Dr. Mohammad Faisal Hasan Bhuiyan

Dr. Mohammad Faisal Hasan Bhuiyan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr. Mohammad Faisal Hasan Bhuiyan, Paediatrician, Band Road, Chandmari, Barishal.

14/09/2025
29/08/2025

শিশু বিশেষজ্ঞের প্রয়োজনে চলে আসুন রাহাত আনোয়ার হাসপাতালে।
আপনার পাশে, জীবনের সাথে।

25/06/2025

📣 ঘোষণা :
আগামীকাল ২৬/০৬/২০২৫ তারিখ রোজ বৃহস্পতিবার চেম্বার বন্ধ থাকবে।

তার পরিবর্তে ২৭/০৬/২০২৫ তারিখ রোজ শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চেম্বার করবো ইনশাআল্লাহ।

🏨চেম্বার:
কক্ষ নং: ৩০৭, ৩য় তলা
রাহাত আনোয়ার হাসপাতাল,
চাঁদমারী, বরিশাল।

☎️সিরিয়াল :
01324-999701,
01324-999710

কৃতজ্ঞতায়-
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ

📣গৃহস্থালি ধারালো অস্ত্র থেকে শিশুদের সুরক্ষা:আমাদের প্রত্যেকের বাসা-বাড়িতেই দৈনন্দিন ব্যবহারের জন্য বটি, ছুরি, দা, ব্লে...
18/06/2025

📣গৃহস্থালি ধারালো অস্ত্র থেকে শিশুদের সুরক্ষা:

আমাদের প্রত্যেকের বাসা-বাড়িতেই দৈনন্দিন ব্যবহারের জন্য বটি, ছুরি, দা, ব্লেড, চাপাতি ইত্যাদি ধারালো অস্ত্র থাকে। যাদের বাসায় ছোট শিশু রয়েছে তাদের শিশুদের নিরাপত্তায় কিছু সতর্কতা আবশ্যক।

🔺ধারালো অস্ত্র ব্যবহারের সময় ছোট শিশুদের নিকটে রাখা যাবেনা।
🔺ব্যবহার শেষে এসকল অস্ত্র শিশুদের নাগালের বাহিরে সুরক্ষিত জায়গায় রাখতে হবে।
🔺বুঝার বয়সী শিশু হলে এসকল ধারালো অস্ত্রের সম্ভাব্য ক্ষতির বিষয়ে ছোটবেলা থেকেই কাউন্সিলিং করতে হবে। অন্যথায় কৌতুহল বশত এগুলো নিয়ে খেলতে গিয়ে আহত হতে পারে।
🔺দূর্ঘটনা বশত কাটা-ছেঁড়ার প্রাথমিক চিকিৎসার জন্য গজ, ব্যান্ডেজ, পভিডন আয়োডিন সলুশন ইত্যাদি সহ ফার্স্ট এইড বক্স বাসায় রাখতে হবে।
🔺কোনো জায়গা কেটে গেলে বা রক্তপাত হলে আতঙ্কিত না হয়ে দ্রুত গজ/ জীবানু মুক্ত সুতির কাপড় দিয়ে ব্যান্ডেজ করে নিকটস্থ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যেতে হবে।

সচেতনতায়-
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ
কনসালটেন্ট (পেডিয়াট্রিক্স)
রাহাত আনোয়ার হাসপাতাল,
বরিশাল।

নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদফতর এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ...
12/06/2025

নতুন করে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় স্বাস্থ্য অধিদফতর এর পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে ১১ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
সেগুলো হলো—

১. জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলুন এবং উপস্থিত হতেই হলে সেক্ষেত্রে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।

২. শ্বাসতন্ত্রের রোগ সমূহ হতে নিজেকে রক্ষার জন্য মাস্ক ব্যবহার করুন।

৩. হাঁচি/কাশির সময় বাহু বা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন।

৪. ব্যবহৃত টিস্যুটি অবিলম্বে ঢাকনা যুক্ত ময়লা ফেলার ঝুড়িতে ফেলুন।

৫. ঘনঘন সাবান ও পানি কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুয়ে ফেলুন (অন্তত ২০ সেকেন্ড)।

৬. অপরিষ্কার হাতে চোখ, নাক, মুখ ধরবেন না।

৭. আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন এবং কমপক্ষে ৩ ফুট দূরত্ব বজায় রাখুন;

সন্দেহজনক রোগীদের ক্ষেত্রে করণীয়-

১. জ্বর, কাশি এবং শ্বাসকষ্টে আক্রান্ত হলে সুস্থ না হওয়া পর্যন্ত বাড়িতে থাকুন।

২. রোগীর নাক-মুখ ঢাকার জন্য মাস্ক ব্যবহার করতে বলুন।

৩. রোগীর সেবাদানকারীগনও সতর্কতা হিসেবে মাস্ক ব্যবহার করুন।

৪. প্রয়োজন হলে নিকটস্থ হাসপাতালে অথবা আইইডিসিআর (০১৪০১-১৯৬২৯৩) অথবা স্বাস্থ্য বাতায়ন (১৬২৬৩) এর নম্বারে যোগাযোগ করুন।

সচেতনতায়:
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ

🐝ভীমরুল দংশনশহরাঞ্চলে সাধারণত না দেখা গেলেও গ্রাম ও মফস্বলে ভীমরুল প্রায়ই দেখা যায়। নিচের ছবির শিশুটিকে ভীমরুল আগের দিন ...
09/05/2025

🐝ভীমরুল দংশন

শহরাঞ্চলে সাধারণত না দেখা গেলেও গ্রাম ও মফস্বলে ভীমরুল প্রায়ই দেখা যায়। নিচের ছবির শিশুটিকে ভীমরুল আগের দিন কামড় দিয়েছিলো। ভীমরুল, মৌমাছি, বিষ পিঁপড়া ইত্যাদি পোকায় কামড়ালে শরীরে Type-1 Hypersensitivity Reaction বা তীব্র এলার্জিক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। সারা শরীর ফুলে যাওয়া, লালচে চাকা চাকা র‍্যাশ, তীব্র চুলকানি, কামড়ানোর স্থানে তীব্র ব্যথা ইত্যাদি সমস্যা দেখা যেতে পারে।

💊💉প্রতিকার :
এধরণের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেকোনো সময় ঘটতে পারে। তাই এনার্জির ঔষধ সার্বক্ষণিক ঘরে রাখা জরুরী। কামড়ানোর সাথে সাথেই সেট্রিজিন (এলাট্রল)/ ফেক্সোফেনাডিন ( ফেক্সো)/ হাইড্রক্সিজিন ( জাইরিল) ইত্যাদি ঔষধ থেকে যেকোনো একটি ট্যাবলেট বা সিরাপ বয়স এবং ওজন অনুযায়ী শুরু করতে হবে। ব্যথা থাকলে প্যারাসিটামল ট্যাবলেট বা সিরাপও সাথে খাওয়াতে হবে। দংশন বা র‍্যাশের স্থানে ১% হাইড্রোকর্টিসোন ( টপিকর্ট) ক্রিম প্রাথমিকভাবে মাখানো যেতে পারে। উন্নতি না হলে বা তীব্র এলার্জিক প্রতিক্রিয়া দেখা দিলে অতি দ্রুত নিকটস্থ শিশু বিশেষজ্ঞ বা রেজিস্টার্ড ডাক্তারের শরণাপন্ন হতে হবে।

☠️জটিলতা :
কিছু রোগীর ক্ষেত্রে শ্বাসনালী ফুলে গিয়ে তীব্র শ্বাসকষ্ট, কিডনি বিকল হয়ে যাওয়ার মতো মারাত্মক জটিলতা দেখা দেয়। সেরকম লক্ষণ থাকলে জরুরী ভিত্তিতে উচ্চতর হাসপাতালে ভর্তি করাতে হবে।

✊প্রতিরোধ :
কৌতুহলের কারনে শিশুরা এধরণের পোকামাকড়ের শিকার হয়ে থাকে। তাই শিশুদের সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে। বাড়িঘর ও আশেপাশের পরিবেশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

সচেতনতায়-
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ

👶👶👶ট্রিপ্লেট বেবি: ইবরাহীম, হাসান ও হোসাইন।জন্মের সময় ওজন ছিলো যথাক্রমে 1.555, 1.520 & 1.500 Kg। আজ ৩ মাস ২৭ দিন বয়সে ফল...
05/05/2025

👶👶👶ট্রিপ্লেট বেবি: ইবরাহীম, হাসান ও হোসাইন।

জন্মের সময় ওজন ছিলো যথাক্রমে 1.555, 1.520 & 1.500 Kg। আজ ৩ মাস ২৭ দিন বয়সে ফলোআপে এসেছিলো। আলহামদুলিল্লাহ বর্তমানে ওজন যথাক্রমে 4.8, 4.1 & 4.2 Kg। এবং সবাই সুস্থ আছে।
সঠিক নিয়মে পরিচর্যা করতে পারলে ট্রিপ্লেট বেবিদেরও বৃদ্ধি ও বিকাশ ওদের মতোই স্বাভাবিক হবে ইনশাআল্লাহ ।

🌹কৃতজ্ঞতায়-
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ

বর্তমানে চিকেন পক্সের বেশ প্রকোপ চলছে। নিচের ছবিগুলোতে পক্সে আক্রান্ত শিশুর কিছু উদাহরণ রয়েছে। আপনার শিশুর ত্বকে এধরনের ...
18/04/2025

বর্তমানে চিকেন পক্সের বেশ প্রকোপ চলছে। নিচের ছবিগুলোতে পক্সে আক্রান্ত শিশুর কিছু উদাহরণ রয়েছে। আপনার শিশুর ত্বকে এধরনের র‍্যাশের সাথে যদি জ্বর, সর্দি, শরীর ব্যথা, চুলকানি ইত্যাদি লক্ষন দেখা দেয় তাহলে অতি দ্রুত শিশু বিশেষজ্ঞের পরামর্শ নিন। শুরুতেই চিকিৎসা করালে শিশু দ্রুত সুস্থ হয়ে উঠে এবং জটিলতার সম্ভাবনা কমে যায়।

চিকেন পক্সে আক্রান্ত রোগী থেকে সুস্থ শিশুদের পৃথক রাখা, সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়া, ভ্যাক্সিনেশন ইত্যাদির মাধ্যমে আপনার শিশুকে আগে থেকেই সুরক্ষিত রাখা সম্ভব হবে ইনশাআল্লাহ।

সচেতনতায়:
ডা: মোহাম্মদ ফয়সাল হাসান ভূঞা
শিশু বিশেষজ্ঞ

To whom it may concern...
11/03/2024

To whom it may concern...

Address

Band Road, Chandmari
Barishal
8200

Opening Hours

Monday 18:00 - 21:00
Tuesday 18:00 - 21:00
Wednesday 18:00 - 21:00
Thursday 18:00 - 21:00
Saturday 18:00 - 21:00
Sunday 18:00 - 21:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Mohammad Faisal Hasan Bhuiyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category