Dr. Abdullah Al Mamun

Dr. Abdullah Al Mamun দুনিয়াতে সুখের চাবিই হল
অল্পে তুষ্ট থাকা!

29/04/2025
19/11/2024

আমরা,

কলেজে ভর্তি হয়ে বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট চাইতেছি।

মেডিকেল এসিস্ট্যান্ট, মেডিকেল টেকনোলজিতে ভর্তি হয়ে ডাক্তারের সমমর্যাদা চাইতেছি।

পরীক্ষা না দিয়ে জিপিএ-৫ চাইতেছি।

দৈনিক ভিত্তিতে চাকুরিতে যোগদান করে, কোন প্রতিযোগিতা ছাড়াই চাকরি পেয়ে চাকুরীর স্থায়ীকরণ চাইতেছি।

কিন্তু কোনভাবেই নিজের যোগ্যতা-স্কিল বাড়াতে চাইতেছি না।

আমি অযোগ্য থাকবো, ইনকম্পিটেন্ট থাকবো কিন্তু আমাকে যোগ্যদের সমান মর্যাদা আর সুযোগ-সুবিধা দিতে হবে। 🙂

কালেক্টেড

কোনটা ভারতীয় পন্য আর তার বিকল্প কি তা জানতে যে কোন সময়ে ভিজিট করবেন www.indiaout.today এই ওয়েবসাইটে!
26/08/2024

কোনটা ভারতীয় পন্য আর তার বিকল্প কি তা জানতে যে কোন সময়ে ভিজিট করবেন www.indiaout.today এই ওয়েবসাইটে!

Boycott India

23/08/2024

ভোলা থেকে যে সকল স্পিডবোট ড্রাইভারগন
ফেনীতে উদ্ধার কাজে গিয়েছেন,
তাদের ফোন নাম্বার:

রুবেন 01770227470
রফিক 01714790670
হাসান 01791361725
আকবার 01302479683
রাসেল 01763851514
শাওন 01768055101
মারুফ 01326356395
কোকো 01303519147
আকবার 01603957222
সাত্তার 01768055101
মিলন 01735864763
জিহাদ 01781724815
সাইফুল 01764111059
ইব্রাহিম 01796871848
এনায়েত 01714173271
নেওয়াজ শরীফ 01764705656
হেসেন 01603957178

22/08/2024

#অখন্ডবঙ্গ

22/08/2024

ভারত কেন দায়ী যারা বুঝতে পারছেন না, তাদের জন্য -
পয়েন্ট ১. ভারত প্রায় ৫৭ টা ট্রান্স-বর্ডার পয়েন্টে বাঁধ দিছে। যেটা তারা চাইলেই করতে পারে না। কিন্তু করছে। তারা যদি বাঁধ না দিয়ে নদীপথ খোলা রাখত তাহলে পানি এত উঁচু সীমানায় পৌঁছাত না।
পয়েন্ট ২. ভারত নিজে বিপদে পড়লেও এই বাঁধগুলো খুলে দিতে পারে না। কারণ বিপদটা তার দেশের সে আরেকটা দেশকে এভাবে ফ্লাডেড করতে পারে না।
পয়েন্ট ৩. এখনও ভারতে পানি বিপদসীমা অতিক্রম করে নি।
পয়েন্ট ৪. ভারত কেন‌ নিজের দেশে বন্যা নিয়ন্ত্রণের ব্যবস্থা করে নাই? কেন সুযোগ পেলেই বাঁধ খুলে অন্য দেশে পানি ঢোকায়।
পয়েন্ট ৫. ভারত বাঁধ খোলার আগে বাংলাদেশকে পর্যাপ্ত সময় দেয় নি।

--collected

যে জাতির উদ্দেশ্যই থাকে আমলা হওয়া,সে জাতি শিক্ষকের কদর কেমনে করবে!জাতির উন্নতিতো দূর কি বাত!
22/06/2024

যে জাতির উদ্দেশ্যই থাকে আমলা হওয়া,
সে জাতি শিক্ষকের কদর কেমনে করবে!
জাতির উন্নতিতো দূর কি বাত!

আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানে। খোদ হারামাইনের অনলাইন স...
12/06/2024

আফ্রিকার এই যুবক এবারে হজে এসে রওজা শরিফের সামনে দাঁড়িয়ে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে থাকেন রওজা পানে। খোদ হারামাইনের অনলাইন সাইট এই ছবিটি টুইটারে প্রকাশ করেছে।

আহ, কী সেই চাহনি! কী সেই আবেগ! দীর্ঘদিন পরে হাবিবের রওজা দেখার সৌভাগ্য! কালো যুবকের হৃদয়ের সবটুকু আবেগ চোখের পানি হয়ে গলে গলে ঝরে পড়ছে!

মাওলা! আমাদেরকেও এভাবে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে কান্না করার সুযোগটুকু দিয়ো...!

🖋️copied

02/06/2024

👨‍⚕️: ভেবেছেন কখনো? কেন উপমহাদেশে Type 2 Diabetes Mellitus এর প্রকপ এতো বেশী?

এটার পিছনে আমরা নিজেরা দায়ী নই। দায়ী যদি বলতে হয় তাহলে রা এটার পিছনে দায়ী।
শুনতে একটু অবাক লাগতে পারে। যে আমাদের Diabetes এর সাথে British দের সম্পর্ক টা কোথায়?
সেকথাই বলছি। British শাসনের সময় নীল চাষ এবং অবিরাম লুন্ঠনের ফলশ্রুতিতে ভারত উপমহাদেশ সর্বমোট ১৮ টি দুর্ভিক্ষ মোকাবেলা করে। শুধু ১৯৪৩ তেই দুর্ভিক্ষে ৩০ লাখ ভারতীয় মারা যায়। এর মধ্যে যারা Survive করেছিলো ,তারা টিকে ছিলো খুবই Low calorie metabolism এর মাধ্যমে। তখন মাটি দিয়ে এক রকম বিস্কুট বানানো হতো, মানুষ এমন কি সেটা খেয়েও বেচে থাকার চেষ্টা করেছে।এই দুর্ভিক্ষ যারা Survive করতে পেরেছে। তাদের জেনেটিকালি Low calorie দিয়ে বেচে থাকার ক্ষমতা অর্জন হয়েছিলো। এমন কি এই দুর্ভিক্ষের সময় যারা মায়ের গর্ভে ছিলেন তারাও low calorie metabolism এ অভ্যস্ত হয়ে পরে। এভাবে কয়েক জেনারেশন পরপর যখন অনেক গুলো দুর্ভিক্ষ Survive করে ফেলে। তখন দেখা গেলো এরা অনেক Low calorie ব্যবহার করেও বেচে থাকতে পারছে। তাদের পরবর্তী বংশধর দের মধ্যেও এই ক্ষমতা জেনেটিকেলি চলে আসে।

কিন্তু আগুনের দিন একদিন শেষ হয়। ভারত উপমহাদেশ ব্রিটিশ চলে যাবার পর আবার খাদ্যশস্য এবং মাছ মাংশে সমৃদ্ধ হতে থাকে। এখানেই শুরু হয় ঝামেলা।
যখন পর্যাপ্ত খাবার মানুষ আবার গ্রহণ করা শুরু করে, যারা আগে খুবই কম খাদ্য দিয়ে বেচে থাকতো। তাদের রক্তে সেই অতিরিক্ত ক্যালরি উপচে পরতে থাকে। বিশেষ করে শর্করা উপচে পরতে শুরু করলো। এখান থেকেই শুরু হলো Diabetes এর প্রাদুর্ভাব।এবং আমরা ব্রিটিশ শাসন পরবর্তী জেনারেশন সেটা অভিশাপ হিসেবে আমাদের রক্তে বয়ে বেরাচ্ছি।

১৯৪৩ সাল। ভারতের সব খাদ্যশস্য দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ গ্রহন করা সৈন্য দের রেশন হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। মানুষ কুকুর বিড়ালের মতো রাস্তায় মরে পরে আছে। ডাস্টবিনের পাশে দাড়িয়ে সেই ছবি গুলো এক প্রতিভাবান শিল্পী আকছেন। তার তুলির ছোয়ায় তিনি সেটা পুরো পৃথিবীকে পরবর্তীতে এই ব্রিটিশদের অবিচারের কথা তুলে ধরেন। তিনিই শিল্পাচার্য জয়নুল আবেদিন। ওদিকে Winston churchill এর কাছে আবেদন করা হয়েছে। ভারত কে এই নির্মম দুর্ভিক্ষ থেকে রক্ষা করার জন্য। প্রত্যুত্তরে তিনি চিঠি লিখেছেন,

"Any potential relief efforts sent to India would accomplish little to nothing, as Indians "breeding like rabbits"

৭০ বছর পর সেই ব্রিটেনের প্রধানমন্ত্রীর চেয়ারে বসেন সেই দুর্ভিক্ষ কবলিত ভারতীয় বংশভুত একজন পলিটিসিয়ান।

যে শর্করা একদিন সুধার মতোন ছিলো। যার অভাবে একদিন লাখ লাখ মানুষ মারা গিয়েছে এ উপমহাদেশে। সেই শর্করা আজ বিষ হয়ে জমতে শুরু করলো আমাদের রক্তে।সেই বিষক্রিয়ার প্রাণ যাচ্ছে আপনার ,আমার ,আমাদের প্রিয়জনদের ।

#ডাঃসওগাত_এহসান

Address

Bhola

Opening Hours

Monday 16:00 - 20:00
Wednesday 16:00 - 20:00
Thursday 09:00 - 13:00
Saturday 16:00 - 20:00
Sunday 09:00 - 13:00

Telephone

+8801718502600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Abdullah Al Mamun posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Abdullah Al Mamun:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category