম গুরুত্বপূর্ণ ঔষধ।
মলদ্বারের নালী ক্ষতের ঔষধ নির্বাচন(কেন্ট রেপার্টরি)ঃ
FISSURE : Æsc., agn., all-c., alum., ant-c., arg-m., ars., arum-t., berb., calc-f., calc-p., calc., carb-an., caust., Cham.,cond., cur., fl-ac., Graph., grat., hydr., ign., kali-c., lach., Lues., med., merc-i-r., merc., mez., mur-ac., nat-m., Nit-ac.,nux-v., pæon., petr., phos., phyt., plat., plb., Rat., rhus-t., Sep., sil., sulph., Thu.
++ FISTULA : Aloe., alum., ant-c., Aur-m., aur., bell., Berb., bry., cact., Calc-p., calc-s., Calc.,
carb-s.,Carb-v.,Caust.,fl-ac.,graph.,hep.,hydr.,ign.,Kalic., kreos., lach., Lues., lyc.,merc.,Nitac., petr., phos., puls., sep., Sil., staph., sulph., thu.
++ pulsating : Caust.
ফিস্টুলার বাইয়োকেমিক চিকিৎসা ঃ
সাইলেসিয়াঃ-মলদ্বার থেকে মাংস ধোয়া পানির মত দূর্গন্ধযুক্ত পুঁজ ঝরিলে এটি উপকারি।
ক্যালকেরিয়া সালফঃ-পুরাতন আমাশয়, হলদে বা সাদা রং এর গাঢ় পুঁজ,পুঁজে বিশেষ গন্ধ না থাকলে এটি উপকারী।
ক্যলকেরিয়া ফ্লোরঃসরলান্ত্র অবরুদ্ধ,কুন্থন দিলে গুহ্যদ্বার ফেটে যায়।মলদ্বারে চুলকানী,কোষ্ঠকাঠিন্য এবং হজম শক্তির অভাব,পেটে বায়ু জমে সেই রোগীর জন্য ক্যালকেরিয়া ফ্লোর উপযোগী।
ক্যালকেরিয়া ফসঃফিস্টুলা হতে সর্বদাই পানির মত স্রাব নির্গত হয়।অবিরাম ও নিষ্ফল মলত্যাগের ইচ্ছা,মলদ্বার ফেটে যায়।ভগন্দর ও বুকের উপসর্গ পর্যায়ক্রমে আসে।বেদনা হীন নালী ক্ষত এই লক্ষণ সমষ্টিতে ক্যালকেরিয়া ফস উপযোগী।
HOMEOPATHY FOR EVERYONE
Dr md Shafiqul islam