Ruman Medicine Shop

Ruman Medicine Shop “We share trusted medical information, health tips and medicine treatment-related guidance to help people live a healthier life.”

👉প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।
21/09/2025

👉প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

(Norix-1, Emcon-1) এগুলো Emergency Contraceptive Pill (জরুরি গর্ভনিরোধক বড়ি)👉 এদের মূল উপাদান হলো Levonorgestrel 1.5 mg।...
20/09/2025

(Norix-1, Emcon-1) এগুলো Emergency Contraceptive Pill (জরুরি গর্ভনিরোধক বড়ি)

👉 এদের মূল উপাদান হলো Levonorgestrel 1.5 mg।
কাজ:অসুরক্ষিত যৌন সম্পর্কের পর অথবা কনডম ছিঁড়ে গেলে,
নিয়মিত জন্মনিয়ন্ত্রণ বড়ি বাদ পড়লে,
এই ওষুধ ৭২ ঘণ্টার মধ্যে খেলে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ প্রতিরোধ করে।
⚠️ তবে কিছু গুরুত্বপূর্ণ বিষয়:
যত দ্রুত খাবেন, তত কার্যকর হবে (সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে)
নিয়মিত জন্মনিয়ন্ত্রণের জন্য নয়, কেবল জরুরি প্রয়োজনে ব্যবহার করতে হয়।
বেশি বার খেলে মাসিক চক্র অস্থির হতে পারে।

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏...
20/09/2025

I've just reached 300 followers! Thank you for continuing support. I could never have made it without each one of you. 🙏🤗🎉

15/09/2025

অনেকদিন ধরে কোন পোস্ট করা হয় না!!

দাউদের ১০০%কার্যকারী চিকিৎসা।প্রয়োজনে:০১৬৮৭৭৪০৩৬০
01/09/2025

দাউদের ১০০%কার্যকারী চিকিৎসা।
প্রয়োজনে:০১৬৮৭৭৪০৩৬০

👉 মূল কাজ:Heartburn (অম্বল, বুক জ্বালা) কমায়।Indigestion (হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের অস্বস্তি) দূর করে।👉 উপাদান (প্রতি ...
28/08/2025

👉 মূল কাজ:
Heartburn (অম্বল, বুক জ্বালা) কমায়।
Indigestion (হজমের সমস্যা, গ্যাস্ট্রিকের অস্বস্তি) দূর করে।
👉 উপাদান (প্রতি 10ml সাসপেনশন)
Sodium Alginate 500mg → পাকস্থলীর এসিডের ওপর ভাসমান স্তর তৈরি করে, এসিড উপরে উঠতে দেয় না।
Sodium Bicarbonate 213mg → এসিড নিরপেক্ষ করে বুক জ্বালা কমায়।
Calcium Carbonate 325mg → এসিড কমায় এবং অতিরিক্ত অম্লতা নিরপেক্ষ করে।
👉 কাজের ধরন-
একদিকে এসিড কমায় (Acid Neutralization)।
অন্যদিকে পাকস্থলীর ভেতরে ফেনার মতো সুরক্ষা স্তর তৈরি করে এসিডকে খাবারনালিতে উঠতে বাধা দেয় (Reflux Prevention)
অর্থাৎ, দ্বৈতভাবে কাজ করে – বুক জ্বালা ও হজমের সমস্যায় দ্রুত আরাম দেয়।

🥱খাবার নিয়ম প্রাপ্তবয়স্ক ও 12 বছরের বেশি বয়সীদের জন্য
মাত্রা: প্রতি বার 10 ml (২ চামচ)
সময়: খাবারের পরে
👉 দিনে সাধারণত ৩–৪ বার খাওয়া যায় (প্রয়োজনে)।
১২ বছরের নিচে শিশুদের জন্য
সাধারণত ব্যবহার সুপারিশ করা হয় না, যদি না ডাক্তার বিশেষভাবে পরামর্শ দেন।

সতর্কতা:

দীর্ঘদিন একটানা খাবেন না (ডাক্তারের পরামর্শ ছাড়া)।

কিডনি, হার্ট বা উচ্চ রক্তচাপের রোগীদের আগে ডাক্তারকে জানাতে হবে (কারণ এতে sodium আছে)।

🩺যদি বুক জ্বালা বা হজমের সমস্যা বারবার হয়, তবে কেবল সিরাপ না খেয়ে ডাক্তারকে দেখানো জরুরি।

হাতে শক্তি নাই,প্রচুর দুর্বল 🥱
27/08/2025

হাতে শক্তি নাই,প্রচুর দুর্বল 🥱

এটি মূলত পুরুষদের যৌন সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়।👉 কাজ / উপকারিতা (ছবিতে লেখা অনুযায়ী):সব ধরনের Erectile Dysfun...
26/08/2025

এটি মূলত পুরুষদের যৌন সমস্যা সমাধানের জন্য ব্যবহার করা হয়।

👉 কাজ / উপকারিতা (ছবিতে লেখা অনুযায়ী):

সব ধরনের Erectile Dysfunction (ED) (পুরুষাঙ্গ উত্থান সমস্যা) এর চিকিৎসায়

লিবিডো (যৌন আকাঙ্ক্ষা) ও যৌনস্বাস্থ্য উন্নত করতে

স্ট্যামিনা, শক্তি ও এনার্জি বাড়াতে

যৌন মিলনের সময়কাল ও সন্তুষ্টি বাড়াতে

👉 ব্যবহারবিধি:

চাহিদা অনুযায়ী (On demand): শারীরিক মিলনের আগে (১–২ ঘণ্টা আগে), খাবারের পর ২টি ক্যাপসুল খেতে হয়।

ED চিকিৎসার জন্য: প্রতিদিন খাবারের পর ২টি ক্যাপসুল অন্তত ৩ মাস খেতে হয়।

দিনে ২টির বেশি খাওয়া যাবে না।

👉 ওষুধটি Aphrodisiac (যৌন উত্তেজক ওষুধ) ক্যাটাগরির।

⚠️ তবে মনে রাখবেন, এটি একটি হারবাল ফর্মুলা ভিত্তিক ওষুধ (H***y Goat W**d, Maca ইত্যাদি উপাদান রয়েছে) – তাই এটি নেওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া সবচেয়ে নিরাপদ।
🩺🩺

ডাঃঅমিতাভ সরকার, চেম্বারে চলে সার্কাস 🩺স্নায়ুরোগ ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ , তবে চেম্বারের ভিতরে একসাথে পাঁচ ছয় জন নিয়ে...
23/08/2025

ডাঃঅমিতাভ সরকার, চেম্বারে চলে সার্কাস 🩺
স্নায়ুরোগ ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ , তবে চেম্বারের ভিতরে একসাথে পাঁচ ছয় জন নিয়ে একসাথে ট্রিটমেন্ট দেয় অনেকেরই অভিযোগ!!
অনেক প্রেসক্রিপশনে কাটাচ্ছিরা হয় কারণ প্রেস্ক্রিপশন তো সে নিজে করে না অন্য লোক দিয়ে করায় 😃

ডাঃশিহাব উদ্দিন শিহাব Tab:BUMASINদাম৫২০ টাকামেড ইন বিক্রমপুর।
22/08/2025

ডাঃশিহাব উদ্দিন শিহাব
Tab:BUMASIN
দাম৫২০ টাকা
মেড ইন বিক্রমপুর।

20/08/2025

ব্রণ, মেছতা, চুলপাড়া, ব্রনের গর্ত,স্কাবিসের ট্রিটমেন্টের জন্য👉 ডাক্তার কামরুজ্জামান স্যার।
পপুলার ডায়াগনস্টিক সেন্টার, বাংলাবাজার বরিশাল।

30/06/2024

বাটপার প্রতারক চক্র সব আমার চোখেই পড়ে!!
পথ শিশুদের নামের চাদা উঠিয়ে নিজেরাই ভক্ষণ করে!!

Address

Barishal

Alerts

Be the first to know and let us send you an email when Ruman Medicine Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Ruman Medicine Shop:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram