Mohammad Nur-amin Islam

Mohammad Nur-amin Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Nur-amin Islam, Doctor, Barishal.

21/07/2025

বর্তমানে একটা ভয়াবহ ভাইরাস জ্বরের প্রকোপ চলছে। তীব্র জ্বর আসবে। ১০৩°/১০৪° এর মতো উঠে যাবে। সাথে শরীরের বিভিন্ন জায়গায় তীব্র ব্যথা হবে। আর ভয়াবহ রকমের দূর্বলতা থাকবে। প্রেসার লো করবে।
ব্লাড টেস্ট করালে দেখা যায় এটা ডেংগু ও না, চিকনগুনিয়া ও না। কিন্তু ভয়াবহ এক জ্বর। হসপিটালাইজড ও হওয়া লাগতে পারে। আর জ্বর সেরে গেলেও শরীরের ব্যথা সহজে সারে না।
সকলে সাবধানে থাকুন। সুস্থ থাকুন।

২০১১ সালের কথা। মাত্র ইন্টার্ন শেষ করেছি।  ঢাকায় এসে দেখি প্রাইভেট হাসপাতাল গুলো জবের জন্য রীতিমত  কাড়াকাড়ি অবস্থা । ডিউ...
26/04/2025

২০১১ সালের কথা। মাত্র ইন্টার্ন শেষ করেছি। ঢাকায় এসে দেখি প্রাইভেট হাসপাতাল গুলো জবের জন্য রীতিমত কাড়াকাড়ি অবস্থা । ডিউটি ডাক্তার খুঁজে পায় না তারা। তাই খুব সহজে একজন পাশ করা ডাক্তার হ্যান্ডসাম স্যালারিতে জব পেয়ে যেতো। তখন চাকুরির জন্য বিয়া আটকে থাকত না।

যারা একটু চতুর, তারা একসাথে ৩ হাসপাতালে একি রোস্টারে জব করত। আমার MMC এর এক বড় ভাই একি সাথে পাশাপাশি ৩ হাসপাতালে একি রোস্টারে ডিউটি করত (মডার্ণ, কিডনি এন্ড জেনারেল, প্যানোরমা হাসপাতাল) 😛 । বলা চলে ৩ হাসপাতালে একসাথে অন কল ডাক্তার। সাথে সাথে মৌসুমী ডাক্তার হিসেবে কুমিল্লা, নোয়াখালীর বড় মাত্রায় খ্যাপ। সাথে চলত পোস্ট গ্রাজুয়েশন অনাহারী (অনারারী) ট্রেইনিং।
কিন্তু দিন বদলে গেছে। এখন দিনে দিনে পাশ করা ডাক্তার এর সংখ্যা এতোই বেড়েছে যে, ছোট খাটো একটা হাসপাতালে একজন ডিউটি ডাক্তার পদের জন্য ধন্না দিতে হয় মাসের পর মাস। বিএমডিসি রেজিস্ট্রেশন করা ডাক্তার এর সংখ্যাই প্রায় ১ লাখ ২৫ হাজারের মতো আর বেনামে, ভুয়া ডাক্তার লাখ ছাড়াবে।

পোস্ট খালি নাই নোটিশও দেখা যায় অনেক হাসপাতালে। সিভি জমা দিয়ে রেখে ধুলায় গড়ায়। তবুও কল আসে না। আজকাল দেখি প্রাইভেট হাসপাতাল গুলো বিনা বেতনে চিকিৎসক খুঁজতেছে। প্রতিযোগিতার মার্কেটে সুযোগ নিচ্ছে প্রাইভেট হাসপাতাল গুলো।

এদিকে এমবিবিএস পাশ করে বাবা মায়ের কাছে হাত পাতাও লজ্জার ব্যাপার। অন্য দিকে বয়স ও বিবাহের দিকে তাকানোর সময় নাই পোস্ট গ্রাজুয়েশন এর কথা ভেবে। দোটানায় নাও বেয়ে কুল কিনারা নাই বেশির ভাগের। সরকার এমবিবিএস পাশের গ্যারান্টি দিলেও সরকারী চাকুরীর নিশ্চয়তা দেয় না। আশির দশকের মত পাশের পর সরকারি চাকুরি ও মোটরসাইকেল পাওয়া এখন রীতিমত ইতিহাস।

সরকারী মেডিকেলে না হয় খরচ কম, কিন্তু প্রাইভেট মেড়িকেলে প্রায় অর্ধ কোটি টাকা খরচ করে এমবিবিএস পাশ করে নামের সাথে বেকার ডাক্তার লাগানোর কষ্ট কেউ বুঝবে না। বন্ধুমহল ভাববে আপনি হাজার ডলার কামান মিনিটে মিনিটে।

এখনি ভাবার সময়। কি অবস্থা হবে আরো ৫ বছর পর। কি অবস্থা হবে ১৫ বছর পর।। পোস্ট ফাঁকার জন্য খুন করে সিট দখল করতে হবে।।
সবাই ভাবে ডাক্তার মানেই হেব্বি টাকাওয়ালা। কিন্তু সেটা শুধুমাত্র কয়েকজন নামকরা বড় মাপের প্রফেসরের বেলায় প্রযোজ্য। বাকিরা গড়ের মাঠের না খাওয়া জমিদার। সো, এখনি চিন্তা করে দেখেন। ড্রিম কিন্তু ড্রিম নয়, এখন নাইটমেয়ার হয়ে গেছে।

08/04/2025

আপনি কি মেটাবলিক সিনড্রোমে আক্রান্ত?

মেটাবোলিক সিনড্রোম স্ট্রোক, টাইপ ২ ডায়াবেটিস, হৃদরোগসহ নানা স্বাস্থ্য সমস্যার ঝুঁকি বাড়ায়। মেটাবোলিক সিনড্রোম হওয়ার পিছনের স্পেসিফিক কোনো কারন এখন পর্যন্ত জানা যায়নি তবে কিছু কিছু কারনে এর ঝুঁকি বৃদ্ধি পায় তারমধ্য রয়েছেঃ

✅ শারীরিক কার্যকলাপের অভাব

✅ অতিরিক্ত চিনিযুক্ত খাবার গ্রহন

✅ বেশি পরিমানে ফ্যাট গ্রহন

✅ কারো কারো ক্ষেত্রে বয়স বাড়ার সাথে সাথে অটোমেটিক মেটাবোলিক সিনড্রোমের ঝুঁকি বাড়তে পারে।

যদি সঠিক সময়ে মেটাবোলিক সিনড্রোমের ট্রিটমেন্ট না করানো হয় তবে রোগির স্ট্রোক, ডায়াবেটিস ও হার্ট ডিজিজের আশঙ্কা কয়েকগুন বৃদ্ধি পায়।

আপনি মেটাবোলিক সিনড্রোমে আক্রান্ত কিনা এটা বুঝার জন্য নির্দিষ্ট কোনো লক্ষন আপনার শরীরে দেখা দেয়না। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় এসব রোগীদের পেটের চারপাশে অতিরিক্ত মেদ জমে যায়, ব্লাড প্রেশার সবসময় হাই থাকে, কারো কারো ক্ষেত্রে সারাক্ষন ক্লান্তি অনুভব করতে পারেন সাথে মাথাব্যথা থাকতে পারে।

শিশুকে সরিষার তেল দিয়ে মালিশ করলে সমস্যা কি❓-সরিষার তেল খুব পুরু থাকে। এর জন্য শিশুদের র‍্যাশ হয়, শরীর ময়লা হয়ে যায়। সংক...
05/04/2025

শিশুকে সরিষার তেল দিয়ে মালিশ করলে সমস্যা কি❓

-সরিষার তেল খুব পুরু থাকে। এর জন্য শিশুদের র‍্যাশ হয়, শরীর ময়লা হয়ে যায়। সংক্রমণ হওয়ার আশঙ্কা থাকে। সরিষার তেলের ঝাঁজ বেশি। তাই সরিষার তেল না দেওয়াই ভালো।

Surgery তে সুতা  use করা হয় ৪টি 1/cutgut      2/vicryl3/proline      4/ silk এদের মধ্যে ২টা Absorbable( মানে সেলাই করলে ...
21/03/2025

Surgery তে সুতা use করা হয় ৪টি
1/cutgut 2/vicryl
3/proline 4/ silk
এদের মধ্যে ২টা Absorbable( মানে সেলাই করলে সুতা কাটতে হবে না) যা cosmetic সেলাই এ use করা হয়,,,

আর ২ টা হল Non -Absorbable ( যা দিয়ে সেলাই করলে সুতা remove বা কাটতে হয়)

* এখন কথা হলো আমারা এই ৪টা সুতা নিয়েই মাঝে মধ্যে confusion এ পরে যাই যে কোন ২টা সুতা Absorbable সুতা এই confusion দুর করতেই
surger word এ Absorbable & Non Absorbable,,,,,

সুতা গুলো মনে রাখার সহজ সূত্র -( ABC)

*A----------------Absorbable
*B----------------vicryl
*c---------------catagut

তার মানে Absorbable সুতা ২টি vicryle & catagut
আর বাকি Non ------Absorbable 2টি silk & proline

এবার আশা করি Absorbable & Non --------- Absorbable সুতা নিয়ে আর কোন confusion নেই।

20/03/2025

কাশির সাথে সাদা বা হালকা সবুজ রঙের কফ বের হওয়া কিসের লক্ষণ??

ব্রংকাইটিস এমনিতে খুব সাধারন একটা রোগ হলেও এটা কিন্তু খুবই পেইনফুল। এটা নিয়ে সতর্ক না হলে রোগীকে অনেক কষ্ট সহ্য করতে হয়। সঠিক যত্ন ও চিকিৎসার মাধ্যমে এই রোগ থেকে রক্ষা পাওয়া যায়।

ব্রংকাইটিস ৯০% ক্ষেত্রেই ভাইরাসজনিত ইনফেকশনের কারনে হয়ে থাকে। তবে ধূমপান দীর্ঘমেয়াদী ব্রংকাইটিসের মূল কারন। শুধু ধূমপানই যে ক্ষতিকর এমনটা নয়। যেকোনো ধরনের ধোয়া এই রোগের ঝুঁকি বাড়ায়। কারো কারো ক্ষেত্রে আবার ধুলোবালি এমনকি পশুর লোমের কারনেও ব্রংকাইটিস হতে দেখা যায়।

এই রোগের প্রধান লক্ষনই হলো কাশি সাথে শ্বাসকষ্ট, বুকে ব্যথা, মাথা ব্যথা থাকতে পরে। বেশিরভাগ সময়ে কাশির সাথে সাদা বা হালকা সবুজ রঙের কফ বের হয়।

গরম স্যুপ, চা এধরনের খাবার খেলে অনেকটা আরাম পাওয়া যায়। তবে কাশি যদি ২১ দিনের বেশি স্থায়ী হয় এবং ১০১° এর পরে জ্বর থাকে এবং কাশির সাথে রক্ত যাওয়ার মতো লক্ষন দেখা দেয় তবে দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিবেন।

Treacher collins syndrome: (ট্রেচার কলিন্স সিন্ড্রোম) জন্মগত জেনেটিক রোগ। কারো কিচ্ছু করার নেই। কোষের ভিতর জিনগত মিউটেশন...
12/03/2025

Treacher collins syndrome: (ট্রেচার কলিন্স সিন্ড্রোম)

জন্মগত জেনেটিক রোগ। কারো কিচ্ছু করার নেই। কোষের ভিতর জিনগত মিউটেশনের মাধ্যমে বেশিরভাগ বাচ্চাদের এ ধরনের সমস্যা হয়। সমস্যা শুধুমাত্র মুখের হাড়গুলিতে, হয় ঠিক মত তৈরি হয় না বা জায়গা মতো থাকেনা। হাত-পা সব ঠিকঠাক।

Diagnostic triad: Micrognathia (small chin), Downward-slanting palpebral fissures (eye shape), and Microtia (small or malformed ears)

প্রতি ৫০০০০ বাচ্চার মাঝে একজনের এই রোগ হতে পারে।

04/03/2025
04/03/2025

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Nur-amin Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Mohammad Nur-amin Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category