Rahat Anwar Hospital

  • Home
  • Rahat Anwar Hospital

Rahat Anwar Hospital রাহাত আনোয়ার হাসপাতাল বৃহত্তর বরিশাল তথা সমগ্র দক্ষিন বঙ্গের সর্ববৃহত ও সর্বাধুনিক হাসপাতাল।

দখিনের জনপদের সর্বস্তরের মানুষের সাধ্যের মধ্যে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ২৪ ঘন্টা সেবার দ্বার খুলে আমরা আছি আপনার পাশে।

🌟 ত্রিমূল্য রত্নের আগমন! 🌟গত ২৩ জুন ২০২৫, রাহাত আনোয়ার হাসপাতালে ঘটে গেল এক অনন্য ঘটনা।মেহেন্দিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা...
24/06/2025

🌟 ত্রিমূল্য রত্নের আগমন! 🌟
গত ২৩ জুন ২০২৫, রাহাত আনোয়ার হাসপাতালে ঘটে গেল এক অনন্য ঘটনা।
মেহেন্দিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মোসাম্মৎ আঁখি আক্তার (স্বামী: মোঃ ইকবাল হোসেন) পেটে তীব্র ব্যথা নিয়ে আমাদের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ তাহুরা আক্তার ম্যাডামের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, আঁখি আক্তারের গর্ভে রয়েছে তিনটি সন্তান এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।

ডাঃ তাহুরা আক্তার ম্যাডামের দক্ষ হাতে তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করা হয় এবং জন্ম নেয় দুই কন্যা ও এক পুত্র সন্তান। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ অবস্থায় আমাদের ৮১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন।

শিশুদের বাবা মোঃ ইকবাল হোসেন বলেন:
"আল্লাহর রহমতে এবং ডাঃ তাহুরা ম্যাডামের প্রতি আমাদের বিশ্বাসই আমাদের ভরসা ছিল। তিনি অপারেশন করলে আমার স্ত্রী ও সন্তানেরা নিরাপদ থাকবে – আজ তা প্রমাণিত। আল্লাহর দরবারে শুকরিয়া এবং ডাঃ তাহুরা ম্যাডামকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই।"
তিনি আরও বলেন, "এক মা, তিন সন্তান, আর অসীম আশা—ধন্যবাদ ডাঃ তাহুরা আক্তার ম্যাডাম, আপনি শুধুই একজন ডাক্তার নন, একজন নির্ভরতার প্রতীক।"

💚 রাহাত আনোয়ার হাসপাতাল পরিবার আনন্দিত এমন একটি সফল ও মানবিক চিকিৎসা অভিজ্ঞতার অংশ হতে পেরে।

🤱 আপনার মায়ের নিরাপদ প্রসবের জন্য নির্ভর করুন রাহাত আনোয়ার হাসপাতাল
— আপনার সাথে, জীবনের সাথে।
যেখানে সেবা, ভালোবাসা আর বিশ্বাস একসাথে থাকে।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ০১৭১১-৯৯৩৯৫৩
অথবা ভিজিট করুন: www.rahatanwarhospital.com

#রাহাতআনোয়ারহাসপাতাল

রাহাত আনোয়ার হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ডা. মোঃ আনোয়ার হোসেনের "৫’ম মৃত্যুবার্ষিকী" উপলক্ষে...
09/06/2025

রাহাত আনোয়ার হাসপাতালের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম ডা. মোঃ আনোয়ার হোসেনের "৫’ম মৃত্যুবার্ষিকী" উপলক্ষে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে তাঁর স্মৃতিকে স্মরণ করছি। তার আত্মার শান্তি ও রুহের মাগফিরাত কামনা করি।

বাংলাদেশের করোনাকালীন সংকটের অন্যতম ফ্রন্টলাইনার, ডা. মোঃ আনোয়ার হোসেন শুধু চিকিৎসাসেবায়ই অবদান রাখেননি, তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক, অসহায় মানুষের আশ্রয়স্থল এবং করোনা মহামারীর darkest hour-এ দেশের জন্য লড়াই করা এক বীর যোদ্ধা। তিনি ছিলেন একজন দূরদর্শী ও মানবতাবাদী ব্যক্তিত্ব, যিনি তাঁর কর্ম ও আদর্শের মাধ্যমে অসংখ্য মানুষের জীবনকে স্পর্শ করেছেন। তিনি শুধু একজন চিকিৎসকই ছিলেন না, বরং একজন সমাজসেবী, নেতা ও অনুপ্রেরণার উৎস। তাঁর প্রতিষ্ঠিত রাহাত আনোয়ার হাসপাতাল আজও মানবতার সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে, যা তাঁর মহান স্বপ্নেরই প্রতিফলন।

আমরা বিশ্বাস করি, তাঁর কীর্তি ও অবদান মানুষকে অনুপ্রেরণা যুগিয়ে যাবে। কর্মের মাধ্যমে তিনি আমাদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। মৃত্যু কখনো কীর্তিমান ব্যক্তির জন্য অবসান নয়, বরং তাদের কর্মের মাধ্যমেই তাঁরা আমাদের মাঝে জীবিত থাকেন। সর্বদা মানবতার সেবায় আগ্রহী এই মহান আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা ও কৃতজ্ঞতা চিরকাল অমলিন থাকবে।

আজ তাঁর ৫'ম মৃত্যুবার্ষিকীতে আমরা প্রার্থনা করি—
"আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, তাঁর রুহের মাগফিরাত ও শান্তি কামনা করি।” -আমীন।

একজন করোনা শহীদ হিসেবে তার আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না। চিরস্মরণীয় এই মহান আত্মার প্রতি আমাদের অম্লান শ্রদ্ধা।

📑 "মৃত্যুই শেষ নয়, যারা মানুষের জন্য কাজ করে যায়, তারা অমর হয়।
আর যারা মানুষের জীবন বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করেন, তারা হয়ে ওঠেন ইতিহাসের অমর কিংবদন্তি।"

🌐 সম্পূর্ণ ডকুমেন্ট পড়তে লিংকে ক্লিক করুন: https://rahatanwarhospital.com/blog/dr-md-anwar

রাহাত আনোয়ার হাসপাতাল, বরিশাল।
- আপনার পাশে, জীবনের সাথে।

#রাহাতআনোয়ারহাসপাতাল #করোনা_শহীদ #ডাঃ_আনোয়ার_হোসেন #মানবতার_সেবক #রাহাত_আনোয়ার_হাসপাতাল #শ্রদ্ধাঞ্জলি ্মা #ফ্রন্টলাইনার #চিকিৎসা_সেবা #অনুপ্রেরণা #ডাআনোয়ারহোসেন #৫মমৃত্যুবার্ষিকী #মানবতারসেবক #চিরস্মরণীয় #চিকিৎসাসেবা

🌙✨ Eid Mubarak! ✨🌙Wishing you all a heart full of joy, a home full of peace, and a life full of blessings.
07/06/2025

🌙✨ Eid Mubarak! ✨🌙

Wishing you all a heart full of joy, a home full of peace, and a life full of blessings.

সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত থেকে নীরবে আমাদেরএকা রেখে চলে গেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় উৎসর্গ করে...
05/06/2025

সারাজীবন মানুষের সেবায় নিয়োজিত থেকে নীরবে আমাদের
একা রেখে চলে গেছেন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবায় উৎসর্গ করে গেছেন নিজেকে।

আমরা বিশ্বাস করি, কীর্তীমানের মৃত্যু নাই! তিনি তার কর্মের মধ্যে আমাদের মাঝে বেঁচে থাকবেন চিরকাল।

আজ সেই অকুতোভয় বীরপুরুষের জন্মদিনে পরম শ্রদ্ধায় স্মরন করি তাকে।

শুভ জন্মদিন!

বাংলাদেশের করোনাকালীন সংকটের অন্যতম ফ্রন্টলাইনার
করোনা শহীদ
ডা: মো: আনোয়ার হোসেন
স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
রাহাত আনোয়ার হাসপাতাল, বরিশাল।

সার্জারী  বিশেষজ্ঞের প্রয়োজনে চলে আসুন রাহাত আনোয়ার হাসপাতালে।ডাঃ এইচ.এম মাহবুব আলমএমবিবিএস (ডিইউ), বিসিএস (স্বাস্থ্য)এফ...
02/06/2025

সার্জারী বিশেষজ্ঞের প্রয়োজনে চলে আসুন রাহাত আনোয়ার হাসপাতালে।

ডাঃ এইচ.এম মাহবুব আলম
এমবিবিএস (ডিইউ), বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (সার্জারী)
জেনারেল ও ল্যাপারস্কোপিক সার্জন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল।
বিএমডিসি রেজি: নং-৫৪৯৬৯

রোগী দেখার সময়:
বৃহস্পতি ও শুক্রবার বিকাল ০৫ টা-রাত ৯ টা পর্যন্ত।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ০১৭১১-৯৯৩৯৫৩
অথবা ভিজিট করুন: www.rahatanwarhospital.com

আজ পহেলা মে, মানব সভ্যতার এক গৌরবোজ্জ্বল দিন - মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস।মহান মে দিবস ২০২৫ উপলক্ষ্যে, আমাদের সকল কর্ত...
30/04/2025

আজ পহেলা মে, মানব সভ্যতার এক গৌরবোজ্জ্বল দিন - মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস।

মহান মে দিবস ২০২৫ উপলক্ষ্যে, আমাদের সকল কর্তব্যনিষ্ঠ "কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের" অক্লান্ত পরিশ্রম এবং অবদানের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
হাসপাতালকে সচল রাখতে এবং রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে আপনাদের প্রতিদিনের শ্রম, আন্তরিকতা এবং মানবিকতাই আমাদের প্রধান শক্তি। আপনাদের একনিষ্ঠ প্রচেষ্টাই আমাদের সাফল্যের মূল ভিত্তি। রোগীদের সেবা প্রদান থেকে শুরু করে হাসপাতালের প্রতিটি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় আপনাদের ভূমিকা অপরিসীম। প্রতিকূল পরিস্থিতিতেও মানবতার সেবায় আপনাদের নিরলস প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও দায়িত্ববোধ প্রশংসার যোগ্য। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।

সেইসাথে বিশ্বের সকল শ্রমজীবী মানুষের ত্যাগ ও ঘামকে রাহাত আনোয়ার হাসপাতাল গভীরভাবে স্মরণ করছে। সকল শ্রমিকের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আপনাদের পরিশ্রমেই এগিয়ে চলেছে সভ্যতা। আপনারা সুস্থ থাকলে সচল থাকে বিশ্ব। আপনাদের সুস্বাস্থ্যই আমাদের কাম্য এবং সকল শ্রমজীবী মানুষের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।
শ্রমজীবী মানুষের অধিকার, নিরাপত্তা ও সম্মান নিশ্চিত হোক - এই হোক মে দিবসের অঙ্গীকার। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠিত হোক সর্বত্র, আলোকিত হোক শ্রমিকের জীবন।
রাহাত আনোয়ার হাসপাতাল "কম খরচে বিশ্বের সর্বাধুনিক মেশিনারিজ এবং বিশ্বমানের চিকিৎসা সেবা" নিয়ে সবসময় মানবতার সেবায় এবং শ্রমজীবী মানুষের পাশে আছে, আপনাদের স্বাস্থ্য সুরক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

শুভ আন্তর্জাতিক শ্রমিক দিবস।
রাহাত আনোয়ার হাসপাতাল, বরিশাল।
- আপনার পাশে, জীবনের সাথে।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ✆ - 01717-611599
অনলাইন এপয়েন্টমেন্টের জন্য ভিজিট করুন: www.rahatanwarhospital.com
২৪ ঘণ্টা এম্বুলেন্স সেবা ✆ - 01713288566

#বরিশালহাসপাতাল #রাহাতআনোয়ারহাসপাতাল

প্রসূতি-স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ স্নিগ্ধা চক্রবর্তী, এখন থেকে রাহাত আনোয়ার হাসপাতালে শনিবার থেকে বৃহস্পতিবার বিক...
26/04/2025

প্রসূতি-স্ত্রী রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ স্নিগ্ধা চক্রবর্তী, এখন থেকে রাহাত আনোয়ার হাসপাতালে শনিবার থেকে বৃহস্পতিবার বিকাল ৪টা থেকে রাত ৮.৩০মিনিট পযর্ন্ত চেম্বার করবেন।

এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ✆ - 01717-611599
অনলাইন এপয়েন্টমেন্টের জন্য ভিজিট করুন: www.rahatanwarhospital.com

২৪ ঘণ্টা এম্বুলেন্স সেবা ✆ - 01713288566
কম খরচে বিশ্বের সর্বাধুনিক মেশিনারিজ এবং বিশ্বমানের চিকিৎসা সেবা নিয়ে,
রাহাত আনোয়ার হাসপাতাল, বরিশাল।
- আপনার পাশে, জীবনের সাথে।

#স্নিগ্ধাচক্রবর্তী #বরিশালহাসপাতাল #রাহাতআনোয়ারহাসপাতাল

নতুন বছর, নতুন আশা!সবাইকে জানাই Rahat Anwar Hospital এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা। ১৪৩২ বঙ্গাব্দ আপনার...
14/04/2025

নতুন বছর, নতুন আশা!
সবাইকে জানাই Rahat Anwar Hospital এর পক্ষ থেকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ও ভালোবাসা।

১৪৩২ বঙ্গাব্দ আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসুক।

#পহেলাবৈশাখ #শুভনববর্ষ #বৈশাখ১৪৩২

রাহাত আনোয়ার হাসপাতালে "একসাথে তিন (০৩)" সন্তানের জন্ম, সুস্থ্য আছে হাবিবার তিন কন্যা সন্তান।বরিশালের প্রসূতি ও গাইনি বি...
04/04/2025

রাহাত আনোয়ার হাসপাতালে "একসাথে তিন (০৩)" সন্তানের জন্ম, সুস্থ্য আছে হাবিবার তিন কন্যা সন্তান।

বরিশালের প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ, "ডাঃ তহুরা আক্তার" এর নেতৃত্যে এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রসূতির (বরিশাল নগরীর বেল্লাল হোসেনের প্রসূতি স্ত্রী উম্মে হাবিবা) অবস্থা বেগতিক দেখে ২৫ মার্চ রাতে সি-সেকশন করেন প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ, "ডাঃ তহুরা আক্তার"। তাঁর তিন নবজাতককে প্রসব করানো হয়। তিন নবজাতকই জীবিত আছে। তবে তাদের শারীরিক জটিলতা দেখা দেওয়ায় রাতেই বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকেরা জানান, তিন নবজাতকের ওজন যথাক্রমে ১ কেজি ৪০০ গ্রাম, ১ কেজি ৮০০ গ্রাম এবং ১ কেজি ২৭০ গ্রাম। বর্তমানে নবজাতকরা সুস্থ আছে।

রাহাত আনোয়ার হাসপাতালে প্রসুতি ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ তহুরা আক্তার'র নেতৃত্যে এই অস্ত্রোপচারের টিমে ছিলেন ডাঃ পার্ভেজ মাহমুদ রেজা, শিশু বিশেষজ্ঞ ডাঃ ফয়সাল হাসান ভূইয়া, ডাঃ শাওন ও এনেস্থিসিয়া চিকিৎসক ডাঃ সোহেল। এদিকে রোগীর স্বজনরা জানান, সন্তান প্রসবের পর তাদের মা সুস্থ আছেন।একসঙ্গে তিন-তিনটি কন্যাসন্তানের মা-বাবা হতে পেরে বেজায় খুশি উম্মে হাবিবা ও তাঁর স্বামী। তাঁরা স্বজনেরাও খুব খুশি।

রাহাত আনোয়ার হাসপাতাল (Rahat Anwar Hospital)
আপনার পাশে, জীবনের সাথে।

সিরিয়ালের জন্য ফোন করুন +৮৮০১৭১১৯৯৩৯৫৩
ওয়েব- www.rahatanawarhospital.com
বাঁধ রোড, চাঁদমারী, বরিশাল।



Doctors info of Barisal - বরিশালের সকল ডাক্তারের তথ্য

পবিত্র ঈদ-উল-ফিতর এর দিন হাসপাতালে ভর্তি সকল রোগী ও তাদের স্বজন এবং কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারি কর্মকর্তাদের সাথে ঈ...
01/04/2025

পবিত্র ঈদ-উল-ফিতর এর দিন হাসপাতালে ভর্তি সকল রোগী ও তাদের স্বজন এবং কর্মরত চিকিৎসক, নার্স ও কর্মচারি কর্মকর্তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি। সবার ঈদ সুন্দর কাটুক, সুস্থতার সাথে কাটুক।

রাহাত আনোয়ার হাসপাতাল
আপনার পাশে, জীবনের সাথে।

🌜Eid Mubarak🌛May this special occasion bring  ,   &   into your life and family.Rahat Anwar Hospital Band Road, Barishal...
31/03/2025

🌜Eid Mubarak🌛

May this special occasion bring , & into your life and family.

Rahat Anwar Hospital
Band Road, Barishal-8200.

**২৬ শে মার্চ: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।**এ দিনটি আমাদের জাতীয় জীবনের একটি বিশাল মাইলফলক, যেখানে আমরা স্মরণ করি ...
26/03/2025

**২৬ শে মার্চ: আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।**

এ দিনটি আমাদের জাতীয় জীবনের একটি বিশাল মাইলফলক, যেখানে আমরা স্মরণ করি সেই সাহসী হৃদয়গুলোকে যারা আমাদের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন।

রাহাত আনোয়ার হাসপাতাল ( Rahat Anwar Hospital ) পরিবারবর্গের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা নিবেদন করছি তাদের প্রতি যারা আমাদের মাতৃভূমির মুক্তির জন্য জীবন উৎসর্গ করেছেন। তাদের ত্যাগ আমাদের অস্তিত্বের ভিত্তি এবং তাদের চেতনাই আমাদের ভবিষ্যতের পথ প্রদর্শক।

আসুন, এই বিশেষ দিনে আমরা একত্রিত হই এবং প্রতিজ্ঞা করি যে আমরা স্বাধীনতার মর্ম ও শহীদদের আদর্শকে ধরে রাখব। তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে, আমরা আমাদের জীবন এবং কাজের মাধ্যমে তাদের ত্যাগের মর্যাদা বাড়াব।

স্বাধীনতা আর সুরক্ষা একেই সূত্রে গাঁথা,
আসুন সাবধান থাকি, সুস্থ থাকি।

সিরিয়ালের জন্য ফোন করুন +৮৮০১৭১১৯৯৩৯৫৩
ওয়েব- rahatanawarhospital.com
রাহাত আনোয়ার হাসপাতাল
বাঁধ রোড, চাঁদমারী, বরিশাল।

Address


Alerts

Be the first to know and let us send you an email when Rahat Anwar Hospital posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Rahat Anwar Hospital:

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Contact The Practice
  • Claim ownership or report listing
  • Want your practice to be the top-listed Clinic?

Share

Rahat Anwar Hospital Barisal, the most modern hospital in South Bengal,

রাহাত আনোয়ার হাসপাতাল বরিশাল তথা দক্ষিন বাংলার সর্বাধুনিক হাসপাতাল, এটি ১০০ বেড সমৃদ্ধ হাসপাতাল।