12/06/2025
ঈদে এবার দীর্ঘ ছুটি।অনেক প্রফেশনের মতো চিকিৎসার সাথে জড়িত রাও এতো দীর্ঘ ছুটি ভোগ করতে পারেন না।বাধ্যতামূলক হোক আর নিজস্ব তাগিদের হোক, দায়িত্ব থাকেই।ভদ্র মহিলার রেকটাল কারসিনোমা (ক্যান্সার),যেটা কিনা এনাল ক্যানাল এও বিস্তৃত হয়েছিল,এবং এনাল ওপেনিং প্রায় বন্ধ হবার উপক্রম হয়েছিল। এনাল ক্যানাল কেটে বাদ দেয়া ব্যতীত অন্য উপায় ছিলনা। পেটের বাম পাশের নিচের দিকে স্থায়ী ভাবে কলোসটমি(মলদ্বার তৈরী) করা হয়েছে। এধরনের রোগীর চিকিৎসকের এবং পরিবারের কাছ থেকে মানসিক সাপোর্ট অনেক জরুরি। রোগীর স্বামী খুব সাপোর্টিভ।মেয়ে সারাক্ষণ কাছে থাকছে। ছবি তুলেছে মেয়ে। ধন্যবাদ ডাক্তার Tusharbindu Halder (anesthesiologist)