Kazi Office - কাজী অফিস

Kazi Office - কাজী অফিস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kazi Office - কাজী অফিস, Marriage Therapist, Barishal.
(10)

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত কাজী অফিস।
মুসলিম বিবাহ ও তালাক রেজিস্ট্রেশন করা হয়, সার্টিফিকেট নিকাহনামা, ইংরেজি ও আরবি করা হয়,কোর্ট ম্যারেজ, অফিস,১নং সাতলা কাজী অফিস।
উজিরপুর-বরিশাল help line 01610-796219- (Baba)-01715-951786

📖 আল-কুরআনের আয়াত:وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ ...
24/09/2025

📖 আল-কুরআনের আয়াত:

وَإِذَا طَلَّقْتُمُ النِّسَاءَ فَبَلَغْنَ أَجَلَهُنَّ فَأَمْسِكُوهُنَّ بِمَعْرُوفٍ أَوْ فَارِقُوهُنَّ بِمَعْرُوفٍ ۚ وَأَشْهِدُوا ذَوَيْ عَدْلٍ مِّنكُمْ وَأَقِيمُوا الشَّهَادَةَ لِلَّهِ ۚ ذَٰلِكُمْ يُوعَظُ بِهِ مَن كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا (٢)

📖 বাংলা অনুবাদ (তালাক ২):

“আর যখন তোমরা স্ত্রীদের তালাক দাও এবং তারা নির্ধারিত মেয়াদে উপনীত হয়, তখন তোমরা তাদেরকে ন্যায়সঙ্গতভাবে ফিরিয়ে নাও অথবা ন্যায়সঙ্গতভাবে বিদায় দাও। আর তোমাদের মধ্য থেকে ন্যায়পরায়ণ দুজনকে সাক্ষী করো এবং আল্লাহর উদ্দেশ্যে সাক্ষ্য প্রতিষ্ঠা করো। এ শিক্ষা দেয়া হচ্ছে তাকে, যে আল্লাহ ও পরকালে বিশ্বাসী। আর যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য বের হওয়ার পথ করে দেন।”

— সূরা আত-ত্বালাক: আয়াত ২

Kazi Office - কাজী অফিস
01610-796219

23/09/2025

- যোগ্যতা যার যেমনই হোক, ভালো মানুষ হওয়াটা ই সবচেয়ে বড় যোগ্যতা।❤️

"আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন"।— আল কোরআন [২:১৫৩]
22/09/2025

"আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছেন"।

— আল কোরআন [২:১৫৩]

যুক্ত হয়েছে আমাদের নতুন সেবা। সম্মানিত ভাই/ বোন , আসসালামু আলাইকুম, আপনারা যারা কোর্ট ম্যারেজ করতে চান । আপনাদের জন্য আম...
19/09/2025

যুক্ত হয়েছে আমাদের নতুন সেবা।
সম্মানিত ভাই/ বোন , আসসালামু আলাইকুম, আপনারা যারা কোর্ট ম্যারেজ করতে চান । আপনাদের জন্য আমাদের সেবাসমূহ।
১. কোর্ট ম্যারেজ+ কাজীর দ্বারা রেজিস্ট্রেশন করা।
২ স্পেশাল ম্যারেজ(এক ধর্মের পাএ/পাএীর সাথে অন্য ধর্মের পাএ পাএীর বিবাহ)।
৩. হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন করা হয়।
৪.তালাক দেওয়া ( স্বামী কতৃক স্ত্রীকে তালাক, স্ত্রী কতৃক স্বামীকে তালাক)।

01610-796219

⚠️ সতর্কতা: শুধু "দোয়া পড়ে বিয়ে" — ইসলামী ও আইনি উভয় দিক থেকেই ভয়াবহ প্রতারণা!📢 বর্তমান সময়ে একটি বিপজ্জনক প্রবণতা লক্...
19/09/2025

⚠️ সতর্কতা: শুধু "দোয়া পড়ে বিয়ে" — ইসলামী ও আইনি উভয় দিক থেকেই ভয়াবহ প্রতারণা!
📢 বর্তমান সময়ে একটি বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে—
আমাদের সাতলা উজিরপুর বরিশাল কাজী অফিসে অনেকেই বিশেষ করে ছেলেরা যোগাযোগ করছেন, তারা কোনো রকম রেজিস্ট্রেশন ছাড়াই শুধু দোয়া পড়ে আকদ বা বিবাহ সম্পন্ন করতে চান। তারা মনে করেন শুধু কাবুল-কবুল ও একটি দোয়া পড়লেই বিবাহ বৈধ হয়ে যায়।
👉 আমরা অত্যন্ত স্পষ্টভাবে জানাতে চাই —
এ ধরনের বিবাহ বাংলাদেশে আইনত অবৈধ, ইসলামী শরীয়াহ অনুযায়ীও অসম্পূর্ণ এবং এটি একটি গুরুতর প্রতারণা।
________________________________________
🧾 ধাপে ধাপে বর্ণনা করা হলো — কেন রেজিস্ট্রেশনবিহীন বিয়ে বিপজ্জনক:
✅ ১. বাংলাদেশের আইনের দৃষ্টিতে:
🔹 ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রেশন) অধ্যাদেশ অনুযায়ী—
বিবাহ সম্পন্ন হওয়ার পর তা অবশ্যই সরকারি অনুমোদিত কাজীর মাধ্যমে রেজিস্টার করতে হবে।
🔹 রেজিস্ট্রেশন না করা হলে:
• বিবাহ প্রমাণের কোনও আইনি দলিল থাকে না
• আদালতে স্ত্রী/সন্তানের অধিকার আদায় করা অসম্ভব
• মেয়ের পরিবার এই বিয়ে সহজেই অস্বীকার করতে পারে
• সম্পত্তির উত্তরাধিকার, তালাক বা ভরণপোষণের বিষয়ে জটিলতা সৃষ্টি হয়
🛑 এইসব অপরাধমূলক বিয়েতে উভয়পক্ষ আইনি শাস্তির আওতায় পড়তে পারেন।
________________________________________
🕌 ২. ইসলামী শরীয়াহর দৃষ্টিতে:
🔸 ইসলামে বিবাহ একটি পবিত্র চুক্তি (নিকাহ)। এটি শর্তসাপেক্ষ:
1️⃣ পাত্র ও পাত্রীর সম্মতি
2️⃣ দু’জন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষী (বা একজন পুরুষ ও দুইজন মহিলা)
3️⃣ কাবিন নির্ধারণ
4️⃣ একজন বৈধ প্রতিনিধি/ওয়ালী (মেয়ের পক্ষ থেকে)
5️⃣ সমাজের স্বীকৃতি ও পরিষ্কার ঘোষণা
🔸 শুধুমাত্র দোয়া পড়ে গোপনে বিয়ে করার মধ্যে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো অনুপস্থিত থাকে, যা শরীয়াহ অনুযায়ী বিবাহকে সন্দেহজনক করে তোলে।
________________________________________
❌ এখন দেখে নেওয়া যাক — শুধু দোয়া পড়ে বিয়ে করলে কী ভয়াবহ বিপদ হতে পারে:
🔺 মেয়ের পরিবার সহজেই বিয়ে অস্বীকার করতে পারে
🔺 আইনি স্বীকৃতি না থাকায় স্বামী-স্ত্রী কোনো ধরনের আইনগত সুরক্ষা পান না
🔺 ভবিষ্যতে তালাক, সন্তানের স্বীকৃতি, বিদেশ যাত্রা, অথবা পাসপোর্ট, ভিসার প্রয়োজন হলে জটিলতা হয়
🔺 কাবিন না থাকায় স্ত্রী মহর, ভরণপোষণ বা অধিকার আদায় করতে পারে না
🔺 মেয়েদের জন্য এটা একপ্রকার সামাজিক ও মানসিক বিপর্যয় — যা তাদের জীবন পুরোপুরি নষ্ট করে দিতে পারে
🔺 অনেক ক্ষেত্রেই এসব বিয়ে ভেঙে গেলে মেয়ে নির্যাতনের শিকার হন, অথচ কোনো প্রমাণ না থাকায় প্রতিকার পান না
________________________________________
📌 আমাদের আহ্বান:
🔹 আমরা সাতলা উজিরপুর বরিশাল কাজী অফিসের পক্ষ থেকে সবাইকে আন্তরিকভাবে অনুরোধ করছি —
কোনোভাবেই রেজিস্ট্রেশন ছাড়া দোয়া পড়ে বা গোপনে বিবাহ করবেন না।
এটি শুধু অবৈধ না, এটি একটি অপরাধ ও প্রতারণা। এতে দুটি পরিবার ধ্বংস হয়ে যেতে পারে।
🔹 আপনি যদি ইসলামী শরীয়াহ ও দেশের আইন মেনে একটি সম্মানজনক ও বৈধ বিবাহ করতে চান, তাহলে অবশ্যই:
✔️ বৈধভাবে বিবাহ নিবন্ধন করুন
✔️ কাবিননামা সম্পাদন করুন
✔️ ইসলামি নিয়ম মেনে সাক্ষী ও ওয়ালির মাধ্যমে বিবাহ সম্পন্ন করুন
________________________________________
📞 আমাদের সেবাসমূহ:
🟢 ইসলামী শরীয়াহ অনুযায়ী বিবাহ
🟢 কোর্ট ম্যারেজ ও কাবিননামা রেজিস্ট্রেশন
🟢 অনলাইন ও প্রবাসীদের জন্য ভিডিও কলের মাধ্যমে বৈধ বিবাহ
🟢 বিবাহ-পরবর্তী আইনি সহায়তা ও পরামর্শ
📲 যোগাযোগ:
📞 01610-796219
📍 সাতলা, উজিরপুর বরিশাল। কাজী অফিস
________________________________________
🔚 শেষ কথা:
🕋 "তোমরা সত্যকে সত্য বলো, মিথ্যাকে মিথ্যা বলো। অন্যথায় তোমরা ধ্বংস হয়ে যাবে" – (হাদিস)
📣 আসুন, নিজের জীবন, পরিবারের সম্মান ও ভবিষ্যতের কথা চিন্তা করে আইনি ও ইসলামি নিয়ম অনুযায়ী সঠিক পথে বিবাহ সম্পন্ন করি।
________________________________________
এই পোস্টটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন — কেউ যেন প্রতারণার শিকার না হয়।

বাস্তবতা!💔
18/09/2025

বাস্তবতা!💔

16/09/2025
পবিএ হজ্জ ও ওমরাহর বুকিং চলছে          পারফেক্ট ট্রাভেলস্যোগাযোগ 01726-760246 / 01610-796219
14/09/2025

পবিএ হজ্জ ও ওমরাহর বুকিং চলছে
পারফেক্ট ট্রাভেলস্
যোগাযোগ 01726-760246 / 01610-796219

আমাদের অফিসের সেবা সমূহ।ইসলামী শরীয়ত মোতাবেক হুুজুর দিয়ে বিবাহ পড়ানো, সরকারি নিয়ম অনুযায়ী কাবিন রেজিষ্ট্রেশন, কোর্ট মারে...
13/09/2025

আমাদের অফিসের সেবা সমূহ।

ইসলামী শরীয়ত মোতাবেক হুুজুর দিয়ে বিবাহ পড়ানো, সরকারি নিয়ম অনুযায়ী কাবিন রেজিষ্ট্রেশন, কোর্ট মারেজ করা ও মেরেজ সার্টিফিকেট দেওয়া হয়।

হিন্দু বিধানানুযায়ী হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন, কোর্ট মারেজ করা ও মেরেজ সার্টিফিকেট দেওয়া হয়।

11/09/2025

আপনি কি কোর্ট ম্যারেজ করতে চান!!!
কোর্টে এফিডেভিট, কাবিননামা কাজী বিয়ে পরানো সহকারে সরকারি খাতায় রেজিস্টার এবং নোটারীপাবলিক এর মাধ্যমে সার্টিফাইড, সবকিছু পেয়ে যাবেন একসাথে কম খরচের মধ্যে

✅কোর্ট ম্যারেজ ✅
যা যা প্রয়োজনঃ-
১/ দুই কপি পাসপোর্ট সাইজের ছবি। (ছেলে মেয়ে উভয়ের)
২/ এন আই ডি বা জন্ম সনদ। (ছেলে মেয়ের উভয়ের)
৩/ দেনমোহর ও ওয়াশীলের পরিমান।
👉 বিবাহ রেজিস্ট্রি করে নেয়া বাধ্যতামূলক, কোর্ট ম্যারেজ অতিরিক্ত সাপর্ট হিসাবে কাজ করে। আইনের দৃষ্টিতে এই বিবাহ খুব শক্তিশালী হয়।
কোর্ট ম্যারেজ আইনি ঝামেলার রক্ষা কবজ হিসাবে কাজ করে। (ছেলে বা মেয়ে পক্ষের মিথ্যা মামলা থেকে রক্ষা, সম্পর্ক টিকিয়ে রাখা ইত্যাদি)
👉কোর্ট ম্যারেজ প্রসেসিং সময়ঃ-
নোটারি পাবলিকেশন কর্তৃক সত্যায়িত স্বাক্ষর থাকবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিস্টারকৃত কাজী দ্বারা বিবাহ রেজিস্ট্রেশন ও নন-জুডিশিয়াল স্ট্যাম্প সিলসহ একটা প্রমাণপত্র সাথে সাথে আপনাকে বুঝিয়ে দেয়া হবে। ( অনলাইন রেজিস্ট্রেশনের ক্ষেত্রে যদি বিভিন্ন ডিস্ট্রিকের হয়ে থাকেন দুই কার্য দিবসের মধ্যে সকল ডকুমেন্টস পেয়ে যাবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে )
-----কোর্ট কর্তৃক তালাক প্রসেসিং -----
👉স্ত্রী কর্তৃক স্বামীকে তালাকের এফিডেভিট।
প্রয়োজনঃ
১/এন আই ডি বা জন্ম সনদ।(শুধু মেয়ের)।
২/পাসপোর্ট সাইজের ছবি।(শুধু মেয়ের)।
৩/ প্রাক্তন স্বামীর নাম, তার পিতা-মাতার নাম ও ঠিকানা।
৪/ বিবাহের তারিখ ও দেনমোহরের পরিমান।
👉স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের নোটিশ এফিডেভিট।
প্রয়োজনঃ
১/পাসপোর্ট সাইজের ছবি।(শুধু ছেলের)।
২/ এন আই ডি বা জন্ম সনদ।(শুধু ছেলের)।
৩/প্রাক্তন স্ত্রীর নাম। তার পিতা-মাতার নাম ও ঠিকানা।
৪/বিবাহের তারিখ ও দেনমোহরের পরিমান।
সময়ঃ----------
নোটারি পাবলিকেশন কর্তৃক সত্যায়িত স্বাক্ষর থাকবে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত রেজিস্টারকৃত কাজী দ্বারা তালাকের নোটিশ এবং নন-জুডিশিয়াল স্ট্যাম্প সিলসহ একটা প্রমানপত্র ২ কার্যদিবসের মধ্যে পোস্ট অফিস এর মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেয়া হবে।
✅কোর্ট ম্যারেজ ও কোর্ট কর্তৃক তালাক এফিডেভিট খরচ জানতে ইনবক্সে মেসেজ করুন
ধন্যবাদ।

মুসলিম বিবাহ নিয়ে অনেক উক্তি রয়েছে। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু মুসলিম বিবাহ উক্তি বা ইসলামিক বিয়ে নিয়ে উক্তি প্রদা...
10/09/2025

মুসলিম বিবাহ নিয়ে অনেক উক্তি রয়েছে। এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু মুসলিম বিবাহ উক্তি বা ইসলামিক বিয়ে নিয়ে উক্তি প্রদান জানব। আপনার বন্ধু-বান্ধব আত্মীয়-স্বজন কিংবা পরিচিত যে কারো বিয়েতে বা বিয়ের আগে আপনি তাকে এই উক্তি সমূহ এসএমএসের মাধ্যমে বা স্ট্যাটাস দিয়ে জানিয়ে দিতে পারেন। একদিকে যেমন আপনার শুভাকাঙ্ক্ষী বিয়েতে আল্লাহর রহমত বরকত পাবে অন্যদিকে আপনি সওয়াবের অংশীদারি হবেন। এছাড়াও ভিন্নভাবে চিন্তা করলে প্রত্যেক মুসলিম নর-নারীর জন্য এটা কর্তব্য আল্লাহ এবং আল্লাহর রাসূলের বাণী সকলের মাঝে ছড়িয়ে দেওয়া।


* সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র এবং অন্যতম ভিত্তি হলো বিশ্বাস। সে বিশ্বাসটা কে আরো দৃঢ় করো। একে অপরের সাথে অনেক বেশি বেশি সময় কাটাও। ওহ! অভিনন্দন জানাতেই তো ভুলে গেছি। শুভেচ্ছা তোমাদের!

* হে নবাগত দম্পতি! তোমাদের আগমনে এ সংসারে সুখের বন্যা বয়ে যাক। সবসময় এই কামনা করি।

* বিয়ে, কোন ছেলে খেলা নয়। এই দাম্পত্য জীবনকে আগলে রেখো। ভবিষ্যতে সুখী হতে পারবে তবে। শুভকামনা তোমাদের জন্য। – বিয়ের শুভেচ্ছা বানী।

* বিয়ে শুধু করলেই হবে না; তাকে পুরো জীবন ধরে বয়ে নিয়ে চলার, তাকে টিকিয়ে রাখার পুরো দায়িত্ব তোমাদের দুজনের উপর বর্তায়। আমার শুভকামনা রইলো তোমাদের প্রতি।

* তোমাদের এই নব জীবন অনেক সুখের হোক। রংধনুর সাত রঙে রাঙিয়ে যাক তোমাদের
Kazi Office - কাজী অফিস

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Kazi Office - কাজী অফিস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Kazi Office - কাজী অফিস:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram