 
                                                                                                    04/09/2024
                                             # #পালস জেনারেল হাসপাতালের পক্ষ থেকে
 # #পাবনা মেডিকেল কলেজের নবনির্বাচিত শিক্ষক সমিতির  সকল সদস্যবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।
 গত কাল(৩ সেপ্টেম্বর) মঙ্গলবার সকালে পাবনা মেডিকেল কলেজের কানিজা হায়দার সম্মেলন কক্ষে কলেজের সকল শিক্ষকদের উপস্থিতিতে এবং সর্বসম্মতিক্রমে শিক্ষক সমিতি গঠন করা হয় উক্ত কমিটিতে,
 ডা. আখতারুল আলম আজাদকে সভাপতি, ডা. সিরাজুল ইসলাম শুভকে সাধারন সম্পাদক এবং ডা. খো: মেহেদী ইবনে মোস্তফাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৪ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  