19/07/2025
আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, রাসূল (সা) বলেন, 'দ্বীন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কেননা ইহুদী ও নাছারারা দেরীতে ইফতার করে'।
আবু দাউদ হাদীস ২৩৫৩
আহমাদ হাদীস ১৯৮০৯
ছহীহ ইবনু হিব্বান হাদীস ৩৫০৩
মিশকাত হাদীস ১৯৯৫