Dr. Amol

Dr. Amol Hi I am Amol Welcome to my page. Flow the page and invite your love ones.more please support my post

20/08/2024

বাংলাদেশে প্রতি ২ মিনিটে একজন মানুষ হৃদ্‌রোগে মারা যান। প্রতি ঘণ্টায় প্রায় ৩২ জন। দিনে প্রায় ৭৬৯ জন।

হৃদ্‌পিণ্ডের ভেতর দিয়ে অক্সিজেন প্রবাহিত না হতে পারলেই হার্ট অ্যাটাক হয়। হৃদ্‌রোগের প্রাথমিক উপসর্গ খেয়াল না করলে তার ফলে কেবল মৃত্যু নয়, বেঁচে থাকলেও অনেক জটিলতা নিয়ে বাঁচতে হয়।ফলে বুকে চাপ চাপ ব্যথা, শরীরের অন্য অংশে ব্যথা, মাথা ঘোরা বা ঝিমঝিম করা, ঘাম হওয়া, নিঃশ্বাস বন্ধ হয়ে আসা, বমি বমি ভাব হওয়া এবং বুক ধড়ফড় করা বা বিনা কারণে অস্থির লাগার মতো উপসর্গ দেখলে সতর্ক হোন
হৃদরোগ থেকে নিরাময় ও সুস্থ জীবনযাপনের জন্যে নিয়মিত হাঁটা, ব্যায়াম, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান বর্জন আর টেনশনমুক্ত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ, করোনারি হৃদরোগের প্রচলিত চিকিৎসাগুলো রোগীদের জীবনে কোনো স্থায়ী সমাধান দিতে পারছে না ।
বেশ কিছু প্রাকৃতিক উপাদান এক্ষেত্রে আপনার হৃদ রোগ নিয়ন্ত্রনে কার্যকরী ভুমিকা রাখতে পারে। প্রাচীন আইয়ুরভেদ শাস্ত্রের গবেষণা থেকে পাওয়া তথ্য অনুসারে
অর্জুন , অশ্বগন্ধা, আমলকী, জোয়ান ,আদা, দারুচিনি, গোলমরিচ, এলাচ, মৌরি সহ বেশ কিছু প্রাকৃতিক উপাদান আছে যা আপনার হার্টের সকল সমস্যা সমাধানে সরবচ্চ কার্যকর।

14/02/2024

★পৃথিবীতে সমগ্র মানুষের যা ওজন সব পিঁপড়েরও প্রায় একই ওজন।

★আপনি জানলে অবাক হবেন যে, মশা প্রতি সেকেন্ডে ৩০০-৬০০ বার পাখা নাড়ায়। আর এর কারনেই মশা উড়ার সময় ভিন্ন ভিন্ন আওয়াজ আসে।

★.একজন স্বাভাবিক মানুষ দিনে গড়ে প্রায় ১০ বার হাসে।

★ জানেন কি জিরাফের জিহ্বা কত লম্বা? জিরাফের জিহ্বা ২১ ইঞ্চি লম্বা হয়ে থাকে। এবং এর সাহায্যেই সে তার কান পরিষ্কার করে।

★ আপনার যেদিন জন্ম হয়েছে, সেই দিনটিতেই প্রায় মিলিয়ন লোকের জন্মদিন।

★ আপনি জানলে অবাক হবেন যে প্রতিটি মানুষ তাদের জীবনের সর্বমোট প্রায় ২৫ বছর সময় ঘুমিয়েই কাটিয়ে দেয়।

10/02/2024

বাজ পাখি প্রায় ৭০ বছর বাঁচে।
কিন্তু মাত্র ৪০ বছর পার করার পরেই বাজ পাখিকে বাঁচার জন্য কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়………

ওই সময়তার শরীরের তিনটি প্রধান অঙ্গ দুর্বল হয়ে পড়ে।।।

১. থাবা( পায়ের নখ) লম্বা ও নরম হয়ে যায়।।।
শিকার করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।।।

২. ঠোঁটটা সামনের দিকে মুড়ে যায়।।
ফলে খাবার খুটে বা ছিড়ে খাওয়া প্রায় বন্ধ হয়ে যায়।।।

৩. ডানা ভারী হয়ে যায় এবং বুকের কাছে আটকে যাওয়ার দরুন উড়াড় ক্ষমতাও সীমিত হয়ে যায়।।।
ফলস্বরুপ শিকার খোজা,ধরা ও খাওয়া তিনটেই ধীরে ধীরে মুশকিল হয়ে পড়ে।।।

তখন ওর কাছে তিনটে পথ খোলা থাকে……।

১. আত্নহত্যা
২. শকুনের মত মৃতদেহ খাওয়া
৩. নিজকে পুনরস্থাপিত করা।

বাজ তখন করে কি
ও একটা উচু পাহাড়ে আশ্রয় নেয়।।।
সেখানে বাসা বাঁধে।।

আর শুরু করে নতুন প্রচেষ্টা।

সে প্রথমে তার ঠোঁট টা পাথরে মেরে মেরে ভেঙে ফেলে।
এর থেকে কঠিন যন্ত্রণা আর হয় না।।।

একইরকমভাবে নখ গুলো ভেঙে ফেলে আর অপেক্ষা করে নতুন নখ ও ঠোঁট গজানোর।।।

নখ ও ঠোঁট গজালে ও ওর ডানার সমস্তপালক গুলো ছিড়ে ফেলে।।
কষ্ট সহ্যকরে অপেক্ষা করতে থাকে নতুন পালকের জন্য ।।

১৫০ দিনের যন্ত্রণা ওপ্রতীক্ষার পর সে সব নতুন করে পায়।।
পায় আবার সেই লম্বা উড়ান আর ক্ষিপ্রতা।।

এরপর সে আরো ৩০ বছর জীবিত থাকে আগের মত শক্তি ও সামর্থ নিয়ে।।

শিক্ষা:পরিস্থিতি যতই কঠিন হোক না কেনো ধর্য ধরুন! এবং লড়ে যান।

Tonmoy Chandra

21/12/2023

DENGUE FEVER SYMPTOMS AR......
১. হঠাৎ উচ্চ জ্বর। ১০১--১০৪
২.চোখের পিছনে ব্যাথা।
৩.বমি বমি ভাব ও বমি হওয়া।
৪.জয়েন্ট ও মাংসপেশী ব্যথা।
৫.শরীর ব্যাথা ও মাথা ব্যাথা।
৬.চামরায় লালচে দাগ হওয়া।
৭.ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেওয়ার পর পুনরায় জ্বর আসা।

Address

Barisal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Amol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category