
14/05/2025
🔷চোখের মণির ঘা/ কর্ণিয়ার আলসার🔷
আমাদের চোখের সামনে যে কালো গোলাকার অংশ দেখা যায় তাকে বলে কর্ণিয়া। এই কালো অংশের প্রদাহজনিত কারণে ঘা বা আলসার হয়।
➡️কারণ হিসেবে বেশিরভাগ ক্ষেত্রেই ধান কাঁটার মৌসুমে ধানের পাতার আঘাতজনিত কারণে কৃষকদের চোখে এই রোগ হয়ে থাকে। এছাড়া চোখের নেএনালি অনেকদিন বন্ধ থাকলে বা চোখের পাতা বা পাপড়িতে অধিকদিন প্রদাহ থাকলেও এই রোগ হতে পারে।
🔺মনিতে ঘা হলে চোখে প্রচন্ড ব্যথা হয়, আলোতে চোখ খুলতে পারেনা, চোখ লাল হয়ে যায়, অনবরত পানি পড়তে থাকে এবং ময়লা বের হয়।🔺
➡️উপরোল্লেখিত উপসর্গ হলে জরুরি ভিত্তিতে চক্ষু চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চক্ষু চিকিৎসকের পরামর্শ ছাড়া চোখে কোন ড্রপ বা মলম ব্যবহার করা যাবেনা।
❗️সময় মতো চিকিৎসা না করলে চোখের মণি বা কর্ণিয়া ছিদ্র অথবা ফেটে গিয়ে চোখটি সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারে।❗️