 
                                                                                                    24/05/2023
                                            "সিজোফ্রেনিয়া বা মানসিক রোগ কি?"
  সামাজিক ভাবে আমার মা পাগল বলে থাকি!?
  * সঠিক চিকিৎসায় সিজোফ্রেনিয়া রোগী ভাল হয়
  সিজোফ্রেনিয়া অত্যন্ত জটিল মানসিক রোগ *
   # #সিজোফ্রেনিয়া অত্যন্ত জটিল মানসিক রোগ। এই রোগীরা অতিরিক্ত সন্দেহপ্রবণ হয়ে থাকেন।
   # #তারা অহেতুক ও অমূলক ধারণায় বিশ্বাসী হন। নিজের যুক্তি ও মত ছাড়া অন্য কারো মতামত মানতে চান না।
   # #সঠিক চিকিৎসার মাধ্যমে সিজোফ্রেনিয়া রোগীকে সুস্থ করে তোলা সম্ভব  ।
   # #মানসিক রোগের মধ্যে অন্যতম জটিলরোগ ।সিজোফ্রেনিয়া। কারণ এটার চিকিৎসাও অত্যন্ত জটিল। নারী-পুরুষ উভয়েরই রোগটি হয়ে থাকে।
   # #তবে পুরুষদের মধ্যে এটি বেশি দেখা যায়।
   গ্রামের চেয়ে শহরাঞ্চলে রোগটির প্রকোপ বেশি। পনেরো বছরের নীচে কারো মধ্যে রোগটি দেখা যায় না। এর পর যে কোনো বয়সে এই অসুখ দেখা দিতে পারে।
   # #আক্রান্তদের ইতিহাস থেকে বলা যেতে পারে ১৫ থেকে ৩৫ বছরের মধ্যে রোগটি হতে পারে।
   অতিরিক্ত মানসিক চাপের কারণেও সিজোফ্রেনিয়া হতে পারে। সিজোফ্রেনিয়া রোগীরা এমন কিছু শুনতে বা দেখতে পায় যার কোন বাস্তবতা নাই। কথা বলা, লেখায় অদ্ভুত বা অযৌক্তিক ধরন বা আচরণ প্রকাশ করে। তাদের মধ্যে উদাসীনতা লক্ষ্য করা যায়। পরিবারের অন্য সদস্য বা নিজের যত্ন নেয়ার প্রতি উদাসীনতা দেখায়। তাদের স্বাভাবিক আবেগ, অনুভূতি কমে যাওয়া লক্ষ্য করা যায়।
    # #রোগীর ইতিহাস জেনে সঠিকভাবে চিকিৎসা করলে, অবশ্যই সুস্থ করে তোলা সম্ভব। এজন্য চিকিৎসককে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে যথেষ্ট জ্ঞানের অধিকারী হতে হবে।বিজ্ঞানভিত্তিক চিকিৎসা নিশ্চিত করতে হবে।                                        
 
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                                                                                     
                                         
   
   
   
   
     
   
   
  