12/06/2025
মহিলা রোগী, বয়স ৩২, বিবাহিত, ৩ ছেলে-মেয়ে।
সমস্যা: সকাল থেকে প্রচন্ড পেটে ব্যথা।
লক্ষণ: পেটে ব্যথা শক্ত করে বেঁধে রাখাতে কম ছিল। পেটে হাত দিয়ে জোরে চাপ দিতে বলাতে জানালো চাপলে ব্যথা থাকেনা। হাতের নখের পাশে চামড়া উঠে, কিছুদিন আগে মুখের ভিতর ঘা হয়েছিল (Aphthous ulcer), সহবাসে অনীহা, জ্বালা করে, সাদাস্রাবের কারণে চুলকায়, হাসবেন্ড খিটখিটে স্বভাবের। কিছুদিন ধরে ডান হাতের কনিষ্ঠা আংগুল এবং অনামিকা আংগুলের মাঝে উদ্ভেদ হয়েছে।
রুব্রিক: Abdomen pain pressure amel., Hangnails finger, mouth aphthae, coition aversion, pain coition during burning, itching leukorrhea from, eruption fingers between.
চিকিৎসা: ন্যাট-মি ৩০ (১ ডোজ) দেওয়াতে পেটে ব্যথা কমে গিয়েছে এবং পরে ভাত খেয়েছে।
ডা. কাজী আদিব হাসান
ডি.এইচ.এম.এস (বি.এইচ.এম.ই.সি)
01612-135365