Dr.Tania's EYE Guidance - Everlasting Youth for Eyes

Dr.Tania's EYE Guidance - Everlasting Youth for Eyes Eyes are the most treasured part of our body. My goal is to inform the general people and share eyecare tips and cures.

🔷চোখের মণির ঘা/ কর্ণিয়ার আলসার🔷আমাদের চোখের সামনে যে কালো গোলাকার অংশ দেখা যায় তাকে বলে কর্ণিয়া। এই কালো অংশের প্রদাহ...
14/05/2025

🔷চোখের মণির ঘা/ কর্ণিয়ার আলসার🔷

আমাদের চোখের সামনে যে কালো গোলাকার অংশ দেখা যায় তাকে বলে কর্ণিয়া। এই কালো অংশের প্রদাহজনিত কারণে ঘা বা আলসার হয়।

➡️কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই ধান কাঁটার মৌসুমে ধানের পাতার আঘাতজনিত কারণে কৃষকদের চোখে এই রোগ হয়ে থাকে। এছাড়া চোখের নেএনালি অনেকদিন বন্ধ থাকলে বা চোখের পাতা বা পাপড়িতে অধিকদিন প্রদাহ থাকলেও এই রোগ হতে পারে।

🔺মনিতে ঘা হলে চোখে প্রচন্ড ব্যথা হয়, আলোতে চোখ খুলতে পারেনা, চোখ লাল হয়ে যায়, অনবরত পানি পড়তে থাকে এবং ময়লা বের হয়।🔺

➡️উপরোল্লেখিত উপসর্গ হলে জরুরি ভিত্তিতে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চক্ষু চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে কোন ড্রপ বা মলম ব্যবহার করা যাবেনা।

❗️সময় মতো চিকিৎসা না করলে চোখের মণি বা কর্ণিয়া ছিদ্র অথবা ফেটে গিয়ে চোখটি সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে।❗️

🔸বাঁকা চোখ/ ট্যারা চোখ 🔸স্বাভাবিকভাবেই আমরা যখন কোন বস্তুর দিকে তাকাই তখন দুটি চোখই একটি বস্তূর দিকে দৃষ্টি স্থির রাখে ক...
07/05/2025

🔸বাঁকা চোখ/ ট্যারা চোখ 🔸

স্বাভাবিকভাবেই আমরা যখন কোন বস্তুর দিকে তাকাই তখন দুটি চোখই একটি বস্তূর দিকে দৃষ্টি স্থির রাখে কিন্তু যখন আমাদের এক চোখ একটি বস্তূর দিকে এবং অপর চোখ অন্য দিকে (নাকের/কানের দিকে অথবা উপরে/নিচে) দৃষ্টি স্থির রাখে তখন চোখের এই অবস্থাকে ট্যারা বা বাঁকা চোখ বলে চিকিৎসাবিজ্ঞানে যা স্কুইন্ট বা স্ট্রাবিসমাস নামে পরিচিত।

🔶বাঁকা চোখ শিশু জন্মের পরে (৬ মাসের মধ্যে), জন্মের কিছুদিন পরে (৬ মাস থেকে ৭ বছরের মধ্যে ) অথবা বড় হলেও হতে পারে।
কারণ:
▪️জন্মগত
▪️ চোখের পাওয়ার জনিত সমস্যায়(অতিমাত্রায় দুরদৃষ্টি বা দুই চোখের দৃষ্টিশক্তির পার্থক্য)
▪️চোখের নার্ভ,পেশী বা মস্তিষ্কে সমস্যা থাকলে
▪️চোখের মনি বা লেন্সের অস্বচ্ছতা অথবা চোখের পাতা পড়া।

🔷বাঁকা চোখের ঝুঁকিতে যারা রয়েছে
▪️পারিবারিক ইতিহাস (মা-বাবা অথবা নিকট আত্মীয়ের মধ্যে চোখ বাঁকা থাকলে)
▪️বিশেষ চাহিদা সম্পন্ন শিশু বা অটিজম
▪️অপরিনত বা স্বল্প ওজন নিয়ে জন্ম নেয়া শিশু।

🔶উপসর্গ:
▫️কোন নির্দিষ্ট দিকে তাকানোর সময় চোখ বেঁকে যাওয়া
▫️মাথা যেকোনো দিকে হেলে যাওয়া
▫️চোখে কম দেখা
▫️কোন বস্তু দুটি করে দেখা।
▫️অবসাদ।

🔺অনেকেই বাঁকা চোখকে লক্ষী ট্যারা হিসেবে মনে করে যার কোন ভিত্তি নেই।

🔷চিকিৎসা:
▫️চোখের পাওয়ার জনিত সমস্যায় চশমা দেয়া।
▫️অলস চোখের চিকিৎসা করা
▫️চোখের ব্যায়াম যা চোখের মাংশ পেশীর দক্ষতা বাড়ায়।
▫️অপারেশন।

তাই যেকোনো বয়েসে বা যেকোনো সময়ে বাঁকা চোখ বুঝতে পারলে যত দ্রুত সম্ভব একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

♦️রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি।♦️অপরিণত এবং স্বল্প ওজনের নবজাতকের চোখে অন্ধত্ব বয়ে নিয়ে আসতে পারে এমন একটি মারাত্মক...
30/04/2025

♦️রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি।♦️

অপরিণত এবং স্বল্প ওজনের নবজাতকের চোখে অন্ধত্ব বয়ে নিয়ে আসতে পারে এমন একটি মারাত্মক রোগ হলো রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচিউরিটি সংক্ষেপে আর ও পি।

➡️এই রোগে নবজাতকের রেটিনায় (চোখের পেছনের টিস্যু স্তর যার মাধ্যমে আমরা দেখতে পাই) অস্বাভাবিক রক্তনালী তৈরি হয়।

🔲যেসকল নবজাতকেরা এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছে তারা হলো-

১. জন্ম ওজন ২ কেজি বা কম।
২. মাতৃগর্ভের ৩৫ বা কম সপ্তাহে জন্মগ্রহণ করলে।
৩. ৩৫ সপ্তাহের বেশি বা ৩৭ সপ্তাহের কম সময়ে জন্ম নেয়া কিন্তু শিশু জন্মের পর এনআইসিউতে উচ্চ অক্সিজেন থেরাপি, সংক্রমণ, রক্ত সঞ্চালন, শ্বাসকষ্ট বা হৃদরোগে আক্রান্ত হলে।

🔲 রোগ নির্ণয়-

উপরোল্লেখিত নবজাতকদের রোগ নির্ণয়ের সবচেয়ে কার্যকর উপায় হলো বাচ্চা জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ দ্বারা শিশুর রেটিনা পরীক্ষা করা। সাধারণত শিশু যদি
১. মাতৃগর্ভের ৩০ বা কম সপ্তাহে অথবা ১.৫ কেজির কম ওজন নিয়ে জন্ম নেয় তবে জন্মের ২০ দিনের মধ্যে
২. ৩৫ বা কম সপ্তাহে অথবা ২ কেজির কম ওজন নিয়ে জন্ম নেয় তাহলে জন্মের ৩০ দিনের মধ্যে চোখ পরীক্ষা করাতে হবে।

➡️প্রাথমিক সনাক্তকরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এতে নবজাতকের অন্ধত্ব প্রতিরোধে সময়মতো চিকিৎসার সুযোগ করে দেয়।

শিশুর জন্মগত চোখের পানি পড়া শিশু জন্মের পর শতকরা ২০% নবজাতক চোখের পানি পড়া সমস্যায় ভুগে থাকে। এর মধ্যে ৮৫% শিশু জন্মে...
30/09/2024

শিশুর জন্মগত চোখের পানি পড়া

শিশু জন্মের পর শতকরা ২০% নবজাতক চোখের পানি পড়া সমস্যায় ভুগে থাকে। এর মধ্যে ৮৫% শিশু জন্মের এক বছরের মধ্যেই ভালো হয়ে যায়।

কারণ:
চোখের কোণে একটি নালি রয়েছে যার মধ্যে দিয়ে চোখের পানি নাকের ভিতরে চলে যায়, যদি কোন কারনে এই নালি বন্ধ থাকে তাহলে চোখের পানি নাকের ভিতরে যেতে পারেনা যা আবার চোখ দিয়ে গড়িয়ে পড়ে। এভাবে প্রতিনিয়ত পানি জমে নালি পথে সক্রোমনের সৃষ্টি হয়।

লক্ষন:
ক্রমাগত চোখ বা চোখের পাতা ভেজা থাকা। চোখের কোণে চাপ দিলে ময়লা বা পিচুটি বের হওয়া।

চিকিৎসা:
১। চোখের ম্যাসাজ: ৯৬-৯৮% শিশু শুধু এই নেত্র নালিতে যথাযথভাবে ম্যাসাজ করলে ঠিক হয়ে যায়।
২। এন্টিবায়োটিক ড্রপ ব্যবহার যদি পিচুটি আসে।
৩। যদি ম্যাসাজের পরেও ১-২ বছরের ভিতরে উন্নতি না হয় সেক্ষেত্রে শিশুকে সম্পুর্ণ অজ্ঞান করে পানি যাওয়ার নালি টি পরিষ্কার করে দিতে হবে।
৪। এর পরেও যদি সমস্যা থেকে যায় সেক্ষেত্রে বলা হয় বাচ্চা বড় হলে নেত্রনালি অপারেশন যাতে চোখ ও নাকের মধ্যে পথ তৈরি করে দেয়া হয়।

চোখের পাতা কাঁপা/ চোখের খিঁচুনি/ ব্লেফারোস্পাজম।এটি একটি স্নায়ুবিক ব্যাধি যা উভয় চোখের চারপাশের পেশীগুলোর অনিচ্ছাকৃত খ...
27/09/2024

চোখের পাতা কাঁপা/ চোখের খিঁচুনি/ ব্লেফারোস্পাজম।

এটি একটি স্নায়ুবিক ব্যাধি যা উভয় চোখের চারপাশের পেশীগুলোর অনিচ্ছাকৃত খিঁচুনি বা সঙ্কোচন। চোখের এই রোগটি পুরুষদের চেয়ে মহিলাদের মধ্যে বেশী হয়।

লক্ষণ ও উপসর্গ: উভয় চোখের পাতার অনিচ্ছাকৃত খিঁচুনি বা সঙ্কোচন হয়। রোগী চোখের পাতা খুলতে পারেনা যা তাদের দৈনন্দিন কাজকর্ম মারাত্মকভাবে ব্যাহত হয়। এর সাথে আলো সহ্য করতে না পারা, শুষ্ক চোখ, চোখ জ্বালা পোড়া ইত্যাদি লক্ষণগুলো থাকতে পারে।

কারণ: এই রোগের সঠিক কারণ অজানা তবে মস্তিষ্কের ব্যাজাল গ্যাংলিয়া নামক স্থানের অস্বাভাবিক কার্যকারিতা এর কারণ হিসেবে মনে করা হয়।

চিকিৎসা: রোগী শুষ্ক চোখ বা পারকিনসন রোগে আক্রান্ত কিনা জেনে নিতে হবে।
১। টিনটেড চশমা ব্যবহার করা যেতে পারে।
২। শুষ্ক চোখের চিকিৎসা নিতে হবে।
৩। চোখের চারপাশের পেশীগুলোতে বটুলিনাম টক্সিন ইনজেকশন -৯৫% ক্ষেত্রে প্রতিকার হয়।
৪। বিশেষ ক্ষেত্রে মায়োমেকটমি।

Address

�National Institute Of Ophthalmology & Hospital, Agargaon, Dhaka , �Farazy Eye Care, Sector-7, Uttara, Dhaka, �GAK Eye Hospital, Sector-13, Uttara, Dhaka, �Asian Eye Care, Alakanda, Barishal, �Islami
Barishal

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Tania's EYE Guidance - Everlasting Youth for Eyes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Tania's EYE Guidance - Everlasting Youth for Eyes:

Share