Hiar & Beauty Solutions

Hiar & Beauty Solutions Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hiar & Beauty Solutions, Health & Wellness Website, satmatha, Bogura.

Dandruff Problem: সারা বছর খুশকির সমস্যায় ভোগেন? আয়ুর্বেদ মেনে চলুন ফল পাবেন হাতে-নাতে…Hair Care Tips: বাজারে নানা রকমে...
11/01/2024

Dandruff Problem: সারা বছর খুশকির সমস্যায় ভোগেন? আয়ুর্বেদ মেনে চলুন ফল পাবেন হাতে-নাতে…
Hair Care Tips: বাজারে নানা রকমের অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু পাওয়া যায়। পাওয়া যায় নানা সলিউশনও। তবে এই সব টোটকায় যে খুব ভাল কাজ হয় এমনটা কিন্তু নয়...
খুশকি হল মাথার ত্বকের শুকনো মৃত কোষ৷ চিরুনি দিয়ে চুল আঁচড়ালে তখনই খুশকি ভাল করে বোঝা যায়। গুঁড়ো গুঁড়ো হয়ে পোশাকে লেগে থাকে। তৈলাক্ত ত্বক যাঁদের তাঁদের ক্ষেত্রে এই খুশকির সমস্যা কিন্তু সবচাইতে বেশি। খুশকির সমস্যা বাড়লে তার প্রভাব পড়ে ত্বকেও। ত্বকও শুষ্ক হয়ে যায়। আর তাই আর্য়ুবেদ বিশেষজ্ঞ দীক্ষা ভাবসার খুশকি সারানোর জন্য দিচ্ছেন বিশেষ টিপস।বাজারে নানা রকমের অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু পাওয়া যায়। পাওয়া যায় নানা সলিউশনও। তবে এই সব টোটকায় যে খুব ভাল কাজ হয় এমনটা কিন্তু নয়। এর চেয়ে ঘরোয়া এবং আর্য়ুবেদিক টোটকায় সবচাইতে ভাল কাজ হয়।

নিম- আর্য়ুবেদিক টোটকা হিসেবে নিম পাতা খুবই ইপকারী। এর মধ্যেকার যে সমস্ত অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য রয়েছে তা যে কোনও সংক্রমণ রোধে ভাল কাজ করে। বর্ষাকালে বিভিন্ন ফাঙ্গাল ইনফেকশন হয় চুলে। সেই সঙ্গে থাকে খুশকিও। রোজ নিমপাতা চিবিয়ে খেতে পারলে যেমন সুগার থাকে নিয়ন্ত্রণে, রক্ত পরিষ্কার হয় তেমনই নিমপাতা ফোটানো জলে চুল ধুতে পারলেও কিন্তু খুসকির সমস্যাও দূর হয়।

টকদই-ত্রিফলা চূর্ণ- টকদই ফেটিয়ে ওর মধ্যে এক চামট ত্রিফলাচূর্ণ মিশিয়ে নিন। এবার তা সারারাত রেখে দিন। এই মিশ্রণটা ৩০-৪০ মিনিট লাগিয়ে রাখুন চুলে। এরপর নিম ফোটানো জল দিয়ে চুল ধুয়ে নিন।

চুলের যত্নে  ৮টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস:১. চুল সুরক্ষিত রাখুন২. ভেজা চুলকে সাবধানে ট্রিট করুন৩. সঠিকভাবে শ্যাম্পু ক...
31/12/2023

চুলের যত্নে ৮টি কার্যকরী হেয়ার কেয়ার টিপস:
১. চুল সুরক্ষিত রাখুন
২. ভেজা চুলকে সাবধানে ট্রিট করুন
৩. সঠিকভাবে শ্যাম্পু করুন
৪. নিয়মিত কন্ডিশনার ব্যবহার করুন
৫. কন্ডিশনার ব্যবহার করুন তবে সঠিকভাবে
৬. একই ধরণের হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন
৭. অতিরিক্ত হিট দেওয়া থেকে বিরত থাকুন
৮. তোয়ালে ব্যবহার করুন আলতোভাবে

রূপচর্চায় হলুদ খুবই উপকারিহলুদ মশলাজাতীয় পণ্য হলেও প্রাচীনকাল থেকেই এটি ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়। গায়ের রং উজ্জ্বল হওয়...
31/12/2023

রূপচর্চায় হলুদ খুবই উপকারি

হলুদ মশলাজাতীয় পণ্য হলেও প্রাচীনকাল থেকেই এটি ব্যবহার হয়ে আসছে রূপচর্চায়। গায়ের রং উজ্জ্বল হওয়া থেকে শুরু করে ব্রণ, র‌্যাশ, অ্যালার্জি, পোড়া দাগও দূর করতে পারবেন হলুদ ব্যবহারের মাধ্যমে। হলুদ ত্বকের ভেতর ও উপরিভাগ উভয়ের জন্যই ভালো। তবে ব্যবহারের জন্য হলুদের সাথে কিছু মিশিয়ে নেয়াই ভালো হবে। সপ্তাহে এক বা দুইদিনের বেশি ব্যবহার করা উচিত হবে না। যাদের অ্যালার্জি আছে তারা ত্বকে হলুদ ব্যবহারে আরো সতর্ক অবস্থান নেওয়া উচিত।

দুই চামচ হলুদের সঙ্গে গোলাপজল মিশিয়ে ভালো করে মিশিয়ে নিন।

আপনি চাইলে এতে এক চামচ মধুও যোগ করতে পারেন।

এবার এই পেস্টটি ভালো করে মিশিয়ে মুখে লাগান।

মনে রাখবেন এই পেস্ট মুখে লাগানোর আগে মুখ ভালো করে ধুয়ে নিন।

এবার পেস্টটি সারা রাত মুখে লাগিয়ে রাখুন।

সকালে ঘুম থেকে ওঠার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

হাজার হাজার টাকার প্রোডাক্ট ব্যবহার করেও চুলের সমস্যার সমাধান পাচ্ছেন না। তাই বলে কি চুলের জন্য যত্ন নেওয়া ছেড়ে দিবেন?🤔 ...
31/12/2023

হাজার হাজার টাকার প্রোডাক্ট ব্যবহার করেও চুলের সমস্যার সমাধান পাচ্ছেন না।
তাই বলে কি চুলের জন্য যত্ন নেওয়া ছেড়ে দিবেন?
🤔 নাহ,, কারণ আপনে এখনও KETONIX shampoo Improved Formula ব্যবহার করেন নি.. এইটা একটা Dandruff
Itchy scalp
Seborrheic
Dermatitis
প্রডাক্ট... এইটা আপনাকে একটা Health hiar দিবে..

Natural Hair KETONIX Shampoo .এটা use করলে চুল পড়া বন্ধ হবে,চুলের গোড়া মজবুত হবে।শ্যাম্পু করার সময় চুল উঠবে না।চুল লম্বা...
31/12/2023

Natural Hair KETONIX Shampoo .এটা use করলে চুল পড়া বন্ধ হবে,চুলের গোড়া মজবুত হবে।শ্যাম্পু করার সময় চুল উঠবে না।চুল লম্বা হতে সাহায্য করবে।মাথার চুলকানি, খুশকি এলার্জি, থেকে রক্ষা করবে...

Address

Satmatha
Bogura
5800

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hiar & Beauty Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share