16/04/2025
ভালোবাসা সমানে সমান, কিন্তু মেকি!
ভালোবাসা লোক দেখানো— বলো, এ কী?
বুক জুড়ে রঙের মেলা, তুমিও মাখো আবির।
রং মেখে মুখ আড়াল করে, ভুলে যাওয়া দিনের বীর।
অযত্নে-অবহেলায় পড়ে থাকলে,
কাজে লাগে না আর।
ধারালো লোহার হাতিয়ার,
যা ছিল এতদিন উপজীব্য,
তাই হয়ে যায় বোঝা ভার।
বুক জুড়ে রঙের মেলা, তুমিও মাখো আবির।
রং মেখে মুখ আড়াল করে, ভুলে যাওয়া দিনের বীর।
ভালোবাসা এখন পোস্টার-পলিথিন
স্ট্যাটাসে গড়া ঘর।
হৃদয়ের গল্প হেরে যায়,
লাইকের ভিড়ে, বাড়তি প্রেমের দর।
যেখানে চেহারা মানে পণ্য,
ভালোবাসাও সেলফি-পোজ।
ভাঙা মন সাজে ফিল্টারে,
ভেতরটা তবু খুঁজে
আগের সেই আলো-রোজ।
স্মৃতিগুলো পড়ে থাকে,
ড্রাফট বক্সের অরক্ষিত কোণে।
সেখানে এখন চুপচাপ বসে
একটা চিঠি— তুমি কেমন?