Dr Nurul Pain Arthritis Spine Stroke Paralysis Rehab & PRP Stem Cell Centre
- Home
- Bangladesh
- Barisal
- Dr Nurul Pain Arthritis Spine Stroke Paralysis Rehab & PRP Stem Cell Centre
বাত, ব্যথা, স্পাইন ও প্যারালাইসিস্ বিশ
Address
K Jahan Center, House # 106, Sadar Road
Barisal
8200
Opening Hours
Monday | 15:00 - 22:00 |
Tuesday | 15:00 - 22:00 |
Wednesday | 15:00 - 22:00 |
Saturday | 18:00 - 22:00 |
Sunday | 18:00 - 22:00 |
Telephone
Website
Alerts
Be the first to know and let us send you an email when Dr Nurul Pain Arthritis Spine Stroke Paralysis Rehab & PRP Stem Cell Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Contact The Practice
Send a message to Dr Nurul Pain Arthritis Spine Stroke Paralysis Rehab & PRP Stem Cell Centre:
Category
Our Story !
ডাঃ মোঃ নূরুল হক মিয়া ১৯৭৮ সনের ৫ই জানুয়ারী পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের মধ্য ধরান্দী গ্রামে একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতা জীবদ্দশায় প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক ছিলেন। পিতার নজরদারীতে তিনি ১৯৯২ সনে নিজ বাড়ীর সামনে মধ্য ধরান্দী মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে এস.এস.সি পাশ করেন এবং ১৯৯৪ সনে পটুয়াখালী সরকারী কলেজ থেকে ষ্টার মারকসসহ বিজ্ঞান বিভাগে এইচ.এস.সি পাশ করেন। বাবা মার একান্ত ই”ছায় ১৯৯৫-৯৬ সেশনে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হন এবং ২০০২ সনে এমবিবিএস ডিগ্রী কৃতিত্বের সাথে সমাপ্ত করেন। পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজের প্রাক্তন উপ-অধ্যক্ষ এবং বাংলাদেশের স্বনামধন্য ১ম ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ আমিনউদ্দীন এ. খান স্যারের সঙ্গে কাজ শুরু করেন। বাত-ব্যথা-পক্ষাঘাত গ্রস্ত রোগীকে সুন্দর ও সুক্ষ্মভাবে কিভাবে ডায়াগনোসিস করে পরবর্তী কর্মজীবনে সক্রিয় ভাবে ফিরিয়ে আনা যায় তা প্রথম এখানেই লক্ষ্য করেন তিনি এবং মানসিক ভাবে স্বপ্ন দেখতে থাকেন একজন দক্ষ ফিজিয়াট্রিষ্ট হিসেবে জীবন গড়ার। এ ব্রত নিয়ে দেশের সবচেয়ে প্রেসটিজিয়াস এবং সর্বোচ্চ এফসিপিএস ও এমডি ডিগ্রীতে কৃতিত্বের সাথে চান্স পান তিনি এবং দেশের বিখ্যাত ইন্সটিটিউট গুলোতে যেমন বঙ্গবন্ধু মেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, ঢাকা মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজে স্বনামধন্য অধ্যাপক বৃন্দের সান্নিধ্যে থেকে তিনি প্রশিক্ষণ নেন এবং ২০১৫ সালে গৌরবময় এফসিপিএস ও ২০১৭ সনে এমডি ডিগ্রী অর্জন করেন। তাঁর পূর্ণ প্রশিক্ষণ চলাকালীন সময় সকল ধরনের বাত রোগ বা আরথ্রাইটিস, ঘাড়, কোমড়, পিঠ, হাঁটু, কাঁধ বা শোলডারসহ জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন, মাংসপেশী, নার্ভ জনিত ব্যথা এবং ষ্ট্রোক ও প্যারালাইসিস রোগীকে পরিপূর্ণরূপে ব্যথামুক্ত ও কর্মময় জীবনে ফিরিয়ে আনার জন্য দক্ষতা অর্জন করেন। ডাঃ নূরুল হক সুক্ষ্মভাবে সমস্যা নির্ণয়সহ বিশ্বমানের Advanced Treatment প্রয়োগ করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বর্তমানে শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালে ফিজিক্যাল মেডিকেল এন্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান। গত কয়েক বছরে এশিয়ার উন্নত দেশগুলোতে ভ্রমন করে অর্জন করেছেন আলট্রাসনোগ্রামের মাধ্যমে কিভাবে সুক্ষ্মভাবে জয়েন্ট, লিগামেন্ট, মাংসপেশী, টেনডন ও নার্ভ বা স্নায়ু ইনজুরী বা ক্ষয় নির্ণয় করতে হয়। এছাড়া তিনি দক্ষতা অর্জন করেছেন আলট্রাসনো গাইডেড ইনজুরী বা ক্ষয় হওয়া স্থানে সুক্ষভাবে ইনজেকশন প্রয়োগ, কোমড়ে বা ডিস্ক প্রোলাপ্স হয়ে নার্ভ চাপা পড়লে যথাক্রমে পায়ে বা হাতে ব্যথা ছড়িয়ে পড়লে অপারেশন ছাড়া আলট্রাসনো গাইডেড এপিডুরাাল ইনজেকশন ও নার্ভ ব্লক, শোল্ডার বা কাঁধের জয়েন্ট জমে গেলে বা ফ্রোজেন শোল্ডারে আলট্রাসনো গাইডেড আরথ্রোডিসটেনশন। এ সমস্ত চিকিৎসা যেমন দ্রুত ব্যথা কমিয়ে দেয় তেমনি অতি তাড়াতাড়ি কর্মজীবনে ফেরত আসা সহজ হয়।সাম্প্রতিক সময়গুলোতে তিনি অনেক দক্ষতা অর্জন করেছেন বিশ্বমানের আর্থোবায়োলজিকস বা রিজেনারেটিভ মেডিসিনের ওপর (পিআরপি ও স্টিম সেল থেরাপী)। সফলভাবে তিনি এ পর্যন্ত পিআরপি ও স্টিম সেল থেরাপী প্রয়োগ করেছেন দুই শতাধিক রোগীর উপরে। এ চিকিৎসার মাধ্যমে কোন জয়েন্ট লিগামেন্ট, তরুনস্থি, নার্ভ, মাংসপেশী ক্ষয় হলে বা আংশিক ছিড়ে গেলে উক্ত অংশকে Repair বা নতুন করে তৈরী করা যায় যা ব্যথার চিকিৎসা জগতে নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে যেসকল প্রশিক্ষণ গ্রহন করেছেন------
1. Lien-I-Nan Scholarship Award 2017 for Rehabilitation Training in National Taiwan University Hospital,Taiwan.
2. Musculoskeletal Ultrasound Examination training program in Department of physical Medicine and Rehabilitation, National Taiwan University Hospital-1 st November-30 th November 2017.
3. C-arm & Ultrasound guided Interventional Pain Management training in Kertha Usada Hospital 3 rd -6 th December 2017, Bali, Indonesia.