মেডিকেয়ার ফার্মা

মেডিকেয়ার ফার্মা মেডিকেয়ার ফার্মা ফেসবুক পেইজে হেল্থ টিপস, রিলস ভিডিও, ঔষধ রিভিউ ভিডিও এবং ঔষধ হোম ডেলিভারি দিচ্ছে 😊
(1)

🩸নীরব ঘাতক নিয়ন্ত্রণে!⚡ সাবধান! উচ্চ রক্তচাপ? ওষুধ ছাড়াই এই ৭টি ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখুন নীরব ঘাতককে!টেবিলে নুনদানি?...
31/10/2025

🩸নীরব ঘাতক নিয়ন্ত্রণে!

⚡ সাবধান! উচ্চ রক্তচাপ? ওষুধ ছাড়াই এই ৭টি ঘরোয়া উপায়ে নিয়ন্ত্রণে রাখুন নীরব ঘাতককে!

টেবিলে নুনদানি? আজই সরান! উচ্চ রক্তচাপকে ডাক্তাররা 'নীরব ঘাতক' বলেন—কারণ এটি চুপিসারে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। তবে ভয় পাবেন না! জীবনযাত্রায় কিছু ছোট পরিবর্তন এনেই আপনি রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারেন।

উচ্চ রক্তচাপ (BP) নিয়ন্ত্রণের ৭টি সহজ ঘরোয়া টিপস:
১. নুন কমান: সবজি বা ডাল রান্নার সময় একটু কম নুন ব্যবহার করুন। প্যাকেজড ফুড, চিপস এবং আচার এড়িয়ে চলুন, কারণ তাতে নুন বেশি থাকে।

২. পটাশিয়াম বাড়ান: কলা, মিষ্টি আলু, টমেটো এবং ডাবের জল বেশি করে খান। পটাশিয়াম রক্তনালীকে নমনীয় রাখে।

৩. কম চর্বিযুক্ত খাবার: মাছ, চিকেন এবং লো-ফ্যাট দুধ খান। লাল মাংস এবং অতিরিক্ত ফ্যাটযুক্ত খাবার কমিয়ে দিন।

৪. নিয়মিত ব্যায়াম: প্রতিদিন অন্তত ৩০ মিনিট দ্রুত হাঁটুন বা হালকা দৌড়ান। হাঁটা রক্তচাপ কমাতে ম্যাজিকের মতো
কাজ করে।

৫. মানসিক চাপ কমান: যোগা, মেডিটেশন বা পছন্দের গান শুনুন। মানসিক চাপ সরাসরি রক্তচাপ বাড়িয়ে দেয়।

৬. পর্যাপ্ত ঘুম: রাতে ৭ থেকে ৮ ঘণ্টা একটানা ঘুমান। ঘুমের অভাব রক্তচাপ বাড়াতে সাহায্য করে।

৭. অ্যালকোহল ও ধূমপান ছাড়ুন: এগুলো রক্তনালীকে মারাত্মকভাবে ক্ষতি করে এবং রক্তচাপ বাড়াতে দ্রুত ভূমিকা রাখে।

💡 জরুরি কথা: রক্তচাপ বেশি থাকলে শুধু ঘরোয়া উপায়ে নির্ভর না করে, অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন এবং নিয়মিত ওষুধ খান।

আপনার পরিবারের কারোর কি উচ্চ রক্তচাপ আছে? তাদের সতর্ক করতে এখনি পোস্টটি শেয়ার করুন! 🔄

#উচ্চরক্তচাপ #হাইবিপি #হোমরেমেডিস #স্বাস্থ্যটিপস #মেডিকেয়ারফার্মা

🚨 লিভারের নীরব বিপদ ঘণ্টা। 🔔 সাবধান! লিভার ড্যামেজের ১০টি প্রাথমিক সংকেত যে গুলো আমরা রোজ উপেক্ষা করি!জানেন কি? আপনার লি...
30/10/2025

🚨 লিভারের নীরব বিপদ ঘণ্টা। 🔔 সাবধান! লিভার ড্যামেজের ১০টি প্রাথমিক সংকেত যে গুলো আমরা রোজ উপেক্ষা করি!

জানেন কি? আপনার লিভার দিনে ৫০০টিরও বেশি কাজ করে। কিন্তু যখন সে কষ্টে থাকে, তখন খুব ধীরে ধীরে কিছু সংকেত দেয়। আমরা সেগুলোকে টায়ার্ডনেস বা হজমের সমস্যা ভেবে এড়িয়ে যাই।

নিজের শরীরকে বোঝার সময় এসেছে! যদি এই ১০টি লক্ষণের মধ্যে একাধিক আপনার মধ্যে দেখা যায়, তবে সতর্ক হন এবং ডাক্তারের পরামর্শ নিন:

১. সবসময় ক্লান্তি (Chronic Fatigue): ভালো ঘুমের পরেও যদি ক্লান্তি না কাটে, তবে লিভার ঠিকমতো ডিটক্স (Detox) করতে পারছে না।

২. পেটের ডানদিকে ব্যথা: পাঁজরের নিচে, ডান দিকে হালকা বা ভোঁতা ব্যথা অনুভব করা।
৩. হঠাৎ ওজন হ্রাস: চেষ্টা না করেও যদি দ্রুত ওজন কমতে থাকে।
৪. বমি বমি ভাব: প্রায়শই হালকা বমি ভাব বা হজমের সমস্যা।
৫. ত্বকে চুলকানি: ত্বকে এমন চুলকানি যা কিছুতেই কমে না।
৬. পেটে ফোলা ভাব: গ্যাসের সমস্যা নয়, বরং পেট সামান্য ফুলে থাকা (বিশেষ করে রাতে)।
৭. চোখ ও ত্বক হলুদ হওয়া (Jaundice): এটি গুরুতর সংকেত, লিভার বেশি খারাপ হলে দেখা যায়।
৮. প্রস্রাবের রং গাঢ় হওয়া: জলের রং স্বাভাবিকের চেয়ে অনেক বেশি গাঢ় হলুদ বা বাদামী হয়ে যাওয়া।
৯. সহজে কালশিটে পড়া: সামান্য আঘাতেই শরীরে কালশিটে পড়া বা রক্তপাত হওয়া।
১০. ক্ষুধা কমে যাওয়া: খাবারের প্রতি আগ্রহ একেবারে কমে যাওয়া।

আপনার কি এই লক্ষণগুলির মধ্যে কোনোটি আছে? নিজেকে সুস্থ রাখতে এখনি পোস্টটি শেয়ার করুন! 🔄

#লিভারড্যামেজ #লিভারটিপস #স্বাস্থ্যসতর্কতা #মেডিকেয়ারফার্মা

কিডনিতে পাথর! সতর্ক হন এখনই! 🚨 ৫টি ভ"য়ঙ্কর লক্ষণ!⚠️ এইগুলো দেখলেই বুঝবেন আপনার কিডনিতে পাথর হচ্ছে!সাবধান! কিডনি হলো আপনা...
29/10/2025

কিডনিতে পাথর! সতর্ক হন এখনই! 🚨 ৫টি ভ"য়ঙ্কর লক্ষণ!⚠️ এইগুলো দেখলেই বুঝবেন আপনার কিডনিতে পাথর হচ্ছে!

সাবধান! কিডনি হলো আপনার শরীরের ফিল্টার। এটা ঠিকমতো কাজ না করলে পুরো শরীর অসুস্থ হয়ে পড়বে। কিডনিতে পাথর (Kidney Stone) আজকাল অনেকেরই হচ্ছে, কিন্তু আমরা বুঝতে পারি না।

যদি আপনার মধ্যে এই ৫টি লক্ষণ দেখা যায়, তবে দেরি না করে ডাক্তারের কাছে যান:

১. কোমরের একপাশে বা পেটের নিচে অসহ্য ব্যথা: এই ব্যথা হঠাৎ শুরু হয় এবং এতটাই তীব্র হয় যে রোগী স্থির থাকতে পারে না। এটি পেছনের দিক থেকে শুরু হয়ে ক্রমশ তলপেটে বা কুঁচকিতে ছড়িয়ে পড়ে।

২. প্রস্রাবের সময় জ্বালাপোড়া: প্রস্রাব করার সময় প্রচণ্ড জ্বালা করা বা ব্যথা হওয়া। পাথরের কারণে প্রস্রাবের নালীতে বাধা সৃষ্টি হলে এমন হয়।

৩. প্রস্রাবে রক্ত বা প্রস্রাবের রং পরিবর্তন: প্রস্রাবের রং গাঢ় হয়ে যাওয়া বা মেঘলা/ধূসর লাগা। অনেক সময় পাথরের কারণে ভেতরে ছোটখাটো ক্ষতের সৃষ্টি হয়ে প্রস্রাবের সঙ্গে অল্প রক্ত যেতে পারে।

৪. ঘন ঘন বা বারবার প্রস্রাবের বেগ: বারবার টয়লেটে যেতে হচ্ছে, কিন্তু খুব সামান্য প্রস্রাব হচ্ছে। অনেক সময় প্রস্রাব করার পরেও মনে হয় যেন সবটা বের হয়নি।

৫. বমি ভাব ও জ্বর: তীব্র ব্যথার সঙ্গে প্রায়ই বমি বমি ভাব, এমনকি বমি হতে পারে। যদি পাথরের কারণে ইনফেকশন বা সংক্রমণ শুরু হয়, তাহলে কাঁপুনি দিয়ে জ্বর আসতে পারে।

আপনার পরিচিত কেউ এই সমস্যায় ভুগছেন কি? সতর্ক করতে এখনি পোস্টটি শেয়ার করুন! 🔄

#কিডনিস্টোন #কিডনিরপাথর #স্বাস্থ্যসচেতনতা #মেডিকেয়ারটিপস

28/10/2025

আমাদের ভিডিও কোয়ালিটি ভালো করার উদ্দেশ্য নতুন Microphone নিতে চাই। কোনটা নিলে ভালো কোয়ালিটির ভয়েস রের্কত করতে পারবো?

আপনাদের কাছে সাজেশন চাই।

28/10/2025

🤢 পেট খারাপ/ফুড পয়জনিং হঠাৎ?😱 বাড়িতেই সামলানোর ৩ অব্যর্থ উপায়!

উফফ! বিরিয়ানিটা কাল রাতে দারুণ লেগেছিল, কিন্তু এখন পেট বলছে অন্য কথা! বমি, ডায়রিয়া বা পেটে মোচড়? ফুড পয়জনিং হলে প্রথমে ঘাবড়ে যাবেন না।

ডাক্তারের কাছে যাওয়ার আগে বাড়িতে কী করবেন?
১. ওআরএস বা নুন-চিনির জল (ORS/Salt-Sugar Solution): পেট খারাপ হলে শরীর থেকে প্রচুর জল আর নুন বেরিয়ে যায়। তাই সবচেয়ে জরুরি হলো সেই ঘাটতি মেটানো। ফার্মেসী থেকে ORS (ওরাল রিহাইড্রেশন সল্ট) কিনে খান।

যদি ORS না থাকে, তবে ১ গ্লাস জলে ১ চিমটি নুন আর ১ চামচ চিনি/গুড় মিশিয়ে অল্প অল্প করে খান। এটা শরীরকে দুর্বল হতে দেবে না।

২. সহজে হজম হয় এমন খাবার (Bland Diet): তেল-ঝাল একেবারে বন্ধ! এই সময় পেটের ওপর চাপ দেবেন না। খানিকটা ভাত-আলু সেদ্ধ বা টক দই খান। টক দইয়ে থাকা ভালো ব্যাকটেরিয়া পেটকে স্বাভাবিক হতে সাহায্য করবে। ফল হিসেবে শুধু কলা খেতে পারেন। কলা পটাশিয়ামের ঘাটতি পূরণ করে।

৩. পরিষ্কার পরিছন্নতা (Hygiene First): বমি বা টয়লেট ব্যবহারের পর প্রতিবার সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। নয়তো আপনার থেকে অন্যদেরও এই সংক্রমণ ছড়াতে পারে।

⚠️ কখন দেরি করা যাবে না?
* যদি ২৪ ঘণ্টার বেশি সময় ধরে বারবার বমি বা ডায়রিয়া হয়।
* পায়খানার সঙ্গে রক্ত বের হয়।
* খুব বেশি দুর্বল লাগে বা জ্বর আসে।

—এইসব ক্ষেত্রে আর দেরি না করে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান! আপনারা কি কখনও ফুড পয়জনিং-এ ভুগেছেন? কমেন্টে আপনার অভিজ্ঞতা জানান! 👇

#ফুডপয়জনিং #পেটখারাপ #ঘরোয়াউপায় #মেডিকেয়ারটিপস

28/10/2025

হঠাৎ মাথাব্যথা কমানোর টিপস!

🤯 উফফ! হঠাৎ মাথাব্যথা?💊 ওষুধ ছাড়াই মাত্র ৫ মিনিটে কমানোর ৩ জাদুকরী টিপস! আরে বাবা! কাজ করছেন,খাচ্ছেন, অথবা শান্তিতে বসে আছেন, আর হঠাৎ মাথার ভেতর যেন হাতুড়ি পিটছে! 😫

এমন সময় হাতের কাছে যদি ওষুধ না থাকে, টেনশন নেবেন না। আপনার হেঁশেল আর ফ্রিজেই আছে দারুণ ৩টি প্রাকৃতিক দাওয়াই।

মাথাব্যথা তাড়ানোর ৩টি সহজ উপায়:
১. ঠান্ডা/গরম শেঁক দিন (Ice/Hot Pack):
> ঠান্ডা শেঁক: একটি কাপড়ে কয়েক টুকরো বরফ মুড়ে কপাল বা মাথার যেদিকে ব্যথা, সেখানে ২ মিনিট ধরে রাখুন। এটা রক্তনালীকে শান্ত করে ব্যথা কমায়।
> গরম শেঁক: ঘাড়ের পেছনের দিকে বা মাথার পেছনের দিকে গরম জলের শেঁক দিলে পেশির টান কমে, ফলে মাথাব্যথাও কমে আসে।

২. আদা জল খান (Ginger Power):
> আদা শুধু সর্দি-কাশি কমায় না, মাথাব্যথার জন্যও দারুণ! ১ কাপ গরম জলে সামান্য আদা ছেঁচে (বা আদার গুঁড়ো) দিয়ে ফুটিয়ে চা-এর মতো খান। এটা মাইগ্রেনের ব্যথা কমাতেও সাহায্য করে।

৩. ডার্ক রুমে রিল্যাক্স (Dark & Quiet):
> মাথাব্যথা বেশি হলে চোখকে কষ্ট দেবেন না। মোবাইল, টিভি বন্ধ করে একটা অন্ধকার, শান্ত ঘরে শুয়ে পড়ুন। ঘাড় ও কাঁধের পেশিগুলো হালকাভাবে ম্যাসাজ করুন। দেখবেন, কিছুক্ষণেই মাথা অনেক হালকা লাগবে।

💡 এক্সট্রা টিপস: এক গ্লাস জল খান। ডিহাইড্রেশন বা জলের ঘাটতিও কিন্তু মাথাব্যথার একটা বড় কারণ!

আপনার সবচেয়ে প্রিয় মাথাব্যথা কমানোর ঘরোয়া উপায় কোনটি? কমেন্টে জানান! 👇

#মাথাব্যথা #প্রাকৃতিকউপায় #ঘরোয়াটিপস #হেলথটিপস #মেডিকেয়ারফার্মা

নিজ দায়িত্বে বুঝে নিন 🤣 |
25/10/2025

নিজ দায়িত্বে বুঝে নিন 🤣 |

24/10/2025

🍌 মোটা হতে চান? এই ৫টি টিপস মেনে চলুন! (প্রাকৃতিকভাবে ওজন বাড়ান)

বিস্তারিত কমেন্টে..

23/10/2025

নওনেহাল (NAUNEHAL) খাওয়ার সঠিক নিয়ম, আপডেট দাম জানুন 💵!

23/10/2025

"লিভার সিরোসিসের চেয়ে ভয়ংকর কী?"

বিস্তারিত কমেন্টে..

23/10/2025

"সত্যি কথা: ৫০% পুরুষেরই হয় এই ভুল!"

বিস্তারিত কমেন্টে..

Address

Bhola

Telephone

+8801718740719

Website

Alerts

Be the first to know and let us send you an email when মেডিকেয়ার ফার্মা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to মেডিকেয়ার ফার্মা:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram