26/10/2022
বাংলাদেশের প্রাণিসম্পদখাতের অন্যতম প্রতিষ্ঠান নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারি লিমিটেড। ফার্মারস ফার্স্ট বা খামারিই প্রথমে এই স্লোগানকে ধারণ করে দেশের প্রান্তিক খামারিদের সর্বোত্তম সেবার নিশ্চয়তায় দেশের আনাচে কানাচে প্রতিষ্ঠিত ল্যাবগুলোর মধ্যে "নারিশ পোল্ট্রি ডিজিসেস ডায়গোনস্টিক ল্যাবরেটরি, ভৈরব" এর আজ ৩য় বর্ষপূর্তি হয়ে ৪র্থ বর্ষে পদার্পণ। বিভিন্ন রোগ নির্ভূলভাবে নিরুপণে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সেবা বিনামূল্যে দেওয়া ও নারিশের সম্মানিত স্যারদের সুনিপুণ দিকনির্দেশনার মাধ্যমে ইতোমধ্যে এ ল্যাব খামারিদের আস্থা ও ভরসা অর্জনে সক্ষম হয়েছে।
আমাদের ভৈরব ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।