
24/06/2025
🌟 ত্রিমূল্য রত্নের আগমন! 🌟
গত ২৩ জুন ২০২৫, রাহাত আনোয়ার হাসপাতালে ঘটে গেল এক অনন্য ঘটনা।
মেহেন্দিগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মোসাম্মৎ আঁখি আক্তার (স্বামী: মোঃ ইকবাল হোসেন) পেটে তীব্র ব্যথা নিয়ে আমাদের গাইনি ও প্রসূতি বিশেষজ্ঞ ডাঃ তাহুরা আক্তার ম্যাডামের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষার পর দেখা যায়, আঁখি আক্তারের গর্ভে রয়েছে তিনটি সন্তান এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন।
ডাঃ তাহুরা আক্তার ম্যাডামের দক্ষ হাতে তাৎক্ষণিক সিজারিয়ান অপারেশন করা হয় এবং জন্ম নেয় দুই কন্যা ও এক পুত্র সন্তান। বর্তমানে মা ও তিন সন্তানই সুস্থ অবস্থায় আমাদের ৮১১ নম্বর কেবিনে চিকিৎসাধীন।
শিশুদের বাবা মোঃ ইকবাল হোসেন বলেন:
"আল্লাহর রহমতে এবং ডাঃ তাহুরা ম্যাডামের প্রতি আমাদের বিশ্বাসই আমাদের ভরসা ছিল। তিনি অপারেশন করলে আমার স্ত্রী ও সন্তানেরা নিরাপদ থাকবে – আজ তা প্রমাণিত। আল্লাহর দরবারে শুকরিয়া এবং ডাঃ তাহুরা ম্যাডামকে হৃদয় থেকে ধন্যবাদ জানাই।"
তিনি আরও বলেন, "এক মা, তিন সন্তান, আর অসীম আশা—ধন্যবাদ ডাঃ তাহুরা আক্তার ম্যাডাম, আপনি শুধুই একজন ডাক্তার নন, একজন নির্ভরতার প্রতীক।"
💚 রাহাত আনোয়ার হাসপাতাল পরিবার আনন্দিত এমন একটি সফল ও মানবিক চিকিৎসা অভিজ্ঞতার অংশ হতে পেরে।
🤱 আপনার মায়ের নিরাপদ প্রসবের জন্য নির্ভর করুন রাহাত আনোয়ার হাসপাতাল
— আপনার সাথে, জীবনের সাথে।
যেখানে সেবা, ভালোবাসা আর বিশ্বাস একসাথে থাকে।
এপয়েন্টমেন্ট এর জন্য কল করুন: ০১৭১১-৯৯৩৯৫৩
অথবা ভিজিট করুন: www.rahatanwarhospital.com
#রাহাতআনোয়ারহাসপাতাল