
17/07/2025
প্রতিদিন একটি আপেলে
ডাক্তারের কাছ থেকে দূরে থাকা সম্ভব
আপেলে পাওয়া কিছু গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান:
🔥 ১০৪ ক্যালোরি
🌿 ২৮ গ্রাম কার্বোহাইড্রেট
💪 ৫ গ্রাম ফাইবার
✅ ওজন কমাতে সাহায্য করে
🍏 ফাইবার বেশি থাকায় পেট ভরা থাকে
✅ হৃদরোগের ঝুঁকি কমায়
💓 দ্রবণীয় ফাইবার ও পলিফেনল রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
✅ টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমায়
🩺 শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়ক
✅ অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে
🦠 প্রিবায়োটিক ফাইবার উপকারী ব্যাকটেরিয়া বাড়ায়
✅ ক্যান্সারের ঝুঁকি কমায়
🛡️ অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষতিকর টক্সিন দূর করে
✅ শ্বাসকষ্টের ঝুঁকি কমায়
🌬️ শ্বাসনালীর প্রদাহ কমায়
✅ মস্তিষ্ককে রক্ষা করে
🧠 অক্সিডেটিভ স্ট্রেস কমায়
✅ হজমে সহায়ক
🍽️ অন্ত্রের কার্যকারিতা উন্নত করে
✅ এসিড রিপ্লাক্স রোধে সাহায্য করে
🔥 পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিড হ্রাস করে
✅ খারাপ কোলেস্টেরল কমায়
⬇️ এলডিএল কমিয়ে হৃদপিণ্ডের সুরক্ষা দেয়
✅ তাই প্রতিদিনের খাদ্যতালিকায় একটি আপেল রাখুন —
নিজেকে রাখুন সতেজ ও সুস্থ।