28/10/2025
আজ শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভোলা জেলার শিক্ষার্থীদের সংগঠন “SBMCian From Bhola”-এর আয়োজনে বরিশালের তাওয়া রেস্টুরেন্টে অনুষ্ঠিত হলো এক আনন্দঘন অনুষ্ঠান।নবীন বরণ, ইন্টার্ন চিকিৎসকদের বিদায় ও পুনর্মিলনী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ, ভোলার গর্ব ও কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. ফয়জুল বাশার, যিনি শের-ই-বাংলা মেডিকেল কলেজের ১৭তম ব্যাচের গর্বিত শিক্ষার্থী ছিলেন। তাঁর স্নেহময় উপস্থিতি অনুষ্ঠানকে দিয়েছে এক বিশেষ তাৎপর্য ও অনুপ্রেরণা।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেন্টাল অ্যানাটমি বিভাগের সহকারী অধ্যাপক ডা. খাদিজা ইশানা, সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. শাওন এবং ডা. চন্দন।
নবীনদের উচ্ছ্বাস, বিদায়ী শিক্ষার্থীদের আবেগ আর প্রাক্তনদের পুনর্মিলনে ভরপুর এই দিনটি ছিল এক অনন্য মিলনমেলা যেখানে এক ছাদের নিচে মিশেছে স্মৃতি, সম্পর্ক ও ভালোবাসা।