অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থা

অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থা Volunteers Association কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সহ-সাধারন সম্পাদক

শাজাহানপুরে মানবতার ফেরিওয়ালা হুমায়ুন কবিরnorthcapitalnews.com‘মানুষ মানুষের জন্য.. জীবন জীবনের জন্য .. একটু সহানুভূতি...
17/08/2023

শাজাহানপুরে মানবতার ফেরিওয়ালা হুমায়ুন কবির

northcapitalnews.com
‘মানুষ মানুষের জন্য.. জীবন জীবনের জন্য .. একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ! হ্যাঁ সমাজের কিছু মানুষ এখনো রয়েছে যারা বিপদে অসহায় দুঃস্থ্য মানুষের পাশে দাড়ায় । যে কোন প্রাকৃতিক দুর্যোগ, মহামারী, মেধাবী দুস্থ শিক্ষার্থী, ঋণগ্রস্ত অসহায় ব্যক্তি, চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় রোগী, মূমূর্ষ রোগীকে রক্তাদান, ঈদ উপহার, শীতার্ত দুঃস্থসহ অবহেলিত জনগোষ্ঠীর আর্তমানবতার সেবায় হুমায়ন কবির শাওন অতীতের মতো এখনো উপজেলা ব্যাপী মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

তার বাবা বগুড়ার শাজাহানপুর উপজেলার সাজাপুর উত্তরপাড়া গ্রামের ওমর আলী ছিলেন ব্যবসায়ী, মা হালিমা বেগম গৃহিনী। বাবা-মা'র একমাত্র ছেলে শাওন বিজনেস এডমিনিষ্ট্রেশনে স্নাতক শেষ করেন। ছাত্র জীবন থেকেই মানব সেবার নেশা তাকে পেয়ে বসেছে।

বিশেষ করে এ ভয়াবহ কোভিড-১৯ সংক্রমনের সংকট কালীন সময়ে অসহায়, দুঃস্থ্য, প্রতিবন্ধী, কর্মহীন, ঘর বন্দী মানুষের সেবায় নিয়োজিত থাক| কিছু মানবিক মানুষের মধ্যে মানবতার ফেরিওয়ালা হয়ে ওঠেন হুমায়ন কবির শাওন । তিনি আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ বগুড়া জেলা শাখার কৃষি ও সমবায় সম্পাদক,শাজাহানপুর উপজেলা চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক, অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন কেন্দ্রিয় কমিটির আজীবন সদস্য ও শাজাহানপুর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক,কমিউনিটি পুলিশিং শাজাহানপুর থানা কমিটির সদস্য, বেজোড়া দক্ষিণপাড়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, ওমর- হালিমা কওমী মাদ্রাসা ও এতিম খানার প্রতিষ্ঠাতা সেক্রেটারী সহ বেশিকিছু ধর্মীয় ও সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন।
শাওন' মানব সেবার কাজটিকে আরও বিস্তৃত করতে ২০১৮ সালে অনুষ্ঠিত শাজাহানপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ নিয়ে হয়েছিলেন নিকটতম প্রতিদ্বন্দ্বী ।

মাত্র ৩৪ বছর বয়সে তার বাবার মৃত্যুর পর শাওন পারিবারিক ব্যবসা-বানিজ্য দেখা শুনা শুরু করেন। নিজে পরিচালনা করছেন সেমি অটো রাইস মিল, অনলাইন বুটিক হাউজ, গবাদি পশুর খামার, মাছ চাষ, ফসল চাষাবাদ সঙ্গে নিজেকে জড়িয়েছেন স্বেচ্ছাসেবীর ও বিভিন্ন সামাজিক সংগঠনের মানবিক কর্মকান্ডে।

করোনা মাহামারির ১ম ঢেউ চলাকালে নিজ এলাকায় জীবানু নাশক স্প্রে, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ, কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা প্রদান করেছেন। দ্বিতীয় ঢেউ চলাকালে সিএনজি চালিত টেম্পু নিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছেন। শুধু নিজ এলাকাতেই নয়, মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন সিডর ও আইলা দুর্গত এলাকাসহ রোহিঙ্গা ক্যাম্পে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শাওন মানবিক কর্মকান্ডে থেকে জানা যায়,বগুড়ার শাজাহানপুর উপজেলার মাঝিড়া সুজাবাদ গ্রামে হতদরিদ্র আবু হোসেনের ছেলে ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হয় বেলাল হোসেন নামের ১৪ বছর বয়সী এক কিশোর। সে জীবন বাঁচাতে তার ১টি হাত কেটে ফেলতে হয়েছে। ছেলের চিকিৎসার খরচ জোটানো নিয়ে চোখে অন্ধকার দেখেন হতদরিদ্র বাবা। বিষয়টি জানার পর গত ১১ আগষ্ট অসহায় আবু হোসেনের বাড়িতে হাজির হন তরুণ সমাজ সেবক হুমায়ন কবির শাওন। তার দেওয়া আর্থিক সহায়তায় অসহায় বাবার মুখে ফোটে স্বস্তির হাসি। আমরুল ইউনিয়নের ডেমাজানী দক্ষিণপাড়া গ্রামের ৮০ বছরের বয়ো:বৃদ্ধ ফজলু প্রামাণিক। সহায় সম্বলহীন এই বৃদ্ধের কাঁধে ভর করে আছে মানসিক বিকারগ্রস্ত ১ ছেলে সন্তান। ছাগল পালন করে চলে এই বৃদ্ধের জীবন-জীবিকা। দিন শেষে রাত এসে ছেলে ও ছাগলকে নিয়ে এক ঘরেই ঘুমিয়ে পড়েন বৃদ্ধ ফজলু প্রামাণিক। মানবেতর জীবন যাপনের খবর পেয়ে ২ আগষ্ট’২৩ ওই বৃদ্ধেও বাড়িতে ছুটে যান শাওন। বাড়িয়ে আর্থিক সহায়তার হাত।আমরুল ইউনিয়নের ডেমাজানী পালপাড়ার অন্তরা রাণীর ভাগ্যে জোটেনি ৩০ কেজি চাউলের কার্ড। সুদের উপর নেয়া ২ হাজার টাকা ঘুষ দিয়েও চাউলের কার্ড পেতে ব্যর্থ হন।বিষয়টি জানার পর ১ আগষ্ট অসহায় পরিবারের খোঁজ খবর নেন শাওন এবং নিজ তহবিল থেকে দাদনের টাকা পরিশোধ করে ওই পরিবারকে ঋণ মুক্ত করেন। অন্ধ স্বামীকে নিয়ে ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন উপজেলার আড়িয়া ইউনিয়নের বারআঞ্জুল গ্রামের মানসিক বিকারগ্রস্ত ধলী বেগম। গত ২৭ জুলাই’২৩ আর্থিক সহায়তা নিয়ে ওই অসহায় পরিবারের কাছে ছুটে যান মানবতার ফেরিওয়ালা শাওন।

এভাবেই নাম না জানা হাজারো অসহায় মানুষের পাশে নি:স্বার্থ ভাবে সহযোগিতা করে যাচ্ছেন হুমায়ন কবির শাওন।আমৃত্যু মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে অসহায় ও দুস্থ মানুষকে সহযোগিতা করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন তরুণ এই সমাজ সেবক। এনসিএন/বিআর

পানির দামে ডিম😱কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে😂
17/08/2023

পানির দামে ডিম😱
কথা ক্লিয়ার নাকি ভেজাল আছে😂

গত কয়েকদিন ফেসবুকে মানবতার ফেরিওয়ালা Humayan Kabir Shawon শাওন ভাইয়ের জনসেবা মূলক কাজ নিয়ে কয়েকটি ভিডিও আপলোড দেই, ক্রমা...
14/08/2023

গত কয়েকদিন ফেসবুকে মানবতার ফেরিওয়ালা Humayan Kabir Shawon শাওন ভাইয়ের জনসেবা মূলক কাজ নিয়ে কয়েকটি ভিডিও আপলোড দেই, ক্রমাগত ভাইরাল হতে থাকে সেই ভিডিও গুলো, সেই ভাইরাল ভিডিওর সূত্র ধরে দৈনিক করতোয়ার সাংবাদিক শাজাহানপুর উপজেলা প্রতিনিধি সাজেদুর রহমান সবুজ কাকা আজ ১৪/৮/২৩ তারিখের দৈনিক করতোয়া পত্রিকায় খবর টি প্রকাশিত করেন।
ধন্যবাদ Sobuj Rahman কাকা♥♥

এই কুলাঙ্গারের বিরুদ্ধে আওয়াজ তুলুন।এই কুলাঙ্গার আমার কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে। ...
06/08/2023

এই কুলাঙ্গারের বিরুদ্ধে আওয়াজ তুলুন।
এই কুলাঙ্গার আমার কলিজার টুকরা রাসূল সাঃ কে মরুভূমির কুখ্যাত ডাকাত বলে গালি দিয়েছে।
আসাদ নুরকে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি।

01/08/2023

সুদের উপর ২ হাজার টাকা নিয়ে ঘুষ দেওয়ার পরেও অন্তরা রানির কপালে জোটেনি সরকারি ৩০ কেজি চাউলের কার্ড😥😥
বিপদে মানুষের পাসে দাড়ানোর জন্যে অসংখ্য কৃতজ্ঞতা মানবতার ফেরিওয়ালা Humayan Kabir Shawon (শাওন) ভাই কে💖💖💖
আপনাদের আশেপাশে ঘটে যাওয়া যে কোন অন‍্যায় অনিয়ম ও দুর্নীতি আমাদেরকে জানাতে পারেন আমরা তুলে ধরবো আপনার সমস্যা গুলো।

জীবন ও বাস্তবতাছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।ফেরার পথে রিক্সা...
29/07/2023

জীবন ও বাস্তবতা

ছেলেটা আজ এসএসসি পরীক্ষার রেজাল্ট আনতে স্কুল গেছে।
রেজাল্টে সে A+ পেয়েছে। সে প্রচুর খুশি।
ফেরার পথে রিক্সায় উঠে রিক্সাওয়ালাকে বললো,,, " আজ আমার লাইফের সবচেয়ে বড় স্বপ্ন টা পূরণ হলো! আমিA+ পেলাম।"
দেখা যাক ভবিষ্যত আমায় কোন জায়গায় নিয়ে যায়...!!!
!পেছন ফিরে রিক্সা ওয়ালা বললো"Congratulations
আমি রফীক আলী। Golden A+ ২০১৩ batch.
সুতরাং রেজাল্ট কখনও কারো ভবিষ্যত নির্ধারণ করতে পারে না! কারণ এটা বাংলাদেশে! 🙂
ছবি: প্রতীকী

27/07/2023

এ যেন এক হৃদয়বিদারক ঘটনা 😭😭😭
স্বামী অন্ধ ও স্ত্রীর পাগল ভিক্ষুককে সরকারি ভাতা পায়িয়ে দেওয়ার নামে দলিলে টিপ সই নিয়ে সকল সম্পত্তি লিখে নিল আপন ভাতিজি।
এই ভয়াবহ বিপদের সময় পাসে দারিয়েছে বিশিষ্ট সমাজ সেবক Humayan Kabir Shawon ভাই।
বিস্তারিত ভিডিওতে দেখুন👇👇
স্থান:- শাজাহানপুর উপজেলা,আরিয়া ইউনিয়ন,
মাছির বাজার পূর্বপাড়া।

সহমত ভাই 001
24/07/2023

সহমত ভাই 001

→ আগামীকালের ট্রেনে কোন সিট নাই। বিশ্বাস না হলে দেখেন !😊
06/07/2023

→ আগামীকালের ট্রেনে কোন সিট নাই। বিশ্বাস না হলে দেখেন !😊

04/07/2023

মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশন 🚉

04/07/2023

আপনার চরিত্রের মতো জীবনসঙ্গী পেলে....

আপনি, ঠকবেন নাকি জিতবেন...!?

বাহ 🙂👌
02/07/2023

বাহ 🙂👌

Address

Bogura

Alerts

Be the first to know and let us send you an email when অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to অর্পণ স্বেচ্ছাসেবী সংস্থা:

Share