Minhaz Pharma

Minhaz Pharma এখানে ডায়াবেটিস মাপা হয়,
প্রেসার মাপা হয়,
ওজন মাপা হয়,
নেবুলাইজার মেশিনে গ্যাস দেওয়া হয় এবং
সকল ধরনের ঔষধ সুলভ মূল্যে পাওয়া যায়।
কালিতলা, বগুড়া।

💔💔যে ভুলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব নয়💔নিয়মিত দাঁতের যত্ন নেওয়ার পরেও দাঁত ক্ষয় হতে পারে। আর এর পেছনে দায়ী হতে পারে ছোট ছ...
04/05/2025

💔💔যে ভুলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব নয়💔

নিয়মিত দাঁতের যত্ন নেওয়ার পরেও দাঁত ক্ষয় হতে পারে। আর এর পেছনে দায়ী হতে পারে ছোট ছোট কিছু ভুল। ভারতীয় দন্ত চিকিৎসক ময়ূখ রায় বলেন, নিয়ম মেনে দাঁত না মাজলে দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব নয়। দাঁত মাজার জন্য ন্যূনতম ২-৩ মিনিট সময় নিতে হবে। আস্তে আস্তে এবং দাঁতের ওপর ঘুরিয়ে ঘুরিয়ে মাজতে হবে। মাড়ির শেষ প্রান্ত এবং দুই দাঁতের মাঝখান মাউথওয়াশ ব্যবহার করে পরিষ্কার করতে হবে।

যেভুলে দাঁতের ক্ষয় হয়:
খাবার গ্রহণের পর পরই দাঁত মাজবেন না। তার কারণ খাবার গ্রহণের পরে মুখে অ্যাসিড এবং ব্যাকটেরিয়ার প্রভাব বেশি থাকে। তাই আধা ঘণ্টা বা এক ঘণ্টা পরে দাঁত মাজতে হবে। তার আগে দাঁত মাজলে দাঁত দ্রুত ক্ষয় হতে পারে। ব্রাশ করার পরেও যদি দাঁতের ভেতর খাদ্যকণা জমা থাকে তাহলেও দাঁতের ক্ষয়রোধ করা সম্ভব না।

যেভাবে দাঁত ব্রাশ করে নিতে পারেন—

i) দাঁত ব্রাশ করার সময় বৃত্তাকারে ব্রাশ ঘুরিয়ে মাজতে হবে। একসঙ্গে তিনটি দাঁতের ওপরে ব্রাশ ঘুরিয়ে-ঘুরিয়ে পরিষ্কার করে নিতে হবে। পুরো দাঁত ব্রাশ করতে কমপক্ষে তিন মিনিট সময় নিতে হবে।

ii) দাঁত ব্রাশ করার সময় মূলত খেয়াল করতে হবে দাঁত এবং মাড়ির সংযোগস্থল পরিষ্কার হয়েছে কিনা। খাবারের অবশিষ্টাংশ যেন জমে না থাকে সেদিকে নজর দিতে হবে।

iii) দাঁত বা মুখের ভেতর খাদ্যকণা আটকে যায় তাহলে মাউথওয়াশ ব্যবহার করতে হবে।
Collected

আপনি কি ঠিকমতো ঘুমাতে পারছেন না!অনিদ্রার পেছনে বেশ কিছু ভিটামিন এর ঘাটতি হতে পারে অন্যতম কারণ। যদি আপনি সঠিক সময়ে বিছান...
06/04/2025

আপনি কি ঠিকমতো ঘুমাতে পারছেন না!
অনিদ্রার পেছনে বেশ কিছু ভিটামিন এর ঘাটতি হতে পারে অন্যতম কারণ। যদি আপনি সঠিক সময়ে বিছানায় যেয়ে ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে সমস্যা বোধ করেন হতে পারে আপনার অপুষ্টি আছে।

19/03/2025
💔💔থাইরয়েড সমস্যা কী খাদ্য বর্জন করতে হবে💔হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়া মানেই ‘হাইপারথাইরয়েডিজ়ম’ ও হরমোন ক্ষরণের পরিমাণ কমে ...
04/03/2025

💔💔থাইরয়েড সমস্যা কী খাদ্য বর্জন করতে হবে💔
হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়া মানেই ‘হাইপারথাইরয়েডিজ়ম’ ও হরমোন ক্ষরণের পরিমাণ কমে গেলে তাকে ‘হাইপোথাইরয়েডিজ়ম’ বলা হয়ে থাকে। এই পরিস্থিতি সামাল দিতে ওষুধের পাশাপাশি খাবারেরও বিশেষ ভূমিকা রয়েছে।

থাইরয়েড হলে কোনগুলো খাবেন না?
অল্প পরিশ্রম করেই হয়তো আপনি হাঁপিয়ে উঠছেন, ওজনও বেড়ে যাচ্ছে, চুলও ঝরে যাচ্ছে, আবার মুখের জেল্লা হারিয়ে যাচ্ছে- থাইরয়েডের সমস্যা বেড়ে গেলে এমন উপসর্গ দেখা যায় রোগীর শরীরে। থাইরয়েড গ্রন্থি থেকে ক্ষরিত হরমোনের হেরফেরে এই রোগ বাসা বাঁধে শরীরে।

থাইরয়েড দু’ধরনের হয়ে থাকে। হরমোনের ক্ষরণ বেড়ে যাওয়াকে বলা হয়ে থাকে ‘হাইপারথাইরয়েডিজ়ম’ ও হরমোন ক্ষরণের পরিমাণ কমে গেলে তাকে ‘হাইপোথাইরয়েডিজ়ম’ বলা হয়ে থাকে। এই পরিস্থিতি সামাল দিতে ওষুধের পাশাপাশি খাবারেরও বিশেষ ভূমিকা রয়েছে। ডায়াবেটিস কিংবা হাইপারটেনশন থাকলে কী কী খাওয়া যায় ও কোনগুলো বাদ দিতে হয়, তা নিয়ে সাধারণ মানুষ যতোটা সচেতন, থাইরয়েডের ক্ষেত্রে তেমনটি দেখা যায় না। তাই নিয়ম করে ওষুধ খাওয়ার পরও অনেক সময় সমস্যা থেকেই যায়।

এই বিষয়ে পুষ্টিবিদরা বলেছেন, থাইরয়েড বেড়ে গেলে সয়াজাত খাবার, যেমন টোফু পনির, চিজ় ডায়েট হতে অবশ্যই বাদ দিতে হবে। বাঁধাকপি, ফুলকপি, ব্রকোলি, ছোলা জাতীয় খাবার থাইরয়েড আরও বাড়িয়ে দেয়। আবার মুলা, রাঙালু, চিনেবাদামও খাওয়া যাবে না।

তাহলে কী কী খেলে বিপদ বাড়বে?

সয়াজাত খাবার:
বেশ কিছু সমীক্ষায় দেখা গেছে যে, সয়াবিন বা সয়াজাত খাবার খেলে থাইরয়েডের ওষুধ ঠিক মতো কাজ নাও করতে পারে। তাই থাইরয়েড থাকলে সয়াবিন, সয়ার দুধ, টোফুর মতো খাবার মেপে খেতে হবে।

বাঁধাকপি, ফুলকপি ও ব্রকলি:
যে কোনও ধরনের কপি থেকে থাইরয়েডের সমস্যা আরও বাড়তে পারে। শীতকালে এই সব্জিগুলো বেশি খাওয়া হয়। তবে থাইরয়েড থাকলে দিনে সর্বোচ্চ কী পরিমাণ কপি খাওয়া যায়, তা পুষ্টিবিদের কাছ থেকেই জেনে নিতে হবে।

প্যাকেটজাত খাবার:
প্যাকেটজাত কিংবা প্রক্রিয়াজাত খাবারে বাড়তি লবণ, চিনি ও অস্বাস্থ্যকর ফ্যাট থাকবে। তাই নিয়মিত এই ধরনের খাবার খাওয়া এড়িয়ে যাওয়ায় ভালো। তা না হলে শরীরে অন্যান্য সমস্যার পাশাপাশি থাইরয়েডের সমস্যাও বৃদ্ধি পাবে।

কফি:
অতিরিক্ত ক্যাফিন শরীরের নানা রকম ক্ষতিও করে। থাইরয়েড থাকলে অত্যাধিক ক্যাফিন এড়িয়ে যেতে হবে। তবে যারা একান্তই কফি ছাড়া থাকতে পারেন না, তারা এই বিষয়ে অবশ্যই পুষ্টিবিদের

অল্প বয়সে ব্রণ সমস্যা? সমাধান কীআজকাল বেশিরভাগ টিনএজের ছেলে-মেয়েদের ব্রণের সমস্যা দেখা দেয়। সাধারণত বয়ঃসন্ধির সময় এই...
04/03/2025

অল্প বয়সে ব্রণ সমস্যা? সমাধান কী

আজকাল বেশিরভাগ টিনএজের ছেলে-মেয়েদের ব্রণের সমস্যা দেখা দেয়। সাধারণত বয়ঃসন্ধির সময় এই সমস্যা বেশি দেখা দেয়। তবে বিশেষজ্ঞরা বলছেন, যেকোনও বয়সেই হতে পারে এই সমস্যা।
শিশু বিশেষজ্ঞদের মতে, সাধারণত ১৫ বা ১৬ বছর বয়সের পরে ব্রণের সমস্যা হয়। আজকাল অবশ্য ৮ থেকে ১৪ বছর বয়সী শিশুদের মধ্যেও এই সমস্যাটি অনেক বেশি দেখা যাচ্ছে। অল্প বয়সীদের এই সমস্যা কমাতে খাদ্যতালিকা থেকে যত তাড়াতাড়ি সম্ভব কিছু খাবার বাদ দেওয়া উচিত। অনেক সময় এইসব কারণে শিশুদের ত্বকের সমস্যা দেখা দেয় এবং এই সমস্যাগুলি আরও বাড়তে পারে। যেমন-

চিপস ও স্ন্যাকস:
৮ থেকে ১৫ বছর বয়সীদের কখনই প্যাকেটজাত চিপস এবং এরকম নোনতা ধরনের খাবার খাওয়ানো উচিত নয়। শিশু চিকিৎসকদের মতে, এই জিনিসগুলির অতিরিক্ত ব্যবহার শিশুদের ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে এবং এই জিনিসগুলি ফোলাভাবও সৃষ্টি করে।

ব্রেড:
ব্রেডে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে, যা ইনসুলিন প্রতিরোধের কারণ হয়। এই কারণে, শরীরে তেল তৈরি হয়। ফলে তৈলাক্ত ত্বকের কারণে ব্রণের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। এ জাতীয় খাবারের ব্যাপারে সতর্ক হতে হবে।

চকোলেট, কেক ও কুকিজ:
শিশুরা চকোলেট খেতে খুবই পছন্দ করে। যতটা সম্ভব তাদের চকলেট, কেক এবং কুকিজ খাওয়ানো বন্ধ করে দিন। এই খাবার খাওয়ার ফলে ইনসুলিনের মাত্রা বেড়ে যায়। ইনসুলিন স্পাইকের কারণে ত্বকের প্রদাহের ঝুঁকি বেড়ে যায়। যদি আপনার সন্তান মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে আপনি বাড়িতে কিছু স্বাস্থ্যকর তৈরি করে তাদের খাওয়াতে পারেন।

কোমল পানীয়:
ছোটরা কোমল বা ঠান্ডা পানীয় খেতে খুবই পছন্দ করে। কিন্তু এ ধরনের পানীয় নিয়মিত সেবন করলে তাদের স্বাস্থ্য এবং ত্বকের উপর খুব খারাপ প্রভাব পড়তে পারে। এই ধরনের পানীয়তে প্রচুর পরিমাণে ক্যাফেইন এবং চিনি থাকে, যার কারণে এটি আপনার শরীরের হরমোনগুলিকে ব্যাহত করে।

✅ কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন। আপনার সচেতনতায় বাঁচবে একটি জীবন !!পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দুর্ঘটনা। কামড়াতে পারে...
26/02/2025

✅ কুকুর কামড়ালে তাৎক্ষণিক যা করবেন। আপনার সচেতনতায় বাঁচবে একটি জীবন !!

পথে ঘাটে হঠাৎ ঘটে যেতে পারে দুর্ঘটনা। কামড়াতে পারে কুকুর। কুকুরের কামড় অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং মারাত্মক। কুকুরের কামড় থেকে জলাতঙ্ক রোগ হতে পারে। রেবিস নামক ভাইরাস থেকে জলাতঙ্ক রোগ হয়ে থাকে। এটি একটি স্নায়ুজনিত রোগ।

রেবিস ভাইরাস কুকুরের লালা থেকে ক্ষতস্থানে লেগে যায় এবং সেখান থেকে স্নায়ুতে পৌঁছে এই রোগ সৃষ্টি হতে পারে। জলাতঙ্ক হলে স্নায়ুতে সমস্যা হয়ে থাকে। যার কারণে মস্তিষ্কে প্রদাহ দেখা দিতে পারে। মস্তিষ্কে প্রদাহের সাথে খাদ্যনালীতে তীব্র সংকোচন হতে পারে। এছাড়া রোগী কোন আলো বা শব্দ সহ্য করতে পারে না।

এই সকল লক্ষণ দেখা দিলে রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তবে কুকুর কামড়ালে প্রাথমিকভাবে কিছু পদক্ষেপ নিতে হয়। এই কাজগুলো করা হলে মারাত্মক আকার ধারণ করা প্রতিরোধ করা সম্ভব।

ক্ষত পরিষ্কার করুনঃ
প্রথমে একটি পরিষ্কার তোয়ালে দিয়ে ক্ষতের স্থানটি চেপে ধরুন। তারপর কুকুরের কামড় দেওয়া স্থানে বেশি করে সাবান পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করুন। অ্যান্টি-ব্যাকটেরিয়াল সাবান ব্যবহার করা ভাল। এটি ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণু দূর করে থাকে। তবে ক্ষত পরিষ্কার করার সময় খুব বেশি ঘষাঘষি করবেন না।

রক্ত বন্ধ করুনঃ
ক্ষত স্থানে চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখুন। এতে রক্ত পরা বন্ধ হয়ে যাবে।

ব্যান্ডেজঃ
ক্ষতস্থানটিতে অ্যান্টিবায়েটিক ক্রিম বা অয়েন্টমেন্ট লাগিয়ে নিন। তারপর একটি গজ কাপড় দিয়ে ভাল করে ব্যান্ডেজ করে ফেলুন। ক্ষত স্থান খোলা থাকলে এতে বিভিন্ন রোগ জীবাণু প্রবেশ করতে পারে।

ডাক্তারের কাছে যাওয়াঃ
প্রাথমিক চিকিৎসার পর ডাক্তারের কাছে যেতে হবে এবং তার পরামর্শে টিটেনাস ইনজেকশন দিতে হবে। কুকুর কামড়ানোর পর অব্যশই টিটেনাস ইনজেকশন দিতে হবে। কুকুর কামড়ের ২৪ ঘণ্টার মধ্যে এই ইনজেকশন দেওয়া উচিত।

সতর্কতাঃ
কুকুরের কামড়ে অনেক সময় রোগী মানসিকভাবে ভেঙ্গে পড়েন। তাকে আস্থা প্রদান করতে হবে যে, সে আবার সুস্থ হয়ে যাবে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অব্যশই রোগীকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।

Ointment: Bactrocin 2%🏞️কার্যকারিতা বা নির্দেশনাইমপেটিগো, ফলিকুলাইটিস,স্ক্রিনের সেকেন্ডারি ইনফেকশন,  ত্বকের ক্ষত শুকাতে ...
13/02/2025

Ointment: Bactrocin 2%

🏞️কার্যকারিতা বা নির্দেশনা

ইমপেটিগো, ফলিকুলাইটিস,স্ক্রিনের সেকেন্ডারি ইনফেকশন, ত্বকের ক্ষত শুকাতে বা ইনফেক্টটেট স্ক্যাবিস এর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

🏞️ব্যবহারব্যধি

আক্রান্ত স্থানে দিনে ২-৩ বার লাগাবে ( ৫-১০ দিন)

🏞️পার্শ্বপ্রতিক্রিয়া

ত্বকে জ্বালা পোড়া, যন্ত্রণা বা ব্যথা, চুলকানি, রেস, ইরাইথেমা, শুষ্ক ত্বক, কন্টাক্ট ডার্মাটাইটিস, সেলুলাইটিস ইত্যাদি হতে পারে

🏞️কত বছর থেকে এটি দেওয়া যাবে ?

উত্তরঃ ২ মাসের পর থেকে এটি দেওয়া যাবে।

🏞️গর্ভবস্থায় দেওয়া যাবে কি?

উত্তরঃ সেই সম্পর্কে এখনও সঠিক তথ্য পাওয়া যায়নি তাই না দেওয়ায় ভালো । যদি দিতে হয় তাহলে একজন রেজিস্টার্ড চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিশেষ সর্তকতা অবলম্বন করে দিতে হবে।

🏞️স্তন্যদানকালে দেওয়া যাবে কি?

উত্তরঃসেই সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি, যদি দিতে হয় তাহলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিশেষ সর্তকতা অবলম্বন করে দিতে হবে।

🏞️এটি আর কি কি নামে পাওয়া যায়?

















ইত্যাদি নামে পাওয়া যায়

সঠিক তথ্য জানুন।ভুল তথ্য, ভুল চিকিৎসা, ভুল বোঝা, ভুল করা থেকে বের হয়ে আসুন।নিজে জানুন, অন্যকেও বুঝতে সাহায্য করুন।আপনার ...
07/02/2025

সঠিক তথ্য জানুন।
ভুল তথ্য, ভুল চিকিৎসা, ভুল বোঝা, ভুল করা থেকে বের হয়ে আসুন।
নিজে জানুন, অন্যকেও বুঝতে সাহায্য করুন।

আপনার রোগ, চিকিৎসা, জীবন- আপনার সিদ্ধান্ত।

Cream: Facid BT🏞️ কার্যকারিতা বা নির্দেশনা সোরিয়াসিস,একজিমা, সংস্পর্শ জনিত ত্বকে  প্রদাহ,রোদে পোড়া ত্বক,  এলার্জি,  অ্যা...
05/02/2025

Cream: Facid BT

🏞️ কার্যকারিতা বা নির্দেশনা

সোরিয়াসিস,একজিমা, সংস্পর্শ জনিত ত্বকে প্রদাহ,রোদে পোড়া ত্বক, এলার্জি, অ্যাটোপিক ডার্মাটাইটিস, সেবোরিক ডার্মাটাইটিস ইত্যাদি ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।


🏞️ ব্যবহারব্যাধি

আক্রান্ত স্থানে দিনে দুইবার লাগাবে (১৪দিন)

🏞️ পার্শ্বপ্রতিক্রিয়া
ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, লাল লাল ভাব বা ত্বকে শুষ্কতা দেখা দেওয়া, ত্বকে ফুসকুড়ি, ত্বকের রং পরিবর্তন, ত্বকে লোম বেড়ে যাওয়া ইত্যাদি দেখা দিতে পারে।

🏞️ এটি শিশুদের দেওয়া যাবে কি?

উত্তরঃ ৩ বছরের নিচে দেওয়া যাবে না।

🏞️ গর্ভবস্থায় দেওয়া যাবে কি?

উত্তরঃ তা সম্পর্কে সঠিক কোন তথ্য এখনও পাওয়া যায়নি, তাই না দেওয়ায় ভালো

🏞️ স্তন্যদানকালে দেওয়া যাবে কি?

উত্তরঃসেই সম্পর্কে সঠিক কোন তথ্য পাওয়া যায়নি, যদি দিতে হয় তাহলে চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী বিশেষ সর্তকতা অবলম্বন করে দিতে হবে।

🏞️ এটি আর কি কি নামে পাওয়া যায়?

max

F


ইত্যাদি নামে পাওয়া যায়

Cream : Lorix🏞️ কার্যকারীতা স্ক্যাবিস ও পেডিকুলোসিস পিউবিস এর চিকিৎসায় এটি ব্যবহার করা হয় 🏞️ ব্যবহারব্যাধি @১২ বছরের উপর...
04/02/2025

Cream : Lorix

🏞️ কার্যকারীতা

স্ক্যাবিস ও পেডিকুলোসিস পিউবিস এর চিকিৎসায় এটি ব্যবহার করা হয়

🏞️ ব্যবহারব্যাধি

@১২ বছরের উপরে সম্পূর্ণ একটি টিউব ১ বারে লাগাতে হবে

@৬-১২ বছর পর্যন্ত ১ টিউবের অর্ধেক ১ বারে লাগাতে হবে

@১-৫ বছর পর্যন্ত ১ টিউবকে ৪ ভাগ করে ১ ভাগ ১ বারে লাগাতে হবে

@২মাস -১ বছর পর্যন্ত ১ টিউবকে ৮ ভাগ করে ১ ভাগ একবারে লাগাতে হবে

🏞️ ব্যবহারের নিয়ম

গলা থেকে শুরু করে পায়ের আঙ্গুল পর্যন্ত যেন কোনো অংশ বাদ না যায় সেভাবে লাগাতে হবে, বিশেষ করে হাতের আঙুলে ও পায়ের আঙ্গুলের ফাকে এবং শরীরের ভাঁজে ভাঁজে খুব ভালো করে লাগাতে হবে যেন কোন অংশ বাদ না যায়। লাগানোর ৮-১৪ ঘন্টা পরে গোসল করে ফেলতে হবে। ঠিক একই নিয়মে ৭ দিন পর আবার লাগতে হবে।

🏞️ পার্শ্বপ্রতিক্রিয়া
ত্বকে জ্বালা পোড়া, চুলকানি, ত্বকে অস্বস্তি, ইরাইথেমা, ইডিমা,ফুসকুড়ি, একজিমা ইত্যাদি দেখা দিতে পারে।

🏞️ কত মাস বা কত বছরের নিচে এটি দেওয়া যাবে না?

উত্তরঃএটি ২ মাসের নিচে দেওয়া যাবে না।



🏞️ গর্ভবস্থায় দেওয়া যাবে কি?

উত্তরঃএটি প্রেগন্যান্সি ক্যাটাগরি B.

অর্থাৎ,এই ক্রিম কোনো হিউম্যান এর উপর ট্রায়াল করা হয়নি কিন্তু প্রাণিদের উপর ট্রায়াল করা হয়েছে এবং তাতে গর্ভস্থ শিশুর উপর কোনো ক্ষতিকর প্রভাব দেখা যায় নি। চিকিৎসক এর পরামর্শ অনুযায়ী এটি গর্ভবস্থায় ব্যবহার করা যাবে।


🏞️ এটি আর কি কি নামে পাওয়া যায়?








ইত্যাদি নামে পাওয়া যায়

Tab.Nabumax(500,750mg)🏞️ কার্যকারিতাদীর্ঘস্থাীয় ও তীব্র ব্যথা বা প্রদাহ নিরাময়,  অস্টিও আর্থ্রাইটিস বা গিঁটে ব্যথা,  রিউ...
03/02/2025

Tab.Nabumax(500,750mg)

🏞️ কার্যকারিতা

দীর্ঘস্থাীয় ও তীব্র ব্যথা বা প্রদাহ নিরাময়, অস্টিও আর্থ্রাইটিস বা গিঁটে ব্যথা, রিউমাটেয়ড আর্থ্রাইটিস বা গিঁটে ফোলা বা ব্যথা, মাংসপেশি ও হাড়ের রোগের ক্ষেত্রে এটি ব্যবহার করা হয়।

🏞️ ডোজ বা মাত্রা

@অস্টিওআর্থ্রাইটিস ও রিউমাটয়েড় আর্থ্রাইটিস এর ক্ষেত্রে

500mg একটি ট্যাবলেট দিনে দুই বার বা 500mg ২টি ট্যাবলেট একসাথে দিনে এক বার(প্রয়োজন অনুযায়ী) অর্থাৎ,দিনে 1000mg দিতে হবে।

এটি দিনে ২০০০mg এর বেশি ব্যবহার করা যাবে না।

@প্রাপ্ত বয়স্ক বা অন্য ক্ষেত্রে

500mg একটি ট্যাবলেট দিনে এক বার (প্রয়োজন অনুযায়ী)

🏞️ কারা কারা সেবন করতে পারবে না

যাদের এটির প্রতি অতি সংবেদনশীলতা আছে, যাদের তীব্র কিডনির সমস্যা আছে, যাদের গ্যাস্টিক আলসার বা পেপটিক আলসার আছে তারা এটি খেতে পারবে না।

🏞️ পার্শ্বপ্রতিক্রিয়া

পাতলা পায়খানা, পেটে ব্যথা,কোষ্ঠোকাঠিন্য, শরিরে পানি আসা, মথাব্যথা, ত্বকে ফুসকুড়ি, অতিরিক্ত ঘাম হওয়া, ঘুম কম হওয়া মুখ শুকিয়ে যাওয়া ইত্যাদি হতে পারে।

🏞️ গর্ভবস্থায় দেওয়া যাবে কি?

এটি প্রেগন্যান্সি ক্যাটাগরি C ।
অর্থাৎ,এই ওষুধটি কোনো হিউম্যানের উপর ট্রায়াল করা হয়নি কিন্তু প্রাণিদের উপর ট্রায়াল করা হয়েছে তাতে অ্যাডভাস ইফেক্ট পাওয়া গেছে, তাই এটি ব্যবহার না করা ভালো। তবে রিস্ক ও বেনিফিট রেসিও হিসাব করে একজন বিশেষজ্ঞ চিকিৎসক এটি প্রয়োগে বিবেচনা করতে পারেন।

🏞️ শিশুদের দেওয়া যাবে কি?

তাদের উপর এটির কার্যকারিতা ও নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়নি তাই তাদের না দেওয়ায় ভালো।

🏞️ এটি আর কি কি নামে পাওয়া যায়?







ইত্যাদি নামে পাওয়া যায়।

Address

Bogura Town
Bogura
5800

Opening Hours

Monday 07:30 - 22:30
Tuesday 07:30 - 22:30
Wednesday 07:30 - 22:30
Thursday 07:30 - 22:30
Friday 07:30 - 22:30
Saturday 07:30 - 22:30
Sunday 07:30 - 22:30

Telephone

+8801911462686

Alerts

Be the first to know and let us send you an email when Minhaz Pharma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Minhaz Pharma:

Share