Chapapur Social Welfare Association

Chapapur Social Welfare Association Goals and objectives:
(01) To work for the development of the society and the people. (02) To co-ope Bogura

ঈদের দিনের ১৩টি সুন্নত, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন।১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়...
30/03/2025

ঈদের দিনের ১৩টি সুন্নত, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল করতেন।

১. অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া। (বায়হাকি -৬১২৬)
২. মিসওয়াক করা। (তাবয়ীনুল হাকায়েক ১/৫৩৮)
৩. গোসল করা। (ইবনে মাজাহ ১৩১৫)
৪. শরীয়তসম্মত সাজসজ্জা করা। (বুখারি ৯৪৮)
৫. সামর্থ অনুপাতে উত্তম পোশাক পরিধান করা। (বুখারি ৯৪৮, মুস্তাদরাকে হাকেম ৭৫৬০)
৬. সুগন্ধি ব্যবহার করা। (মুস্তাদরাকে হাকেম ৭৫৬০)
৭. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানির গোশত আহার করা উত্তম। (বুখারি ৯৫৩, তিরমিজি ৫৪২, সুনানে দারেমি ১৬০৩)
৮. সকাল সকাল ঈদগাহে যাওয়া। (আবু দাউদ ১১৫৭)
৯. ঈদুল ফিতরে ঈদগাহতে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। (দারাকুতনি ১৬৯৪)
১০. ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। (বুখারি ৯৫৬, আবু দাউদ ১১৫৮)
১১. যে রাস্তায় ঈদগাহতে যাবে, সম্ভব হলে ফেরার সময় অন্য রাস্তা দিয়ে ফেরা। (বুখারি ৯৮৬)
১২. হেঁটে যাওয়া। (আবু দাউদ ১১৪৩)
১৩. ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকা- اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ তবে ঈদুল আজহায় মাঠে যাবার সময় পথে এ তাকবীর উচ্চ আওয়াজ করে পড়তে থাকবেন। (মুস্তাদরাকে হাকেম ১১০৫)

29/04/2023
গত ২৮-০৪-২০২৩খ্রিঃ রোজ- শুক্রবার, চাঁপাপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বগুড়া, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে উক্ত প্রতিষ্ঠানের ...
29/04/2023

গত ২৮-০৪-২০২৩খ্রিঃ রোজ- শুক্রবার, চাঁপাপুর সমাজ কল্যাণ সংস্থার পক্ষে বগুড়া, আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে উক্ত প্রতিষ্ঠানের আজীবন স্থায়ী সদস্য মোঃ ওমর আলী সিদ্দিক এর উদ্যোগে, স্বেচ্ছাসেবক সদস্য মোঃ আশরাফুল ইসলাম তুফান, মোঃ আল-মাছুম মানিক, রতন, মাহবুবুর রহমান, ফিরোজ হোসেন সহ আরো অন্যান্য সদস্যদের মাধ্যমে দুঃস্থ ও অভাবীদের মধ্যে এলাকার বিভিন্ন গ্রাম বড় ঝাঁখইড়, ছোট ঝাঁখইড়, হাউসপুর, বিহিগ্রাম, জিরাগাড়ি, চাঁপাপুর, কাঞ্চনপুর ও অন্যান্য এলাকায় স্বেচ্ছাসেবক দ্বারা ঈদ সামগ্রীগুলো তাদের বাড়ি বাড়ি ঘুরে পৌঁছে দেওয়া হয়।

এবারের ঈদ সামগ্রী ছিল প্রতিটি ৫০০/- টাকার পরিমাণে।
(১) খাদ্যদ্রব্যঃ সেমাই ২ পদের, চিনি, তেল, সাবান, বাদাম কিসমিস।
অথবা
(২) বস্ত্রঃ পোশাক, ম্যাক্সি-ওরনা, পাঞ্জাবি, শাড়ি।
অথবা
(৩) অর্থঃ নগদ ৫০০/- (পাঁচশত) টাকা করে।
অথবা
(৪) শিক্ষা সহায়ক।
ধন্যবাদ।

প্রতিষ্ঠাতা জনাব মোঃ ওমর আলী সিদ্দিক তাঁর বক্তব্যের শুরুতে মহান আল্লাহ তায়ালার প্রশংসা করে সংগঠন এর লক্ষ্য ও উদ্দেশ্য সর্ম্পকে ব্যক্ত করেন। আগামী বছরে আরও ভালোভাবে কাজ সম্পন্ন করার জন্য সকলের কাছে সহযোগিতা কামনা করেন। পরিশেষে এই কাজে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণকারী দূরের বা কাছের সকলের সুস্থতা, শান্তি ও মঙ্গল এর জন্য দোয়া করেন। বিশেষ করে যারা এই সংগঠনের স্থায়ী ফান্ড গঠনে আর্থক সহযোগিতা করেছে, করতেছে এবং করবে। পরিশেষে ইফতার এর ব্যবস্থা করা হয়।

উক্ত অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে সার্বিকভাবে সহযোগিতা করেন প্রধান ও বিশেষ উপদেষ্টা সদস্য এম.এ মান্নান সহ আরও অনেকে।

বিঃদ্রঃ এখানে কেউ দান/ডোনেট করতে চাইলে দিতে পারবেন।
১) স্থায়ী ফান্ড গঠনে।
২) দানের ফান্ড।

মোবাইল একাউন্টঃ ০১৭১২১৯২০৩০ (বিকাশ, নগদ, রকেট, উপায়)

Address

Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00

Telephone

+8801712192030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chapapur Social Welfare Association posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Chapapur Social Welfare Association:

Share