Prof. Dr. Laila Noor

Prof. Dr. Laila Noor Prof. Dr. Laila Noor
MBBS(DMC), MCPS, FCPS
OBS & Gyn Specialist
Ad-din Medical College Hospital.

04/11/2024
24/10/2023

গর্ভবতী মায়েদের যেসব খাবার খাওয়া নিষেধ I Forbidden Foods for pregnant mothers প্রফেসর ডা. লায়লা নূর

একজন মহিলার জন্য কতবার সিজারিয়ান ডেলিভারী  করানো নিরাপদ❓➡️আসলে এর কোন একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেয়া যাবে না। ত...
21/06/2023

একজন মহিলার জন্য কতবার সিজারিয়ান ডেলিভারী করানো নিরাপদ❓
➡️আসলে এর কোন একটি নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করে দেয়া যাবে না। তবে যত বেশি সংখ্যকবার সিজারিয়ান ডেলিভারী করা হবে জটিলতা ও ঝুঁকির মাত্রা দুটোই বাড়বে।
স্বাভাবিক ডেলিভারী ঝুঁকিপূর্ণ হলে মা ও শিশুর সুস্থতার জন্য সিজারিয়ান পদ্ধতি অবলম্বন করা হয়। এই পদ্ধতিতে জরায়ুর একটি নির্দিষ্ট স্থানে কেটে সেখান দিয়ে বাচ্চা বের করে কাটা স্থানটিকে আবার সেলাই করে জোড়া লাগিয়ে দেওয়া হয়।
যে স্থানটি জোড়া লাগানো হয় তা পরবর্তীতে স্কার টিস্যু (Scar tissue) তৈরী করে,যা জরায়ুর অন্যান্য স্থানের চেয়ে দূর্বল (weak) ও পাতলা হয়ে থাকে।
প্রতিবার সিজার করার সময় জরায়ুতে নতুন করে কাটা হয়,এভাবে স্কার টিস্যুর পরিমাণ বাড়তে থাকে এবং স্বাভাবিকভাবে জরায়ুর সেই জায়গাগুলো ক্রমান্বয়ে আরও দূর্বল ও পাতলা হতে থাকে।
‼️বার বার সিজার করাতে যেসব জটিলতা হতে পারে,তা হলো:
⚠️আগের বারের চেয়ে প্রসবের সময় বেশি লাগা।
⚠️অতিরিক্ত রক্তক্ষরণ এবং শরীরে রক্ত দেয়ার প্রয়োজন হওয়া।
⚠️জরায়ুর আগের সেলাইয়ের জায়গা ফেটে যাওয়া,যাতে রুগীর মৃত্যুর ঝুঁকি বেড়ে যায়।
⚠️খাদ‍্যনালী,মূত্রনালী,মূত্রথলি কাটা পড়া।
⚠️গর্ভফুল জরায়ুর ভেতরে ঢুকে যাওয়া। এটি সিজারিয়ান ডেলিভারীর সবচেয়ে মারাত্মক ঝুঁকি।
⚠️জরায়ূ কেটে ফেলা (তৃতীয় সিজারে এর হার ১% এবং ষষ্ঠ সিজারে এই হার ৯%)।
⚠️আশেপাশের অঙ্গপ্রত্যঙ্গ ও পেটের ওয়াল জরায়ুর সাথে লেগে যাওয়া।
⚠️রক্ত জমাট বাঁধার সমস্যা হওয়া ।
⚠️প্রজনন ক্ষমতা কমে যাওয়া ।
⚠️দেরীতে সুস্থ হওয়া ।
⚠️হার্নিয়া হওয়া ।
⚠️পেট ঝুলে পড়া।
⚠️পেটের সেলাইয়ের স্থানে ব্যাথা ও অবশবোধ হওয়া।
‼️তাই সিজারিয়ান পদ্ধতিতে কতবার বাচ্চা নিতে পারবে তা নির্ভর করে :
জরায়ুর অবস্থা, মূত্রাশয়ের অবস্থা, জরায়ুর আশেপাশের অঙ্গপ্রত্যঙ্গগুলো জরায়ুর সাথে কতটা জড়িয়েছে তার উপর। এছাড়াও সিজারের সংখ্যা নির্ধারণের আগে জীবিত সুস্থ সন্তানের সংখ্যা এবং একজন মহিলা কতটা সন্তান নিতে চান সেই বিষয়গুলো বিবেচনায় আনতে হবে।
আমি ব্যক্তিগতভাবে পঞ্চম সিজার কোন জটিলতা ছাড়া করেছি। আবার দ্বিতীয় সিজারের সময় বহুবার অনাকাঙ্ক্ষিত মারাত্মক জটিলতার সম্মূখীন হয়েছি।
তাহলে করণীয় কি?
🚫তাই এই সকল বিষয় বিবেচনা করে বলা হয়ে থাকে, তৃতীয় বারের বেশি সিজার করে বাচ্চা নেয়া নিরাপদ নয়।
✔️বার বার সিজার করার এই সকল জটিলতা প্রতিরোধ করার জন্য প্রথম বাচ্চা সিজার করে নেয়ার প্রবণতা কমাতে হবে।মনে রাখতে হবে সিজার একটি মেজর (বড়) অপারেশন।তাই প্রথম সিজার করার সিদ্ধান্ত গর্ভবতী মা বা ডাক্তার কারও হালকাভাবে নেওয়া উচিত নয়।
✔️সেইসাথে বার বার সিজারের ঝুঁকিগুলো বিবেচনায় এনে একটি মানসম্পন্ন হাসপাতাল ও অবশ্যই একজন দক্ষ চিকিৎসক দ্বারা সিজার অপারেশন করাতে হবে,যিনি শুধু সঠিকভাবে অপারেশন করবেন তাই নয়, উপরন্তু সেই জটিলতাগুলো থাকলে তার সঠিক সমাধানও করতে পারবেন। এমনকি তিনি বলে দিতে পারবেন রোগীর পরবর্তীকালে গর্ভধারণ তার জন্য কতটুকু ঝুঁকিপূর্ণ হবে।
অধ্যাপক ডাঃ লায়লা নূর,
স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা ও বন্ধ্যাত্ব বিশেষজ্ঞ ও সার্জন,
আদ-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতাল,
মগবাজার,ঢাকা।
নিয়মিত এই ধরনের তথ্য পেতে আমার পেজটি ফলো করুন।
আর অন্যদেরও জানাতে পোস্টটি শেয়ার করুন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানিয়ে দিন।

সিজারিয়ান ডেলিভারীর কতদিন পর বাচ্চা নিতে পারবেন⁉️ 🔲২ বছর বিরতি দেওয়া ভালোঃকারণঃ   ✅মায়ের পুষ্টিউপাদানের ঘাটতি পূরণ হবে। ...
03/06/2023

সিজারিয়ান ডেলিভারীর কতদিন পর বাচ্চা নিতে পারবেন⁉️
🔲২ বছর বিরতি দেওয়া ভালোঃ
কারণঃ
✅মায়ের পুষ্টিউপাদানের ঘাটতি পূরণ হবে।
✅পূর্বের শিশুর বুকের দুধ খাওয়া সম্পন্ন হবে।
✅পূর্বের শিশুর স্বাস্থ্য ঝুঁকি কমে যাবে।
✅জরায়ুর কাটা স্থান ভালো ভাবে জোড়া লাগবে।
🔲কমপক্ষে ৬ মাস বিরতি আবশ্যকঃ
✅এর আগে গর্ভধারণ করলে মা ও গর্ভের শিশুর ঝুঁকি মাত্রা বেশি থাকে।
🔲নির্ধারিত সময়ের আগে গর্ভধারণের ঝুঁকি কী কীঃ
✅জরায়ুর সেলাই এর স্থান ফেটে যাওয়া।
✅গর্ভফুলের অবস্থানের জটিলতায় অতিরিক্ত রক্ত ক্ষরন হওয়া।
✅সময়ের আগে ডেলিভারীর ব্যাথা উঠা।
✅কম ওজনের বাচ্চা হওয়া।
✅মায়ের রক্তশূন্যতা ও পুষ্টিহীনতা হওয়া।
🔲পরবর্তী গর্ভধারনের পূর্বে বিবেচ্য বিষয়ঃ
✅বয়স ৩৫ বছরের বেশি হওয়া।
✅পূর্বের প্রেগনেন্সির জটিলতা।
✅দীর্ঘদিন বন্ধ্যাত্বের ইতিহাস।
✅আগের সিজার অপারেশনের জটিলতা ।
✅মায়ের শারীরিক, মানসিক, আর্থিক অবস্থা।
✅এসকল ক্ষেত্রে অবশ্যই আপনারা ডাক্তারের পরামর্শ অনুযায়ী গর্ভধারণ করবেন।
🔲নির্ধারিত সময়ের পূর্বে গর্ভধারণ করে ফেললে ভীত হবার কিছু নেই। কারণ ঝুঁকির সম্ভাবনা থাকলেও তার মাত্রা বেশি নয়।
🔲পরবর্তী গর্ভধারনের সিদ্বান্ত স্বামী- স্ত্রী দুজনে মিলে সঠিক পরিকল্পনার মাধ্যমে নিতে হবে।
( আপনার ডাক্তার আপনার সিদ্বান্ত গ্রহণে সহায়তা করবেন। )
‼️মনে রাখবেন, অতি দ্রুত গর্ভধারণ যেমন ঝুঁকিপূর্ণ, তেমনি দীর্ঘদিন বিরতিও কাম্য নয়।
ধন্যবাদ।

বিয়ের পরপরই স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে জেনে নিন। স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ ও স্বামীর পজেটিভ হলে গর্ভধারণ...
02/06/2023

বিয়ের পরপরই স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ পরীক্ষা করে জেনে নিন।
স্ত্রীর রক্তের গ্রুপ নেগেটিভ ও স্বামীর পজেটিভ হলে গর্ভধারণের আগেই একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছ থেকে সম্ভাব্য জটিলতা ও তার সমাধানগুলো জেনে নিন।

গর্ভধারণের আগে কী প্রস্তুতি নিবেন❓১. অতিরিক্ত ওজন অবশ্যই কমিয়ে নিতে হবে।২. অনিয়মিত মাসিক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে ...
22/05/2023

গর্ভধারণের আগে কী প্রস্তুতি নিবেন❓
১. অতিরিক্ত ওজন অবশ্যই কমিয়ে নিতে হবে।
২. অনিয়মিত মাসিক, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ থাকলে তা নিয়ন্ত্রনে আনতে হবে।
৩. ধুমপান, মদ্যপান ও তাবাক সেবনের অভ্যাস থাকলে তা ত্যাগ করতে হবে।
৪. একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী রক্তের গ্রুপ, হিমোগ্লোবিন, গ্লূকোজ, থাইরয়েড হরমোন লেভেল ও কিছু ক্ষতিকর ভাইরাসের টেস্ট করতে হবে এবং সমস্যা থাকলে সে অনুযায়ী ব্যাবস্থা গ্রহণ করতে হবে।
৫. গর্ভের শিশুর ব্রেইন ডেভেলাপমেন্টের জন্য ও জন্মগত ত্রুটি কমানোর জন্য ফলিক এসিড নামক ভিটামিন গ্রহন করতে হবে।
মনে রাখতে হবে, ২০ থেকে ২৫ বছরে প্রথমবার গর্ভধারণের সবচেয়ে উপযুক্ত সময়। সঠিক শারীরিক ও মানসিক প্রস্তুতি গ্রহণের মাধ্যমে গর্ভধারণ করলে গর্ভকালীন ঝুঁকি অনেক কমে যায়।

Address

আঃ মন্নান ভবন, নিউ টাউন (মসজিদের বিপরিত পাশে) ভৈরব, কিশোরগঞ্জ
Bhairab Town

Telephone

+8801675793438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Prof. Dr. Laila Noor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram