Dr.Md.Saiful Islam

Dr.Md.Saiful Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Md.Saiful Islam, Doctor, Barisal.

ডা.মোঃসাইফুল ইসলাম
এমবিবিএস
বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস(মেডিসিন) পার্ট-২
এমআরসিপি পার্ট-১(ইংল্যান্ড)
বিএমডিসি রেজি নং:A-110371
বক্ষব্যাধি,গ্যাস্ট্রোলিভার,বাত ও শিরা রোগ,চর্ম,যৌন ও মাথা রোগে অভিজ্ঞ।এপয়েন্টমেন্টের এর জন্য: ইনবক্স/হোয়াটসঅ্যাপ:01753010774

20/09/2025
04/09/2024
ইন শা আল্লাহ প্রতি শুক্রবার সকাল ৯:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত আবহাওয়া অফিস বাজারে শ্রমিক ইউনিয়ন অফিসে আমার এলাকার মানুষদের বি...
28/08/2024

ইন শা আল্লাহ প্রতি শুক্রবার সকাল ৯:৩০ থেকে ১২:৩০ পর্যন্ত আবহাওয়া অফিস বাজারে শ্রমিক ইউনিয়ন অফিসে আমার এলাকার মানুষদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিবো।মহান আল্লাহ তায়া’লা আমাদের নেক ইচ্ছা কবুল করুন।আমীন

23/08/2024

জুনিয়র ডাক্তারদের জন্যে drowning এর রুগি কিভাবে ম্যানেজ করবেন? - ৬টা পয়েন্ট

আজ, কাল, পর্শু উপজেলা, জেলা লেভেলে যারা ডাক্তারি করছেন আপনাদের উপর এক ঢল রোগি আসবে - ইতিমধ্যে অনেক জায়গায় আসছে। drowning এর রুগি হবে প্রচুর, সাথে আসবে প্রচুর snake-bite এবং আরো কয়েকদিন পর ডায়েরিয়া ও অন্যান্য সমস্যা নিয়ে। ড্রাউনিং এর ম্যানেজমেন্ট নিয়ে ১০টা টিপস দিব আপনাদের

১। ড্রাউনিং এ মৃত্যুর প্রধান কারন হচ্ছে hypoxia, তাই যেই আসবে অক্সিজেন দিতে রেডি থাকবেন। অক্সিজেনেশান কারেক্ট করলে অনেক পেশেন্টকে বাঁচানো যাবে ইন শা আল্লাহ। অন্যান্য অনেক সমস্যা থাকতে পারে - ট্রমা ইত্যাদি, কিন্তু প্রথমে অক্সিজেনের উপর ফোকাস।

২। রোগি আসার সাথে সাথে পালস আর নিশ্বাস চেক করবেন। যদি দুইটার একটাও না থাকে (cardiac arrest) তাহলে ডেথ ডিক্লেয়ার করে দিবেন। রিসাসিটেশান করে পস্ট-রিসাসিটেটিভ কেয়ার দেয়ার মত অবস্থা মেডিকেল কলেজ হাসপাতালে ছাড়া আর কোথাও নাই।

৩। Cardiac arrest এর আগের লক্ষন bradycardia। পালস যদি ৬০ এর কম হয় তাহলে ভয়ে থাকবেন যে এই রোগি যেকোন সময় মারা যেতে পারে। দ্রুত অক্সিজেন দেয়ার ব্যবস্থা করেন, ambu-bag হোক কি cpap কি ভেন্টিলেটার যেভাবে সম্ভব positive pressure ventilation দরকার।

৪। যদি পালস থাকে কিন্তু নিশ্বাস না নেয় (respiratory arrest) তাহলে ambu-bag বা mouth-to-mouth দিয়ে ৫-১০টা ব্রেথ দিয়ে দেখতে পারেন কোন রেস্পন্স হয় কিনা। হলে চালিয়ে যান। এই রোগিদের দরকার প্রচুর অক্সিজেন আর positive pressure ventilation - ambu-bag, CPAP বা সম্ভব হলে ভেন্টিলেটারে দিয়ে ম্যানেজ করতে পারবেন। পজিটিভ প্রেশারে ফুসফুস থেকে পানি সরবে একটা টাইমে।

৫। যদি পালস আছে, নিশ্বাস ও নিচ্ছে অবস্থায় আশে তাহলে দ্রুত অক্সিজেন দিবেন। যদি শ্বাসকষ্ট থাকে তাহলে জানবেন যে এখনো lungs এ প্রচুর effusio। কোভিড আমলের cpap মেশিন থাকলে ব্যবহার করেন বা দ্রুত আইসিইউতে নিয়ে ভেন্টিলেটারে দিন।

৬। ব্রিদিং স্টেবল হলে জানবেন যে অধিকাংশ রোগির থাকবে severe metabolic acidosis প্লাস hypovolaemia - এর ট্রিটমেন্ট ফ্লুইড - নর্মাল স্যালাইন, কলেরা স্যালাইন যেটাই পাবেন দিবেন। পানি অনেক অনেক নোংরা, যারই ড্রাউনিং হয়েছে তাদের এন্টিবায়োটিক দিবেন।

আল্লাহ সহায় হোক

Dr. Raiiq Ridwan
Specialty Registrar, Emergency Medicine
Chelsea and Westminster Hospitals, London

04/08/2024

টিয়ার গ্যাসের চিকিৎসা নিয়ে দুই একটা কথা।

টিয়ার গ্যাসের কোন Antidote নেই। সো Minimizing Exposure এবং Decontamination ই প্রধান চিকিৎসা।

Ocular exposure এ চোখে Plain water বা normal saline দিয়ে ১০-২০ মিনিট wash করতে হয় চোখ খোলা রেখে। Contact lens থাকলে অবশ্যই Remove করে ফেলতে হবে।

Dermal exposure এ irritation কমাতে skin টা soap water দিয়ে ভালো করে wash করতে হবে।

Soap water এর পরিবর্তে aluminium hydroxide/magnesium hydroxide antacid, 2% lidocaine gel, milk, and baby shampoo দেয়া যায় তবে সবচেয়ে Best হলো Soap water.

টিয়ার গ্যাস Exposure এ Bronchospasm হতে পারে। সেক্ষেত্রে Bronchodilator দিয়ে nebulize করা যায়।

কারো কারো ক্ষেত্রে Pulmonary injury হয়ে Respiratory function severely compromise হতে পারে। সেক্ষেত্রে রোগীকে HDU/ ICU এ ট্রান্সফার করা লাগবে, Oxygen inhalation, Nebulization with Bronchodilator লাগবে। এবং তাতেও কাজ না হলে Respiratory support (Ventilation) লাগবে।

বিঃদ্রঃ পেশেন্ট দেখার সময় ডাক্তারদের নিজেদের মাস্ক ও গ্লাভস পরা খুব জরুরী।

পুনশ্চঃ To minimize exposure, Contaminated clothings of patient should be removed as early as possible

Address

Barisal
8205

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Md.Saiful Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category