Dr.Shafiqul Islam

Dr.Shafiqul Islam Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dr.Shafiqul Islam, Health/Medical/ Pharmaceuticals, Bhandaria.

28/09/2025

স্থূলতা কমানোর জন্য শীর্ষ ৫টি হোমিওপ্যাথিক ওষুধ

১. Calcarea Carbonica – ওজন কমানোর জন্য হোমিওপ্যাথি চিকিৎসায় এটি শীর্ষে রাখা হয়। মূলত যখন রোগীর মেটাবলিজম খুব ধীরে কাজ করে এবং পেটে অতিরিক্ত মেদ জমে যায়, তখন এই ওষুধ প্রযোজ্য হয়। এই ধরণের রোগীরা সাধারণত মোটা ও নরম (fatty and flabby) শরীরের অধিকারী হয়। এদের বিশেষ বৈশিষ্ট্য হলো—মাথায় অতিরিক্ত ঘাম হওয়া, ঠাণ্ডা হাওয়া সহ্য না করতে পারা, এবং খাবারের ক্ষেত্রে অদ্ভুত প্রবণতা—যেমন সেদ্ধ ডিম, চক, মাটি, পেন্সিল, চুন ইত্যাদির প্রতি তীব্র আকাঙ্ক্ষা। মেটাবলিজম ধীর গতির হওয়ার কারণে এরা প্রায়ই কোষ্ঠকাঠিন্যে ভোগেন। থাইরয়েড সমস্যাজনিত স্থূলতার ক্ষেত্রেও এটি কার্যকর।

২. Natrum Mur – এই ওষুধ মূলত তখন ব্যবহার করা হয়, যখন শরীরের উরু ও নিতম্বে (thighs and buttocks) অতিরিক্ত মেদ জমে যায়। দীর্ঘমেয়াদি মানসিক চাপ বা বিষণ্ণতার কারণে ওজন বেড়ে গেলে এটি বিশেষভাবে উপকারী। এর বৈশিষ্ট্য হলো—শরীরে অতিরিক্ত গরমভাব, রোদ সহ্য করতে না পারা, রক্তশূন্যতা (anemia), এবং খাবারে অতিরিক্ত লবণের প্রতি ঝোঁক। মানসিকভাবে এরা সংবেদনশীল, একা একা কাঁদতে থাকেন এবং কেউ সান্ত্বনা দিলে আরও খারাপ বোধ করেন।

৩. Lycopodium – Natrum Mur-এর মতোই এ ওষুধও উরু ও নিতম্বে অতিরিক্ত মেদ জমলে কার্যকর, তবে এর আলাদা বৈশিষ্ট্য আছে। এরা সাধারণত দীর্ঘস্থায়ী গ্যাস্ট্রিক সমস্যা, যেমন—অতিরিক্ত গ্যাস, কোষ্ঠকাঠিন্যে ভোগেন। মিষ্টি খাবারের প্রতি প্রবল আসক্তি থাকে। গরম খাবার ও গরম পানীয় পছন্দ করেন। অনেক সময় অতিরিক্ত খাওয়ার কারণে পেট ফুলে যায়। মানসিকভাবে খুব বিরক্তিকর প্রকৃতির হয় এবং সামান্য বিরোধিতা হলেই রেগে যান।

৪. Nux Vomica – অলস জীবনযাপনের কারণে যাদের ওজন বেড়েছে, তাদের জন্য বিশেষ উপকারী। এদের প্রধান সমস্যা হলো—অবাধ্য কোষ্ঠকাঠিন্য। বারবার মলত্যাগের চাপ অনুভব করেন, কিন্তু সামান্যই বের হয় এবং তা অসম্পূর্ণ লাগে। ঠাণ্ডা হাওয়া সহ্য করতে পারেন না। খাবারে মসলাদার, তেলেভাজা, কফি ও মদ জাতীয় জিনিস পছন্দ করেন। মানসিকভাবে খুব সংবেদনশীল এবং সামান্য ব্যাপারেও প্রচণ্ড রেগে যান।

৫. Antimonium Crudum – মূলত শিশুদের স্থূলতার জন্য ব্যবহৃত হয়। উপযুক্ত শিশুর বৈশিষ্ট্য হলো—খুব খিটখিটে, স্পর্শ বা কারও তাকানো সহ্য করতে পারে না, ঠাণ্ডা পানিতে গোসলের প্রতি প্রচণ্ড বিরাগ থাকে। টক জাতীয় জিনিস, যেমন আচার খাওয়ার প্রবণতা থাকে। জিহ্বা সাদা আবরণে ঢাকা থাকে এবং পেট খারাপের প্রবণতা (কখনও ডায়রিয়া, কখনও কোষ্ঠকাঠিন্য) দেখা যায়।

** অন্যান্য বিশেষ পরিস্থিতিতে ওষুধের ব্যবহার

1.Ignatia ও Natrum Mur – বিষণ্ণতা থেকে স্থূলতা বেড়ে গেলে। Ignatia তাদের জন্য যাদের দুঃখে অতিরিক্ত খাওয়ার অভ্যাস থাকে। Natrum Mur তাদের জন্য যাদের বিষণ্ণতায় কান্না বাড়ে ও লবণ খাওয়ার প্রবণতা থাকে।

2.Calcarea Carb ও Lycopodium – হাইপোথাইরয়েডিজমজনিত স্থূলতায়। Calcarea Carb-এ রোগী ঠাণ্ডা সংবেদনশীল, মাথায় অতিরিক্ত ঘাম হয় এবং মোটা, নরম শরীর থাকে। Lycopodium-এ রোগীর গ্যাস্ট্রিক সমস্যা (গ্যাস, কোষ্ঠকাঠিন্য), মিষ্টি ও গরম খাবারের প্রতি ঝোঁক থাকে।

3.Alumina ও Nux Vomica – অন্ত্রের কার্যকারিতা ধীর হয়ে ওজন বাড়লে। Alumina-এ রোগীর বহুদিন ধরে মলত্যাগ হয় না কারণ মলত্যাগের চাপই আসে না। Nux Vomica-য় মলত্যাগের চাপ ঘন ঘন হয় কিন্তু খুব সামান্য বের হয় এবং তা অসম্পূর্ণ লাগে।

4.Graphites ও Sepia – মেনোপজে নারীদের ওজন বৃদ্ধিতে। Graphites তাদের জন্য যাদের দুঃখ প্রবণতা আছে, ঠাণ্ডা সহ্য করতে পারেন না ও দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য আছে। Sepia তাদের জন্য যাদের স্বভাব পরিবার থেকে বিমুখ ও বিরক্তিকর, হট ফ্ল্যাশ হয় এবং পেলভিক অঙ্গে ভারী টান অনুভূত হয়।

5.Calcarea Carb, Natrum Mur, Pulsatilla ও Sepia – PCOD-এ ভোগা নারীদের ওজন বৃদ্ধিতে। রোগীর সম্পূর্ণ কনস্টিটিউশন দেখে ওষুধ নির্বাচন হয়।

6.Natrum Mur ও Lycopodium – উরু ও নিতম্বে অতিরিক্ত মেদ জমলে। Natrum Mur-এ রোগীর শরীরে গরমভাব, লবণ খাওয়ার ঝোঁক ও সংরক্ষিত স্বভাব থাকে। Lycopodium-এ গ্যাস্ট্রিক সমস্যা, মিষ্টি ও গরম খাবারের আকাঙ্ক্ষা ও বিরক্তিকর মানসিকতা থাকে।

7.Fucus Vesiculosus (ঔষধি টিঙ্কচার) –
বিশেষভাবে মেটাবলিজম ঠিক করতে ও অতিরিক্ত ফ্যাট কমাতে ব্যবহৃত হয়।

8.Ammonium Carb ও Antimonium Crudum – শরীরের উপরের অংশে মেদ জমে ও পা চিকন থাকে। Ammonium Carb-এ রোগী অলস, দুর্বল, সহজে ঠাণ্ডা লাগে। Antimonium Crudum-এ রোগী অতিরিক্ত খাওয়ার প্রবণতাসম্পন্ন, গ্যাস্ট্রিক সমস্যা থাকে, জিহ্বা সাদা আস্তরণে ঢাকা থাকে।
Antimonium Crudum, Baryta Carb ও Calcarea Carb – শিশুদের স্থূলতায়।

🔸Antimonium Crudum – খিটখিটে, আচার খেতে ভালোবাসে।

🔸Baryta Carb – ভীতু, দুর্বল, সহজে সর্দি হয় ও গলা ব্যথা হয়।

🔸Calcarea Carb – মোটা, ঠাণ্ডা সংবেদনশীল, মাথায় অতিরিক্ত ঘাম, সেদ্ধ ডিম ও অদ্ভুত জিনিস (চক, মাটি, পেন্সিল) খাওয়ার ঝোঁক।

গর্ভধারণ-পরবর্তী স্থূলতায় Calcarea Carb – গর্ভাবস্থায় বেড়ে যাওয়া ওজন কমাতে কার্যকর। এরা ঠাণ্ডা সংবেদনশীল, কোমরের চারপাশে বেশি মোটা হয়, চলাফেরায় ধীর, এবং মানসিকভাবে সংবেদনশীল।

হাইপোথাইরয়েডিজমজনিত স্থূলতায় Calcarea Carb – থাইরয়েডের কার্যকারিতা কমে যাওয়া থেকে ওজন বেড়ে গেলে এটি কার্যকর। এটি থাইরয়েডের কার্যকারিতা কিছুটা নিয়ন্ত্রণেও সাহায্য করে।

সংগৃহীত

22/09/2025

৩০টি রোগভিত্তিক Peculiar Symptom ও ৩টি ঔষধ

1. জ্বর (Fever)

Aconitum Napellus – হঠাৎ ভয় বা ঠান্ডা লাগার পর উচ্চ জ্বর।

Belladonna – হঠাৎ লাল মুখ, চোখ চকচকে, মাথা গরম।

Gelsemium – ভারীভাব, নিস্তেজ, ঘুম ঘুম ভাব সহ জ্বর।

2. মাথাব্যথা (Headache)

Glonoine – মাথায় রক্ত চাপ, মনে হয় মাথা ফেটে যাবে।

Nux Vomica – দেরি করে জাগা, কফি, মদ বা বেশি পড়াশোনার পর মাথাব্যথা।

Spigelia – চোখের পেছন থেকে মাথায় ছুরি মারা ধরনের ব্যথা।

3. কাশি (Cough)

Drosera – রাত ১২টার পর প্রবল শুকনো কাশি।

Ipecacuanha – কাশি ও বমি একসাথে হয়।

Bryonia – সামান্য নড়াচড়া বা কথা বললেই কাশি বাড়ে।

4. হজমের সমস্যা (Dyspepsia)

Carbo Vegetabilis – অল্প খাওয়ার পরই অস্বস্তি ও পেট ফেঁপে যায়।

Lycopodium – বিকেল ৪–৮টার মধ্যে অম্লতা ও গ্যাস।

Nux Vomica – ঝাল-মশলা, মদ্যপানের পর হজমের সমস্যা।

5. ডায়রিয়া (Diarrhoea)

Arsenicum Album – দুর্বলতা, দহন অনুভূতি, সামান্য করে বারবার পায়খানা।

Podophyllum – প্রচুর, পানির মতো, সকাল বেলায় বেশি হয়।

Aloe Socotrina – হঠাৎ করে পায়খানা চলে যায়, নিয়ন্ত্রণ থাকে না।

6. কোষ্ঠকাঠিন্য (Constipation)

Bryonia – শুকনা মল, শক্তভাবে বের হয়, যেন ভাঙা হয়।

Alumina – টয়লেটে অনেকক্ষণ বসে থাকলেও চাপ হয় না।

O***m – দীর্ঘদিন মল বন্ধ থাকে, কোনো চাপ নেই।

7. পাইলস (Piles)

Hamamelis – ব্যথা কম, কিন্তু রক্তক্ষরণ বেশি।

Muriatic Acid – বসার সময় প্রচণ্ড ব্যথা, যেন সূচ ফুটছে।

Nux Vomica – কোষ্ঠকাঠিন্য সহ পাইলস।

8. অর্শ্বরক্ত (Bleeding piles)

Sulphur – সকালে বেশি রক্তক্ষরণ।

Phosphorus – সামান্য কাটাছেঁড়াতেই রক্তপাত বন্ধ হয় না।

Hamamelis – ভেরিকোজ ভেইন বা হেমোরেজ সহ পাইলস।

9. আমাশয় (Dysentery)

Mercurius Solubilis – মিউকাস ও রক্ত মেশানো পায়খানা, টয়লেটে দীর্ঘ সময়।

Colchicum – দুর্গন্ধ পেলেই বমি হয়, রক্তযুক্ত মল।

Ipecac – মলের সাথে প্রচুর মিউকাস ও ক্র্যাম্প।

10. বমি (Vomiting)

Ipecac – অবিরাম বমি, কিন্তু বমির পর আরাম নেই।

Antimonium Crudum – অতিভোজন বা শিশুর দুধ হজম না হলে বমি।

Nux Vomica – অতিরিক্ত খাওয়া বা মদ্যপানের পর বমি।

11. অম্বল (Acidity)

Robinia – তীব্র অম্ল ঢেকুর, বুক জ্বালা।

Carbo Veg – অতিরিক্ত গ্যাস ও ফাঁপা ভাব।

Lycopodium – বিকেলের দিকে অম্লতা।

12. কিডনির ব্যথা (Renal Colic)

Berberis Vulgaris – বাঁদিকে কিডনির ব্যথা, সামান্য নড়াচড়ায় বাড়ে।

Cantharis – প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা, রক্ত মেশানো প্রস্রাব।

Ocimum Canum – ডানদিকের কিডনির ব্যথা।

13. প্রস্রাব কম হওয়া (Scanty urine)

Apis Mellifica – ফোলা, প্রস্রাব কম।

Digitalis – প্রস্রাব কম, হৃদরোগীর সমস্যা।

Cantharis – বারবার প্রস্রাবের বেগ, কিন্তু অল্প অল্প বের হয়।

14. চর্মরোগ (Skin eruption)

Sulphur – দীর্ঘস্থায়ী চুলকানি, গরমে বাড়ে।

Graphites – ঘন ঘন একজিমা, আঠালো নিঃসরণ।

Psorinum – নোংরা গন্ধযুক্ত চর্মরোগ।

15. ঘুম না হওয়া (Insomnia)

Coffea Cruda – আনন্দে বা টেনশনে ঘুম আসে না।

Nux Vomica – মাঝরাতে জেগে যায়, ভোরে একটু ঘুম।

Passiflora – মানসিক অস্থিরতায় ঘুম কম।

16. স্বপ্নদোষ (Nocturnal emission)

Selenium – দুর্বলতা, অবসাদ, ঘন ঘন স্বপ্নদোষ।

Staphysagria – কামোদ্দীপক চিন্তায় বীর্যপাত।

Acid Phos – দীর্ঘ রোগভোগে বীর্যক্ষয়।

17. যৌন দুর্বলতা (Impotency)

Agnus Castus – যৌন ইচ্ছা নেই, অঙ্গ দুর্বল।

Lycopodium – ইচ্ছা আছে কিন্তু শক্তি নেই।

Damiana Q – যৌনশক্তি হ্রাসে কার্যকর টনিক।

18. মহিলাদের সাদা স্রাব (Leucorrhoea)

Sepia – মাছের গন্ধযুক্ত সাদা স্রাব।

Borax – হঠাৎ নিচে পড়ে যাচ্ছে এমন অনুভূতি।

Alumina – ঘন ও আঠালো স্রাব।

19. মাসিক অনিয়ম (Irregular me**es)

Pulsatilla – মাসিক দেরি করে, রং হালকা, স্বভাব কান্নাকাটি।

Sepia – মাসিক বন্ধ হয়ে যায়, বাচ্চা নিতে অনিচ্ছা।

Calcarea Carb – আগে আগে মাসিক আসে, প্রচুর রক্তপাত।

20. গর্ভাবস্থার বমি (Morning sickness)

Nux Vomica – সকালের বমি, খালি পেটে বেশি।

Sepia – বমি হলেও খেতে ইচ্ছে করে না।

Ipecac – বমি করলেও আরাম হয় না।

21. শ্বাসকষ্ট (Asthma)

Arsenicum Album – ভোরে ২–৩টার দিকে শ্বাসকষ্ট।

Sambucus – শিশুর রাতের দম বন্ধ হয়ে আসা।

Spongia – শুকনো কর্কশ কাশি সহ শ্বাসকষ্ট।

22. যক্ষ্মা (Tuberculosis)

Phosphorus – খিদে লাগে, দুর্বল, পাতলা রক্তপাত।

Tuberculinum – বংশগত টিবি প্রবণতা।

Silicea – ক্ষত শুকাতে চায় না, পাতলা পুঁজ বের হয়।

23. টাইফয়েড (Typhoid fever)

Baptisia – অচেতন, বিছানার একপাশে পড়ে থাকে।

Rhus Tox – জ্বরের সাথে অস্থিরতা, নড়াচড়া করলে ভালো লাগে।

Arsenicum Album – জ্বর, অস্থিরতা ও ভয়ের সাথে।

24. নিউমোনিয়া (Pneumonia)

Bryonia – বুকের ব্যথায় নড়তে পারে না, শুষ্ক কাশি।

Phosphorus – রক্তমিশ্রিত কফ, বুক গরম।

Antimonium Tart – কফ জমে যায়, বের হতে চায় না।

25. হৃদরোগ (Heart disease)

Digitalis – হৃদপিণ্ড দুর্বল, সামান্য নড়াচড়ায় ধুকপুকানি।

Cactus Grandiflorus – বুক চেপে ধরা ব্যথা।

Spigelia – বামদিকে হৃদর ব্যথা, চোখে ছড়িয়ে পড়ে।

26. পঙ্গু ব্যথা (Paralysis)

Causticum – মুখ একপাশে বেঁকে যায়, হাত-পা দুর্বল।

Plumbum – ধীরে ধীরে মাংসপেশি শুকিয়ে যায়।

Gelsemium – মানসিক ভয় ও উত্তেজনায় দুর্বলতা।

27. গেঁটে বাত (Gout)

Colchicum – হঠাৎ হাঁটুর ব্যথা, গন্ধে বমি।

Ledum Palustre – ঠান্ডায় ব্যথা কমে, গরমে বাড়ে।

Benzoic Acid – গাঁটে ব্যথা ও প্রস্রাব দুর্গন্ধযুক্ত।

28. স্নায়ুর ব্যথা (Neuralgia)

Magnesia Phos – গরমে চাপ দিলে ব্যথা কমে।

Spigelia – চোখ থেকে মুখে তীব্র স্নায়ুর ব্যথা।

Verbascum – দিনের বেলায় মুখে Neuralgia।

29. বিষণ্ণতা (Depression)

Ignatia – দুঃখ, কান্না চেপে রাখা, দীর্ঘশ্বাস।

Aurum Met – হতাশা, আত্মহত্যার চিন্তা।

Natrum Mur – দুঃখ মনে চেপে রাখে, একা কাঁদে।

30. ভয়/উদ্বেগ (Anxiety/Phobia)

Aconite – হঠাৎ ভয়, মৃত্যুভয়।

Argentum Nitricum – ভিড়, পরীক্ষা, ভ্রমণের আগে ভয়।

Calcarea Carb – উঁচু জায়গা থেকে পড়ার ভয়।

11/03/2025

Address

Bhandaria
8550

Telephone

+8801711192466

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr.Shafiqul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr.Shafiqul Islam:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram