Araf Medical Hall

Araf Medical Hall AraF Medical Hall

আমি মানুষ না হইয়া একটা বই হইলে ভাল হইত। তোমার ব্যাগে, তোমার আস্তিনে, ঘুমন্ত তোমার মাথার কাছে নাহয় আমি পইড়া থাকতাম।অন্তত ...
15/12/2024

আমি মানুষ না হইয়া একটা বই হইলে ভাল হইত।
তোমার ব্যাগে, তোমার আস্তিনে, ঘুমন্ত তোমার মাথার কাছে নাহয় আমি পইড়া থাকতাম।

অন্তত তোমারে দেখার অসহ্য যন্ত্রণায় তো আমার ছটফট করা লাগত না!❤️❤️❤️

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ...
25/11/2024

ডায়ালাইসিসের সময় শরীর থেকে রক্ত ​​বের হয়ে লাল টিউব দিয়ে ডায়ালাইসিস মেশিনে যায় এবং নীল টিউবের মাধ্যমে পরিষ্কার হয়ে ফিরে আসে আর এভাবে ৪ ঘণ্টা নড়াচড়া ছাড়া কস্ট সহ্য করে বিছানায় থাকতে হয়।

কীডনী বিকল রোগীদের প্রতি সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হয় যার অর্থ মাসে ১২ বার এবং প্রতিবার ৪ ঘন্টা করে মোট ৪৮ ঘন্টা।

আমরা যারা সুস্থ আছি, আমাদের কিডনি দিনে ৩৬ বার স্বয়ংক্রিয়ভাবে কোন প্রকার ব্যথা ছাড়াই আমাদের রক্ত পরিষ্কার করে যাচ্ছে।

আল্লাহ তায়ালার কি পরিমান দয়ায় আমরা বেচে আছি একবারও কি উপলব্ধি করেছেন..?

তাই সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করুন।

আলহামদুলিল্লাহ🤲

10/11/2024

ভুল করলে ভুল শুধরে দেওয়াটাই ভালোবাসা!"
ছেড়ে যাওয়াটা নয়...!!.।🫂🥺♥️

31/03/2024

আল্লাহ নারীর গর্ভে বাচ্চাদের রেখেছেন অত্যন্ত নোনতা রসে,ইচ্ছাকৃতভাবে ওজন হালকা করার জন্য এবং একইসাথে মায়ের সাথে যুক্ত কর্ডের মাধ্যমে ক্লান্তিহীন খাবারের জন্য,শিশুকে প্রয়োজনীয় খাবার সরবরাহ করার জন্য।
মা যদি খাবার না খায়,তাহলে শিশু কিছু মিস করবে না কারন কিছু গ্রন্থি মায়ের দাত ও হাড় গলিয়ে হারিয়ে যাওয়া খাবারগুলো প্রতিস্থাপন করে।
তাই বৃদ্ধ হয়ে গেলে মায়ের হাটু,দাত ও জয়েন্টে ব্যথা শুরু হয় আর তাই অনেক লোক বলে যে মহিলারা পুরুষদের আগে বৃদ্ধ হয়।
যদি একজন মানুষ জানত যে সে তার মায়ের হাড় গলিয়েছে বেচে থাকার জন্য,সে জানত না কিভাবে তাকে পুরস্কৃত করতে হবে।
ইয়া আল্লাহ! আমার মা এবং সকল মাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
আমীন

27/03/2024

কাউকে গালির বদলে গালি দিও না, লজ্জার বদলে লজ্জা দিও না, কষ্টের বদলে কষ্ট দিও না।
যদিও তুমি প্রতিশোধ নিতে পারো, কিন্তু এই প্রতিশোধ প্রয়োগের চেয়ে মাফ করে দেওয়া উত্তম।
তুমি যদি চুপ করে থাকো, কোন উত্তর না দাও এবং এর ফলে তোমার ভিতরে কষ্ট হয়, ক্রোধের সৃষ্টি হয়, আর তা তুমি হজম করো, ধৈর্য্য ধারন করো, তাহলে এ সম্পর্কে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, ❝ধৈর্য্য ধারনকারীদের আল্লাহ তা'আলা বেহিসাব পুরুষ্কার দিয়ে থাকেন!❞
—আল কুরআন (সূরা আয-যুমারঃ ১০)

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধ...
23/03/2024

নিজে এতগুলো টায়ার বহন করেও তার বিপদের সময় একটি টায়ারও কাজে আসতেছে না তার।

ঠিক তেমনি জীবনে চলার পথে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অনেক থাকবে কিন্তু খারাপ সময়ে খুব কম মানুষকেই কাছে পাবেন।
আপনার অবদান কী ছিল তা কেউ মনে রাখবে না, বরং আপনি তাদের থেকে কী নিয়েছেন, সেটা বিভিন্ন ভাবে ফেরত নেয়ার চেষ্টা করবে মানুষ।

তেমনি পৃথিবীতে মানুষ চিনতে পারা অনেক কঠিন।

জীবন নাটকের চেয়ে নাটকীয়।

11/03/2024

আল্লাহ বলেন, আমি ৬টি জিনিসকে লুকিয়ে রেখেছি ৬টি স্থানে। কিন্তু মানুষ তা খুঁজে বেড়ায় ভিন্ন জায়গায়।

১. আমি দ্বীন ইসলামকে রেখেছি ক্ষুধা, দারিদ্রতা ও ধৈর্যের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে উদরপূর্তি ও দুনিয়ার স্বচ্ছলতার মধ্যে।

২. আমি সম্মান রেখেছি শেষ রাতের ইবাদতে, কিন্তু মানুষ খোঁজে, শাসক ও ক্ষমতাবানের সাহচর্যে।

৩. আমি সুখ স্বাচ্ছন্দ্য রেখেছি জান্নাতে, কিন্তু মানুষ তা খোঁজে দুনিয়াতে।

৪. আমি বড়ত্ব রেখেছি বিনয় ও নম্রে, কিন্তু মানুষ তা খোঁজে অহংকারে।

৫. আমি ধনী হওয়া রেখেছি অল্প তুষ্টিতে, কিন্তু মানুষ তা খোঁজে লোভ- লালসার মধ্যে।

৬. আমি দোয়া কবুল হওয়াকে নিহিত রেখেছি হালাল উপার্জনের মধ্যে, কিন্তু মানুষ তা খোঁজে হারাম উপার্জনে।

আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে আমল করার তাওফিক দান করুন,
আ-মীন।

Address

Barisal

Telephone

01973950901

Website

Alerts

Be the first to know and let us send you an email when Araf Medical Hall posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram