Homeopathic Health Care Centre

Homeopathic Health Care Centre Diploma in Homeopathic Medicine & Surgery (DHMS)
01612-135365

12/06/2025

মহিলা রোগী, বয়স ৩২, বিবাহিত, ৩ ছেলে-মেয়ে।

সমস্যা: সকাল থেকে প্রচন্ড পেটে ব্যথা।

লক্ষণ: পেটে ব্যথা শক্ত করে বেঁধে রাখাতে কম ছিল। পেটে হাত দিয়ে জোরে চাপ দিতে বলাতে জানালো চাপলে ব্যথা থাকেনা। হাতের নখের পাশে চামড়া উঠে, কিছুদিন আগে মুখের ভিতর ঘা হয়েছিল (Aphthous ulcer), সহবাসে অনীহা, জ্বালা করে, সাদাস্রাবের কারণে চুলকায়, হাসবেন্ড খিটখিটে স্বভাবের। কিছুদিন ধরে ডান হাতের কনিষ্ঠা আংগুল এবং অনামিকা আংগুলের মাঝে উদ্ভেদ হয়েছে।

রুব্রিক: Abdomen pain pressure amel., Hangnails finger, mouth aphthae, coition aversion, pain coition during burning, itching leukorrhea from, eruption fingers between.

চিকিৎসা: ন্যাট-মি ৩০ (১ ডোজ) দেওয়াতে পেটে ব্যথা কমে গিয়েছে এবং পরে ভাত খেয়েছে।

ডা. কাজী আদিব হাসান
ডি.এইচ.এম.এস (বি.এইচ.এম.ই.সি)
01612-135365

10/06/2025

মহিলা রোগী, বয়স ৪৫, রক্তচাপ:১২৫/৮০, বিবাহিত।

সমস্যা: উচ্চরক্তচাপ, ডায়াবেটিস, বুক ও পেট জ্বালা, হাঁটুতে ব্যথা।

লক্ষণ: হাঁটু ব্যথা সিঁড়ি দিয়ে উপরে উঠলে ও নামলে বাড়ে, জ্বর হলে মুখমন্ডলে জ্বরঠোসা পড়ে, দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, নীচের পাটির মোলার দাঁতে ব্যথা, কৃমির সমস্যা আছে। মুখমন্ডলে অনেক ব্রণ রয়েছে।

রোগী খুব গরমকাতর, সূর্যের তাপ সহ্য হয় না, প্রচুর ঘাম হয় এবং ঘাম শুকানোর পর কাপড়ে সাদা দাগ লেগে থাকে, ঘামের পর শরীর থেকে লবণ উঠে, প্রচুর পানি পান করেন, মাছ এবং ফল পছন্দ, ঝাল এবং তিতা খেতে পারেন না, প্রসাব শুরু হতে দেরী হয়, কাশি দিলে প্রস্রাব বের হয়ে যায়, ঘুমের ভিতর নাক ডাকে, ঘুমের মধ্যে হাত অবশ হয়ে যায়।

পূর্বে টাইফয়েড হয়েছিল, পূর্বে বাম পাশের কিডনীতে পাথর হয়েছিল, বাবার উচ্চরক্তচাপ ও ডায়াবেটিস আছে, পূর্বে দাঁদ হয়েছিল (মলম দিয়ে চাপা দেওয়া হয়েছে)।

একা থাকলে কান্না করেন, ভাল মেয়ের সাথে তার ছেলের বিয়ে হয়নি তাই মনে কষ্ট, অল্পতেই মনে আঘাত পান, মাসিকের সময় কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, মাসিক ২-৩ দিন স্থায়ী হয়।

চিকিৎসা: ন্যাট-মি ০/২ (৫ ডোজ) দেওয়ার পর অনেক ইম্প্রুভ হয়। মুখের ব্রণ প্রায় চলে গিয়েছিল, হাঁটুর ব্যথা, দাঁত ব্যথা, ঘুমের ভেতর হাত অবশ চলে গিয়েছিল।পরবর্তীতে ন্যাট-মি ০/৩ (২ ডোজ) দেওয়া হলে রোগী সুস্থ হোন। পরবর্তীতে আর চিকিৎসা নেন নি।

ডা. কাজী আদিব হাসান
ডি.এইচ.এম.এস (বি.এইচ.এম.ই.সি)
০১৬১২-১৩৫৩৬৫

03/03/2025

A Case of Dyspnoea (19/02/2025)

A girl aged about 20 came for treating her dyspnoea without any modalities. She has been suffering this disease from 2018. As far as she can remember, this disease caused when police arrested her father from their house. After a week she developed dyspnoea. Her father released from jail after 1 month but her condition is not improved. I took her case for about 2 hours.

Some of her other symptoms are given below:
1. Thirstless accompanied by dryness of tongue
2. Anger with her husband, consolation agg.
3. Palm and foot sweat
4. Bearing down sensation during urination
5. Cracked lower lips
6. Hair growth on upper lips
7. Constant leucorrhea
8. Duration of menstruation: 3 days
9. Sleep position: left impossible

রোগী মহিলা, বয়স ৩০।সমস্যা: দুইদিন ধরে ইউরেথ্রাতে সবসময় প্রচন্ড (প্রস্রাবের সময় এবং প্রস্রাবের সময় ছাড়াও) জ্বালা করছিল।চি...
24/02/2025

রোগী মহিলা, বয়স ৩০।

সমস্যা: দুইদিন ধরে ইউরেথ্রাতে সবসময় প্রচন্ড (প্রস্রাবের সময় এবং প্রস্রাবের সময় ছাড়াও) জ্বালা করছিল।

চিকিৎসা: ক্যান্থারিস ৩০ (১ ডোজ) দেওয়াতে সমস্যা সেরে গিয়েছে।

হোমিওপ্যাথিক হেলথ কেয়ার সেন্টার
ডা. কাজী আদিব হাসান
ডিএইচএমএস
০১৬১২-১৩৫৩৬৫
দেলোয়ার এম.পি.র বাসার দোতলা, নাথপট্টি লেক, বরগুনা।

What is Dupuytren's contracture? Dupuytren's contracture (also called Dupuytren's disease) is an abnormal thickening of ...
10/04/2024

What is Dupuytren's contracture? Dupuytren's contracture (also called Dupuytren's disease) is an abnormal thickening of fascia, a layer of tissue under the skin, in the palm of your hand at the base of your fingers. This thickened area may develop into a hard lump or thick band.

নীচের ছবিতে রেপার্টরীতে পাওয়া সম্ভাব্য মেডিসিনগুলো দেওয়া হলো।

বি:দ্র: নিজে হোমিওপ্যাথি ঔষধ গ্রহণ করা থেকে বিরত থাকুন।

ডা. মোসা: রুমা আক্তার
ডিএইচএমএস (BHB)
01671-044318

02/03/2024
Homeopathic Cure
29/12/2023

Homeopathic Cure

12/11/2023

টিকার কুফলে থুজা, সালফার, সাইলিসিয়া, এন্টিম টার্ট, ক্যালি মিউর, মেজেরিয়াম ইত্যাদি মনে রাখবেন।

12/11/2023

খাবার ও পানি খাওয়ার সাথে সাথে বমি হলে আর্স, শুধু পানি খাওয়ার সাথে সাথে বমি হলে বিসমুথাম আর পানি খাওয়ার পর তা পাকস্থলিতে গিয়ে গরম হয়ে অনেকক্ষণ পর বমি হলে ফসফরাস।

রোগ জীবাণু এবং রোগ প্রবণতার যেকোন একটা না থাকলে কেউ রোগাক্রান্ত হবে না।- জর্জ ভিথুলকাস
01/10/2023

রোগ জীবাণু এবং রোগ প্রবণতার যেকোন একটা না থাকলে কেউ রোগাক্রান্ত হবে না।

- জর্জ ভিথুলকাস

Involution of the uterus: Involution is a process whereby the ge***al organs revert back approximately to the state as t...
14/08/2023

Involution of the uterus: Involution is a process whereby the ge***al organs revert back approximately to the state as they were before pregnancy.

Sub-involution: When the involution is impaired or re****ed it is called subinvolution.

The uterus is the most common organ affected in subinvolution.

12/08/2023

Aurum Metallicum
১. বিষন্নতার সাথে আত্নহত্যার ইচ্ছা।
২. জানালা বা উঁচু স্থান হতে লাফ দিয়ে আত্নহত্যার ইচ্ছা।
৩. কেবলমাত্র সব জিনিসের নিচের অর্ধভাগ দেখতে পায়।
৪. বয়:সন্ধিকালে মেয়েদের নি:শ্বাসে দুর্গন্ধ।
৫. বাচ্চাদের অন্ডকোষ নীচে না নামলে, ছোট থাকলে।
৬. গান-বাজনায় উপশম।
৭. শারীরিক ব্যথায় আত্নহত্যা করতে চায়।
৮. হৃদপিন্ডের পেশীতে চর্বি জমে। (ফসফরাস)
৯. অরামের আগে/পরে সিফিলিনাম ভাল কাজ করে।
১০. হৃদপিন্ড মনে হয় থেমে গেছে। যেন আর নড়ছে না, তারপর হঠাত ঝাঁকি দিয়ে নড়ে ওঠে। (সিপিয়া)
১১. ঠান্ডায় বৃদ্ধি ও গরমে উপশম। শীতকালে বৃদ্ধি।
১২. ব্যর্থ প্রেম থেকে আত্নহত্যার চিন্তা।
১৩. হাড়ে ব্যথা এবং ক্ষয়।
১৪. সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত রোগের বৃদ্ধি। রাতে বৃদ্ধি।
১৫. নিখুঁত ব্যক্তি, উচ্চাকাংখা, সবসময় প্রথম হতে চায়।
১৬. উচ্চরক্ত চাপের রোগীতে ইহার ৩০ শক্তি বিশেষ কার্যকরী।
১৭. শব্দ, আলো ও গন্ধ অসহ্য।
১৮. ভ্রমণশীল ব্যথা। (কেলি বাই, পালস, টিউবার)
১৯. মানসিক ও শারীরিক ব্যস্তবাগীশ ভাব।
২০. দুধ খাওয়ার প্রবল ইচ্ছা, মাংসে অনিচ্ছা।
২১. ডান পাশের ইনগুইনাল হার্নিয়া। (লাইকোপোডিয়াম)

কাজী আদিব হাসান & মোসা: রুমা আক্তার (ক্ল্যাসিক্যাল হোমিওপ্যাথ & রিসার্চার)
ডিএইচএমএস
01671-044318

Address

Barisal

Telephone

+8801671044318

Website

Alerts

Be the first to know and let us send you an email when Homeopathic Health Care Centre posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram