22/05/2025
পুরুষের বন্ধ্যাত্ব রোধে করণীয
নিচের কিছু সহজ টিপস ও খাবার আপনার প্রজনন ক্ষমতা বাড়াতে দারুণভাবে সাহায্য করবে।
করণীয়:
✔ ধূমপান, অ্যালকোহল ও মাদক থেকে দূরে থাকুন
✔ ওজন নিয়ন্ত্রণে রাখুন
✔ মানসিক চাপ কমান – প্রাকৃতিক পরিবেশে সময় কাটান
✔ পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন
✔ নিয়মিত স্বাস্থ্যকর যৌনজীবন বজায় রাখুন
✔ টাইট আন্ডারওয়্যার পরা ও দীর্ঘক্ষণ গরম পরিবেশে থাকা এড়িয়ে চলুন
✔ বিষাক্ত কেমিক্যাল বা দূষণযুক্ত পরিবেশ থেকে দূরে থাকুন
✔ নিয়মিত হালকা ব্যায়াম করুন
যে খাবারগুলো উপকারী:
✅ জিংক – ডিম, গরুর মাংস, কুমড়া বীজ
✅ সেলেনিয়াম – মাছ, ডিম, বাদাম
✅ ভিটামিন E ও C – লেবু, কমলা, বাদাম
✅ ফোলেট – শাকসবজি, ব্রোকলি
✅ ওমেগা-৩ – সামুদ্রিক মাছ, চিয়া সিড, আখরোট
✅ Coenzyme Q10 – মাছ, বাদাম
✅ ভেষজ উপাদান – অশ্বগন্ধা ,স্পিরুলিনা , মাকা রুট (ডাক্তারের পরামর্শে)
#পুরুষস্বাস্থ্য #বন্ধ্যাত্ব #ফার্টিলিটি