Dr. Khaza Amirul Islam - Haematologist

Dr. Khaza Amirul Islam - Haematologist ব্লাড ক্যান্সার(লিউকেমিয়া,লিম্ফোমা ও মাল্টিপল মায়েলোমা), রক্তশূন্যতা, থ্যালাসেমিয়া ও রক্তরোগ বিশেষজ্ঞ

04/10/2025

আমরা যা খাই তাই কি চিনি হয়ে যায়?

প্রশ্নটি অনেকের মনেই ঘুরতে থাকে। আসল কথাটা হলোঃ আমাদের দেহ শক্তির জন্য গ্লুকোজ (এক ধরনের চিনি) ব্যবহার করে। আমরা কার্বোহাইড্রেট (ভাত, রুটি, চিনি) খেলে সেটা সরাসরি গ্লুকোজে পরিণত হয়, এটা সবারই জানা।

কিন্তু আসল বিস্ময়টা হলো এইখানে!

শরীর শুধু কার্বোহাইড্রেটই নয়, বরং অতিরিক্ত প্রোটিন (মাছ, মাংস, ডিম) এবং কিছু কিছু ক্ষেত্রে ফ্যাট থেকেও একটি বিশেষ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করতে পারে। এই প্রক্রিয়ার নাম "গ্লুকোনিওজেনেসিস" (Gluconeogenesis)।

তাহলে কি প্রোটিন-ফ্যাট খাওয়াও বন্ধ করতে হবে?

মোটেই না! এটা ভয় পাওয়ার কোনো বিষয় নয়। এই প্রক্রিয়াটি শরীরের একটি স্বাভাবিক ও প্রয়োজনীয় কাজ। সমস্যা হয় তখনই, যখন মোট খাবারের পরিমাণ আমাদের শরীরের প্রয়োজনের তুলনায় অনেক বেশি হয়ে যায়।

সহজভাবে বললেঃ

- আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার খান, তা সরাসরি চিনিতে পরিণত হবে।
- আপনি যদি প্রয়োজনের অতিরিক্ত প্রোটিন খান, তাহলে তার একটা অংশও শরীর চিনিতে রূপান্তরিত করতে পারে।
- অর্থাৎ প্রয়োজনের অতিরিক্ত খাবারই হলো সমস্যার মূল কারণ।

তাহলে সমাধান কি? কিভাবে নিয়ন্ত্রণ করবেন?

১) সুষম খাদ্য গ্রহণ গুরুত্বপূর্ণঃ

- শুধু ভাত-রুটি কমিয়েই প্রোটিন বেশি খাবেন না। ভাত/রুটি, শাকসবজি, প্রোটিন ও ভালো ফ্যাট – এই চারটিরই একটি ব্যালেন্স ডায়েট তৈরি করুন।

২) কার্বোহাইড্রেট বুঝে-শুনে পছন্দ করুনঃ

- সাদা ভাত-ময়দার বদলে লাল আটা, যব, ব্রাউন রাইস, ডাল জাতীয় জটিল কার্বোহাইড্রেট খান। এগুলো ধীরে ধীরে ভাঙে, ফলে রক্তে চিনি দ্রুত বাড়ে না।

৩) প্রোটিনের পরিমাণ নিয়ন্ত্রণে রাখুনঃ

- প্রোটিন খুব জরুরি, কিন্তু একবেলা হাফ কেজি মাংস খেয়ে ফেলবেন না। প্রতিবার খাবারে একটি মুঠোর সমান প্রোটিন (এক টুকরো মাছ/মাংস, এক কাপ ডাল) রাখাই যথেষ্ট।

৪) স্বাস্থ্যকর ফ্যাট খানঃ

- বাদাম, বীজ, অলিভ অয়েল, ইত্যাদি থেকে পাওয়া স্বাস্থ্যকর ফ্যাট খান। এগুলো রক্তে চিনি দ্রুত বাড়ায় না এবং পেট ভরা রাখে।

৫) খাবারের প্রকৃতি ও সময় মেনে চলুনঃ

- প্রথমে সালাদ বা সবজি, তারপর প্রোটিন, সবশেষে কার্বোহাইড্রেট (ভাত/রুটি) খান। এতে রক্তে চিনির বৃদ্ধি ধীর গতির হবে।
- রাতের খাবার কিছুটা হালকা রাখুন।

৬) নিয়মিত শারীরিক পরিশ্রম করুনঃ

- ব্যায়াম আপনার শরীরকে আরও কার্যকর উপায়ে ইনসুলিন ব্যবহার করতে সাহায্য করে, ফলে রক্তের চিনি নিয়ন্ত্রণে থাকে। খাওয়ার পরে ১৫-২০ মিনিট হাঁটার অভ্যাস করুন।

মনে রাখবেনঃ আমাদের শরীর একটি অদ্ভুত যন্ত্র, এটা প্রয়োজন হলে এক উপাদান থেকে আরেক উপাদান তৈরি করবেই। আমাদের কাজ হলো শরীরের ওপর মোট ক্যালরির অতিরিক্ত চাপ না দেওয়া। পরিমিত ও সুষম খাবার-ই হলো সকল সমস্যার সমাধান।

সচেতন থাকুন, সুস্থ থাকুন।
©Saifuddin Ekram sir.

29/09/2025
World CML day
22/09/2025

World CML day

12/09/2025

ব্লাড ক্যান্সারের রোগীর জীবনযাপন কেমন হতে হবে?

রক্তরোগ বিশেষজ্ঞ
ডা: খাজা আমিরুল ইসলাম
এমবিবিএস, এমডি (হেমাটোলজি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট সেন্টার
রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া

রোগী দেখার সময়ঃ
সকাল ৮টা থেকে বিকেল ৫টা
ছুটির দিন বন্ধ
হটলাইন 01762-999-999

সৌজন্যে - Renata PLC (Renata Cancer Care)

25/08/2025

ভাইরাল জ্বর হলে কি করবেন?

রক্তরোগ বিশেষজ্ঞ
ডা: খাজা আমিরুল ইসলাম
এমবিবিএস, এমডি (হেমাটোলজি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট সেন্টার
রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া
রোগী দেখার সময়ঃ
সকাল ৮টা থেকে বিকেল ৫টা
ছুটির দিন বন্ধ
হটলাইন 01762-999-999

সৌজন্যে - Renata PLC (Renata Cancer Care)

09/08/2025

ব্লাড ক্যান্সারের চিকিৎসা কোথায় করাবেন

রক্তরোগ বিশেষজ্ঞ
ডা: খাজা আমিরুল ইসলাম
এমবিবিএস, এমডি (হেমাটোলজি)
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান
টিএমএসএস হেমাটোলজি ও বোন ম্যারো ট্র্যান্সপ্ল্যান্ট সেন্টার
রংপুর রোড, ঠেঙ্গামারা, বগুড়া

রোগী দেখার সময়ঃ
সকাল ৮টা থেকে বিকেল ৫টা
ছুটির দিন বন্ধ
হটলাইন 01762-999-999

সৌজন্যে - Renata PLC (Renata Cancer Care)

Disclaimer
This channel is for informational purposes only. It is not intended to be a substitute for professional medical advice, diagnosis, or treatment. Always seek the advice of your doctor with any questions you may have regarding a medical condition or health problems. Reliance on any information provided on this channel is solely at your own risk.

আমার ব্লাড ক্যান্সার রোগী যখন বাচ্চা নিয়ে চেম্বারে দেখা করতে আসে, এর চাইতে খুশির খবর আর কি হতে পারে?
22/07/2025

আমার ব্লাড ক্যান্সার রোগী যখন বাচ্চা নিয়ে চেম্বারে দেখা করতে আসে, এর চাইতে খুশির খবর আর কি হতে পারে?

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড ...
19/07/2025

আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫ হতে ৯ মাস বয়স থেকে ১৫ বছর বয়স/৯ম শ্রেনী পর্যন্ত সকল শিশুকে সরকারি ব্যবস্থাপনায় (EPI) টাইফয়েড টিকা দেওয়া হবে। টিকা পেতে হলে প্রত্যেক শিশুর ১৭ ডিজিটের ডিজিটাল জন্মনিবন্ধন সনদ থাকতে হবে। তাই যে শিশুর ডিজিটাল জন্মনিবন্ধন নাই তারা দ্রুত ডিজিটাল জন্মনিবন্ধন সনদ করে নিন।
মনে রাখবেন, সরকারি ব্যবস্থাপনায় আপনার শিশুকে টাইফয়েড টিকা দিতে হলে ডিজিটাল জন্মনিবন্ধন নিশ্চিত করুন এবং পরবর্তীতে সরকারি ব্যবস্থাপনায় টাইফয়েড টিকা দেওয়ার সময়সূচী ঘোষিত হবার পর টিকা দেওয়ার জন্য শিশু ও ডিজিটাল জন্মনিবন্ধন সনদ সহ EPI সেন্টারে নিয়ে আসুন।

https://vaxepi.gov.bd এই সাইটে গিয়ে রেজিষ্ট্রেশন করুন।
ইতিমধ্যে আপনারা জানেন যে জরায়ুমুখের ক্যান্সার এইচপিভি(HPV) ভ্যাকসিন দেওয়া হয়েছিল। যারা তখন নিবন্ধন করেছেন তাদের আর নতুন করে নিবন্ধন লাগবেনা। তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে লগইন করবেন এবং টাইফয়েড ভ্যাকসিনের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যাদের করা নাই তারা দুইবার এ কাজটি করতে হবে।প্রথমে নিবন্ধন করতে হবে এবং দ্বিতীয়বার টাইফয়েডের জন্য রেজিষ্ট্রেশন করবেন। যারা পূর্বে রেজিষ্ট্রেশন করেছেন কিন্তু মোবাইল নাম্বার ভুলে গেছেন তারা ফরগেট মোবাইল নাম্বার অপশনে গিয়ে মোবাইল নাম্বার বের করতে পারবেন।না পারলে মোবাইল নাম্বার পরিবর্তন করে লগইন করতে পারবেন।শুধুমাত্র ইনস্ট্রাকশন ফলো করলেই বুঝতে পারবেন।

Collected

30/06/2025

ট্রান্সফিউশন-এসোসিয়েটেড গ্রাফ্ট ভার্সেস হোস্ট ডিজিজ (Transfusion-associated graft-versus-host disease - TA-GvHD)- হয় যখন রক্তে থাকা ইমিউনোকম্পিটেন্ট অ্যালোজেনিক লিম্ফোসাইট (immunocompetent allogeneic lymphocytes) গ্রহীতার শরীরে প্রবেশ করে, সেখানকার টিস্যুতে স্থায়ী(engraft) হয়, proliferate করে এবং host টিস্যুর বিরুদ্ধে আক্রমণ চালায়।

TA-GvHD সাধারণত ট্রান্সফিউশনের ৪ থেকে ৩০ দিনের মধ্যে ঘটে। যখন এই রোগের পূর্ণাঙ্গ উপসর্গ দেখা যায় এবং একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ এতে আক্রান্ত হয়, তখন মৃত্যুহার — প্রায় ৯০% পর্যন্ত হয়ে থাকে। এই রোগের উপসর্গগুলো বেশিরভাগ সময় underlying disease, চলমান সংক্রমণ বা কোনো অন্য কোন ওষুধের reaction বলে ভুল করা হয়।

TA-GVHD প্রতি ১০ লক্ষ ট্রান্সফিউশনের মধ্যে ১টিরও কম ক্ষেত্রে ঘটে। যদিও baseline prospective studies পর্যাপ্ত নেই, তবে এটি ধারণা করা হয় যে TA-GvHD-এর প্রকোপ বাড়ছে। এর পেছনে রয়েছে সার্জিকাল procedure, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি (immunosuppressive therapies) , allogeneic cell engraftment এর সংখ্যা বেড়ে যাওয়া।

TA-GvHD-এর চিকিৎসা অত্যন্ত কঠিন — অনেক সময় কার্যকর কোনো চিকিৎসা পদ্ধতিই কাজ করে না। তাই রক্ত ট্রান্সফিউশনের মাধ্যমে GvHD-এর ঝুঁকি এড়ানোর জন্য, দাতার T lymphocyte নিষ্ক্রিয় করতে ট্রান্সফিউশনের পূর্বে রক্ত উপাদানসমূহকে irradiate করা আবশ্যক।

নিম্নোক্ত ক্ষেত্রে রক্তের উপাদান Irradiation করার পরামর্শ দেওয়া হয়ঃ
১। Congenital immune deficiencies-এ আক্রান্ত রোগীদের জন্য
২। High-dose chemotherapy গ্রহণরত রোগীদের জন্য
৩। Hodgkin disease-এ আক্রান্ত রোগীদের জন্য
৪। Intrauterine transfusion এর ক্ষেত্রে
৫। Premature infants-দের ট্রান্সফিউশনের ক্ষেত্রে
৬। HLA-matched platelet transfusions-এর ক্ষেত্রে
(Ref: Mollison’s Blood Transfusion in Clinical Medicine. 12th ed)

এই indication গুলো থাকলে রক্তদাতা যেই হোন না কেনো রক্ত উপাদান Irradiate করা উচিত।

এছাড়াও রক্ত গ্রহীতার নিকট আত্মীয় (blood relatives) থেকে সংগৃহীত রক্ত উপাদানের ক্ষেত্রে ট্রান্সফিউশনের আগে Irradiation করা আবশ্যক।
(Ref: AABB Technical Manual. 20th ed)

আমাদের দেশে জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, মহাখালী, ঢাকা এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগে সরকারি ভাবে Irradiation পদ্ধতি চালু করা হয়েছে এবং সেখানে সল্পমূল্যে এই সেবা দেয়া হচ্ছে । আর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল এ এটি চালু করার প্রক্রিয়া চলছে ।
এছাড়াও Evercare hospital, Square Hospital, CMH এর ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ এই সেবা আগে থেকেই দিয়ে আসছে ।

আসুন সচেতন হই, কারণ TA-GvHD বিরল হলেও এটি কোনো সাধারণ জটিলতা নয়—এটি একটি প্রাণঘাতী রোগ, যা একবার শুরু হলে থামানো প্রায় অসম্ভব।
আমাদের একটি ছোট অসতর্কতা একটি জীবন কেড়ে নিতে পারে।

ডা.খাদিজাতুল কোবরা
ইমারজেন্সি মেডিকেল অফিসার
ট্রান্সফিউশন মেডিসিন বিভাগ
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল , ঢাকা।

26/06/2025

রক্তস্বল্পতার কারণ, লক্ষণ ও চিকিৎসা

ডা: খাজা আমিরুল ইসলাম
রক্তরোগ বিশেষজ্ঞ
সহকারী অধ্যাপক,
টিএমএসএস মেডিকেল কলেজ
সাংগঠনিক সম্পাদক
হেমাটোলজি সোসাইটি অব বাংলাদেশ

সৌজন্যে - Renata PLC (Renata Cancer Care)

Address

ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার
Bogura

Telephone

+8801762999999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Khaza Amirul Islam - Haematologist posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Dr. Khaza Amirul Islam - Haematologist:

Share

Share on Facebook Share on Twitter Share on LinkedIn
Share on Pinterest Share on Reddit Share via Email
Share on WhatsApp Share on Instagram Share on Telegram

Category